নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মোহ শব্দ\'রা রয়ে যায় অপ্রাপ্তির ঝুলিতে.....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১



©কাজী ফাতেমা ছবি

কিছু কিছু শব্দ আমা হতে ক্রমশ দুরে সরে যাচ্ছে;
কোনভাবেই যায় না ধরা, যায় না ছোঁয়া;
শব্দরা বড় নির্দয়,নিষ্ঠুরতার সীমা ছাড়ায়,
যে শব্দ শুনলে কানের গহবরে
সুপ্ত আগ্নেয়গিরি মুহুর্তেই বিস্ফোরিত হয়...
সেই শব্দগুলিই প্রবর্ধমান।

যে শব্দ বুকের ভিতর আকুলি বিকুলি করে নিরবচ্ছিন্ন..
অস্ফুটই তো রয়ে যায় ,
স্থান, কাল, পাত্র কখনো মিলাতে পারিনি;
নির্জিত মন হতে অবিন্যস্ত বচন নির্গলিত হয় আর
মনের কত বচনই থেকে যায় অপ্রকাশিত।

অতলে জমানো শব্দঝড়ের ঊর্ধ্বশ্বাসে
বুকের ভিতরে নি:শ্বাস বন্ধ হয়ে যাবার যোগাড়,
বলতে চাই,বলার যোগ্যস্থান হারাই
শুনতে চাই,কান পেতে সম্মুখে পা বাড়াই,
স্বপ্নের পুষ্পোদ্যানে আগ্নেয়গিরির জলন্ত লাভা,
উত্তপ্ত হতে হতে কান ফাটিয়ে শব্দ'রা পালায়
এলবেট্রসের পিঠে চড়ে,
হাত বাড়িয়েও ছুঁতে পারি না
কান পেতেও আর শুনতে পাই না।

আমি বুঝতে পারি লোভনীয় শব্দগুলো
হয়তো আমার প্রাপ্যতার ঝুলিতে নেই,
মুখ নিচু করে ছলছল চোখ এক আংগুলে মুছে নিয়ে
মনকে শক্ত লোহার খাঁচায় অবরুদ্ধ করে
তিক্ত বাক্যপাঠে ফের করি মনোনিবেশ ।
September 8, 2014 at 10:08 PM

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহর ওপর ভরসা রাখুন। অপূর্ণতারা পূর্ণতা পাবে ইনশা আল্লাহ্‌।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: শব্দরা দূরে চলে গেলেও আবার ফিরে ফিরে আসবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসুক আবার ফিরে সে আশায় আছি
ধন্যবাদ ভাইয়া

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক সুন্দর ।
শব্দের মেলা শব্দের খেলা চলুক না তবে ...................সময় মতো সবাইকে ফিরে আসতেই হবে ।
ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আসবে ফিরে
ভালো থাকুন ভাইয়া

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

শায়মা বলেছেন: কোন শব্দেরা??
আমাকে বলো ........
কান ধরে ফিরায় নিয়ে আসছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে শব্দ শুনলে প্রেম জাগে ভালোবাসা জাগে
কিন্তু সারাজীবন খালি তিতা শব্দ শুনি আফসোস

ধন্যবাদ আপি

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাকিব আর পি এম সি বলেছেন: শব্দ চলে যাও, আবার প্রতিধ্বনী রূপে ফিরে আসে। সুন্দর কবিতাটি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার বেলাতেই আসে না :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: শব্দগুলো ফিরে আসুক। কষ্ট মুছে সুখ আসুক। শুভকামনা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর প্রকাশ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৯

মুক্তা নীল বলেছেন:
রাত যখন হবে নিঝুম উড়ে যাবে তোমারও ঘুম,
চোখ ভিজে যাবে তোমার অশ্রুতে
মিলবে না তো কোনো হিসাব
হবে না পূরণ আমার অভাব
দিনরাত এক হবে তোমার ভাবতে ..

অসম্ভব সুন্দর কবিতা। মোহ কেটে গেলে এমনটাই হয়

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা মন ভরানো মন্তব্য । জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন পাশেই থাকুন

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা.....

শব্দেরা বড় নিষ্ঠুর নির্দয়।
ও কে ধরতে গেলেও দেয়না ধরা.....
ভালো লাগলো আপু।
শুভকামনা জানবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুহ আমার বেলাতেই নির্দয় কেনো :(

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ভাইয়া

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসুক আবার ফিরে সে আশায় আছি
ধন্যবাদ ভাইয়া

শব্দদের একদম জব্দ করে ফেলবেন। যেন আপনার হাতে চলে আসে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

:) জাজাকাল্লাহ খাইরান

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

নীল আকাশ বলেছেন: বিদ্রোহী আবেগ উপচে পড়ছে। বেশ কঠিন কঠিন শব্দ লিখেছেন। বেশ কয়েকবার পড়তে হলো ভাব আর মানে বুঝার জন্য।
শব্দরা বিদ্রোহী হয়ে উঠে আবেগের বহিঃপ্রকাশে..
ভাল থাকুন আপু।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৪ সালে লিখেছিলাম, তখন হয়তো মনটা বিক্ষিপ্ত ছিলো
অনেক সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন পাশেই থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.