নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কারো মত চাই না হতে.......

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৯



আমি আমার মত থাকতে চাই, আমার ভুবনে,
প্রতিটা মুহুর্তই একান্ত আপন আমার জীবনে;
আমার চোখে সবই সুন্দর স্নিগ্ধ,
সময় কাটাই বুক জমিনে স্বপ্ন বপনে।
আমি ভালবাসি মানুষ;আমি দেখে যাই মানুষ;
মানুষকে ভাবি শয়নে।

মানুষের ভাল,মন্দ নিয়ে ভাবি,যারে লাগে ভালো;
সে আসে হরদম স্বপনে।
উঁচু নিচু নেই ভেদাভেদ সবাই আমার আপন;
ফুল হয়ে ফুটে সবাই আমার বাগানে।

আমার দুর্বলতাগুলো জানিয়ে দেই অকপটে
কথা রাখিনা কখনো গোপনে।
আমি কথা রাখতে করি চেষ্টা আপ্রাণ, শেষতক;
লড়ি অগ্নির বিষ্ফোরণে।

আমি জ্বলি,পুড়ি;চাপিয়ে দেই না ভালো লাগা;
একাই গলে গলে পড়ি দহনে,
আনন্দে উদ্বেলিত হই; কষ্ট চুয়ে পড়ে,
একাই হাসি,আবার কাঁদি রক্তক্ষরণে।

শক্ত হই; নিজেকে সামলাই নিজেই
যেন ভয় না পাই;বিপদ কিংবা মরণে।
ভয়ংকরেও সুন্দর খুঁজি;
খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর জমা রাখি বুকে;
কঠিনের দেই না ঠাঁই;সহজ জীবনে।

আমি আমার মত থাকি; ভালোবাসি জীবন,
মানুষ, ফুল, পাখি, সবুজ আমার মুগ্ধতা
চাই না আমার খুশি বিসর্জিত হউক কষ্ট প্লাবনে।
কারো মত না আমি;আমি আমার মত থাকি;
ভাবি না কখনো;
কাছে টানুক অথবা দুরে ঠেলুক পর কিবা আপনে।
August 26, 2013 at 11:23 PM

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর ছবি আপু। কবিতা ও কবি উভয়ের মৌলিকত্ব দারুণ

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদ ভাইয়া
ভালো থাকো সব সময়

২| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: শব্দ চয়নে আরো সর্তক হতে হবে।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৩ সালের লেখা ভাইয়া প্রায় নয় বছর আগের :)
মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকুন

৩| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: বাহ ! চমৎকার।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

৪| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: ++++

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
শুভেচ্ছা সতত

৫| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৬| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: বহুৎ সুন্দর আপু সহজ-সরল কবিতা।
শুভেচ্ছা নিয়েন।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা সাথে ভালোবাসা দিলাম

জাজাকাল্লাহ খাইরান
সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন হরহামেশা

৭| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৬

জুন বলেছেন: কাজী ফাতেমা ছবি যদি বলি আমার মনের কথাগুলোই কবিতায় ফুটে উঠেছে তাহলে কি অবাক হবেন! বিশেষ করে শেষের স্তবকগুলো। অসাধারণ ছবি অনন্য।
অনেক অনেক ভালোলাগা রইলো।
+

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন জীবনই আমারও কাম্য
তোমার জীবনও এমন সুন্দর হোক
অনুভবে থাকুক মুগ্ধতা ছুঁয়ে
সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন সব সময়

৮| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই ভালো। কিন্তু আমি সবাইকে আমার মতো বানাতে চাই, অথচ সবাই তার নিজের মতো থাকতে চায়। মাঝখানে থেকে আমি শুধু কষ্ট পাই।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ, কেউ কারো মত হতে চায় না। আবার কেউ কেউ অন্যকে অনুকরণও করে। দুই ই ভালো

ধন্যবাদ ভাইয়া

৯| ২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো, দুই বার পড়লাম।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

১০| ২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ২০১৩ সালের লেখা ভাইয়া প্রায় নয় বছর আগের :)
মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকুন

এত আগের লেখা আপনার সংগ্রহে আছে!!
যাই হোক, এখন আরেকবার পড়লাম। বেশ ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেসবুকের কল্যাণে ভাইয়া। এত আগের লেখা পিসিতে রাখা নিরাপদ না। কত পিসি অদল বদল হলো। ফেবু না থাকলে লেখা হারিয়ে যেতো

ধন্যবাদ আপনাকে

১১| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১২| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




নিজের মতোই থাকুন। ছবির মত সুন্দর।
শেষের স্তবকটি দারুন হয়েছে। এভাবেই নিজেকে আর জীবনকে ভালোবাসতে হয়।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া। জি কথা সইত্য
যে যার মত ভালো থাকুক শুদ্ধতায় শালীনতায় থাকুক

ভালো থাকুন অনেক অনেক

১৩| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিজের মতো থাকার আনন্দ'টাই অন্যরকম।

সুন্দর উপস্থাপন।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। অন্য কেউ চালাইতে চাইলেও চলি না হাহাহাহ
মাত্র অভিনয় করি

থ্যাংকস ভালো থাকুন পাশে থাকুন

১৪| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৭

আরোগ্য বলেছেন: আমার সরলতাই যদি হয় আমার মরন,
থাকতে দাও আমায় আমার মতন।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লাইগুলো

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

১৫| ২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজের মত থাকাটাই ব্যাটার।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.