নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মন খুঁজে ফিরে প্রেম অথবা বিষণ্ণতা..........

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫



১। যদি মন কাঁদে তোমার

মন যদি কাঁদে তোমার, যৎকিঞ্চিত আমার জন্য আমার মাঝে হারাও
চলে এসো এখানে, মনের প্রান্ত ছুঁয়ে এসে দাঁড়াও,
চাইছি আমি খুব করে চাইছি, ভালাবাসায় হও উন্মাদ
কাছে এসো ভেঙ্গে শত পাহাড় সম বাঁধ।

বড্ড বিচলিত ক্ষণে দাড়িয়েঁ হাঁসফাস, এসো তুমি
অপেক্ষার চাতক পাখি হৃদয় বাগান ধূঁধূঁ মরুভূমি।
এই শুনো, আমার জন্য যদি তোমার মন কাঁদে,
রেখো না আর আমায় এমন অনন্ত বিষাদে।

হেমন্তের শিশির ছুঁয়ে এসো, এখানটাতে হৃদয় আঙিনায়;
বাজিয়ে দাও সুখ সুর অনুরণ হৃদয় তারের বীণায়।
যদি তোমার মন কাঁদে
ফেটে পড় বুকে এসে ভালোবাসার বজ্র নিনাদে।
অপেক্ষার তরী বেয়ে এসো তুমি ,
তুমিহীন জীবন শুষ্ক চৈত্রের খরাভূমি;
যদি কখনো এতটুকুনও আমার জন্য মন কাঁদে
পড়তে ইচ্ছে ফের আমার ভালবাসার ফাঁদে,
এসো - দু'চোখে মুগ্ধতার রেশ হয়ে এসো
দূরে থাকার অজুহাতে খুঁজো না আর কোনো ইস্যু।

কখনো ভুলেও যদি আমার জন্য মন কাঁদে
বন্ধু চোখে এসো ধুম করে পড়ো বুক খাদে।
কত প্রেম বুকের কিনারে খায় আকুলি বিকুলি
এসো বহন করো ভালবাসা আমার হও বিনাশ্রমে প্রেম কুলি।
যদি মন কাঁদে
যন্ত্রণা হয় মাথার ছাদে
এসো-মনের খুব কাছাকাছি
দূরে না থেকে মিছিমিছি.....
এখনো খানিকটা সময় বাকি
এসো প্রেমে রাখো আখিতেঁ আঁখি।

অপেক্ষার বাগানে উড়ছে প্রজাপতি-ডানার ভরে এসো
কল্পলোকের ঘোড়ায় চেপে এসো-একটুখান কাছে ঘেঁষো।
বিচলিত বড় মন আজ আমার
মনকে বরফ করো, রেখো না করে আর লোহা তামার।



২। আবোল_তাবোল

অপেক্ষার জানলা বন্ধ করে দিলাম
এসো না
আমায় নিয়ে অযথাই আর প্রেমে
ভেসো না।
সেই শ্রাবণ গেলো শরত গেলো
মেঘ হলে না
আকাশ ছুঁয়ে নীল হয়ে থাকো,
আবেগ কি গলে না?

ব্যথার ছায়ায় আসন পেতে রাখি
রোজ রোজ হররোজ
পাশে থেকেও রাখোনি কভু
আমার মনের খোঁজ।
থেকে যাও চোখের সম্মুখ,
হয়ো না আর উন্মুখ
আমার জন্য রেখে দিয়ো-না-
এতটুকু সুখ।

ভেঙ্গে গেলো মেলা
ভালবাসারা ছুটলো দিক বেদিক
উপেক্ষার থালা হাতে নিয়ে
এসো না আর এদিক।
যতটুকু সময় রয়ে যাও খানিক'টা দূরে
কষ্ট হয়ে উঠো না এই আবেগীর বক্ষ ফুঁড়ে।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: চমৎকার

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন কবিতা। শুভ সন্ধ্যা সহ ++

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ ভাইয়া ভালো থাকুন

৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

নীল আকাশ বলেছেন: তাড়াহুড়ো করেছেন।
আবোল তাবোল ভালো লেগেছে।
উন্মাদ হবে।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার সব লেখাই তাড়াহুড়া
ধীরে স্থীরে লেখা আমার ধাতে নাই :D

ঠিক করেছি অনেক ধন্যবাদ

৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

হাবিব বলেছেন: আবোল তাবুলে মুগ্ধ........

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন

৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,





হেমন্তের ঝিরিঝিরি বয়ে যাওয়া বাতাসের মতোই কবিতায় বয়ে গেছে মনের আবেগ ।

প্রথমে কাছে আসার আহ্বান জানিয়ে শেষে আবার জানালা বন্ধ করে দিলেন! সেই কষ্টই তো দিয়ে গেলেন বক্ষ ফুঁড়ে।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত। আবেগের ভাব থাকলেও ভালো লাগে আবার কষ্ট পেলেও কবিতারা ছুটে আসে
আই অন কিত্তন :)

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: দু'টি কবিতাই সুন্দর হয়েছে আপু।তবে প্রথমটা অনেক আবেগময় লাগলো।
কবিতায় চতুর্থ লাইক।
শুভকামনা জানবেন।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

নার্গিস জামান বলেছেন: আপু, কি যে সুন্দর, খুব ভালো:)

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। আমার লেখায় আপনার প্রথম মন্তব্য
আপনাকে পাশে থাকার আহবান জানাচ্ছি
ভালো থাকুন
ভালোবাসা নিন

৯| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
এসে দেখি মন্তব্যের উত্তর নেই!!!

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যে এয়েছি। ছেলের পিইসি পরীক্ষা চলছে । রাতে নেটে তেমন একটা আসা হয় না তাই মন্তব্য দিতে দেরী।
ভালো থাকুন ভাইয়া

১০| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৭

ওমেরা বলেছেন: বুঝেছি আপু কবিদের আবেগ একটু বেশী থাকে ।

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। তয় ইতা আবেগ দিয়া জীবন চলে না। জীবন রসহীন কাঠখোট্টা

ধন্যবাদ ভালো থাকুন পাশে থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.