নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
দিন সে তো যায়, যাবে চলে হায়!
কে-বা শুনি আটকাতে তারে পারে
ঋতু যায় ঋতু আসে - বদলায়
বয়স সহসা চড়ে বসে ঘাড়ে!
দিন যায়-মন আঁধারেতে ছায়।।
সভ্যতা গড়ে সভ্যতা ভাঙ্গে ধীরে
মনের বাসনা যত আছে জমা
অপূর্ণতা সব এসে ধরে ঘিরে
মৃত্যু তব করে না আর কভু ক্ষমা!
দিন যায় মন বিষাদেতে হায়।।
আশা সব উড়ে সুদূরে মিলায়
প্রিয়জন সব ছেড়ে চলে যায়
সুখি কেউ দুঃখী কারো উছিলায়
সময় যায় ভেসে জীবনের নায়
দিন যায় টিকে থাকা বড় দায়।।
যায়- কেউ ধরে জীবনের হাল
বোঝা কাঁধেতে আগায় ধীরে আগে
যুদ্ধ - মিলাতে জীবনে ছন্দ তাল
থেকে যেতে হেথা মনে ইচ্ছে জাগে।
দিন যায়- ভেবে সহে নাকো গায়!!
কত স্মৃতি কত ইচ্ছে যাবে থেমে
আশা জাগে কখনো হতাশায়
বয়সের ভারে মন যায় ঘেমে
সুখ ক্ষণ- আশা জলেতে ভাসায়!
দিন যায় - অতীতরা বসে ঠাঁয়।।
কত কথা,গান কত আলোচনা
তোমাদের তরে রচি তব হায়!
শেষ হবে যার হয় নি সূচনা
আমারে ছেড়ে সময় ঐ পালায়!
দিন যায় মৃত্যু ডাকে আয় আয়!!
ভুল যত -ক্ষমা করে দিয়ো বন্ধু
কত দুঃখ দিই রেখো নাকো মনে
যাব সাঁতরাতে একা অথৈ সিন্ধু
মুছে যাবো আমি কোন এক ক্ষণে!
দিন যায় - শক্তি নাহি থাকে পায়!!
অভিমানে অনুরাগে যারা পাশে
স্মৃতি করে মনে রেখো বলে যাই
যারা ছিলে স্থির, মম কষ্ট নাশে
মরণের পরে পাশে ফের চাই!
সময় যায় - ক্ষমা করো আমায়!
September 23, 2016 at 12:20 AM
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও অনেক ভালো লিখেন ভাইয়া
সময়ের অভাবে সব লেখা পড়তে পারি না সরি
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো। এই কবিতাটা একদম অন্যরকম; খুব হালকাভাবে অনেক ভারী কথা বলেছেন।
অনেকগুলো লাইক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি।
মানুষের জীবন তো এমনই আপি
এক এক করে চলে যেতে হবে
একদিন
সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা রইলো
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। অপূর্ব
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগা রইল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
সুন্দর থাকুন
ভালো থাকুন
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
হাফিজ বিন শামসী বলেছেন: জীবনের অনেক কথায় অনেক অনেক ধন্যবাদ।
কবিতায় ভাললাগা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাফিজ ভাই
ভালো থাকুন অনেক অনেক
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: তিন বছর আগের কবিতা ভালো লাগলো।++
শুভেচ্ছা নিয়েন আপু।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুন্দর থাকুন
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: কি সুন্দর লাইনের পর লাইন লিখে গেছেন!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্য
ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন
শুভকামনা
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার লেখা আমাকে নিয়মিত মুগ্ধ করে। শুভকামনা রইলো!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৯
ল বলেছেন: সুন্দর হয়েছে আফু...........
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকাছে বাইয়া :
ভালো থাকুন সুস্থ থাকুন
জাজাকাল্লাহ খাইরান
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কাব্যের হাতখানি অতি বড় খাসা,
দিয়ে গেনু তাই কিছু মিছু ভালবাসা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন:
অনেক অনেক ভালোবাসা
ভালো থাকুন আপি। এই প্রথম আমার পোস্টে মন্তব্য আপনার
খুবই খুশি হলাম
সুস্থ নিরাপদ থাকুন
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪২
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর কবিতা আপু
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা তবে একে
একটু ভিন্নভাবে যায়না কি দেখা?
দিন যায় পরদিন তা আসে ফিরে
কেও কভু আটকাতে যায়না তারে
ঋতু যায় ঋতু আসে একই রূপে
প্রকৃতি বদলায় ঋতু ঋতুই থাকে
বয়স বাড়ার সাথে আয়ু কমে
আর ঘাড়ের কিছু বুজা যায় নেমে।
.....................................
তিন বছর আগে লেখা কবিতা
কবিতার ফল তো মরনের পর
দেখার কথা, এখন কেন তাকে
এমনভাবে এখানে মনে পড়ল
শুভেচ্ছা রইল
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ফেসবুক মনে করায় দেয়। মেমোরিজ আহা
ঠিক তখনই পোস্ট দেই এখানে এসে
সুন্দর লিখেছেন খুব
অনেক অনেক জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: দিন যায় আর আমরা পুরাতন হতে থাকি।
প্রাচীন বৃক্ষের মতো রূপকথা লেখা হতে থাকে, মৃত্যুর কাছাকাছি।
আকাশের নিচে দাঁড়িয়ে আচমকা মনে হতে পারে, এই তো বেঁচে আছি।
আপনার আপনার কবিতায় আমার অভিব্যক্তি।
শুভকামনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন দাদা.... বেঁচে থাকা একটি নি:শ্বাস কত যে দামী। নি:শ্বাস টেনে বলি আহা এই তো বেঁচে আছি এইতো শ্বাস নিতে পারছি
অনেক সুন্দর মন্তব্য
অনেক ধন্যবাদ ভালো থাকুন পাশেই থাকুন
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
নীল আকাশ বলেছেন: ছবি ফাটাফাটি লেগেছে।
১০ নাম্বার লাইনের শেষে গায় না হয়ে - হায় হলে কেমন হতো?
উচিলায় না হয়ে হবে উছিলায়।
কভু সাধু ভাষার শব্দ। এটার বদলে এইক্ষেত্রে তবুও ব্যবহার করতে পারতেন।
ছন্দের কাজ সুন্দর হয়েছে। স্মৃতির সাথে সাথে জীবনের দিন বদলের লাইনগুলি ভালো লেগেছে।
ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন:
থ্যাংকু ঠিক করে নিয়েছি
বাকী গুলোও ঠিক করে নেবো ইনশাআল্লাহ
ভালো থাকুন সুস্থ থাকুন পাশেই থাকুন
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন: দিন চলে যায়, মন বিষাদেতে হায়-
নম্র, গীতল উচ্চারণ!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টি
ভালো থাকুন
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
সময় নিয়ত ধাবমান। তার বুকে জীবনের কোনও রঙই দাগ কেটে যায়না। দৌঁড়ুতে দৌঁড়ুতে তার এসব দেখলে চলেও না। তাই সময়ের কাছে কিছুই থাকেনা, না প্রেম - না ক্ষমা..........
ছন্দিত কবিতা, ছবির মতো জীবনের সত্যটাই বলে গেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। আপনার সাথে সহমত "সময়ের কাছে কিছুই থাকেনা, না প্রেম - না ক্ষমা.........."
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
ইসিয়াক বলেছেন: এতো সুন্দর কবিতা কিভাবে লেখেন আপু ।
খুব সুন্দর
শুভকামনা রইলো।