নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে লেখা)

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫০



=চাঁদালোর ঘোর=
তাকিয়ো না আসমানে আজ, পুড়ে যাবে চোখ
মায়াবী আলোয় ইচ্ছে কেবল পথে পথে হাঁটি
ইট সুড়কির পথ, চলতেই যেনো বুক ধুকপুক,
এখানে নেই শিশির ভেজা দূর্বাঘাসের মাটি।
যদি সঙ্গে থাকো তুমি,ভয় কাটিয়ে নামবো পথে
নিঝুম হউক রাত্রি, ঘুমাক নিস্তব্দ শহর
সুখের দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ব আলোর রথে,
নিয়ন আলোর উপরে জ্বলুক রূপার আলোর লহর।
আচ্ছা এমন ইচ্ছে কী পারি না পুষতে মনে
গ্রীড বিপর্যয় ঘটুক শহরজুড়ে আজ
আমরা কেঁপে উঠবো মুহুর্মূহু সুখালোর শিহরণে,
ভাবনায় আনো নিমেষে চাঁদালোর মুহুর্ত, শুনছো রাজ!
পিচ রাস্তার পথ ধরে,ঘুরে বেড়াবো শহরময়
আহা ঘাসে লতা পাতায় কেবল চাঁদালোর ছোঁয়া
উড়ে যাবে মন হতে ক্লান্তি ভ্রান্তি,ক্ষণ হবে আমাদের মোহময়...
যাক না একটি রাত,মুগ্ধতার তরে খোঁয়া।
রাত যখন পাবে পূর্বাশার আলো,খুব হবে ভোর
আসব ফিরে হেঁটে হেঁটে গল্পের হাত ধরে নীড়ে
থাকবে লেগে চোখে স্মৃতির ঘোর,
কেটে যাবে আঁধার দিনের আলোয় ধীরে।
November 3, 2018



=আকাশ দেখা হয় না সহসা=
কাক ডাকা ভোর কখন যেনো এসে চলে যায়
পূর্বাশার আলো আর চোখে পড়ে না,
আকাশের সোনালী আলো আসে না জানলায়,
ইটের দেয়ালে বন্দি মানুষ;
আকাশ দেখা সহসা হয়ে উঠে না!

ব্যস্ততার কাঁধে বসে যখনই হন্তদন্ত ছুটে আসি অফিস পাড়ায়
আকাশ ব্যস্ত তখন সূর্যকে টেনে উপরে উঠানোয়!
উফ্ জ্বালা ধরা রোদ্দুর ঠেলে হাঁটি ইট সুড়কির পথ ধরে;
আকাশকে ভুলে গিয়ে খুঁজি কেবল গন্তব্য!

হয় না আর আকাশ দেখা,আবারো ব্যস্ততার বেড়াজালে বন্দি
আকাশ সূর্যকে ভালোবেসে বিদায় জানায় গোধূলিক্ষণে,
হুড়মুড় করে ছুটে যাই নীড়ে ফেরার পথে,
ঠিক তখনি আমি আকাশ দেখি,
ক্লান্তিগুলো কখন উড়ে যায়,কে রাখে আর তার খোঁজ!

বড্ড ভালো লাগায় সময় ভরে যায় আমার
দৃষ্টি রাখি বাহিরের দুনিয়ায়,যন্ত্র দানব ছুটছে
ছুটছে মানুষ,তড়িঘড়ি করে সূর্যটাও ছুটছে
অন্য দেশের নিমন্ত্রনে,অন্য দেশে আলো ছড়াবে বলে।

আর আমরা বিনিময়ে পাই সন্ধ্যা, তারপর
জোছনা ঝরা মোহনীয় রাত,রাতের বুকে শুয়ে
বেঘোর ঘুমে স্বপ্ন দেখি সুখের,শান্তির,
এইতো জীবন,রঙ বদলানো-যেনো আকাশের মত।
(স্যামসাং এস নাইন প্লাস)
November 7, 2018



=মাফ করো প্রভু গুনাহ্ আমার=
রঙধনু সাত রঙ আকাশে মেঘেদের মেলা
রোদ্দুর ভাসায় নীল জলে তার খেয়ালি ভেলা,
পুড়ে যাওয়া দেহ নিয়ে বসে পড়ি গাছের ছায়ায়
নীল সামিয়ানা টানানো আকাশ, টানে না কাছে তার মায়ায়।
ঝকঝকে আলোয় রোদ্দুর হেসে খেলে দিন করে পার
তাপের ভারে ফেটে যায় থার্মোমিটার, সাহস আর হয় না
দেহের তাপ মাপার।
বিতৃষ্ণার আলিঙ্গনে পড়েছি আটকা এবেলা, বড্ড হাঁসফাঁস ক্ষণ
প্রকৃতির বিরূপ চাহনি, সূর্যের তীব্র ভ্রুকুটি-ভাল নয় এ লক্ষণ!
ক্ষমা করে দাও প্রভু তোমার এ বান্দার গুনাহ
বৃষ্টি ঝরিয়ে দাও শান্তি,
চাইছি কেবল তোমার পানাহ।
July 21, 2018

স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তোলা ছবিগুলো

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার পরিচিত লোকজনের ডেংগু হয়েছে?

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আবোল তাবোল মাত বুঝি না ভাই

আল্লাহর রহমতে এখনো হয় নাই কারো ।

২| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: এইগুলো কি ডেঙ্গুর ছবি? দেশের অবহেলিত চামড়ার ছবি? বোন, কাজী ফাতেমা ছবি আপনার একটি ভালো ক্যামেরা আছে আপনি কি সব ছবি দিচ্ছেন? আপনার কাছে সমসাময়িক সমস্যার ছবি কি আশা করতে পারি না !!!

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও ভাই আপনারা তো দিয়েছেন। আমি ডেঙ্গুর ছবি পামু কই আর চামড়ার ছবি তুলুম ক্যামনে

সমসাময়িক সমস্যার ছবি তুলতে হলে ক্যামেরা হাতে সারাদিন রাস্তাঘাটে ঘুরতে হবে। আমি তো ছেলে না ভাই। সারাদিন অফিস করি আর আকাশ দেখি। আকাশ দেখুন মন ভালো করুন। আর দোয়া করুন সবাই যেনো ভালো থাকে
দেশের মানুষ যেনো সুস্থ থাকে। আর কীই বা করতে পারি আমরা কইচাইন দেহি।

৩| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেমন ছবি তেমনি তার কাব্যিক বর্ণনা।

অবাক হয়ে রই
কি কথা কই
এমন ছবি
দিয়েছেন কবি
ব্লগ যে হলো অপরূপা
আমি এক শতরূপা।

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন সুন্দর থাকুন

৪| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

জুন বলেছেন: কবি আর ছবি সবি একাকার
দুজন দুজনার

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপি
ভালো থাকুন অনেক অনেক

৫| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

তারেক ফাহিম বলেছেন: ছবিপুর ছবি তোলার হাত যতেষ্ট পাকা।



চমৎকার সব কাব্য আর ছবিতে একরাশ মুগ্ধতা।

কবিতা পড়ে না জানি আবার বৃষ্টি শুরু হয়।
এমনিতেই ঈদের পর থেকে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টি হলো আল্লাহ তাআলার রহমত। আসুক বৃষ্টি
ভাসিয়ে নিয়ে যাক মশাদের

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

৬| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
"আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস "
এই ফটোগ্রাফি দিবসে আপনার ছবি তোলার প্রতি নেশা ও ভালোবাসা কে আমি সম্মান জানাই। অনেক ভালোবাসা রইলো আপু এবং আমি শুধু লগইন করেছি আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি বিষয়টি জানতাম না। যাইহোক ফটোগ্রাফী দিবসে ফটো দিতে পেরে ভাল্লাগছে।

জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন

৭| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কবিতাগুলোও সুন্দর।
চাঁদলোর ঘোর ও ক্ষমা করো প্রভু গুনাহ আমার এই দুটোর বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপি। অনেক ভালো লাগলো আবারও আসায়
ভালো থাকুন অনেক অনেক

৮| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনার পরিচিত লোকজনের ডেংগু হয়েছে?

মন্তব্য পরে হাসতেছি।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম.... হাসা তো ভালো
উনাকে ধন্যবাদ যে এই দু:সময় হাসিয়েছেন
আপনাকেও ধন্যবাদ

৯| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন:
আপু আপনার ছবি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।
ছবিগুলো খুব সুন্দর।
কবিতা তিনটি ও ভালো তবে দ্বিতীয় কবিতাটি বেশি ভালো লেগেছে। ++
পোস্টে চতুর্থ লাইক।
শুভকামনা জানবেন।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
সুস্থ থাকুন সুন্দর থাকুন

১০| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ৩ নং ছবিটা বেশ সুন্দর। কবিতাটাও চমৎকার!

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
:)

১১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

ঢাবিয়ান বলেছেন: ১ নং ছবিটা থেকে দৃষ্টিতো সরাতেই পারছি না #:-S

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ, ছবি তোলা স্বার্থক
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক

১২| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

সেতুর বন্ধন বলেছেন: বাহ্ সুন্দর প্রকাশ

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেতু ভালো থাকুন

১৩| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

ইসিয়াক বলেছেন: প্রথম ছবি আর দ্বিতীয় কবিতাটা অপূর্ব লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
ভালো থাকুন

১৪| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ওরে এক সাথে তিনটে কাব্য!

একটার সাথে দু্ইটা ফ্রি ;) বুঝি ! হা হা হা

ছবিতায় কবিতায়
মিলে মিশে যায়
স্বপ্ন আর কল্পনায়
কত ছবি, ছবি এঁকে যায়!

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

১৫| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১১

আখেনাটেন বলেছেন: তিনটি ছবিই অসাধারণ। আকাশের ছবি তোলায় আপনার বিশেষ পারদর্শিতা আছে বুঝা যাচ্ছে। :D

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: চমৎকার ছবি সহ কবিতা।

আর সবাই ডেঙ্গু বা চামড়ার ছবি কেন খুজঁছে তোমার এ মন ভুলানো পোস্টে বুঝতে পারছি না :( :(

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও বুঝতেছি না আপু। একই সমস্যা নিয়ে সবাই পোস্ট দিতেছে। আমি না হয় ভিন্ন কিছু দিলাম। এই যে প্রতিবাদী লিখা আসতেছে যাচ্ছে, কিছু কী লাভ হচ্ছে। তবুও প্রতিবাদের সাথেই আছি

জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক অনেক

১৭| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯

নজসু বলেছেন:




সুন্দর।

২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
ভালো থাকুন

১৮| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কাব্যের কোন তুলনা নাই।
ছবিগুলিও হয়েছে প্রফেশনালদের মত।

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
সুন্দর থাকুন সাথেই থাকুন

১৯| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ২:৪৮

কামভাখত কামরূখ বলেছেন: ছবি থেকেও ছবির অলক্ষ্যে লিখাগুলোর মর্মার্থ বেশি ভালো লেগেছে। কবিতার একটা অভিন্ন ধারা আছে, বাই দ্যা ওয়ে জুম লেন্স ক্লোজ শট আর ওয়াইড এঙ্গেল এ-এল লেন্স ব্যবহার করলে সাথে যদি লাইটরুম এ ফটোর অথেনটিক থিম রেখে এডিট দেয়া যেত আরও ভালো ফটোগ্রাফি হত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্যে।

২১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ছবিগুলো মোবাইল ক্যামেরায় ধারণ করা। আর এডিট মূলত মোবাইলেই করে থাকি। ক্যামেরায় রাতের ছবি আমি ভালো তুলতে পারি না। আর বাসায় ফটো এডিট করার সময় নাই কিন্তু অফিসের পিসিতে আইটি সব ইনস্টল করা বন্ধ রেখেছে তাই কিছুই ইনস্টল করতে পারি না।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন
সুন্দর থাকুন

২০| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৭

কামভাখত কামরূখ বলেছেন: আমি শখের বসেই এডিট করে থাকি হোক সেটা উইডিং কিংবা ল্যান্ডস্কেপ বিশেষ প্রয়োজনে বলতে পারেন আমি এমনিতেই করে দিব ।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ লাগলে বলবো। থ্যাংকিউ সো মাচ
কৃতজ্ঞতা রইলেঅ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.