নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চোখ মেলে দেখো যদি মৃত্যুদূত খাড়া!

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫



অত:পর মৃত্যুর বীজ তার দেহ জমিনে বোনা হয়ে গিয়েছিলো
কেবল চারা গজানো থেকে ফসল বেড়ে উঠার অপেক্ষায় ছিলেন মৃত্যুদূত,
সে বুঝে উঠতে পারেনি, ঘুনাক্ষরেও জানতে পারেনি,
শীঘ্রই তাকে মর্ত্য ছেড়ে প্রস্থান করতে হবে শূন্যে
না, তার আত্মা চলে যাবে আর আহ্লাদী দেহটা জায়গা করে নেবে মাটিতে
অথবা তার দেহ পুড়ে হবে ছাই!
ইহলোক ছেড়ে সে চলে যাবে স্বর্গলোক,
অথবা কোথায় ঠাঁই হবে কেউ জানি না।

ক'দিন আগেই লিফটে উঠেছিলো সে, ঠোঁটে আলতো হাসি
গোলাপী লিপস্টিক, চোখে কাজল, হাতে একগাছি চুড়ি,
আহ্ ঠিক তখনি বোধয় মৃত্যুর চারা গজিয়ে উঠেছিলো,
সে দেখতে পায়নি, আমিও না;
কেমন আছো?
সে হেসে উঠে বলেছিলো এইতো ভালো আছি
শরীর আগের চেয়ে ভালো!

অফিসের সিঁড়িতে কখনো দেখা হতো,
কখনো লিফটে-মৃত্যুর ছায়া দেখতে কখনো পাইনি!
বেঁচে থাকার আনন্দে সে বিভোর ছিলো!
দুটো কন্যা তার, মা মা বলে যখন ডেকে উঠতো
তখন হয়তো তার বেঁচে থাকার সাধ বেড়ে যেতো পাঁচগুন!

দুটো কন্যার গায়ের ঘ্রাণ মনে মেখে
সে কখনো হয়তো বসেছিলো সন্ধ্যার ধূঁপজ্বালানো প্রহরের পুজো অর্চনায়!
কন্যারা ঝাপটে ধরেছিলো, পুজোর ফুল কপালে ঠেকিয়ে হয়তো
প্রার্থনা করেছিলো বেঁচে থাকো মা মনিরা, থাকো মায়ের আঁচল ছুঁয়ে!

ধীরে ধীরে তার দেহ জমিনে মৃত্যুর চারা বড় হতে থাকে...
সে হতে থাকে দুর্বল, ক্ষীণকায় দেহ, সওয়ার ক্ষমতা হারায়,
ব্যথার পাহাড় সর্বাঙ্গে, চোখের কোণে এক দুই ফোঁটা অশ্রু,
বেঁচে থাকার আশা আহা! সে তখনো হেসে বলেছিলো
আমি আবার কবে অফিসে যেতে পারবো,
যারা কাছে ছিলো, তাদের মুখে অস্ফুট কষ্ট কান্না রেখেছিলো বন্দি!

মৃত্যুর ফসল প্রস্ফুটিত হওয়া শুরু করেছে মাত্র
ফসল পাকলেই একটি আত্মার ইহজগতের সমাপ্তি টানতে হবে!
হয়েও ছিলো তাই, যমদূত ঠিক সময়মত এসে তাকে নিয়ে যায়
অসহায় করে দিয়ে তার দু'কন্যাকে-
মায়ের আঁচল ধরে থাকার আর সাধ্য ছিলো না তাদের!
-
হ্যা জীবন এমনই, হুটহাট দেহ ছেড়ে আত্মা উড়ে যায়
কেউ জানতেও পারে নি, পারবেও না;
যতজন ফেরেশতা নিয়োজিত ছিলো মানুষের সেবায়
একে একে দায়িত্ব থেকে হাত পা নেবেন গুটিয়ে,
শুধু পড়ে থাকবে অসহায় মানুষ নিথর দেহ নিয়ে।
(শর্মিলি পাল স্মরণে)
November 26, 2018 at 11:41 PM

মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: শর্মিলি পাল কে?

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের কলিগ, আমাদের জুনিয়র কলিগ। সে মারা গেছে গত বছর :(

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: চোখ মেলে দেখো যদি মৃত্যুদূত খারা!....... আপা, খারা হবে কি?

আপা আপনি কিন্তু খুববেশি ভাল কবিতা লিখছেন!!

শুভসন্ধ্যা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক করেছি দাদা
অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা
সুন্দর থাকুন ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: বড় করুন মৃত্যু কাব্যে ভালো লাগা জানাই কেমন করে কাজী ফাতেমা ছবি!
+

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভালো থাকুন অনেক অনেক

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: অনবদ্য ।
অসাধারণ।.....

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। মৃত্যু এমনই এক বন্ধু যে কোন সময় চলে এসে সঙ্গে নিয়ে যেতে পারে। এড়িয়ে যাওয়ারও কোন উপায় নেই।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গতকাল এক কলিগের শবদেহ আসলো ইন্ডিয়া থেকে । ৫০ বছর মাত্র
মনটাই খারাপ হয়ে যায় । জীবন আসলে কিছুই না ভাইয়া
আল্লাহ আমাদের ক্ষমা করুন হেদায়েত দিন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

নগরসাধু বলেছেন: জয় গুরু!

দারুন একটা কবিতা পাঠের তৃপ্তিতে মন ভরপুর হলো।

জীবন মৃত্যুর অটোবায়োগ্রাফির নান্দনিকতা কাব্যের পরতে পরতে!
অথচ এই সত্যটাই আমাদের ভুলিয়ে দেয়া হয। ভুলে থাকি
মোহাচ্ছন্নতায়!

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য রেখেছেন সাধু। কৃতজ্ঞতা
অনুপ্রেরণা মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

হ্যা মৃত্যু সত্যটাই ভুলে থাকি। আল্লাহ আমাদের সত্য পথে নিন

ভালো থাকুন অনেকঅনেক

৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,





সহকর্মীর মৃত্যু স্মরণ করে লেখা কবিতা ব্যথিত করে দেয়ার মতো। মৃত্যু আসলেই কাউকে ঘিরে ধীরে ধীরে বুনে চলে তার জাল!

কয়েকটা শব্দ ঠিক করে নিলে মনে হয় ভালো হতো ---
খারা < খাড়া । বুনা < বোনা । জাগা < জায়গা । গজে < গজিয়ে । স্বাধ < সাধ । জমদূত < যমদূত ।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল ইন্ডিয়া থেকে আরেকজন সহকর্মীর শবদেহ আসলো। দীর্ঘশ্বাস আর কষ্ট বুকের ভিতর

কৃতজ্ঞতা জানাই ভাইয়া
বানানগুলো ঠিক করে নিয়েছি

জাজাকাল্লাহ খাইরান

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০

হাবিব বলেছেন: এক কথায় অনবদ্য

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৯| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

নার্গিস জামান বলেছেন: বড় কষ্টকর সুন্দর ।
মুগ্ধতা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু
গতকাল আরেকজনের মৃত্যু হলো। গতকাল না কয়েকদিন আগে ইন্ডিয়াতে মারা গেলেন এক কলিগ :(

ধন্যবাদ আপনাকে

১০| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৮

নুরহোসেন নুর বলেছেন: ২০১৭ সালের পহেলা আগস্ট ব্লাড ক্যান্সারে মায়ের মৃত্যু হয়।
মায়ের মৃত্যু সংবাদ শুনে গ্রামে যাচ্ছি,
আমি ড্রাইভ করছি পাশে ভাগিনা ও ভাগিনার ছেলে।
ভাগিনার ছেলের বয়স ১৮ বা সামথিং,
সে আমাকে খুব মানুষিক শান্তনা দিচ্ছিলো খুবেই বিষন্ন দেখাচ্ছিলো তাকে;
যেন কি এক কারনে সে ভয় পাচ্ছে!

বাড়ীর কাছাকাছি পৌছেছি মিনিট পাঁচেকের পথ,
হঠাৎ সে তার বাবার (ভাগিনার)
গলা জড়িয়ে ধরে বলে আমার খুব ভয় করছে আর লুকিং গ্লাসে কি যেন দেখাচ্ছিলো... মাত্র ১০০০ ফিটের ব্যবধান মায়ের মৃত মুখ দেখার আগেই আমার পাশে বসে থাকা যাত্রীর (নাতী) মৃত দেহ আমাকে নামাতে হয়েছে!!

সেদিন প্রথম কোন মানুষকে খুব কাছে থেকে মরতে দেখেছি,
দেখেছি লাশ দেখতে গিয়ে লাশ হওয়ার
কি অদ্ভুত মরণ!







২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী কষ্টের কাহিনী
তবুও মানুষ নিজেকে নিয়ে অহংকার করে
ভাবতেই কষ্ট লাগে

আল্লাহ আমাদের হেদায়েত দিন আরও

মন্তব্যের ভাষা খুঁজে পাচ্ছি না :(

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার লিখা পড়ে, প্রয়াত ব্লগার কবি মুনিরা আপুকে মনে পড়ছে।

কবিতায় ভালোলাগা রইলো।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুনিরা আপুকে হয়তো আমি চিনি না। আল্লাহ তাকে জান্নাত দিন

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

রুমী ইয়াসমীন বলেছেন: লিখাটা পড়ে মৃত্যুর কথা ভেবে মনটা খুব বিষন্ন হয়ে গেল। জানিনা চিরন্তন সত্য এই মৃত্যু কখন কার কিভাবে ঘটে তা একমাত্র আল্লাহতায়ালা জানেন। তাই সবসময় প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান- আমানের সহিত স্বাভাবিকভাবে মৃত্যু দান করেন।

লিখাটা অনেক সুন্দর লিখেছেন আপু বরাবরের মতই অনেক আবেগ দিয়ে, তাই পড়ে বিষন্নতার সহিত মুগ্ধও হয়েছি।
ভালো থাকবেন আপু.....

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর কাছে এটাই প্রার্থনা সব সময় আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন আরও আর যেনো ামাদের ঈমান অটুট রাখেন

সুন্দর মন্তব্য
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকো অনন্তকাল

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:





মৃত্যু অত্যন্ত কার্যকর ও বিফল একটি টাইম বোমা। সময় মতো ঠিকই ফাটবে।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কথা দুদিন যাবত ভাবতেছি। দেখি না কয় দিন এখানে। চিন্তা হচ্ছিল । ভাবছিলাম পোস্ট দেবো

কেমন আছেন।

অনেক ধন্যবাদ ভালো ও সুস্থ থাকুন

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন রে,
আমাকে নিয়ে চিন্তা করেছেন, আমি কৃতজ্ঞ আমার বোনের কাছে। আমি ভালো আছি, বোন আপনি কেমন আছেন? কিছুদিন ঢাকার বাইরে ছিলাম তাই ব্লগে আসতে পারিনি। আপনিও ভালো থাকুন।


২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি
আল্লাহ ভালো রাখুন সবাইকে

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়রে সাধের জীবন মৃত্যুতে হবে শেষ।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অমোঘ সত্য
:(

ধন্যবাদ মাইদুল ভাইয়া

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের কলিগ, আমাদের জুনিয়র কলিগ। সে মারা গেছে গত বছর

আল্লাহ তাকে বেহশতো নসিব করুক।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে হিন্দু ভাইয়া

ধন্যবাদ

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

কিরমানী লিটন বলেছেন: মনটা বিষাদে ছেঁয়ে গেলো - বেদনার অনুভবে। কবিতায় মুগ্ধতা - অসাধারণ....
+++++

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০

ইসমাঈল আযহার বলেছেন: বেশ

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: মৃত্যু অনিবার্য, আমরা সবাই তা জানি। কিন্তু তা সত্ত্বেও মৃত্যুকে বড় ভয় করি।
কালের পরিমাপে আমাদের জীবনটা শুধু একটা মুহূর্তের চেয়ে বেশী কিছু নয়।
আমরা ভূত ভবিষ্যত নিয়ে ভাবিনা, শুধু বর্তমানকে আঁকড়ে ধরে জীবন যাপন করে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.