নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তবু কিছু থেকে যাবে....

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১



একদিন চলে গেলে চিরতরে, তবু আমার কিছু থেকে যাবে
রেখে যাবো তোমাদের মাঝে শব্দের পাহাড়
অগোছালো কিছু কবিতা,
ছন্দহীন জীবনের তালগোল পাকানো এলোমেলো সময়
তাল লয় মাত্রা ছাড়া কিছু পদ্য।

তবুও কিছু রেখে যেতে পারবো,
ভাবলেই, মনে সুখ পায়রার উড়োউড়ি দেখি বন্ধ চোখে।
যে শব্দের গালিচায় তোমরা পা মাড়িয়ে হেঁটে যাও অবহেলায়
একদিন বুক পকেটে রাখতে হুমড়ি খেয়ে পড়বে
বলে যাবে আমার অবহেলিত শব্দগুলোর কথা
আমাকে স্মরণে রাখার অপূর্ব মুহুর্তগুলো আমি দেখবো না হয়তো!

এই যে নিউরন ফুটো করে ঝরে পড়ছে নিত্য শব্দের বৃষ্টি
তোমরা শব্দগুলোকে দুর্বল ভেবে ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনে
ধুরছাই বলে পিছনে রেখে হেঁটে যাও সম্মুখে
তরতাজা কিছু শব্দ মুঠোয় পুরবে বলে..
অথচ যা কিছু ধরার মানসে ছুটে গিয়েছিলে
পেয়েছো কি আদৌ রসমালাইয়ের মত টসটসে কিছু কবিতা সম্ভার!

হয়তো কিছু পেয়েছিলে, কিছু কবিতায় ঠাসা ছিলো কিছু অশ্লীল শব্দ
তোমরা তাতেই বাহবা দিয়ে সাহস যুগিয়েছিলে/যুগাও
আর আমার শব্দগুলো অবহেলায় কাঁদে একাকিত্বের যন্ত্রণায়।

কিন্তু কখনো ভাবিনি শব্দ মুছে দেবো বলে
শব্দের বৃষ্টি না বর্ষানোর শপথ করিনি কোনোদিন....
আমার বুকে খাঁচায় ঝরে পড়া শব্দগুলো কেবল জমা রাখি কবিতার খাতায়।

একদিন থাকবো না... থাকবে শব্দের বেড়াজাল
যাতে তোমরা চুম্বকের মতন আটকা পড়বে, বিশ্বাস রাখি।
একদিন সব ছেড়ে চলে যাবো থেকে যাবে আমার অকবিতার ভাগাড়
তখন না হয় তোমরা আমায় পড়ে নিয়ো।
May 26, 2018

মন্তব্য ৬৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার হয়েছে!
অন্তরের গভীর থেকে বেরিয়ে আসা কথামালার সুসজ্জিত কবিতা।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নুর হোসনে নুর ভাইয়া
শুভ ব্লগিং
ব্লগিং জীবন আনন্দময় হোক

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।

ব্লগিং হোক আনন্দময়।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুন্দর থাকুন
পাশেই থাকুন

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

হাবিব বলেছেন:
থেকে যাক তবু স্মৃতির দেয়ালে নতুন কিছু সুর
সেখানেই বেঁচে রবো খুঁজে পাবে কিছু জমে থাকা ভোর

দারুণ অনুভূতির বহিপ্রকাশ

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া ভালো থাকুন

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সন্ধ্যাবেলা সময়টা এমনিতেই খারাপ। বুকের ভেতর কেমন যেন করে। তারপর আপনার এই কবিতা। :(

যাইহোক, বিষাদময়তায় ভালোলাগা জানবেন। +++

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা একদম সত্য । সন্ধ্যা বেলা আমারও খুব খারাপ লাগে। মনে হয় জীবন থেকে একদিন চলে গেলো :(

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার উপস্থাপন। +

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাইয়া
ভালো ও সুস্থ থাকুন
শুভকামনা সতত

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

নার্গিস জামান বলেছেন: ভীষন রকমের সুন্দর :)

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ভালো থাকুন পাশেই থাকুন

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অকবিতার পাহাড় নহে, সুকবিতার মালা গাঁথতে জানা একজন সুনিপুণ শিল্পী হিসেবে যাকে আমরা জানি তিনি আমাদের ছবি আপু ।



অসাধারণ কবিতায় অনেকগুলো ভালবাসাময় প্লাস

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য। এমন মন্তব্য সত্যিই লেখায় অনুপ্রেরণা জুগায়। কৃতজ্ঞতা রইলো ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
সুন্দর থাকুন সুন্দর রাখুন
শুভকামনা

৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

কিরমানী লিটন বলেছেন: একদিন থাকবো না... থাকবে শব্দের বেড়াজাল
যাতে তোমরা চুম্বকের মতন আটকা পড়বে, বিশ্বাস রাখি।
একদিন সব ছেড়ে চলে যাবো থেকে যাবে আমার অকবিতার ভাগাড়
তখন না হয় তোমরা আমায় পড়ে নিয়ো।

নান্দনিক +++

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন
সুন্দর হোক জীবন

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

শাকিল ১৭০৫ বলেছেন: যদি নাই বা থাকে একদিন কিছুই, তবে কেনো থাকতে চাওয়ার এত ব্যাকুলতা!!!

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম... তবুও মানুষ মনে রাখুক আমায় এটা সবাই চায় যে তাই
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

দয়িতা সরকার বলেছেন: আপু, আপনার লেখা এর আগেও আমি পড়েছি । পড়তে ইচ্ছে করে। মাঝে অনেক দিন লেখেননি।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া। ইনশাআল্লাহ লিখবো আরও
ভালো থাকুন

১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

জুল ভার্ন বলেছেন:
আপনার অনেকগুলো পোস্ট পড়েছি। আপনি ভালো লিখেন কিন্তু আমি আপনার সহ কারোরই লেখায় মনের মতো করে মন্তব্য করতে পারিনা সেল ফোনে লিখতে হচ্ছে তাই। আমি সেল ফোনে লিখতে অভ্যস্ত নই কিন্তু বর্তমানে বাধ্য হয়েই সেলফোন নির্ভর।

শুভ কামনা।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া। জানি মোবাইলে টাইপ করা মুশকিল তাই বাসায় গিয়ে আমিও আর মন্তব্য করি না বেশী । কেবল পড়ে যাই

ভালো থাকুন সাথেই থাকুন

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

কাউছার চৌধুরী বলেছেন: সুন্দর একটি কবিতা

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ লাগলো কবিতাখানা! আপনার মোবাইলগ্রাফির মতই। আপনাদের কবিতা লেখার নৈপুণ্য দেখে ঈর্ষান্বিত হতেই হয়! আমার মাথায় যে কিচ্ছু আসে না! :(
মুগ্ধতা++

মাফ করবেন,তৎসম শব্দ ব্যতীত অন্যথায় 'ণ' এর ব্যবহার ণত্ব বিধান অনুযায়ী বোধহয় দূষণীয়।তাই 'নিউরণ'এর পরিবর্তে 'নিউরন' বানানটি ব্যবহারই হয়তোবা শ্রেয় হবে।

ভালো থাকুন এবং ব্লগবাসীকে মনোমুগ্ধকর কবিতা,লেখনী এবং ফটোগ্রাফি উপহার দিয়ে যান! :)

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ, বানানটা তো জানি কিন্তু টাইপের চোটে ভুল হয়া গেছে সরি। থ্যাংকস এ লট রূপন ভাইয়া। সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণার উৎস। পাশেই থাকুন । সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত্্

বানান ঠিক করে নিচ্ছি

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হয়তো কিছু পেয়েছিলে, কিছু কবিতায় ঠাসা ছিলো কিছু অশ্লীল শব্দ
তোমরা তাতেই বাহবা দিয়ে সাহস যুগিয়েছিলে/যুগাও
আর আমার শব্দগুলো অবহেলায় কাঁদে একাকিত্বের যন্ত্রণায়।

..........................................................................................
২০১৮ সালের ব্যথা বেদনা এতদিন ( এক বৎসর ছয় মাস) পর বলা হলে ,
কেমন যেন
ওষুদের ডেট পার হয়ে যাবার মতো ঘটনা ।
.............................................................
তথাপি আবেগ মনে দিয়েছে জীবনের বেগ ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখাগুলো দেয়া হয়ে উঠে না। ফেবুতে দেয়া। তাই মেমোরি মনে করিয়ে দেয়ার কারণে এগুলো চোখের সামনে আসে। তবে অনুভূতি ঠিক আগেরই মতন।

অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন যে

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া ভালো থাকুন

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

তারেক ফাহিম বলেছেন: নান্দনিক কথামালা ++

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

রুমী ইয়াসমীন বলেছেন: আপনার লিখা সবসময় প্রতিদিনই পড়ি আপু আর পড়তে চাই সারাজীবন.....
লিখাটা পড়ে অনেক ভালো লাগলো প্রিয় কবি আপু।
আপনার কথারা বেঁচে রবে শব্দের ভাঁজে ভাঁজে কবিতার ছন্দে অবশ্যই....

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি তোমাকে এখানে নিয়মিত দেখে খুবই ভালো লাগছে

জাজাকিল্লাহ খাইরান
সুন্দর ও ভালো থেকো
ভালোবাসা নিয়ো

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:০২

সোহানী বলেছেন: অসাধারণ

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
ভালোবাসা নিন

২০| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার আসলাম।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও ভাইয়া
আপনার এ জিনিসটা খুব ভালো লাগে
আপনি খুটিয়ে খুটিয়ে সবার খেয়াল রাখে
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

২১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিন চলে যাব
রেখ যাব স্মৃতি
রেখ যাব শব্দের বুনণ
রেখে যাব কাব্যের আকাশ।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
ভালো থাকুন ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান

২২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

আরাফআহনাফ বলেছেন: তখন না হয় তোমরা আমায় পড়ে নিয়ো

এখুনিই পড়ে নিলাম :D

সত্যি বলতে -
"আমি নাই - অথচ পৃথিবী চলছে তার নিয়মে সব কিছু আগের মতোই - শুধু আমি নাই - ----- এ এক দারুন যাতনাময় ভাবনা।" এমনই প্রতিউত্তর করেছিলাম আমার এই লেখায় "এমনই এক সন্ধ্যায়"

কবিতা ও ভাবনায় ++++।
ভালো থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
হ্যা এই কবিতাটি পড়েছিলাম
মন্তব্যও দিয়েছি। খুব সুন্দর ছিলো

শুভেচ্ছা ও ভালোবাসা রইলো

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

দয়িতা সরকার বলেছেন: আমি বুঝিনা কেন আপনারা আমাকে ভাইয়া বলেন? সালু নামটা কি ছেলেদের? আমি আপু। আপু আমি খুব বিরক্ত হই ।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ
সরি আপা আর এমন ভুল জীবনেও অইতো । করুণাধারা আপাকেও ভাইয়া বলছিলাম আবার সামু পাগলাকেও ভাইয়া বলছিলাম উনারাও আপা হন।

আপি এবারের মত কান ধরছি
ভুল হইয়া গেছে :)

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: মা মাড়িয়ে না পা মাড়িয়ে হবে? ধুচ্ছাই < ধুরছাই।
আমি কবিতার একটা একটা শব্দ করে পড়ি। অনুবীক্ষণ যন্ত্রও বলতে পারেন! আর কারও চোখেই পরলো না????
মনোমুগ্ধকর কবিতা। সব কবিরাই এই রকম আক্ষেপ করে যায়। নিন আমারটা পড়ুনঃ -
স্বার্থপর সময়ের কালস্রোতে শুধু রয়ে যাবে এই প্রেমের কবিতা
কিন্তু থাকব না আমি কিংবা তুমি প্রিয়তমা,
তবুও রয়ে যাবে আমার বর্ণিল প্রণয়ের এই সুতীব্র আকুতি
হয়ত সুদূরে নব্য কোন প্রেমিক হৃদয় এতে খুঁজে পাবে প্রশান্তি,
অজানা শিহরন, রক্তকোষে মাদকতা আর নিটোল প্রেমের হাতছানিতে
প্রেমিকাকে ভালোবাসার অদম্য ইচ্ছার হুটোপুটি।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক করে নিয়েছি ভাইয়া, কৃতজ্ঞ আপনার কাছে
হাহাহা আসলেই অনুবীক্ষণ যন্ত্রই আপনি

জাজাকাল্লাহ খাইরান সুন্দর সুস্থ থাকুন স্বপরিবারে

আপনার কবিতা অনেক সুন্দর
এটা এতটুকুনই না আরও বড়।
পোস্ট দিয়েছিলেন সামুতে?
অসম্ভব সুন্দর ভালো লাগায় ভরপুর শব্দমালা

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

নজসু বলেছেন:




কবিতার আড়লে কবি থাকে।
কবিদের শেষ নেই।
বেঁচে থাকে তাদের কবিতার মাঝে।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য
জাজাকাল্লাহ খাইরান সুজন ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

নার্গিস জামান বলেছেন: আপু, আজ সারাদিন আপনার নতুন কবিতার প্রতিক্ষায় ছিলাম; কিন্তু এখন পর্যন্ত কিছু পাইনি ।

আপনার পাতায় যেয়ে সেপ্টেম্বর ২০১৮তে আয়না কাব্য খুঁজলাম, পেলাম না। সব কবিতা কি ব্লগে দেন না আপু? :(

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না আপি সব কবিতা এখানে দেই না। এগুলো সবই ফেসবুকের পাতায় জমা রাখা আছে। একটু পরে একটা দু:খ কাব্য দেবো ভাবছি
যদিও কাব্যিকতা নেই । কিন্তু একজন কলিগের স্মরণে লিখেছিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা যে আপনি আমার লেখাগুলো খুঁজছিলেন পড়ার জন্য
আমার চেয়ে আপনার হাতের লেখা ভালো মাশাআল্লাহ

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ও ভাইয়া
আপনার এ জিনিসটা খুব ভালো লাগে
আপনি খুটিয়ে খুটিয়ে সবার খেয়াল রাখে
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

সবার দিকেই আমাকে নজর রাখতে হয়। শুধু নিজে কেমন তা জানলে তো হবে না।

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
একদম সত্য কথা। কেউ কেউ তো পোস্ট দিয়ে ভাগে। অন্যেদের পোস্টই পড়ে না। আমিও বড় পোস্ট পড়তে পারি না। তবে পড়ার চেষ্টা করি

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: নাইস !

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া তোমাকে অনেক দিন পরে দেখলাম এখানে। ব্লগ ডেতে আসবা তো?
আল্লাহ যদি রিযিক রাখে তাহলে যাবো
দেখা হবে ইনশাআল্লাহ
ধন্যবাদ

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: আমি সময় সুযোগ পেলেই সবার ব্লগ বাড়ি ঘুরে যাই।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ। নিয়মিত হয়ে যাও
ভালো থাক

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কি দারুণ অনুভূতি কাব্যে ফুটিয়ে তুলেছেন আপু। ++
শুভকামনা জানবেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে
ভালো থাকুন অনেক অনেক

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

রুমী ইয়াসমীন বলেছেন: "লেখক বলেছেন: আপি তোমাকে এখানে নিয়মিত দেখে খুবই ভালো লাগছে"

আপু আপনার এমন মন্তব্য পেয়ে আমারও অনেক ভালো লাগছে ও উৎসাহ পেলাম বরাবরই....

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান
লিখা যেনো বন্ধনা হয় আপি

লিখা হলো নিজেকে ভালো রাখার উপায়

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০২

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
বিষাদময় কবিতায় অভিমানী ভালোবাসা রেখে গেলাম।
এত সুন্দর করে বিরহের কবিতা লিখেন কি করে ?

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.