নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
(স্যামসাং এ সেভেন)
=তুমি আকাশ আমি পাখি=
রোদ্দুর যদি চোখ দেয় জ্বালিয়ে
তুমি জলের আয়নায় আকাশ দেখে নিয়ো।
এখন শরত নয়,যদি আকাশ ভালোবাসো
তবে আকাশে তাকালেই আকাশ হয়ে যাবে শরত,
তুলো মেঘের নরম ছোঁয়া খুব কী পেতে ইচ্ছে করে?
মেঘের ভেলায় ভাসতে চাও আনমনে?
অথবা পাখির ডানায় চড়ে নীল ছুঁতে চাও?
তবে এসো কার্তিকের এ বেলা
আমি তোমায় মেঘের পালকে সাজাবো
কল্প ডানায় উড়ে যেয়ো নীলে,
আমি জলের আয়নায় দেখে নেব তোমায়।
একদিন আকাশ হয়ে ফিরে এসো
মেলে দিয়ে তোমার প্রশস্ত কবোঞ্চ বুক
আমি নীলকন্ঠ পাখি,
উড়ব স্বাধীনতায় তোমার বুক আকাশে
তুমি আকাশ আমি পাখি হয়ে থেকে যাবো
অনন্তকাল কাছাকাছি।
August 9, 2018
স্যামসাং এস নাইন প্লাস
©কাজী ফাতেমা ছবি
=নিয়ে যাও দূরে, গোধূলির আলো ছুঁয়ে=
এই যে তুমি আগাচ্ছো সূর্যের পথ বেয়ে
কেবল ডাকছো আমায়,বলছো চলো হারাই
আঁধার যতই আসুক নেমে,
আমি নির্ভয়ে অজানায় পা বাড়াই!
হাতে রিনিঝিনি লাল হলুদ কাঁচের চুড়ি,
পরেছি বিকেল রঙ পাড়ের গোধূলী রঙ শাড়ি;
মাথার ঘোমটা বেয়ে কিছু অচেনা সুখ গড়ায়
তুমি কী জানো কতটা মুগ্ধতা বিরাজ করে মনের বাড়ি!
পথে ধূলো আর আকাশের রঙ উড়ে হাওয়ায়
তুমি আমি মুগ্ধতার রঙ সিঁড়ি বেয়ে পথ আগাই
গল্প খুঁনসুঁটি মাখানো একটি বিকেল কেবল তোমার আমার,
স্মৃতিঘরে থেকে যাক প্রেম স্নিগ্ধতার এমন প্রহর,
মনে তাই সুখ জাগাই।
তালপাতার পাখার হাওয়া নাইবা খেলাম এবেলা
দেখো দেখো তালপাতার ফাঁক গলে
যে সূর্যটা পশ্চিমে যাচ্ছে ধীরে ডুবে,
আলোর স্বপ্ন তবে যাক উবে
রাতের আঁধারে জোনাকির আলোয় পথ নেবো চিনে,
ডুবে যাক শহর আঁধারের তলে।
আহা কী যে মায়ায় মাখানো প্রহর এই,
তুমি কেবল দিয়ে যেয়ো এমন কিছু মুগ্ধতার বেলা,
যেখানে পা রাখলেই মন বাজারে বসবে
সুখের বেসাতি আর শত হাজার মুগ্ধতার মেলা।
January 25, 2019
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কী জানি কবিতা না গল্প । লেখার কাম লিখছি
আপনি কইলে কবিতা
না কইলে আবোল তাবোল । যেটা মন চায় সেটা।
আমারও মন চায় লিখি....
মন্তব্য করছেন ধন্যবাদ জানাই। কিছু খাবেন?
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
রাইসুল সাগর বলেছেন: কবিতাটা অসাধারণ লাগলো। একটা গল্প যেন কাব্য ভাষায় উঠে আসলো। কিন্তু স্যামসাং এর এড কেন?
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ছবিগুলোও আমার তোলা। সবাই জিজ্ঞাসা থাকে যে কোন ক্যামেরা বা মোবাইলে তোলা? তাই সব ছবিতেই ডিভাইসের নাম দিয়ে দেই। মূলত এটা এড নয়।
ভালো থাকুন পাশেই থাকুন
৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬
মনির হোসেন মমি বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মনির ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
মিথী_মারজান বলেছেন: ' নিয়ে যাও দূরে, গোধূলির আলো ছুঁয়ে' - কথাটা আমার খুব ভাল লেগেছেএটা সম্ভবত দ্বিতীয় কবিতারটির শিরোনাম।
প্রথম ছবির আকাশটা খুব সুন্দর।
তবে পানিতে ঐগুলো কি আপু?
ময়লা নাকি কচুরিপানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক বোঝা যাচ্ছেনা।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি ।
পানিতে কচুরীপানা ভাসছে । ময়লাও আছে। হাতিরঝিল তো স্বচ্ছ জলের ঝিল না আপি
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২১
নাসরিন চৌধুরী বলেছেন: দুটো কবিতাই প্রকৃতির প্রেমে মোড়ানো ভালোবাসার বিনিসুতোর মালা
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অনেক অনেক
৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৮
ইসিয়াক বলেছেন: দ্বিতীয় ছবিটা সুন্দর । কবিতাগুলো মোটামুটি ।.......
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রথম কবিতা ও ছবি বেশি ভালো লেগেছে। শুভেচ্ছা।
২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন
ভাইয়া
৮| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: এত সুন্দর করে লিখেন কিভাবে??
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বলেছেন কৃতজ্ঞতা
অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন
১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০
জুন বলেছেন: সবকিছু মিলিয়ে আপনার কবিতা আমার অনেক ভালোলাগে ছবি
+
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা আপি। জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
১১| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন: এতো এতো মোবাইল ফোন দিয়ে কি করেন? - আমাকে একটা দিনতো, আমি শন পাপড়ি ওয়ালাকে দিয়ে দিবো দেখি আমাকে শন পাপড়ি কতোটুকু দেয়!
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এ সেভেনটা ভেঙ্গে গেছে পড়ে, একবার ডিসপ্লে চেঞ্জ করেছি ১০ হাজার টাকা দিয়া। আবার নষ্ট ডিসপ্লে, কী করে যেনো কাগজ ঠেসে দিতেই ঠিক হয়েছে । ভুংভাং করে চলতেছে হাহাহা । জীবন সন্ধিক্ষণে আছে বেচারা। নষ্ট হইলে দিয়ে দিবনে হাহাহা
থ্যাংকস এ লট ভাইয়া
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতাগুলো দারুণ লেগেছে! ছবিগুলোও সুন্দর!
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১০
মাআইপা বলেছেন: কবিতার প্রতিটা অনুভূতি ইউনিক। ভাল লেগেছে ছবি দুটিও।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন অনেক অনেক
১৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৫
ল বলেছেন: লেখক বলেছেন: আমি কী জানি কবিতা না গল্প । লেখার কাম লিখছি
আপনি কইলে কবিতা
না কইলে আবোল তাবোল । যেটা মন চায় সেটা।
আমারও মন চায় লিখি....
মন্তব্য করছেন ধন্যবাদ জানাই। কিছু খাবেন
চরম বিনোদন --- হা হা।।।
আবোল তাবোল লিখে যান।।।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা তার মন্তব্যের উত্তর কি দিবো তাই নিয়া দ্বিধাদ্বন্দ্বে থাকি
তাই আর কী কোনোমতে চালায় নেই
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: দুটি কবিতাই ভালো হয়েছে। প্রথম কবিতায় পাখিটার নাম বুঝি নীলকণ্ঠ। তবে দ্বিতীয়তটি বেশি ভালো লাগলো।
শুভকামনা জানবেন।
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা পাখিটার নাম দিলাম নীলকণ্ঠ
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার সুন্দর কবিতা ও ছবিতে+++++++++++++++
২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
কিন্তু ++++++ ক্লিক পড়ে নাই
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪০
কিরমানী লিটন বলেছেন: দুটো কবিতাই খুব ভালো লাগলো- অসাধারণ....
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবি কবিতাও অসাধারণ। আপনি লিখলেই কবিতা হয়ে যায়। তবে মনিরাপুর পোস্ট দেখছিনা বেশ কিছুদিন থেকে। যোগাযোগ আছে নাকি ওনার সাথে? ভালো থাকুন সদায়।
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া
অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন
মনিরা পি তো ফেবুতে দেখি
আসবেন এখন যেহেতু দরজা খোলা আছে ব্লগের ইনশাআল্লাহ
২০| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ছবি কবিতা সবগুলোতেই পেলাস।
+++
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা সতত
২১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪
নীল আকাশ বলেছেন: ২টা ছবি এবং ২য় কবিতা ভাল লেগেছে।
ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নীলাকাশ ভাইয়া
ভালো থাকুন
২২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর বলেছেন কৃতজ্ঞতা
অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
দোয়া করবেন।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দোয়া স্বপরিবারে ভালো থাকুন
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ও ছবি ভাল লেগেছে আপু।
আশা করি আপনি ভাল আছেন?
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
আলহামদুলিল্লাহ
আপনি কেমন আছেন ভাইয়া?
২৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
তারেক ফাহিম বলেছেন: পোষ্টটি বার বার আলোচিত পাতায় আসায় মন্তব্য করার সুযোগ হয়েছে
একটু পড়লে কোন না কোন কাজ আসে পুরোটা না পড়েতো মন্তব্য করা যায় না।
অবশেষে করতে পারলাম।
পড়তে পড়তে ভালোই লাগছে।
আমার কাছে কাব্য-কবিতা মিলে মনে হয়েছে পোষ্টটি।
ছবি দুটোই অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে প্রথমটা।
খেয়াল করলাম আপনার প্রায় ছবিই স্যামসাং ফোনে তোলা, ছবি তুলতে আপনি বরাবরের মতই দক্ষ।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত ঝক্কি ঝামেলার পরও আপনি আমার পোস্টে এমন সুন্দর মন্তব্য করেছেন
কৃতজ্ঞতা এবং জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভালো রাখুন
শুভেচ্ছা সতত
২৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৭
সোহানী বলেছেন: ছবিগুলোতো অসাধারন। কবিতায় ভালোলাগা। তবে গাজী ভাই এর মন্তব্য পড়ে একদফা হাসলাম।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: গাজী ভাইতো গাজী ভাইই হাহাহা তবে শায়মাপি মন্তব্যর উত্তর সুন্দর দিতে পারে হাহাহাহ
অনেক ধন্যবাদ আপি ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগার কাল্পনিক_ভালোবাসা কোথায় যেন সবাইকে অনুরোধ করেছেন কবিতায় কমেন্ট করতে; আমি কমেন্ট করছি, এটা কবিতা তো?