নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসাকে ভালোবাসতে দাও....

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫



চুলের ঘ্রাণে নাক ডুবিয়ে বলো ভালোবাসি
কাছে আসি যতবার কানে কানে বলো ভালোবাসি
চোখে চোখ রেখে ঠাঁয়..... বলো ভালোবাসি
দৃষ্টি অবনত করে ভালোবাসি বললে ভেবে নেবো
কোথাও ফাঁক রয়ে গেছে কিঞ্চিত।

ভালোবাসি বলো বিশ্বাসে, নিষ্ঠায়, দৃঢ়তায়!
ভালোবাসি বলেই পালিয়ে যেয়ো না
ছুঁয়ে থাকো-কোমায় থাকো খানিকক্ষণ
অনুভব করো-
অনুভূতিতে তোমাকে আনতে দাও
ভাবতে দাও একটু-
শিহরণ খেলে কি-না মনে, নিশ্চুপ রোমন্থন করি।

হাতের মুঠোয় হাত রেখে বিশ্বস্থতায় বলো ভালোবাসি
নাকে নাকটা ছুঁয়ে দিয়ে বলো ভালোবাসি
দু'কাঁধে দু'হাত রেখে গাঢ় নিঃশ্বাসে বলো ভালোবাসি
অধরে অধর রাখতে যেয়ো না,
ধ্যান ভেঙ্গে যাবে ভালোবাসার...
ভালোবাসাকে শুধু ভালোবাসতে দাও।

কপালের চুলগুলো আলতো সরিয়ে বলো ভালোবাসি
পিছন থেকে কোমর জড়িয়ে বলো ভালোবাসি..
আদিম কামনা ছুঁড়ে ফেলে শুধু ছোঁয়া দাও,
চোখের পাতায় ঠোঁট ছুঁইয়ে বলো ভালোবাসি
আলিঙ্গনে রেখো বেঁধে, তোমার কাঁধে মাথা
তুমি ফিসফিসিয়ে বলো ভালোবাসি...
ভোগ বিলাসে মত্ত হতে চেয়ো না
খবরদার মনেও আনবে না কামনায় মত্ত হতে।

আগে ভালবাসতে শিখো, শিখাও, ভালোবাসি ভালোবাসি
মনের মাঝে ভালোবাসা জিইয়ে রাখতে দাও...
অনুভূতির সম্মান দিয়ে বলো, ভালোবাসি ভালোবাসি...
ভালোবাসায় মুগ্ধ হতে শিখো... শিখাও,
আবার বলছি, ভালোবাসাকে ভালোবাসতে দাও...
আগে মন দিয়ো-নিয়ো...
কখনো ভালোবেসে ফেললে, বুঝে নিয়ো আমি তোমার!
October 1, 2016 at 8:28 AM

কপিবাজ

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: চমৎকার ।
শুভকামনা রইলো

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা ভালো থাকুন অনেক অনেক

২| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন:

থ্যাংকস

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



একটু অবাংগালী অবাংগালী ভালোবাসা?

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাঙালী ভালোবাসা কেমুন ভাই

জানি নাতো ;)

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


শেষ লাইনে যা বলেছেন, সেটাই তো ঘটছে, অনেকেই তাই ভালোবাসছে

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও আচ্ছা তাই । ভালো তো

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার... চমৎকার

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
ভালো থাকুন

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

নীল আকাশ বলেছেন: ফাতেমা আপু,
আর কেউ না জানলেও এটার লেখার কারণ আমি জানি। গতকাল কে রাতে যেই মেয়ের লেখা পড়তে দিয়েছিলেন সেটা পড়ে তো ভালোই খেপেছেন দেখি। এই মেয়ে তো দুধভাত। এই মেয়ে যেই ব্লগে লেখে সেখানে এরচেয়েও ভয়াবহ লেখা আছে। এদের একটা পড়েই খেপে যেয়ে আমি লিখেছিলাম সুন্দরী আমি... প্রথম পর্ব কবিতা।
লিংক পেলে দিয়ে দেব।
কবিতা কিন্তু দারুন লেগেছে।

০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে ভাইয়া না তো
এটা অনেক আগের
২০১৬ সালের কবিতা।
তবে কাল তার স্ট্যাটাস আর ছবি দেখে ভীষণ ক্ষেপে আছি এখনো
মানুষ এতো নোংরা হয় কিভাবে ছি ছি

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: "বাঙালী ভালোবাসা কেমুন ভাই, জানি নাতো "

-ভারতীয় সিরিয়াল কম দেখলে, কবিতা নিজেই বাংগালীর কবিতা হয়ে যাবে।

৮| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



শেষ লাইনার জন্যই কি পুরো পদ্যের অবতারণা?

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ হ্যহ হাহাহাহাহাহাহা

৯| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


যা মাথায় আসে, সেটা পদ্যে লিখলে, উহা সব সময় কবিতা হয় না; ভালোবাসার কবিতায় অনুভবতা থাকতে হয়, "দেহ সেতো তোমার নিয়ন্ত্রণ" থাকার কথা নয়।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেরর আমি কবিতা কখনো বলি নি তো । দেখেন না নামের আগে কবিও লিখিনি

১০| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: কবিতার পুরো অংশটাই চমৎকার ছিল কিন্তু শেষের লাইনে এসে আটকে গেলাম যেন :(
কখনো ভালোবেসে ফেললে দেহ সেতো তোমার নিয়ন্ত্রণ, কথাটি অনেকটা এমন মনে হচ্ছে যেন দেহকে নিয়ন্ত্রণ করার জন্যই আগে ভালোবাসতে হবে । যাই হোক একজন পাঠক হিসেবে এটা আমার মতামত তবে লেখক বরাবরই স্বাধীন #:-S

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি লিখাটি আসলে টিনেজ প্রেমের বেলার নয়। বিবাহিত জীবনের প্রেম নিয়ে লিখছিলাম। অনেক পুরুষ বিয়ে করেই ভাবে স্ত্রী তার সম্পদ যখন ইচ্ছা ব্যবহার করা যাবে। এরা প্রেম ভালোবাসার ধার ধারে না।

হুম আমার ব্যর্থতা সারাংশ বুঝাতে পারি নি সরি।

১১| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


@কথার ফুলঝুরি!
আপনি বলেছেন, " কথার ফুলঝুরি! বলেছেন: কবিতার পুরো অংশটাই চমৎকার ছিল কিন্তু শেষের লাইনে এসে আটকে গেলাম যেন"

-সব পদ্য কবিতা নয়।

১২| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৩| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,


তেজস্বী কবিতা।

কবিতার যে মর্ম তাতে বলতেই হয় - সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হয় তেমন একজনার সাথে , কোনও কথা না বলেই যার সাথে নিরবে পাশাপাশি বসে দোল খাওয়া যায় এবং পরে যখন তার কাছে থেকে দূরে সরে আসা হয় তখন যেন মনে হয় জীবনের সর্বোত্তম কথোপকথনটি আপনি এইমাত্র তার সাথেই করে এসেছেন ।

তবে অনেকের মতো আমিও বলি, কবিতার শেষের লাইনটি অন্যভাবেও লেখা যেতো।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য

ভাইয়া শেষ লাইন চেঞ্জ করে দিলাম

শুভকামনা ভালো থাকুন

১৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


@আহমেদ জী এস,
আপনি বলেছেন, "তবে অনেকের মতো আমিও বলি, কবিতার শেষের লাইনটি অন্যভাবেও লেখা যেতো। "

-লাইন এদিক ওদিক করা সহজ; কিছু ব্যাপারে, মানব জীবনকে সুক্ষ্মভাবে বুঝার দরকার আছে!

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেন দাদা ভাই। লাইন পরিবতর্ন করিয়া দিলাম

ভালোবাসাকে ভালোবাসুন হাহাহহাহাহ

১৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন: বলেছেন: আপি লিখাটি আসলে টিনেজ প্রেমের বেলার নয়। বিবাহিত জীবনের প্রেম নিয়ে লিখছিলাম। অনেক পুরুষ বিয়ে করেই ভাবে স্ত্রী তার সম্পদ যখন ইচ্ছা ব্যবহার করা যাবে। এরা প্রেম ভালোবাসার ধার ধারে না।--- ওহ আচ্ছা ! তাই বলেন আপু । তাহলেতো একদম ঠিক আছে লাইনটি । আসলেই বিয়ের পড়ে ভালোবাসা ও প্রেম বিষয়টি যেন হারিয়ে যায় । মানুষের জৈবিক চাহিদার পাশাপাশি মনের চাহিদাটাও যে অনেক জরুরী আমরা সেটি ভুলে যাই । বিয়ের আগে ও বিয়ের পরের সকল অবস্থা একরকম না থাকলেও আমি মনে করি দুজনে চাইলেই সেটিকে ভালোবাসাময় করা যায় । আর হ্যাঁ, সে ভালোবাসলে তো আমি তাঁরই । তাই আগে ভালোবাসতে হবে 8-|

@হুম আমার ব্যর্থতা সারাংশ বুঝাতে পারি নি সরি-- লেখাটি আসলেই অনেক চমৎকার হয়েছে আপু । আমার কাছে ভালোলেগেছে বলেই আমি তাঁর অর্থ বের করতে চাচ্ছিলাম । ধন্যবাদ ক্লিয়ার করে দেওয়ার জন্য ।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য পড়ে শান্তি লাগলো যাই হোক বুঝতে পেরেছেন তাই কৃতজ্ঞতা
তারপরও শেষ লাইন চেঞ্জ করে দিলাম

জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন সবাইকে নিয়ে
শুভকামনা এবং ভালোবাসার রইলো

১৬| ০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭

আরাফআহনাফ বলেছেন: এক কথায় বললে চমৎকার।
"আগে ভালবাসতে শিখো, শিখাও
ভালোবাসাকে ভালোবাসতে দাও..
..........."

ভালো থাকুন - আরো এমন লিখতে থাকুন।
অজস্র শুভকামনা রইলো।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরাফ ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন অনেক অনেক

১৭| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

দোয়া করবেন বোন।

০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ যেনো স্বপরিবারে আপনাসে সুস্থ সুন্দর ও নিরাপদ রাখেন

১৮| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি চমৎকার আপু।
আপনার দেওয়া লিংকের সূত্র ধরে দেখলাম জনৈক হুমায়ুন কবীরের ফেসবুক পোস্টের কবিতা।
তাহলে ওই আইডিটি তাহলে আপনার?

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: না আমার আইডি হতে যাবে কেনো হাহাহা সেতো ছেলে
হুমায়ূন কবীর কপি করে পোস্ট করেছে । ফেসবুকে কবিতাটি দেইনি আগে । কাল সামুতে দেয়ার পরই সে কপি করে পোস্ট দিলো নাম ছাড়া । তাকে কিছু বলতে যাইনি কারন আমাকে ব্লক করে দেবে।

ধন্যবাদ আপনাকে ভাইয়া

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:
বিবাহ উত্তর ভালবাসা হয়েছে দারুন
আপনার বদের হাড্ডির অবস্থা তাহলে করুন :)
তিনি তো এখন শ্পষ্ট করে বলতেই পারেন
ভালবাসা পেলে আমি হয়ে যাই জল
ভালবাসা দিয়ে তুমি কিনে নিতে পার
আমাকে করতে পার একেবারে বশ
ভালবাসা পেয়ে আমি বদলে গেছি
কখনো মেঘ আর কখনোবা
রোদ্দর হয়ে গেছি হাহাহাহা ।

শুভেচ্ছা রইল



০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা বেটাদের অবস্থা করুণ হয় না। বদ তো বদই

বশ করা সহজ না গো ভাই। ত্যাড়া পাবলিক

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২০| ০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

হাবিব বলেছেন: ভালো "বাসা" আর "ভালোবাসা" দুটোই খুব সেন্সেটিভ...... যত্ন না করলে শ্রী হারায়।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য ভাইজান

আপনার আগমন এবং পোস্টের অপেক্ষায় আছি কিন্তু

ধন্যবাদ আপনাকে

২১| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪

ফকির গরীব উল্লাহ বলেছেন: অনন্য অসাধারণ আপু :)। এগিয়ে যান। সাথে আছি, পাশে আছি।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২২| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা ভাল বাসুক । :) জাদীদ ও । ;)

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । কিন্তু জাদীদ ও কী বুঝি নাই

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৮

অনন্ত গৌরব বলেছেন: অনেক ভালো লিখেছেন। কয়েকবার পড়লাম

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অনন্ত । ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.