নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» গ্রামের ছবি, মায়া জড়িয়ে আছে যেখানে (মোবাইলগ্রাফী-৩৭)

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১১

১।

উপরের ছবিটি আমাদের পুকুর পাড় থেকে তোলা।
-------------
এগুলো আমাদের গ্রামের ছবি, হবিগঞ্জ, চুনারুঘাট, পীরেরগাও থেকে তোলা। আমাদের গ্রাম ধীরে ধীরে শহর হয়ে যাচ্ছে। সামনে পিছনে পাকা রাস্তা। এমনিতে অনেক সুন্দর গ্রাম (অবশ্য যার যার গ্রাম তার কাছে বেশী ভালো লাগে) হবিগঞ্জ আর চুনারুঘাট এ অনেক কিছু আছে দেখার মতন। প্রাকৃতিক সৌন্দর্য্যে আমাদের শহর গ্রাম পুরো এলাকা। কয়েকটা রিসোর্টও হয়েছে হবিগঞ্জে। রূপে গুণে সব দিক থেকেই হবিগঞ্জ সুন্দর খুব সুন্দর। বিশ্বাস না হলে গিয়ে দেখে আসুন। এগুলো গত জুলাইয়ে তোলা ছবি । তুলেছি স্যামসাং এস নাইন প্লাস দিয়ে। ভালো থাকুন অগ্রীম শুভেচ্ছা রইলো।
-------------
২। আমাদের পুকুর, ছোটোবেলা বড় বেলা কত ডুব সাঁতারের বেলা আহা আমাদের পুকুর ঘাট। এখন বছরে একবার গিয়ে সাতার কাটি।


৩। বাড়ির সামনের রাস্তা। হাঁসগুলো নীড়ে যখন ফিরছিলো বিকেলের আলোয়


৪। এটা শায়েস্তাগঞ্জ রেলস্টেশন। ঢাকা আসার সময় তোলা


৫। পুকুর পাড় থেকে তোলা


৬। শরতকালের মতই আকাশ ছিলো


৭। ঢাকা আসার সময় অজানা স্থানের ছবি


৮। আমাদের গ্রামের ছবি


৯। শায়েস্তাগঞ্জ রেলস্টেশন


১০। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আকাশ ছুতে চায়


১১। এইতো জীবন, জীবন যেখানে যেমন sad (রেলস্টেশন থেকে তোলা)


১২। পাতার উপর ঝরে পড়া ফুল


১৩। বাড়ী ফেরা হাঁসগুলো


১৪। বাড়ীর পেছনের রাস্তা। এবং সুন্দর একটি আকাশ


১৫। শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের আকাশ


১৬। বাড়ি ফেরা হাঁস ও আকাশ


মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর ।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া। ভালো থাকুন

২| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: ঐ যে দেখা যায় তাল গাছ টা, না না এটি না, তার পরের টি, এটি আপনাদের গ্রাম না? বনফুলের মিষ্টি আর নিমকি নিয়ে সকালের ট্রেনেই আসতেছি। আমাদের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু মাশাল্লাহ ক্রিকেট টিম - ভয় পাবেন না, বিকেলের ট্রেনেই চলে যাবো।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসুন আসুন ।
হ্যা এটা আমাদের গ্রাম না রেলস্টেশন থেকে তোলা

হুম আসুন ভয় পাবো না । পরিবারের সদস্যদের একে একে জবাই করে খাওয়াবো :)
ধন্যবাদ অনেক অনেক

৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবিই আমার ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ও বোন, জবাই করে খাওয়াতে হবে না। আমি নিরামিষভোজী মানুষ, আর বাদবাকী সবাই ও আপনাদের বাড়ীর তৈরি দই চিড়া মুড়ির মোয়া খেলেই খুশিতে আপনার ভক্ত হয়ে যাবে আর পিছু ছাড়বে না। আপনার ছবি তোলা সুন্দর, তার চেয়ে সুন্দর আপনাদের গ্রাম।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন। আপনার নামের আগে ঠাকুর কেনো ভাইয়া।

আমাদের গ্রামে দাওয়াত রইলো

৫| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: সবগুলো ছবিই খুব সুন্দর। মনে হচ্ছে, এখনই গ্রামে ছুটে যাই। তবে, ১১ নং ফটো কেমন যেন অন্তরে ধাক্কা দিয়ে গেল !

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি সুন্দর মন্তব্যের জন্য। এসব দেখলে আসলেই কষ্ট লাগে শুধু একটা দীর্ঘশ্বাস বেরোয় বুক হতে

৬| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: খুব সুন্দর ফ্রেমিং। ভালই লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সাদ্দাম ভাইয়া ভালো থাকুন :)

৭| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

সাইন বোর্ড বলেছেন: সুন্দর সবুজের পাশাপাশি কয়েকটি নগর জীবনের ছবি, ভাল লেগেছে ।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইন বোর্ড ভালো থাকুন অনেক অনেক

৮| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবিব্লগ। ++
শুভকামনা প্রিয় আপুকে।
আপনার ১১ নং ছবির পরিপ্রেক্ষিতে আমিও একটি ছবি দিলাম।

চমৎকার ছবিব্লগ। ++
শুভকামনা প্রিয় আপুকে।
আপনার ১১ নং ছবির পরিপ্রেক্ষিতে আমিও একটি ছবি দিলাম।



চমৎকার ছবিব্লগ। ++
শুভকামনা প্রিয় আপুকে।
আপনার ১১ নং ছবির পরিপ্রেক্ষিতে আমিও একটি ছবি দিলাম।

চমৎকার ছবিব্লগ। ++
শুভকামনা প্রিয় আপুকে।
আপনার ১১ নং ছবির পরিপ্রেক্ষিতে আমিও একটি ছবি দিলাম।





উনি কিন্তু এ.সি রুমে থাকেন। হোক না সে টি এম কাউন্টার; থোড়াই কেয়ার।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আরও বৃদ্ধ হলে কে দেখবে
ওদের কথা ভাবলে কষ্ট লাগে

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৯| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

ভুয়া মফিজ বলেছেন: বরাবরের মতোই......দারুন ছবিগুলো।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১০| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবিগুলো এককথায় দুর্দান্ত হয়েছে!

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাইয়া
ভালো থাকুন

১১| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

বিজন রয় বলেছেন: সবুজ সবুজ দৃশ্যে চোখ, মন ভরিয়ে দিলেন!!

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা। কিন্তু মন যে ভালোই হচ্ছে না
একের পর এক নৃশংসতা দেখতে হচ্চে আমাদের

১২| ১৪ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

মা.হাসান বলেছেন: "ছোটবেলা বড় বেলা কত ডুব সাঁতারের বেলা - আহা আমাদের পুকুর ঘাট" --ভাষার ছিরি দেখিয়া আত্মহত্যা করিতে মন চায়।

আপনার কি বোর্ডে কি বাংলা গদ্য আসেনা? আমার তো কবিদের ক্রিকেট স্ট্যাম্প দিয়া .....

তিন নম্বর ছবিতে হাঁসের ছায়া দেখে মনে তো হলো না বিকাল বেলা। ১৩ আর ১৬ নম্বর ছবি দেখে মনে হলো হাঁসগুলা আপনারে দেইখা ডরায়া বাড়ি থেকে দূরে পালাইতেছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে কি জবাই করা চাকু ছিল নাকি?

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু মিয়া একটু কথা কইলেও কন কবিতা । আমি কিছু লিখলেই আপনি ভাইবা নেন কবিতা লিখছি হাহাহাহ। আমার ছোটো ছেলে তামীম তার বাবাকে বলে বাবা তুমি জানো না আমি তোমার বেতালা পোলা ....। আমার মনে হয় আপনিও বেতালা পোলা । ভাইরে আবরারের মত মরতে চাইনা , স্ট্যাম্পটা ক্রিকেট মাঠেই রাইখেন যে... ডরাইছি আর কথা লিখমু না :( .... ডরায় নাই কারণ একবার দূরে থেকে আসতেছিল তখন ক্লিক করেছি আবার কাছে যখন আসলো তখনও ক্লিক করেছি। গ্রামের পশুপাখি মানুষরে ডরায় না ।

এরা পালিত তো খাবার দিলে হাত থেকে এসে নেয় আর আমি ভয়ানক মানুষ না কেউ আমারে ডরায় না। ছেলেরা ডরায় না জামাই ডরায় না কাজের মেয়েও ডরায় না আর এরা তো পশু পাখি :)

এই দেখেন ছবিটা সন্ধ্যায় তোলা.... আমার দোষ না ক্যামেরা দোষ মোবাইলের দোষ সে কেনো সন্ধ্যা বুঝাইলো না


১৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর!
সবগুলো ছবিই ঝরঝরে!

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া
ভালো থাকুন

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




সবুজাভ পোস্ট!

২ নম্বরের দাঁড়িয়ে থাকা গাছেদের ছায়া বুকে নিয়ে নিটোল জল আর ৩ নম্বরের সবুজের প্রেক্ষাপটে বাদামি আর কালোয় মেশানো একঝাঁক হাসেদের ছবি দু'টো মায়াময়।

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: খুবই সুন্দর।

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইকবাল ভাই
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

বলেছেন: গ্রামের ছবি --১১ তে .............।১০/১০



অছাম অইসে

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ল ভাইয়া
ভালো থাকুন

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: গ্রাম বাংলার অপরূপ ছবি।

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৬

আখেনাটেন বলেছেন: গ্রামের ছবি দেখলে আপ্লুত হই। জীবনের বড় একটি সময় এই সবুজের মাঝেই ছিলাম কংক্রিটের জঞ্জালে বাস করে এই নস্টালজিয়ায় পেয়ে বসে।

আপনি সুন্দর ছবি তোলেন মানতেই হবে।

১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকুন ভাইয়া :(

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গ্রামের ছবিগুলো দেখে মনটা আনচান করছে, কবে যে যেতে পারি আমার প্রিয় গ্রামে।

১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
ইচ্ছে পূরণ হোক
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

২০| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

করুণাধারা বলেছেন: ছবিগুলো মনে স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিল।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

২১| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৭

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
প্রতিটি ছবিই অসাধারণ সুন্দর হয়েছে ।আপনার ছবির প্রশংসা নতুনভাবে উপস্থাপন করার প্রয়োজন নেই । বেলাশেষে হাঁসের
হাঁসের বাড়ি ফেরা দৃশ্যটি দেখে
বড়ই মায়া লাগলো +++

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য আপি
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

২২| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন:
আপনাদের গ্রাম খানি ছবির মতন
থাকে সেথা সবে মিলে যেন সব আপন ।

আপনাদের সিলেট সত্যি সুন্দর ।
+

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন

২৩| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার ছবিব্লগের জন্য ++
যদিও আমারও পিতামাতা দুজনেই সিলেটের কিন্তু আমার সরকারি চাকুরীর কারণে বাংলাদেশের প্রায় অধিকাংশ উপজেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে | বাংলাদেশের প্রতিটি গ্রামই আমার কাছে সবসময়ই অনেক সুন্দর মনে হয়েছে | কিছু সংখ্যক রাজনৈতিক নেতা ও ধান্ধাবাজ ছাড়া গ্রামের অধিকাংশ লোকজনই সহজসরল এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত | আমার কাছে গ্রামের মূল সমস্যা মনে হয়েছে পর্যাপ্ত কাজের সুযোগের অভাবের আর কৃষকদের কঠোর পরিশ্রমে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়াকে | বাংলাদেশে যদি কোনো জনগণের প্রকৃত সরকার ক্ষমতায় আসতে পারে এবং কৃষকদের কৃষিপণ্য উৎপাদনে ভর্তুকি প্রদান করে তবে গ্রামের এই সকল সহজ সরল লোকগুলোর জীবন অনেক সুন্দর হতে পারে আর গ্রাম ধীরে ধীরে শিল্পাঞ্চল ও শহরায়ণ থেকে রক্ষা পেতে পারে |

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য এত দেরীতে দেখলাম সরি দাদা

আপনার কথা সাথে একমত আমিও । ভালো থাকুন

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

রূপম রিজওয়ান বলেছেন: মোবাইলোগ্রাফি ৩৯ থেকে সোজা এখানে আসা।
সবগুলো ছবিই জবরদস্ত! কিন্ত ১১ নম্বরটা কিন্ত প্রদর্শনীতে স্থান পাওয়ার মতন।
মুগ্ধতা++

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
স্ব ইচ্ছায় কষ্ট করে ছবির পৃথিবী ঘুরে দেখার জন্য
আশাকরি সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.