নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» শোকর গুজার প্রভুর তরে........

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮



প্রভু তোমার দয়ার কথা, বলে হয় না শেষ তো
কত রিযিক আহার দিয়ে, রাখছো মোদের বেশ তো!
তোমার সৃষ্টির কেরামতি, নেই কো বুঝার সাধ্য
তোমার বান্দা তোমার গোলাম, শুধু তোমার বাধ্য!

গাছে দিলা ফল ফলাদি, ক্ষেতে হরেক খাদ্য
পাখ পাখালির সুরে ছন্দে, বুকে সুখের বাদ্য!
জলে দিলা মাছদের ছাড়ি, হালাল পশু স্থলে
উদর ভরে হালাল খেয়ে, আছি দয়ার তলে!

নানান ফলের হাজার গুনে, সুস্থ সবল দেহ
ভিটামিন খেয়ে বাঁচি -খাই,গরুর দুধের স্নেহ।
রক্ত রাঙা ডালিম ফলে,মিষ্টি স্বাধের দানা
দিলে প্রভু খুব সাজিয়ে, মানুষেরে খানা!

কার কী এমন সাধ্য আছে, করে এমন তৈরী
অনুকূলে রাখো হাওয়া, কখনো তা বৈরী!
তোমার দয়ায় বাঁচি ধরায়, নিঃশ্বাস টানি বুকে
প্রার্থনাতে মন রাখি তাই, তোমার পানে ঝুঁকে।

কত তৃপ্তির খাবার মাবুদ, দিলে তুমি ধরায়
তুষ্টি চিত্তে খেয়ে মানুষ, ক্ষিধার উদর ভরায়!
সব ধরণের আরাম দিলে, মানুষেরে উজার
দিবানিশি তাইতো আল্লাহ্, করি শোকর গুজার!
November 24, 2018 at 3:00 PM

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


অনেকের সৌভাগ্য যে, গাছে আছে সব, মাঠে আছে সব, কিন্তু অনেকের ঘরে অনেক কিছুই নেই।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকটা আমলের কারণেও হয়, এরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য লড়াই করে না। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেশীরভাগ মানুষ সুখি।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: সেদিন আমি দুই কেজি কিনেছি। ২২০ টাকা কেজি করে।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আলহামদুলিল্লাহ এর ভিতরের কারুকাজ দেখলে ভাবি আল্লাহ তাআলা কত সুন্দর করে দানাগুলো সাজিয়ে রেখেছেন ।

ধন্যবাদ আপনাকে

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

নীল আকাশ বলেছেন: শুকর আল হামদুল্লিলাহ। উনি না চাইলে কোন কিছুই সম্ভব না।

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: স্রষ্টার সৃষ্টির অন্ত নেই!
এক মানুষের জন্যই কত কি সৃষ্টি করেছেন!

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ তাঁর দেয়া রিযিকে সন্তুষ্ট প্রকাশ করছি

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

নুরহোসেন নুর বলেছেন: প্রভুর গুনের বর্ননা শেষ করা যাবেনা,
প্রভুর ইচ্ছায় সব পাচ্ছি;
আলহামদুলিল্লাহ!

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

রুমী ইয়াসমীন বলেছেন: আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহর কাছে শোকর গোজর করি প্রতি প্রার্থনাতে।
কবিতা বরাবরের মতই খুব ভালো লেগেছে প্রিয় কবি আপু। :)

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক সুন্দর মন্তব্য
ভালো থাক
ভালোবাসা নিয়ো

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

হাবিব বলেছেন: আপনি ভাগ্যবতী

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই ভাগ্যবতী আলহামদুলিল্লাহ

শোকর গুজার আল্লাহর কাছে
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

সাইন বোর্ড বলেছেন: সৃষ্টি কর্তার কাছে নিবেদিত কবিতা, ভাল লাগল ।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২২

নার্গিস জামান বলেছেন: আপু কি যে সুন্দর :)

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
পাশেই থাকুন

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: "গাছে দিলা ফল ফলাদি ক্ষেতে হরেক খাদ্য
পাখ পাখালির সুরে ছন্দে, বুকে সুখের বাদ্য"
- কবিতার শ্রেষ্ঠ দুটো লাইন, ভাল লেগেছে। + +
বেদানা (আনার) ফল তো খেয়েছি কতই। কিন্তু "ভিতরের কারুকাজ" সম্বন্ধে তো ভাবিনি কখনো!! ধন্যবাদ, কথাটি মনে করিয়ে দেয়ার জন্য (২ নং প্রতিমন্তব্য)।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক।

শ্রদ্ধা জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.