নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মহান আল্লাহ সব কিছু দেখেন=

১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩



©কাজী ফাতেমা ছবি

সিসি ক্যামেরা দেখলেই নড়ে চড়ে উঠো
হয়ে যাও সাবধানী,
পাপগুলো দূরে ঠেলে হেঁটে যাও আপন গন্তব্যে,
ভয় পাও, তোমরা সিসি ক্যামেরা ভয় পাও
তাই না?

কিছু লুকোচুরি খেলা যখন খেলো বা খেলতে যাবে
চোখ ঘুরাও চারিপাশে, গোল গোল চোখে দেখে নাও
আশে পাশে কেউ নেই তো
কেউ দেখে ফেলেনি তো অথবা কেউ যদি দেখে ফেলে
তোমরা মানুষের চোখ ভয় পাও, হ্যাঁ ভয় পাও!
তাই না?

ওয়াশরুমে ঢুকলেই ছিটকিরি লাগলো কিনা
অথবা কেউ ধাক্কা দেবে কিনা,
কত খেয়ালী মন তোমাদের, প্রাক্কালন কেন্দ্রে
ঢুকেও মানুষের ভয় পাও, ভয় পাও তোমরা মানুষকে
তাই না?

বেশ্যার ঘরে যাবে, দিন হলে উঁকি ঝুঁকি দাও
দেখে নাও আশেপাশে পরিচিত কেউ কী আছে?
কেউ দেখে ফেললে লংকা কান্ড ঘটে যাবে,
সেই ঘরে টোকা দেয়ার আগেই সাবধানী হয়ে যাও
তোমরা ভয় পাও, মানুষকে ভয় পাও
বদনাম হওয়ার ভয় পাও-তাই না?

অফিস পাড়ায় ভদ্র সেজে থাকো,
কত ভালো অভিনয়ে মাতিয়ে রাখো অফিস পাড়া
বিকেলে অফিস ছুটি হলেই ছুটে যাবে
সেই পুরাতন প্রেমিকা বা গণিকালয়ে;
ভদ্র কোট টাই বেশে নিজের চরিত্র লুটিয়ে দেবে তার পায়ে,
চরিত্র কামের জোয়ারে ভাসিয়ে, বাইরে এসে দাঁড়িয়ে
দেখে নেবে চারপাশ, কেউ আবার দেখে ফেললো নাতো
তোমরা তখনও মানুষকে ভয় পাও, তাই না?

রোজা রমজানের দিন সিগারেট ফুঁকবে বলে
চাদর ঝুলানো টঙ ঘরে প্রবেশ করো,
আশপাশটা আর একবার দেখে নিলে,
পরিচিত কেউ না দেখলেই হলো, অত:পর
তোমরা মানুষকে ভয় পাও, খুব ভয় পাও
তাই না?

চুরি চামারী, চরিত্র বিসর্জন, মিথ্যা, জোরজবরদস্তি
অহংকার, ঈর্ষা হিংসা ক্রোধ সব কিছুই মানুষকে
লুকাতে পারবে-আলবৎ পারবে.....
সেজে থাকবে সমাজে ভালো মানুষ হয়ে
চরিত্রে তকমা লাগবে ভালো মানুষির....
একবারও কী ভেবেছো
একমাত্র একজনই সিসি ক্যামেরায় দেখছেন...
কী দিন কী রাত, কী আলোয় কী অন্ধকারে!

তিনি দেখছেন সব, সব তাঁর নখদর্পনে
পরকালের বিচারে তোমাদের সব লংকাকান্ড
তুলে ধরবেন তোমাদের সম্মুখে,
লুকোনোর কোনো উপায় নেই।

বুঝেছো কখনো, অনুভূতিতে তাঁর ভয় আছে?
যতটুকু সময় আছে এখনো হাতে বাকী
তওবা করে শুধরে নাও চরিত্র, ক্ষমা চাও তাঁর কাছে
প্রভু দয়াশীল ক্ষমাশীল, চাইলে তিনি রাখতে পারেন
তোমাকে তাঁর ক্ষমায়।
(ইনশাআল্লাহ)
December 10, 2018

লেখা চোর

লেখা চোর

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯

ইসিয়াক বলেছেন: অসাধারণ

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার বিষয় কিংবা অভিব্যক্তি বলা যায়!
তবে শেষ প্যারাটা আর একটু কাব্যিক করা যেত কিনা! ( খুব ব্যক্তিগত মতামত)

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সঠিক মতবাদ।
লিখতে গেলে অনেক সময় ভাবনায় কাব্যিকতা হারিয়ে যায়
ইনশাআল্লাহ ঠিক করে নেবো
ধন্যবাদ ভালো থাকুন

৩| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: শুভসন্ধ্যা।

পরে কথা হবে............

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ সকাল বিজন দা
ভালো থাকুন অনেক অনেক

৪| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক

৫| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। আল্লাহ উত্তম প্রতিদান দিন।

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
আল্লাহ আপনার পরিবারসহ আপনাকে ভালো রাখুন
ভালোবাসা রইলো

৬| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: আচ্ছা বোন বলুন তো, আল্লাহ যদি সব কিছু দেখেই থাকেন,
তাহলে একটা মেয়ে যখন ধর্ষিত হয়, বা আবরার কে যখন নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো অথবা পাঁচ বছরের একটা শিশুকে ভয়ঙ্কর ভাবে হত্যা করা হলো। এসব দেখেও আল্লাহ কেন চুপ করে আছেন??

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।
তবে আল্লাহর প্রতি বিশ্বাস হারানো যাবে না, এবং তাঁকে প্রশ্নও করা যাবে না
যা করেন তিনি তাঁর ইচ্ছেয়
তাঁর বান্দাদের ভালো মন্দ তিনি দেখেন

ভালো থাকুন।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৫

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
আজকের কবিতার শিরোনাম অসাধারণ হয়েছে , যেনো প্রাণটা জুড়িয়ে গেলো । জানিনা কেনো কিছু মানুষ বিশ্বাস করে না আখেরাতের হিসাব নিকাশ ।
ভালো থাকুন আপা।

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
সেটাইতো আপি। মানুষ মৃত্যু ভয়ও পায়না এখন
কী যে এক বিভিষীকা ময় পরিস্থিতিতে আমরা আছি
আল্লাহ আমাদের ঈমাণ যেনো ঠিক রাখেন আমিন

৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭

নীল আকাশ বলেছেন:

১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহংকারীর পতন ঘটে, দুনিয়াতেই শাস্তি পায় ঠিক তখনো তারা বেবুঝ
আল্লাহ এসব মানুষদের হেদায়েত দান করুন।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৯| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৬

মা.হাসান বলেছেন: কাসেম পন্ডিত তো আসলেই বিশাল পন্ডিত।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমি ভাবছি আপনার ফেবু একাউন্ট আছে, খুঁজলাম পাইলাম না । কোন মাহদী হাসানরে জিগায় এই আপনি কী সামুর মা হাসান .... বেচারা বুঝে নাই আমি সরি বলে চলে আসছি হাহাহা।

পন্ডিতির দিন শেষ কপির দিন শুরু

১০| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ভয় এবং বাস্তবতায় ধর্ম এবং চলমানতার দারুন সমন্বয়।

আমরা ভয় পাই মানুষকে, সিসি ক্যামেরাকে, সামাজিকতাকে
ভয় পাইনা নিজের পরিণতিতে!
ভয় পাইনা চূড়ান্ত হিসাব দিনের।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

১১| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।
তবে আল্লাহর প্রতি বিশ্বাস হারানো যাবে না, এবং তাঁকে প্রশ্নও করা যাবে না
যা করেন তিনি তাঁর ইচ্ছেয়
তাঁর বান্দাদের ভালো মন্দ তিনি দেখেন

ভালো থাকুন।
ও আচ্ছা।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১২| ১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৪

মা.হাসান বলেছেন: গোলাম মোহাম্মদ লোকমানের টুপিটাও খুব মানাইছে। আমার ভেচবুক নাই বলিয়া লাইক দিতে পারিতেছি না, আফনে আমার হইয়া দুইটা লাইক দিয়েন।

১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ভেচবুক নাই ক্যারে
দুইন্যার সবারই আছে আন্নের নাই
হইলো কিছু হুহ

লাইক দিমু কা..... বেটা চোর

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪

হাফিজ বিন শামসী বলেছেন: ব্লগার রাজীব নুর বলেছেন: আচ্ছা বোন বলুন তো, আল্লাহ যদি সব কিছু দেখেই থাকেন,
তাহলে একটা মেয়ে যখন ধর্ষিত হয়, বা আবরার কে যখন নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো অথবা পাঁচ বছরের একটা শিশুকে ভয়ঙ্কর ভাবে হত্যা করা হলো। এসব দেখেও আল্লাহ কেন চুপ করে আছেন??

সম্মানিত ব্লগার রাজীব নূর, আপনি, আমি, আমরা সবাই ছাত্র জীবনে কম বেশি অনেক পরীক্ষা দিয়েছি। অনেক পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। সেখানে শিক্ষকরাও থাকেন। শিক্ষকরা ইচ্ছা করলে যে পরীক্ষার্থী ভুল করে তাকে তার ভুল শুধরে দিতে পারেন। কিন্তু দেন না। কেন দেন না? এটা পরীক্ষার হল। পরীক্ষা নিয়াই যার উদ্দেশ্য। যদি শিক্ষক ছাত্র-ছাত্রীদেরকে ভুল শুধরিয়ে দেন তাহলে পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে বিচ্যুতি ঘটবে। উদ্দেশ্য সফল হবে। এই পরীক্ষার উপর ভিত্তি করেই পরীক্ষার্থীকে সনদ প্রদান করা হবে। তাই কোনো পরীক্ষার্থী ভুল করলেও শিক্ষক তার ভুল শুধরে দেন না।


পৃথিবীটা মানুষের একটা পরীক্ষা কেন্দ্র। আমরা সবাই আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত পরীক্ষার কেন্দ্রে কাটাচ্ছি। এই পরীক্ষার ওপর ভিত্তি করেই আমাদের পরকালে সনদ প্রদান করা হবে।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক সুন্দর মন্তব্য। কৃতজ্ঞতা রইলো

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫

হাফিজ বিন শামসী বলেছেন: সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকাল্লাহু খাইর।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

নজসু বলেছেন:



মহান আল্লাহ পৃথিবীতে কিরামান কাতেবীন নামে দুটো সিসি ক্যামেরা সেট করে রেখেছেন।
কি করেছি না করেছি কাল কিয়ামতের মাঠে প্রজেক্টরের মতো পর্দায় দেখতে পাবো আমরা।

১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব বুঝেও আমরা বেখবর । আল্লাহ আমাদের নেক হায়াত দিন আর হেদায়েত দিন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১৬| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭

আমি তুমি আমরা বলেছেন: আমি তুমি আমরা-কেউই রক্ষা পাব না শেষ বিচারের হাত থেকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ‌আমিন

আল্লাহ আমাদের সঠিক পথ দেখান

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.