নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। দাদী বুড়ি
©কাজী ফাতেমা ছবি
=ফ্রেমবন্দির গল্প=
নেই কাজ তো খই ভাজ্, যদিও আমার ক্ষেত্রে কথাটা সত্য না। কাজে কামে ব্যস্ততাতেই বেশী থাকতে হয়। কিন্তু বুড়া বেডি আমি মন যেনো এখনো কুড়ি এইডা কিছু হইলো। কখন যে কী দুষ্টুমি মাথায় আসে হাহাহা। বাচ্চারা বলে আমাদের দুষ্টু মা। তা-মীমকে ভাত খাওয়াচ্ছি একদিন। এক লোকমা মুখে নিলে আরেক লুকমা নিতে চায় না। বেশ বিরক্তিকর অবস্থা, আধা ঘন্টা এক ঘন্টা ধইরা পোলারে ভাত খাওয়ানোর মাঝে কী আর মজা আছে কষ্ট ছাড়া হুহ। আমরা ছোডোবেলা এত বদ আছিলাম না, এইডা সিউর কইতে পারি।
তো সেদিন বিছানায় বসে আনমনা যখন হইছি বিছানায় তাকিয়ে, আরে একি! এযে দেখছি সব মানুষের মাথা। একটা ফুল দুইটা ফুল, খালি মানুষ আর মানুষ। ফাইজলামির সীমা নাই। ধ্যানে জ্ঞানে এখন খালি মানুষ খুঁজতাছি হাহাহা। যেদিকে তাকাই খালি মানুষ আর মানুষ। তা-মীমরে ছবি তুলে দেখাইছি এখন দেখি সেও মানুষ খুঁজে।
অবশেষে মোবাইল দিয়া সবগুলার ফটো তুললাম আর ভাবলাম এই দুষ্টুমিগুলো আমি একা কেনো দেখবো সবাইরে দেখাবো। ফটো তু্ইলা আবার পেইন্টে গিয়া দিলাম চোখ লাগাইয়া হাহাহা হয়ে গেলো মানুষ, প্রেত, ভুত পেত্নি, সাপের মাথা, জীন হাহাহা। আসল কথা হলো যেকোনো বিষয়ে মজা পেতে হয়। দেখার মত চোখও লাগে। সবাই সব কিছু দেখতে পারে না। যদি না তার একটা সুন্দর মন থাকে।
সব সময়ই আমরা কাজে ব্যস্ত থাকি। আড্ডা দিতে গল্প করতে, প্রতিবেশীদের কাছে যেতে সব ভুলে গেছি। সবাই ব্যস্ত এই শহরে। এমন কি এক পরিবারে থেকেও যেনো সবাই পর পর। আমি আবার ব্যতিক্রম। আমি যেমন ব্যস্ত থাকতে জানি তেমন সুন্দর উপভোগ করতে পারি। আমার এ স্বভাব আমার দুই ছেলে পাইছে মনে হয়। আকাশে সাদা মেঘ দেখলেই ডাকতে শুরু করে মা মা এসো আকাশ দেখবে। তেমন রাতে চাঁদ উঠলেও ডাক পারে মা মা চাঁদের ছবি তুলবা না।
আর এদিকে তাসীনের বাপ বদ বেটা এসব পছন্দ করে না হাহাহা। কয় ছেলেমী বাচ্চামি, এসব সহ্য হয় না ধুচ্ছাই কইয়া উড়াইয়া দেয়। আরে বেটা তোমার পছন্দ না বইলা আমি ফটো তোলা বন্ধ করুম নাকি হুহ। সে কয় কী যা দেখে তাই ছবি তুলন লাগে......শুকনা ........টা দেখলেও ছবি তুলে। এসব শুনে দুই পোলা হাসে। এইজন্য এই বদ বেটার সাথে বেড়াইতে যাইতে মন চায় না। এই ছবিগুলো যদি দেখে ঠোঁট বেকাইয়া হাসবো আর কইবো সংসারের কাজে মন দাও, বাচ্চাদের জন্য রান্না করো গা। ইশ.. রান্না বান্নায় আমার মন নাই হেইডা কী আপনে বুঝেন না মিয়া। পারলে রাইন্ধা খাওয়ান আমারে আর আমি ছবি তুলি আর কবিতা লিখি হাহাহাহা।
এই হলো কাহিনী, আমার একটা স্বভাব হলো লিখতে বইলে খালি লিখি আর লিখি। কই থন কই যাই নিজেও জানি না। কখনো প্রথম লাইন দেখে শেষ লাইন কী লিখবো তা দেখি না বা ভাবি না। লেখা যেখানে গিয়ে থামতে কয় সেখানেই গিয়ে থামি। তাই আমার লেখার আগামাথা নাই। তবুও অনেকেই আমার লেখা পছন্দ করে। একদিন আমার কলিগ জিগাইলো আপা আপনার কবিতার বই কয়টা বিক্রি হইছে। আমি বললাম ৩৫ এর মত। তখন উনি বললেন আপা লেখার স্বার্থকতা এখানেই । যদি একজন লোকও মনোযোগ দিয়ে আপনার লেখা পড়ে তাতেই আপনি খুশি হবে। এই ভাগ্যও অনেকে পায় না। তার কথা শুনে মনটা কৃতজ্ঞতায় ভরে গেলো। লেখায় সাহস পাইলাম হাহা।
আজকে আর কবিতা লিখলাম না। তাই বইলা কবিতা মনের মধ্যে গুতাগুতি করে নাই তা কিন্তু নয় । আজকে হলো ফান পোস্ট । শুধু ফান আর ফান। কবিতা অবশ্য ফানও লিখা যায় কিন্তু লিখতাম না। এখন ছবি দেখেন, আর ক্যাপশন কিতা লিখতাম কইয়া দেন। ফি আমানিল্লাহ। ভালো থাকুন সবাই।
২। ক্রিমিনালী হাসি মনে হয়
৩।েআরে বেটা জনসম্মুখে পাপ্পি দিবি নাকি, থাবড়াইড়া দাঁত ফালায় দিমু কইলাম
৪। আলাপ আলোচনা চলছে ভুত পেত্নিদের মাঝে
৫।ঠোঁট মোটা ঝগড়াইট্টা মহিলা
৬। পাখি সাপওয়ালা
৭। পাতার আদর
৮। ঠোঁট মোটা ঝগড়াইট্টা নর
৯। ইহা একটি সাপ
১০। সমজোতায় সুন্দর জীবন , কিন্তু বুঝে না সে বুঝে না
১১। ভুতের আড্ডাখানা
১২। প্রেমালাপ অতপর ছেড়ে যাওয়ার ক্ষণে বিষণ্ণ মুখ
১৩। মানুষ আর মানুষ
১৪। ডাকাতির ফন্দি আঁটার মুহুর্ত
১৫। দে দে কপালেটে দে পাপ্পি হাহাহাহা ....
১৬। বলে দে মাটির পৃথিবী কোথায় শান্তি আমার জীবনে...
১৭। রঙ্গ ব্যাঙ্গ আর দুষ্টুমি মুহুর্ত....
১৮।নাক মোটা মানুষ
১৯। সুখের হাসি
২০। কইলাম কপালে তুই দেহি গালেই হামলে পড়লি.......ভালা । লাভিউ
২১। আরেকটা সাপ পাইছি
২২। ঘুমিয়ে আছে শিশুর পিতা.........
২৩। আসলে ইহা একটি বিছানার চাদর
চাদর বহুত পুরাতন, বাচ্চাদের ঘরে চাদর মাদর কিছু ঠিক থাকে না। সারাদিন আওলা ঝাউলা থাকে। তামীম কলমে একে একে সব চাদরের বারোটা বাজায় ছাড়ে। আর বেটারে বইয়া ভাত খাওয়াই আর ভাত তরকারীর মাখামাখি। যাই হোক চাদর ময়লা টয়লা আছে এ নিয়া কথা ছাড়ুইনা যে কেউ। আজকের মত আসি। বাচলামি বহুত হইছে। সালাম সবাইকে।
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালা বুদ্ধি নাই আপি, যত পঁচা বুদ্ধি হাহাহা
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন পাশেই থাকুন
ভালোবাসা সতত
২| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি খুব সরল এবং সৎ মানুষ।
বিছানার চাদরেশিল্প কর্ম! অভিনব আইডিয়াটা আপনার নাকি আমার ভাইগ্নাদের ?
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে শান্তির পাওয়ার মত মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
আইডিয়া আমার।
ভাইগ্নারা ইদানিং মোবাইলেই ব্যস্ত থাকে
আগে কত কিছু আঁকতো এখন আঁকে না আফসোস
ভালো থাকুন ভাইয়া
৩| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯
ইসিয়াক বলেছেন: দেখলাম। সময় নেই আপু । সন্ধ্যায় পড়ব ।
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৪| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা আপু দুলাভাইজানকে মনে বেশ ধরেছে। এমন জমাটি পারিবারিক আনন্দঘন পরিবেশ নিয়ে সারা জীবন কাটান।
কবিতা সারাক্ষণ মনে গুতাগুতি করলেও একটিও না দেওয়াতে আমাদের বঞ্চিত করলেন আর মফিজ ভাই ও মা.হাসান ভাইকে সাপোর্ট দিলেন। ঠিক আমরা অন্যদিনে পুষিয়ে নেব। হাহাহা
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুলাভাই কাঠখোট্টা মানুষ
বেটা বাস্তব নিয়াই থাকে
আর আমি কল্পনায় থাকি হাহাহ
দুই মেরুর বাসিন্দা
কবিতা দিয়াম নে। কবিতার গাট্টি আছে। যেদিন খুলবাম সেদিন তো বিরক্ত হই যাইবেন গা হাহাহা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৫| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... ফুলগুলার পাপড়িতে চোখ, মুখ লাগাইয়া সাপের মাথা, মানুষের মাথা বানাই ফেলছেন।
আসলেই সবাই সবকিছু দেখে না, দেখতে পারেনা।
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত
৬| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
মাহের ইসলাম বলেছেন: হাচা কইছেন দেহি!
এত্তো মানুষের মাথা, কোত্থোন আইলো? এরা খায় কি ?
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা মঙ্গল গ্রহ থাইকা । এরা রঙ খায় আলো খায় আর সিলিং ফ্যানের বাতাস খায়
অনেক ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা সতত
৭| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
মিরোরডডল বলেছেন: অনেকি মজা পেলাম : -)
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন
অনেকদিন পর আমার পোস্টে পেলাম
শুভেচ্ছা সতত
৮| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৪
ইসিয়াক বলেছেন: ৩নং টা খুব ভালো লেগেছে। দুষ্টু বাচ্চা আমার খুব পছন্দ। বাচ্চারা এই বয়সে দুষ্টুমী করবেনাতো কবে করবে। হিহি
শুভসন্ধ্যা
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্টামি তো ওরা করে কিন্তু পরে গুছাইতে হয় মায়েদেরই । আর মায়েরা কর্মজীবি হলে তো কথাই নেই। তবে ওদের দুষ্টুমি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর অশেষ দান
ভালো থাকুন ভাইয়া জাজাকাল্লাহ খাইরান
৯| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: বেশ উপভোগ করলাম।
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন
১০| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ইহা ভাইটামিনে ভরপুর একটি মহা শিল্পকর্ম
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
অনেক দিন পর আপনাকে দেখলাম
শুভেচ্ছা সতত
১১| ২২ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:২০
আনমোনা বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
বিছানার চাদরেশিল্প কর্ম! অভিনব আইডিয়াটা আপনার নাকি আমার ভাইগ্নাদের ?
আমার ধারনা আপনার। ক্যমেরা আর কলমের সাথে এখন হাতে রংতুলি তুলুন
২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আপনার ধারণা ঠিক
হাহাহাহা এই দুইডা নিয়াই পারি না। তবে কেউ যদি কইতো সংসার বাচ্চা কাচ্চা অফিস স্কুল আমি দেখুম ছইব্বানি তুই ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড় যত পারিস ছবি তুল্ আর ঘরে বইসা লিখতে থাক্ ইচ্ছেমত আহা হাহাহা
তাইলে কথাই ছিলো না। রঙতুলিতেও আঁকতে মন চায়
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১২| ২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
১৩| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন
দোয়া করবেন।
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দোয়া রইলো ভাইয়া
১৪| ২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
নাসির ইয়ামান বলেছেন: মন্তব্য কর্তে পার্লাম্না!
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: করছেন তো
১৫| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার শিল্পকর্ম।
২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
১৬| ২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৪
ভুয়া মফিজ বলেছেন: হে হে হে....ইউনিক! এইটা যে একটা চাদরের কাহিনী, প্রথমে তো বুঝিই নাই!
কল্পনার সর্বোচ্চ প্রয়োগ! দারুন হইছে।
২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আকামগুলা ভালাই পারি হাহাহাহা
অনেক ধন্যবাদ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৭
মুক্তা নীল বলেছেন:
আপা ,
এত বুদ্ধি কই পান ?
ঘরে বাইরে থাকে বন্ধু ওই পিরিতের দায় ..... মানে ছবি তোলা। সুন্দর হয়েছে ও ডায়লগগুলো মজার ।