নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

(১) অপরাধী আর (২) লজ্জাহীন সময়.......

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩



১। =অপরাধ ছোট হোক বড় হোক অপরাধ, অপরাধই=
অপরাধ করে যদি, ছাড়া পেয়ে যায়
বেড়ে যায় সাহসটা, করতে অন্যায়;
অপরাধী জেনে বুঝে, করে যায় পাপ
পেয়ে যায় তেল মেরে, পাপ হতে মাফ!
ছোটখাটো শাস্তি যদি, হয়ে যায় তার
আপিলের পা ছুঁয়ে সে, পেয়ে যায় পার,
কাটিয়ে সে শাস্তি শেষে, অপরাধ সেই
করে ফিরে রোজ রোজ, চিন্তাও সে নেই।

অপরাধ ছোট বড়, হতে পারে, হোক
শাস্তি দিয়ে তারে তবে, পেতে দাও শোক,
ক্ষমা করে দিলে পরে, সাহসটা বাড়ে
অবশেষে উঠে বসে, অপরাধ ঘাড়ে।
ছোট পাপ বড় পাপ, শাস্তি ছোট বড়
ছেড়ো না ন্যায় শাসক, ছাই দিয়ে ধর।
November 28, 2018 at 9:07 AM




২। =যতটুকু পারা যায়, সামলিয়ে চলো=

লজ্জাগুলো ভেসে গেলো, আধুনিক নায়
কষ্ট লাগে ভ্রষ্ট ক্ষণে, অগ্নি লাগে গায়,
বলি যদি শুধরাও, উল্টো শুনে আসি
সুশীল সমাজ আহা, মোহ নায়ে ভাসি।
কত কথা কত ছবি,কত রঙ ঢঙ
দিন দিন আমি যেনো, সেজে আছি শঙ,
দিন বদলায় কিন্তু, কমে লজ্জা শুধু
চারিদিকে মরিচিকা, মোহ মরু ধূঁধু।

বুঝেও বুঝে না কেউ, নিয়ে অল্প আয়ূ
কত পাপে মজে থাকি, মাখি পাপ বায়ূ,
তারণ্যে বুঝো না হায়, বার্ধক্যে বুঝবে
অনুতাপে দিবানিশি, অতীত খুঁজবে।
যতটুকু পারা যায়, সামলিয়ে চলে
পাপ হোক কম কম, যাই ফের বলে।
December 27, 2018

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন আপু,
চোরকে ছেড়ে দিলে- সে ডাকাত হয়।
চিরন্তন বাস্তবতা নিয়ে লিখা, খুব ভালোলাগা ....

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অপরাধীদের নিয়া কাজ করি তো । বাস্তব অভিজ্ঞতা এসব নিয়ে :(

ভালো থাকুন সঙ্গেই থাকুন

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

হাবিব বলেছেন: দারুণ সনেট লিখেছেন

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হাবিব ভাইয়া
শুভকামনা শুভেচ্ছা

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:





অপরাধীকে ছেড়ে দেওয়া অর্থ আরো বড় একটি অপরাধ করার সুযোগ ও আস্কারা দেওয়া। বোন, আপনি ছবির বাইরে যা লিখছেন তা নিয়ে গর্ব করার মতো লেখা। চলুক - পাশে আছি।




২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তব অভিজ্ঞতা নিয়ে কাজ করি তো তাই অনুধাবন করতে পারি অপরাধীরা যে অপরাধ করে ধরা খায়
ছাড়া পেয়ে তারা অনুরূপ অপরাধ কাজেই লিপ্ত হয় ।

সুন্দর মন্তব্যের জন্য অযস্র ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। এগুলো সনেট ফর্মেট এর?

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। জি । ভুল হয়েছে কিছু?

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

সাইফ নাদির বলেছেন: খুব ভালো লিখেছেন...

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

নার্গিস জামান বলেছেন: কি সুন্দর ! কি সুন্দর ! :)

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভালোবাসা রইল

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: অরাধের শাস্তি কি আমাদের দুই বার পেতে হয়?
একবার দুনিয়াতে। একবার মৃত্যুর পর আল্লাহর কাছে।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছুটা লাঘব হয়
মানে প্রায়শ্চিত্ত করে ক্ষমা চাইলে
পরকালে সাজা কম হবে
আল্লাহ ক্ষমাশীল

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মনিরা সুলতানা বলেছেন: আপু নিত্যকার বাস্তবতা কী যে চমৎকার তুলে আনেন কবিতায়।
দারুন ।
অনেক অনেক ভালোলাগা ।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি

ভালো থাকুন অনেক অনেক

৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

বাকপ্রবাস বলেছেন: ৮/৬ দেখে বললাম অন্য কিছু না। ভাল লাগা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়াভালোথাকুনসুস্থথাকুন

১০| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার নিরীক্ষা ভালো লাগলো-
বিষয় বিন্যাস তো বরাবরের মতোই অভিনব!
শুভকামনা কবি।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

১১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

মেহরাব হাসান খান বলেছেন: পাপ পূন্যের কথা কেবল ধর্মে, সাহিত্যে। বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করলে দুনিয়া দারুণ একটা স্থান হবে।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই

আল্লাহ আমাদের হেদায়েত দিন।
মন্তব্যের জন্যঅনেকধন্যবাদভাইয়া

১২| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

সোহানী বলেছেন: দারুন কথামালা ছবি..........

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালোথাকুন সুস্থ থাকুন সব সময়

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদভাইয়াভালোথাকুনঅনেক অনেক

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

সাইফ নাদির বলেছেন: সত্যিই এই ছোট্ট জীবনে কত কিছুই না করি! কৈশোরের দুড়ন্তে ভেসে বেড়াই, বার্ধক্যে এসে আফসোস করি।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য ভাইয়া
আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন
ধন্যবাদ আপনাকে

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর!!!

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভাইয়া
ভালো থাকুন

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:




দুটি কবিতাই অসাধারণ হয়েছে।
অপরাধ ছোট বড় যাই হোক ছাড়া যেন কেও না পায় ।
অপরাধ করে বিত্তশালী ও ধনবানেরাই কেবল জামিনে ছাড়া পায়।
দু একটি ব্যতিক্রম বাদে বিত্তহীনেরা বিনা অপরাধে জেলে গেলেও জামিনে ছাড়া নাহি পায় ।
কামনা করি কবিতায় থাকা শিক্ষনীয় কথা গুলি সকলেই আমলে নিক এ বেলায় ।

শুভেচ্ছা রইল


০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বড় অপরাধিরা কেমন করে যেনো বেঁচে যায়
আর ছোটরা অবশ্য শাস্তি পায় কিছু কিছু অপরাধী

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনি কী আসবেন ব্লগ ডেতে?

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৬

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
অপরাধীদের শাস্তি হওয়া দরকার এই, বিষয়টা নিয়ে
খূব সুন্দর করে কবিতার ভাষায় প্রকাশ করেছেন।

শ্রদ্ধেয় ডঃ আলী ভাই খুব সুন্দর করে মন্তব্য করেছেন
যেনো আমার মনের কথাই বলেছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি অনেকদিন পর পর আসেন । কেমন আছেন

জাজাকিল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে আপনার পরিবারকে ভালো রাখুন

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

নার্গিস জামান বলেছেন: আপু, গত চার দিনে কিছু পোস্ট করেন নি, অনেক ব্যস্ততা যাচ্ছে বুঝি?
অনেক শুভেচ্ছা :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপি অফিস সংসার স্কুল বাচ্চা রান্না বান্না
সময় অল্পই পাই।

আজ পোস্ট করবো আশা করি দেখা যাক কী হয় ইনশাআল্লাহ

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন! বিচারহীনতার সমাজে মানুষ কোনদিনই শান্তিতে থাকতে পারবে না। এই জিনিসটা আমরা বুঝতেই চাই না।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝতে চাই না না
বুঝি কিন্তু উপরের চাপ অথবা সুপারিশ
আরও কতকিছু
এর উর্ধ্বে আমরা যেতে পারি না

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

নীল আকাশ বলেছেন: সত্য কথাগুলিই সুন্দর করে তুলে ধরেছেন।
২য়টার জন্য - এরা দুনিয়ার লোভে পরে সবকিছুই এখন অস্বীকার করে।
ধন্যবাদ আপনাকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আল্লাহ আমাদের সঠিক বুঝ দিন
হেদায়েত দিন আরও
নেক হায়াত দান করুন

ভালো থাকুন

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

শাহিদা খানম তানিয়া বলেছেন: যে লেখাতে মনের কথা থাকে, সে লেখা সুন্দর হয়। +++
এটা সনেট কবিতা! আমারো শখ সনেট লিখার সাহস পাই না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। অনেক ভালো থাকুন

লিখে ফেলুন আপি
ইনশাআল্লাহ ভালোই হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.