নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
--------------------------
অবাক চোখে দেখে গেলাম
এই দুনিয়ার রঙ্গ
ন্যায়ের প্রতীক মানুষগুলো
নীতি করে ভঙ্গ।
বুকের বামে ন্যায়ের তিলক
মনে পোষে অন্যায়
ভাসে মানুষ ভাসে শুধু
নিজ স্বার্থেরই বন্যায়।
কোথায় আছে ন্যায় আর নীতি
কোথায় শুদ্ধ মানুষ
উড়ায় মানুষ নিজ আকাশে
উড়ায় স্বার্থ ফানুস।
এই দুনিয়ার খেলাঘরে
খেলছে আপন স্বার্থে
দয়া এখন কেউ দেখায় না
গরীব মিসকিন আর্থে!
যে যার মতন যায় হেঁটে পথ
আপন প্রাণ বাঁচিয়ে
কেউ-বা খেলে রক্তের হোলি
চলে পুচ্ছ নাচিয়ে!
কেউ মানে না আইন কানুন
নিজের লাভের জন্য
এমন দেশে বসত করে
কী করে হই ধন্য!
ধন্য আমি অন্যায় দেখি
মুখে মেরে তালা,
চুপ থাকলেও দিবানিশি
বাড়ে বুকে জ্বালা।
August 7, 2018
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
ভালো থাকুন
২| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: চুপ থাকাটাই ভালো।
অন্যথ্যায় বিপদে পড়তে হবে।
যেই সমাজের যেই নিয়ম।
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হু , এজন্যই তো আমরা সবাই চুপ থাকি
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে ছবিতে একটা মেয়ের চোখ দেখা যাচ্ছে। চোখ দু'টা কার? ইচ্ছা করছে চোরখ দু'টা ফরমালিনের ডুবিয়ে রাখি।
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: নেটের ছবি ভাইয়া
কোথাকার মেয়ে কে জানে
ফরমালিনে ডুবিয়ে রেখে কি হবে বলেন। চোখ তো আর খাওয়া যাবে না
৪| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: এমন অনেকে নিরব থাকে । কিন্তু সত্য বলতে হয় । ওতে মুক্তি মেলে ।
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য বলেই বা কী লাভ কিছুই হয় না তাই চুপ থাকি
৫| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০
পদাতিক চৌধুরি বলেছেন: চলমান সমাজের সুন্দর চিত্র এঁকেছেন আপু। ন্যায়-অন্যায়ের প্রতীকী বাহারে আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছি।
পোস্টে ভালোলাগা ।
শুভকামনা জানবেন।
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখের সামনেই কত অন্যায় অবিচার হয় অথচ মুখফুটে কেউই প্রতিবাদ করতে পারি না। ন্যায় নীতির মানুষগুলোও অন্যায়ে রত।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন
৬| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বোন,
চুপ থাকতে হবে! আপনি ছবির উস্তাদ, চুপ না হলে কি করা হবে আশা করি ছবি দেখে তা বুঝতে পারছেন !!!
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে বাহ্ এটা কেমন করে করলেন। খুব সুন্দর
হুম চুপই থাকি। তবে পথেঘাটে মানুষরে ধমকাই মুততে বইলে হাহাহা দৌড় এতটুকুনই
থ্যাংকস এ লট
৭| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫
করুণাধারা বলেছেন: চুপ থাকলেও দিবানিশি বাড়ে বুকে জ্বালা
জ্বালা সয়েও চুপ থাকা ভালো... ছবিটা চমৎকার হয়েছে!
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি তাই চুপই থাকতে হয়।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন অনেক অনেক
৮| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
চুপচাপ নিরবতা পালন
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কাজ। শিখাবেন নাকি দাদা ঠাকুর ?
থ্যাংকস এ লট
৯| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩২
নীল আকাশ বলেছেন: @ মাহমুদ ভাই, অসাধারণ হয়েছে ৮ নাম্বার মন্তব্যের ছবিটা। আপনি এত সুন্দর ছবি দিতে পারেন তো নিজের পোস্টে কিন্তু আরও ভালো ছবি চাই!
ছড়া ভালো লেগেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবই নিদারুণ চরম সত্য কথা।
ভালো থাকুন, সব সময়।
২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সুন্দর হয়েছে ছবিটা।
ধন্যবাদ নীল আকাশ ভাইয়া
ভালো থাকুন
১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪
আরোগ্য বলেছেন: যাহা ভাবি তাহা নাই বা বলি, যাহা বলি তাহা কেবলই গোধূলি।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আরোগ্য
ভালো থাকুন
১১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬
আরাফআহনাফ বলেছেন: চুপ! !!
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: না চুপ থাকুম না । ব্লগেই বক বক করুম
১২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৮
আরাফআহনাফ বলেছেন: বলতে চেয়েছিলাম , আমি চুপ!
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: চুপ থাকা ভালো তো
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০
ইসিয়াক বলেছেন: সুন্দর।