নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
© কাজী ফাতেমা ছবি
নিমেষেই মন ফুরফুরে আজ একটি মাত্র খবরে,
আহা ভালো লাগার ক্ষণ আমার
হুড়মুড় করে ঢুকে পড়ি বাঁধাহীন-আমাদের প্রিয় বাড়ীতে,
যেখানটাতে আমরা সবাই একটি পরিবার থাকি
যেখানে গেলে ঝাল মিষ্টি তিতে স্বাদ নিয়ে ফিরি, ফেরার বেলায়।
শব্দে শব্দে বাক্যে বাক্যে চুয়ে পড়ে যেখানে হাসির ফোয়ারা
আহা আমাদের বাড়ী!
যেখানে হইহুল্লোড়, মন্তব্যের ঝড়, মান অভিমান আরও কত কী!
কল্প ডানায় উড়ে প্রিয় বাড়িটির উঠোনে দেশ বিদেশের সুখ পাখিরা
এসে নিত্য ভিড় জমাতো....
জমাবে হ্যাঁ ঠিক ভিড় জমাবে আবারও।
যে বাড়িটির উঠোন জুড়ে হতো কবিতার চাষ,
ছন্দ ছড়ায় ঝড়ে পরতো শব্দের মিহি সুর,
কখনো রসনার স্বাদ ছবিতে ছবিতে, কখনো ভ্রমণ চিত্র
কখনো মায়াময়ী গাঁও গেরামের ছবি আবার কখনো
শহরের চালচিত্র,
যদি বিষাদে ভরা থাকতো মন, নিদ্বির্ধায় চলে যেতাম
আমাদের সেই বাড়ীটিতে, আহা নিমেষেই উড়ে যেতো
যত বিষাদ ক্লান্তি বিষণ্ণতা বিতৃষ্ণা অবসাদ আর যত অতৃপ্তি
কত সুখ দু:খের গল্পে গাঁথা একটি পরিবার আমাদের!
অচেনা মানুষগুলো সহসাই এতটাই হয়েছিলো আপন,
দূরে থেকেও যেনো কাছে সবাই,
ভালোবাসার বন্ধনে আবদ্ধ আমরা থেকে যাই একসঙ্গে এখনো।
কিন্তু সহসা নেমে এসেছিলো দুর্দৈব রাহুর ঘুর্ণি,
উড়িয়ে নিয়ে যায় আমাদের সুখের থাকার বাড়ীটিকে,
তালাবন্দি আর শেকল পরিয়ে রাখে কেউ নিজেদের ইচ্ছেয়,
নিজেদের স্বার্থ চরিতার্থ করে ওরা হেসেছিলো উদ্ভট হাসি।
রাহু গ্রাসে বন্দি বাড়ীর আপনজনদের কিছুতেই টানতে
পারছিলেম না কাছে নিবিড়,
সবার মনেই দু:খ সুঁই হয়ে ফুটতো, কষ্ট কাটতো আঁচর বুকের বামে।
সব কষ্টের অবসান বুঝি হলো আজ, কেউ এসে সুখবর টানিয়ে দিলো
বাড়ির সদর ফটকের দুয়ারে, তাই না দেখে দেশ বিদেশের
পাখিরা উড়ে এসে বসলো বাড়ীর ছাদে.....
সবার চোখে মুখে মুক্তির স্বাদ, বাড়ী ফিরে পাওয়ার আনন্দ,
ঝড়ের মত একের পর এক চলে আসলো আনন্দের মিছিল,
সেই মিছিলে আমরা একের অপরের সঙ্গী,
আমরা একসাথে উঠাই বাঁধভাঙ্গার আওয়াজ,
"প্রিয় বাড়ী থাকুক রাহুমুক্ত,
বন্ধন হোক ভালোবাসার, মানবতার
ঐক্যবদ্ধ হয়ে থাকবো এখানে যুক্ত,
একে অপরের সাথ
সম্পর্ক হোক আরও পুক্ত।
=============================
শান্তিপ্রিয় সবাই-...। আর যেনো আমাদেরকে রাহুল কবলে না পড়তে হয়। একটু সহনশীলতার মাঝেই আমরা ব্লগিং করে যাবো। কারো মনে কষ্ট দিয়ে নয়, সুন্দর মন্তব্যের মাধ্যমেও মানুষকে শাসন করা যায়/যাবে।
১। শান্তি নিয়ে শান্তির পায়রা উড়ুক ব্লগাকাশে
২।
৩।
৪।
৫।
৬।
নেন এবার ধুমাইয়া পোস্ট করেন
আর কুপাইয়া মন্তব্য করেন.।
ছোট বড় কাউকে অবহেলা করবেন না।
আর শুনেন + কইয়া প্লাস না দেয়া কিন্তু ভালা না
ইতা নেটের ছবি কিন্তু.... আমার তোলা না। মুক্তির আনন্দে ডাউনলোড কইরালাইছি
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুকের হাপরে সুবাতাস ......
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা ..... ঝড়ের মত পোস্ট হবে এবার
শুভ ব্লগিং
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪
হাবিব বলেছেন: এই আনন্দের ভাগ আমাদের সবার..... ধন্যবাদ বুনো সুন্দর কাব্যে আবেগ প্রকাশ করার জন্য
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
আশাকরি সুন্দর সুন্দর পোস্ট পাবো আবারও্
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: লিখেই দিলেন সবার কথা।
+++++
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: অন্যরকম ভাল লাগছে।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা। সবাই প্রাণচঞ্চল আজ
৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
জুন বলেছেন: ভালোলাগলো কবিতা সাথে ছবিগুলো । প্লাস দিয়েছি কিন্ত ।
আমার বুনো পায়রাটা কিন্ত আমার বাড়ীর নতুন মেহমান। এক্কেবারে স্বাধীন পাখি কই যেন থাকে জানিনা , সকাল দুপুর নিয়মিত এসে খেয়েদেয়ে যায়
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা থ্যাংকু আপি। হ্যা জানি পায়রাটা আপনার বারান্দায় আসে। আমার বারান্দায় যদি এমন আসতো খুবই ভাল লাগতো
ভালো থাকুন
৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মুক্ত পায়রার মতই ডানা মেলে দিয়ে উড়তে ইচ্ছে করছে।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক। খুবই ভালো লাগার দিন।
ভালো থাকুন ধন্যবাদ ভাইয়া
৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হীরক রাজার দেশের সেই বিখ্যাত গান টা - আহা কি আনন্দ আকাশে বাতাসে------
অফিসে বসে যখন গাইলাম, সহকর্মীরা সবাই অবাক হয়ে জানতে চাইল কি কারণ এত আহ্লাদের ....বললাম ...আমার সামু ফিরা আইছে .....আহা...একটু নিশ্বাস নিলাম; welcome back dear SAMU
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ আসলেই খুব আনন্দের দিন আমাদের
আমাদের প্রিয় বাড়ী
ধন্যবাদ কাছে থাকুন পাশে থাকুন
ভালো থাকুন
৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!
মুক্তির উল্লাসে যোগ দিতে এসে ইউসুফ ভাইয়ার মন্তব্যে হাসতে হাসতে মরলাম!!
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি
সবাইকে ফুরফুরে লাগছে আজ
ভালোবাসা নিয়ো
১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
মনির হোসেন মমি বলেছেন: চমৎকার কবিতায় সামুর নতুন জীবনের আহবান। খুব ভাল লাগল আপু।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
হ্যাপী ব্লগিং
১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল সুখবরটি সাথে কবিতা ও ছবিগুলিও ।
মুক্তির এ আনন্দটা ধরে রাখর দায়িত্ব হতে হবে সকলের ।
কেও উল্টা পাল্টা লিখে আর বাজে মন্তব্য দিয়ে আনন্দ ধারায়
বাগড়া বাধালে তাকে রুখতে হবে সমবেতভাবে ।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস সকলের দায়িত্ব
হ্যা সেটাই
সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ইসিয়াক বলেছেন: কি যে আনন্দ লাগছে !!!!!!!!!!
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ভাইয়া
ধন্যবাদ
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ ব্লগিং....
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং ভাইয়া
ভালো থাকুন
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
জয় সামুর বাবার জয়
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জয় ব্লগারদের জয়
থ্যাংকু
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী এপস ইউজ করেন ভাইয়া
থ্যাংকস এ লট ভালো থাকুন
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: আহা কি শান্তি !!! মুক্তির স্বাদ .....
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মুক্তির স্বাদ মিষ্টি। তবে তুমিও তো মিষ্টি খাওয়াইবার
সুসংবাদ জানাইয়ো কিন্তু
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন সবাইকে!
শুভ ব্লগিং
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন সবাই
ধন্যবাদ ভাইয়া
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
রাবেয়া রাহীম বলেছেন: আহা কি যে ভালো লাগছে
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি বুবু খুবই ভালো লাগছে
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকো বুবু
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২০| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
আহা আমাদের বাড়ী...............
সে বাড়ীর আকাশে শান্তির পায়রারা উড়ুক নিঃশঙ্ক চিত্তে।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া মুক্তির আনন্দ ধরে রাখতে হবে সবাইকে
শুভ ব্লগিং
থ্যাংকস এ লট
ভালো থাকুন
২১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
কি আনন্দ আকাশে বাতাসে.....
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর ভাইয়াটা
সুন্দর সুন্দর কবিতা পাবো ইনশাআল্লাহ
২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি কি আজ লক্ষ্য করেছেন যে, আমাদের মধ্যে বন্ধনের তৃষ্ণা নিবারণের এক নতুন প্রেম জেগে উঠেছে। যেন আমরা জেগে উঠেছি পুনর্জন্মের নতুন স্বাদে।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ
শুভ ব্লগিং
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: কইলেন কিল্লাই।
এখন থেকে মন্তব্যে ++++ লিখে দিমু শুধু। লাইক দিমু না।
ছবিগুলি সুন্দর লাগতাছে ।
২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আর কইতাম না
থ্যাংকস এ লট ভাইয়া
হ্যাপী ব্লগিং
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর ব্লগে। অনুভুতি অন্যরকম লাগতেছে। খুশি খুশি
২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অন্যরকম অনুভূতি
এবার লিখে ফেলো দিনি
থ্যাঙকস
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ভাবে আমাদের সবার মনের আবেগ প্রকাশ করেছেন।