নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

৬৬৩০ এ তোলা ছবিগুলো...(২০১১)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯



২০০৭ সালে মনে হয় প্রথম মোবাইল ফোন হাতে নিয়েছিলাম। কারণ তখন লটারীতে টেলিটক সীম পেয়েছিলাম। প্রথম মোবাইলটি প্রায় ৬ হাজার টাকায় কিনি। কিন্তু তেমন ছবি উঠানো যেতো না। কিছুদিন পর ছোট ভাইয়ের কেনা মোবাইল নকিয়া ৬৬৩০ আমার হলো। সেই মোবাইল দিয়ে কতই না ছবি তুলেছি। অনেক ভালো একটা মোবাইল ছিলো। এবং ছবিও উঠতো ভালো তখনকার বেলার জন্য।

কম্পিউটার ঘেঁটে দেখি মেমরী কপি পেস্ট করে রেখেছিলাম। আহা মনটাই ভালো হয়ে গেলো। সেই সময় হয়তো প্রজন্ম ফোরামে পোস্ট করেছিলাম (মনে নাই)। আবার নতুন করে ছবিগুলো পেয়ে যারপর নাই ভালো লাগলো। তাই আবারও পোস্ট করার উদ্যেগ গ্রহণ করিলাম।

ফোনখানা ভালই ছিলো, নতুন আরেকখানা ফোন কিনেছিলাম বিধায় এই ফোনটি ছোটটার ছোটো ভাইরে দিয়া দিছিলাম। আইজি গেইট বাসা ছিলো আগে তখন মধুমিতার সামনে গিয়া বাসে উঠতাম। তাই পথে যাওয়ার সময় এসব ছবি তুলে রাখতাম। আহা সেই দিনগুলো। মানুষ ফল ফুল সবই অতীত।

তবুও স্মৃতি হয়ে থাকে কিছু জিনিস। এই ছবিগুলোও তেমন। ভালো থাকুন সবাই সুন্দর থাকুন। ছবিগুলো মতিঝিল থেকেই উঠানো। ২০১১ সালের ছবি নকিয়া ৬৬৩০ এ তোলা)

১।


২।


৩।


৪।


৫।


৬।


৭।


৮।


৯।


১০।


১১।


১২।


১৩।


১৪।


১৫।


১৬।


১৭।


১৮।


১৯।


২০।


২১।


ফুল বরই মতিঝিল , সবই বদলে যায় ধীরে । বদলে যাওয়া অতীতগুলো মাঝে মাঝে দেখলে ভালো লাগে তাই না ।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার ক্যামেরাটা শন পাপড়ি ওয়ালাকে দিয়ে দিবো - দুই তিন বস্তা শন পাপড়ি দেওয়ার কথা !!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ,,, কিন্তু ভালো ছিলো সেট টা

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: প্রতিদিনই কর্মসুত্রে মতিঝিল আসতে হয়, পুরানো ছবিগুলোতে অনেক ভাললাগা। ++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিচে থাইকা ডাক দিয়ে, ফটো তুলবাম নে :)

ধন্যবাদ ভাইয়া

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ১ নং মন্তব্য সহ উক্ত মন্তব্য মুছে দিন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মুছে দিছি

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: ওহ্‌ এক কথায় দারুণ । +++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

নজসু বলেছেন:





আপু চমৎকার সব ছবি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুজন ভাইয়া
ভালো থাকুন

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

নীল আকাশ বলেছেন: মতিঝিলে একসময় চাকুরী করতাম। ছবিগুলি সেই পুরানো দিনের কথা মনে করিতে দিল।
সময়ের সাথে সাথে মানুষের প্রায় সবকিছুই পালটায়, শুধুই পালটায় না ছবি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন কোথায় আছেন আপনি? কীসে জব করেন।

হুম সময়ের সাথে সব পাল্টায় আমিও বুড়া হয়ে যাচ্ছি :(

থ্যাঙকস ভাইয়া

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: পুরোনো ছবি বলেই কিনা জানি না। প্রতিটা ছবি চোখ বন্ধ করে আছে। ঝকমক করছে না আপনার অন্যান্য ছবি গুলোর মতোণ।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কারণ তো একটাই ভাইয়া

সেতো ৬৬৩০ নকিয়া সেট। এর চেয়ে ভালো তখনকার দিনে ছবি উঠাতে পারতাম না । কারণ তখন এস নাইন প্লাস কিংবা ডিএসএল আর ছিলো না

ধন্যবাদ

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৭

রাকু হাসান বলেছেন:

পল্লি জীবনের ছবি চাই ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আগামীতে দেবো

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

করুণাধারা বলেছেন: আপনার দেখার চোখ, আর ছবি তোলার হাত- দুইই চমৎকার! দোয়া করি, ভবিষ্যতেও এমন সুন্দর ছবি তুলুন সব সময়।

পোস্টের ছবিগুলো খুব ভালো লেগেছে, লাইক।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকিল্লাহ খাইরান আপি
উৎসাহমূলক মন্তব্য

ভালো থাকুন । সুন্দর থাকুন
নিরাপদ ও সুস্থ থাকুন
শুভকামনা

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ ভাল।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

ভুয়া মফিজ বলেছেন: আমার পোষ্টে দেখলাম একটা লাইক দিয়া কাম সারছেন! পোষ্টের বিষয়বস্তু দেইখা কি ভাষা হারায়া ফালাইছিলেন? :P

আপনের ছবি নিয়া পোষ্টে 'ছবি' কইতে গিয়া থাইমা যাই....মনে হয় আবার আপনেরে নিয়া কিছু কইলাম নাতো! আবার ফুটু ও তো কওন যায় না!!!B-)

যাই হোক, ফুটুর রিপিটেশান হইছে....মানে, একই টাইপের ফুটু একাধিকবার আইছে! তারপরেও বড়ই সৌন্দর্য!!! :)

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ কথা ঠিকই কইছেন....। অংক আর ইংরেজীতে বরাবরই কাঁচা

আমার ছেলে প্রত্যেক দিন খোটা দেয় ইশ বাংলাদেশ ব্যাংকার কিচ্ছু পারে না হাহাহাহাহ

অংক দেইখ্যাই ডরাই । তবে পোস্টে আইছি তাই জানান দিয়া আসলাম

থ্যাংকুস ভালো থাকুন

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো ভীষণ সুন্দর প্রাণবন্ত।++
সঙ্গে প্রথম ফোন পাওয়ার ইতিহাসটিও বেশ মজার।

শুভেচ্ছা নিয়েন আপু।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
বড়ই গুলো বেশ লোভনীয়। এছাড়া ছবিগুলো সুন্দর হয়েছে আপু
আমার খুব ভালো লেগেছে +++

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
পাশেই থাকুন

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৫

মা.হাসান বলেছেন:
২০১১ থেকেই আপনার করার মতো কাজ নাই, আঙুল নিশপিশ করে? ছবি তুলেন খুব ভালো, আঙুল যতই নিশপিশ করুক, কবতে লিখিয়েন না, বিনীত অনুরোধ থাকলো।
আপনাদের সুইফট গেম রুমের একখান ছবি দিয়েন পারলে।


আমি এই মোবাইল ব্যবহার করি, একদিন ব্যাংক পাড়ায় গেলে আপনার কাছ থেকে এই মোবাইল দিয়ে ছবি তোলার কায়দা দেখে আসবো। (আমার বিছানার চাদর আপনার বিছানার চাদরের মতো পরিস্কার না বইলা দুঃখিত)।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহা হাহাহাহ রিয়েক্ট বাটন নাই ক্যান হাহাহাহাহাহা

হাহাহাা আচ্ছা কবতে লিখতাম না আর লিখলেও আমার জন্য রেখে দেবো ঠিকাছে

এই ধরণের মোবাইল আমি জীবনেও দেখিনি। বাটন কই ? টিপেন ক্যামনে কই দ্দিয়া..

স্বচক্ষে আমার বিছানার চাদর দেখলে কইবেন এর চেয়ে দূর্বাঘাসের বিছানা ভালো। বিছানার উপর ফুটবল গাড়ি লোহা লক্কর সারাদিনই থাকে ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

মাহের ইসলাম বলেছেন: এতোদিনে পরে এই ছবি খুজে পাওয়া একটা বড় পাওয়া।
ঐ সব্জির দোকান কি এখনো আছে?

১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অফিসের পিসিতে রেখে দিয়েছিলাম। হ্যা সবজির দোকানগুলো এখনো আছে।

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.