নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ইস্যুগুলো খুব ছোঁয়াচে.......

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬



যখন যে বিষয় ইস্যু হয়.......... দেখা যায় কতদিন যাবত এই ধরণের আরও হাজার হাজার ইস্যু তৈরীতে মানুষ প্রস্তুত থাকে হাসিও পায় দু:খও লাগে । ইস্যুগুলো খুব ছোঁয়াছে :(

১। আগুন লাগলে চারিদিকে আগুন লাগে
২। সিলিন্ডার ফাটলে চারিদিকে সিলিন্ডার ফাটে
৩। ধর্ষন হইলে চারিদিকে ধর্ষনই হয়
৪। গুম হইলে গুমের খবর চারিদিক থেকে আসে

৫। ছিনতাই হইলে ঢাকা কিংবা বাইরের শহরের অলিগলিতে ছিনতাই এর খবর শুনি
৬। দুর্ঘটনা হইলে সারা দেশের দুর্ঘটনার খবর হাওয়ায় ভেসে আসে
৭। নৌকা ডুবলে খালি নৌকা ডুবার সংবাদ পাই
৮। জাহাজ ডুবলেও তাই

৯। পানিতে ডুবে মরলেও এমন অনেক খবর আসে চারিদিক থেকে
১০। কারেন্টে লাগলেও এমন সংবাদ পাই
১১। দুর্নীতি করে ৫০০ টাকার পর্দার দাম উঠে ৩০ চল্লিশ লাখ, সাথে সাথে চারিদিক থেকে তলের বিড়াল বেরিয়ে আসতে থাকে।
১২। অমুক তমুক প্রশিক্ষণে লোকজন বিদেশে যাওয়ার হিরিক

১৩। ক্যাসিনো ম্যাসিনোও এমন পর্যায়ে চলছে
১৪। ছিঁড়া টেকার কাহিনীও এক হয়ে যাচ্ছে ক্যাসিনোর টাকার সাথে মিশে যাচ্ছে এমন ধরণের সংবাদ।
১৫। খাদ্যে ভেজাল দুধে ভেজাল ফলে ভেজাল এসব খবর দ্রুতবেগে ছড়ানো হয়। কিছুদিন পর আবার দেদারসে ব্যবসা চলে ।
১৬। চিকন গুনিয়া আসলো, দেশ কাঁপায় গেলো

১৭। ডেঙ্গুর মৌসুম চলছে........ সারাদেশে ঘুর্ণি হয়ে ঘুরছে বদ এডিস মশারা।
১৮। রোহিঙ্গারা আসলো প্রকৃতি ধ্বংস করলো, আমাদের মাটি দখল করে ওরা বুক ফুলিয়ে বলে এ দেশ থেকে যাবে না । এ নিয়ে কতদিন বাক বিতন্ডা চলছিলো। অবশেষে এই ইস্যু চাপা পড়ে গেছে অন্য ইস্যুর জন্মতে।
১৯। রাস্তায় জনসম্মুখে কুপিয়ে মানুষ মারার পর্বও একদা ছিলো । তখন আরও কয়েকটা সংবাদ এসেছিলো এমন।
২০। খাদিজা, তনু, নুসরাত, মিন্নি সাগর,রুনি,মিতু,রাজন?এদের হত্যার বিচার আজও ঝুলে আছে যেনো আরেকটি নতুন ইস্যু তৈরীতে প্রস্তুত বাংলাদেশ :(

অনেক ইস্যুই মানুষ জেনে না শুনে ফলাও করে প্রচার করে। মুহুর্তেই তা ভাইরাল হয়। সত্য মিথ্যা যাচাই না করে মানুষ আবেগে আপ্লুত হয়। স্ট্যাটাসের পর স্ট্যাটাসের প্রসব হয়। লাইক কমেন্ট ঝগড়া ঝাটি শেষে একদিন সেই ইস্যুগুলো বিলুপ্ত হয়ে যায়।

কোন দেশে যে বসবাস করতাছি গো আল্লাহ। আমরার দেশের মানুষরে হেদায়েত দিয়ো আল্লাহ। একটু শান্তি দেও মাইনষের মনে।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

ম্যাড ফর সামু বলেছেন: দারুণ লিখেছেন! আসলে কিছু থাকে সস্তা প্রচারণা পাওয়ার জন্য আর কিছু ঘটে আমাদের খেয়ালের জন্য। আসলে সব কিছুই প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে ঘটে, কখনও যা আমরা বিশেষ করে খেয়াল করি না। কিন্তু যখন একবার কোন একটা বিষয় নজর কাড়ে তখন যেদিকে তাকাই কেবল সেসব বিষয়গুলিই আমাদেরে চোখে ধরা পড়ে বলে এমন মনে হয়।

এছাড়া বর্তমান এই সময়ে অনেকেই এসব খবরকে পুঁজি করে অসত্য বা গুজব ছড়িয়ে নিজেদের পেজ বা ইউটিউব চ্যানেল প্রচার বাড়ায়।

সুন্দর একটি লেখা উপহারের জন্য ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে আমরাও বিভ্রান্তির কবলে পড়ি । কোনটা যে সত্য কোনটা মিথ্যা কিছুই বুঝে উঠতে পারি না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

অনেকদিন পর সামুতে আসলেন মনে হচ্ছে

কেমন আছেন?

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

নীল আকাশ বলেছেন: এইগুলি আর কিছু না। মিডিয়ার প্রপাগন্ডা। একধরনের মার্কেটিংও বলতে পারেন।
এইগুলি আসতেই থাকবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসতেই থাকবে। কিন্তু মিথ্যাগুলো কেনো ছড়ায় মানুষ কে জানে

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: সবকিছুতে ভ্যাজাল লাইগ্যা গেছে । কি আর কমু।
শুভকামনা রলো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাইয়া ঠিক

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই বাসের প্রতিযোগীতায় মৃত্যুও হচ্ছে একটার পর একটা। ড্রাইভার, হেল্পার মিলে হত্যার ঘটনাও চলছে...
একবার কী এক ভাইরাসে স্কুলের মেয়েরা অজ্ঞান হওয়া শুরু করেছিল। তখন পর পর কয়েকটা স্কুলের ছাত্রীরাও অজ্ঞান হওয়া শুরু করেছিল...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম প্রতিদিনই এই খারাপ সংবাদগুলো শুনতে হয় আমাদের । ভাল্লাগে না কিছু

কী যে শুরু হলো আল্লাহ জানেন

আল্লাহ দেশটাতে শান্তি দিন

ধন্যবাদ আপনাকে

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
২০ টা পয়েন্ট ই সঠিক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
সুন্দর থাকুন সুস্থ থাকুন
শুভকামনা

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

নীল আকাশ বলেছেন: কারন সত্য কেউ খায় না। আর মিথ্যার ছড়ায় তাড়াতাড়ি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য
:)
ভালো থাকুন

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

করুণাধারা বলেছেন: একদম ঠিক বলেছেন। যেকোনো একটা ঘটনা ঘটলেই, সেরকম ঘটনা বারেবারে ঘটতেই থাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি, কোথাও শান্তি নাই
মানুষ বেশী স্বাধীনতা পাইয়ালছে

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: রোহিঙ্গা ইস্যু জাতিকে ভোগাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম দেখাই যাচ্ছে.... এদের আচরণে বুঝাই যায়

ধন্যবাদ আপনাকে

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ভুয়া মফিজ বলেছেন: এর কারন হলো, সোশ্যাল মিডিয়া চলে হুজুগে। আর আমাদের মূল মিডিয়া চলে ধান্ধাবাজির মাধ্যমে। সেজন্যেই যখন যে ইস্যু পপুলার হয়, সেটাতেই সবাই ঝাপিয়ে পরে। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: েএখন দেখলাম রিপন ভিডিও নিয়া মাইনষে নাচতাছে

ওরে দেখলেই মেজাজ গরম হই যায়। মানুষ পারেও বটে। এক ঠেলায় উপরে তুলে আবার এক ঠেলায় নিচে নামায়

ধন্যবাদ আপনাকে

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কেমন আছেন ? মন্দ এবং খারাপ ইস্যুগুলোই ঝড়ের বেগে ছড়ায়।ভালো তা সবসময়ই চাপা পড়ে থাকে।
ঠিক কথা বলেছেন। ভালো থাকুন আপু সবসময়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আপি ভালো আছি
অনেকদিন পর পর আসেন। খুব ব্যস্ত বুঝি আপুনি

আপনি কেমন আছেন?

হুম আপি ভালো চাপা পড়ে যায় বিচারও হয় না দু:খজনক

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২১

কথার ফুলঝুরি! বলেছেন: আমারা হুজুগে মাতি বেশী । কয়দিন এটা কয়দিন ওটা নিয়ে মেতে থাকি । একটা নতুন ইস্যু জন্ম নিলে আর পুরনোটার খবর কেউ রাখিনা । কথা সত্যি ।

আপু, বানানটা ছোঁয়াচে হবে 8-|

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ বানান ভুল কেউ কইলো না আফসুস

এক সাগর ধন্যবাদ ফুলঝুরি পু

হুম এখন রিপন ভিডিও নিয়া মানুষ নাচতাছে দেখলাম

১২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

মেহরাব হাসান খান বলেছেন: আমি ভাবতাম এই আজেবাজে চিন্তা আমার মাথাতেই ঘুরে।এজন্য লিখে দেইনি।আর চলমান ঘটনা নিয়ে লিখতে ভালো লাগে না।
আমার মনেও বিরাট প্রশ্ন যা শুরু হয় একটানা চলে কেন?
দেখুন না, আবরার মারা গেল। আবার আবরারই মারা গেল। খুব খারাপ লাগে।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক আগের পোস্টে এসেছেন অনেক ধন্যবাদ আপনাকে
আপনি আমার প্রিয় লেখক এই ব্লগে।

আসলেই ১৭/১৮ জন আবরার নামেই ভর্তি হলো বুয়েটে । আবার বিদ্যুতস্পৃশ্য হয়ে মারা গেলো সেই আবরারই :( দু:খজনক
সবাই সুন্দর ও সুখি থাকুক

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২

মা.হাসান বলেছেন: একজন কবিতা পোস্ট করলে অনেকেই করতে থাকে।
একজন ম্যাওপ্যাও করলে অনেকেই করতে থাকে।
একজন ঋণ খেলাপি হইলে অনেকেই হয়।
একজন না পইড়া লাইক দিলে অনেকেই দিতে থাকে :(

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ আপনাকে নিয়া একটা কবিতা লিখমু আমি নিশ্চিত

আচ্ছা আরেকজনের মুখে শুনতেছি এই শব্দটা উনি কে? ম্যাওপ্যাও শব্দটা ইউজ করতেছে
কেমন জানি সন্দে লাগতাছে।

আমি পড়ুম আপনার ভ্রমন পোস্ট। লাইক দিয়াই ক্ষান্ত হমু না

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

মা.হাসান বলেছেন: উনি কে? ম্যাওপ্যাও শব্দটা ইউজ করতেছে
আমিতো ভাবতাছি কপি রাইট কইরা ফালামু, কেউ ব্যবহার করলেই পয়সা চামু। পথথম বার বইলা ছাইড়া দিলাম, পরের বার কিন্তু আপনেরেও দিতে অইবো।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কপিরাইট হয়ে যাক। পয়সা লাগলে পয়সা দিমু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.