নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
=পেঁয়াজের ঝাঁঝ লাগছে অন্তরে=
১।
কী এমন খরা লেগে গেলো আচানক, শহর নগরের বাজার হাঁটে
কী এমন সিন্ডিকেটের বুকে কেঁদে মরে পেঁয়াজ;
কে বাড়াচ্ছে মূল্য অযথাই, বাড়িয়ে মূল্য -বসে আছে ডাঁটে;
কেউ কেনো তুলছে না প্রতিবাদের আওয়াজ।
ভোগান্তি বাড়িয়ে কে হাসছে দূরে বসে চুপে চুপে
গৃহীনিরা কেঁদেছিলো এতদিন যে ঝাঁঝে
পুরুষরাও আজ কাঁদছে পকেট ফাঁকা করতে,
পুড়ছে দূমু্র্ল্যের বাজার আগুন পুড়া ধূপে;
বাজারে গিয়ে ফিরে আসছে কেউ,
যন্ত্রণা বুকের ভাঁজে।
স্বল্প আয়ের মানুষ, ঘরে ফিরে হাতে নিয়ে পেঁয়াজহীন বাজারের থলে
আলোচনায় মূখরিত অফিসপাড়া হাঁটবাজার
পেঁয়াজের ঝাঁজে পুড়ে যায় চোখ, মূল্যের দাপটে মন যায় জ্বলে
কেউ বলে বেড়ান পেঁয়াজ না খেলেই বা কী, মূল্য এত ছি:
পেঁয়াজ ছাড়া এবার দিন চলে যাক হাজার;
বাড়ুক...বাড়তে থাকুক, উর্ধ্বগতি হোক পারুক যত, বাড়ুক মনে কষ্ট
পেঁয়াজ গুদামে যাক সব পঁচে গলে।
২।
এত উর্বর মাটি এই সোনা দেশের, এত কর্মঠ মানুষের বাস দেশে
কেনো তবে ক্ষেতে হয় না পেঁয়াজের বাম্পার ফলন
কৃষকের কষ্টের ফসল মজুতদাররা কেনো ন্যায্য মূল্যে কিনে নেয় না হেসে
পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে শুধু কী গরীবের মনেই জ্বলন?
দাম বেড়ে গেলে একবার,কমানো যায় না সেই মূল্যে?
বাড়িয়ে বাড়িয়ে শেষে মূল্য যায় বেড়ে এ দেশে
কমলেও কমে অল্প,পেঁয়াজের মূল্য আজ স্বর্ণের তুল্যে?
পেঁয়াজ ছাড়াই হোক রান্না, পেঁয়াজ ঝাঁঝ ওদেরকেই ধরুক ঠেসে,
যারা পেঁয়াজকে করে তুললো দূর্মূল্যে।
আমদানী হোক আরও চাহিদা হোক পূরণ খুব তাড়াতাড়ি,
পেঁয়াজ ছাড়া কী হয় স্বাদ তরকারী?
পেঁয়াজ নিয়ে না হোক আর বাড়াবাড়ি,
হস্তক্ষেপ দরকারী;
মূল্য নির্ধারণের ভার হাতে নিক আজ সরকারই।
November 14 at 10:33
৩।
=ভুলে যাও পেঁয়াজের কথা=
পেঁয়াজ নিয়ে বাংলাদেশে, ঢং কী হলো শুরু
কেবা দেখে হাসে বসে, কে বা নাটের গুরু,
দিন দুপুরে কী ডাকাতি, বাড়ছে মূল্য হু হু
পেঁয়াজ ভাবনায় বুকে বাজে, দুঃখ মুহুর্মুহু।
পেঁয়াজ ছাড়া কী হয় রান্না, স্বাদের বাজে বারো,
দাম বাড়িয়ে কার বা জীবন, সুখে পোয়াবারো,
সিন্ডিকেটের বেড়াজালে, আমজনতা বাঁধা,
করছে এমন কে বা কারা, কে বা লাগায় ধাঁধা।
মূল্য বাড়ায় কোন্ হারামী, স্বার্থ বুকে পুষে
মধ্যবিত্তের হৃদয় জ্বালায় কে বা আগুন তুষে,
গরীব ঘরে হচ্ছে বুঝি ঝাঁঝ ছাড়া আজ রান্না,
পেঁয়াজ যেনো হয়ে গেলো, দামি হীরা পান্না।
মজুদদারের পেঁয়াজ পচুক, মাথায় দিক হাত শেষে
হোক বজ্রপাত সিন্ডিকেটে, ঘুরুক পাগলবেশে,
স্বার্থের লাগি করে যারা, এমনতরো কর্ম
যাক পঁচে যাক চৈত্র খরায়, তাদের গায়ের চর্ম।
আমজনতার করতে ক্ষতি, যারা থাকে উন্মুখ
বিপদ যেনো আসে হাজার, একদিন তাদের সম্মুখ,
পেঁয়াজ নিয়ে আজ হাহাকার, দৃষ্টি ঘুরাও অন্য,
যাও ভুলে যাও পেঁয়াজ কথন, ভালো সবার জন্য।
November 16 at 3:04 PM
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া। ভালো থাকুন
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯
নার্গিস জামান বলেছেন: আপু, কোথাও দেখার কেউ নেই
খুব খুব সুন্দর
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পেঁয়াজ নিয়ে খুবই কষ্টে আর বিরক্তিতে আছি। কালও এক কেজী কিনে আনছে ২৪০ টাকায়
এইটা কিছু হইলো
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
ওমেরা বলেছেন: হায় আল্লাহ ! এখনি পিয়াজের দাম কমেনি !!
আমাদের এখান থেকে যারাই এখন দেশে যাচ্ছে , সবাই কি আর নিয়ে যাব পিয়াজ নিয়ে যাই এটা পেলেই এখন সবাই খুশী হবে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: না আপি এখনো কমেনি
কালও ২৪০ টাকা ছিলো
হাহাহাহা নিয়ে আসেন গিফট করবেন ব্লগ ডেতে । তাইলে আমি যাইমু হাহাহাহাহা
অনেক ধন্যবাদ আপনাকে
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: ব্লগ ডে ত মানে ২০/১২/১৯ইং তারি ব্লগ ডে আসবেন তো
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক নাই ভাইয়া আসতে পারি
নাও আসতেপারি
আপনার আসবেন মজা করবেন
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
সাইফ নাদির বলেছেন: পেঁয়াজের এই দূর্দিনে দিশেহারা সবি, তবুও বলছে লোকে চলছে ভালো সবি
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সবাই দিশেহারাই। কবে যে এসব পঁচনশীল জিনিসের দাম কমবে কে জানে
ধন্যবাদ আপনাকে
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আজ গাছপেঁয়াজ কিনলাম ৭০ টাকা কিলো। শুকনো পেঁয়াজ ২৪০ টাকা! কী আর বলব।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কমছেই না যেনো। এসব কী হচ্ছে কে জানে। যাই হোক তাড়াতাড়ি কমুক এটাই চাই
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
বাকপ্রবাস বলেছেন: সিন্ডিকেডের পাল্লায় পরে চড়ল পেঁয়াজ মাথায়
বাদ পড়েনি ছবি আপুর কবিতা লেখার খাতায়।
-
সুন্দর হয়েছে আপু
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন আর দোয়া করুন পেঁঁয়াজের দাম যেনো সহসা কমে যায়
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
পবিত্র হোসাইন বলেছেন: পেঁয়াজ খেতে হয় না। পেঁয়াজ খেলে দাঁতে পোকা হবে।
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহহাহাহাহ , আঙ্গুর ফল টক
হ পেঁয়াজ খেতে হয় না । পোকা হবে পেটে।
অনেক ধন্যবাদ পবিত্র ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
শাহিদা খানম তানিয়া বলেছেন: সময়োপযোগী কবিতা সুন্দর হয়েছে
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
হাবিব বলেছেন: আপু, ব্লগ ডে-তে না আসলে আপনার ক্যামেরাটা দিয়েন.......
০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিকাছে ঠিকাছে দিয়াম নে। নিয়ে যাইয়ো এসে ব্যাংকে
ধন্যবাদ অনেক অনেক
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
হাবিব বলেছেন: কাল আসবোনি তাহলে.........
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসো ভাইয়া
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
হাবিব বলেছেন: না না, এতো আগেই গিয়ে কি হবে। কয়েকদিন পরে আসবোনি। ব্যাংক থেকে কেন? বাসায় যাব নি ......
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে অকে কয়েকদিন পরেই আসো
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভারত যে দিন পেঁয়াজ দিবে, সে দিন দাম কমবে। এই আশায় আপাতত থাকতেপারেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাইতো বুঝা যাচ্ছে
আল্লাহ ভরসা । তবে এবার কৃষকরা পেঁয়াজ চাষে মনোযোগী হবে বলে আমার বিশ্বাস
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: পেঁয়াজ ভালো খেইল দেখালো।
এই সুযোগে আমাদের ব্লগারগন অনেক কবিতা লিখে ফেলল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাইয়া
আর ভাল্লাগে না
ফিক্সড হয়ে গেছে যেনো
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ!+ পেয়াজ-কান্ড কবে শেষ হয় কে জানে!
অনুভব ভাই তো ৪৫ টাকায় পেঁয়াজ নিয়ে আসলো
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
কবে শেষ হবে আল্লাহ তাআলা জানেন
আমি ব্যাংকের ছয়তলা হতে দেখি মানুষ কী কষ্ট করে পেঁয়াজ নিতে আসে লাইন ধরে
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
কনফুসিয়াস বলেছেন: হুম আপনাদের মত জাপানের প্রধানমন্ত্রিও আমাকে এই কথা বলেছে। কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। নিচের লেখাটি পড়লে আপনি অবাক হয়ে যাবেন।
率直に言って、私たちは何も知らない
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা ট্রান্সলেট করে দেন আগে হাহাহাহা
অবাকই হয়েছি
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
পেঁয়াজ নিয়ে মহাকাব্য রচনা করে ফেলেছেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আর করা কন। মনের দু:খে এসব হয়ে যায়
ধন্যবাদ আপনাকে
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪০
মুক্তা নীল বলেছেন:
মাঝেমধ্যে ভাবি পিঁয়াজের দাম না বেড়ে যদি অন্য কোন
মসলার দাম বেড়ে যেতো তাও ভালো হতো ।
ভালো লিখছেন ছবি আপু।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। পেঁয়াজ ছাড়া ভাবা যায় কী। তাছাড়া বাচ্চারা সবজি তরকারী বেশী খেতে চায় না। । মাছ ভূনা মাছ ভাজি মাংস এসবই খেতে চায় আর এগুলোতে পেঁয়াজ বেশী লাগে।
ধন্যবাদ আপি
ভালো থাকুন অনেক অনেক
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে।
পিয়াজ আমি খাইনা
তারে আমি পাইনা তবে
একটা যদি পাই, তাকে
আমি যাকে তাকে বিলাই ।
শুভেচ্ছা রইল
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ডেতে উপহার দিবেন এই আশা করি
পাঁচ কেজী করে হাহাহাহা
পেঁয়াজ ছাড়া চলে কী করে তাহলে। ভাবী কী পেঁয়াজ ছাড়া রান্না করেন
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: কত দেশ থেকে পেঁয়াজ এলো তবু দাম কমলো না! আজিব!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবে কমবে তারও তো ঠিক না। আর যারা ৪৫ করে পেঁয়াজ কিনে তাদের মুখে শুনলাম সেসব পেঁয়াজ নাকি ভালো না
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পেয়াজের ঝাঝ তবু কমেনা
জনগণ তবু দমেনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জনগণ প্রতিবাদও করে না কিছুতেই
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ভাইয়া
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
কাজী ফাতেমা ছবি আপা,
আমার কেনো জানি মনে হচ্ছে আপনার ব্লগের পোষ্ট খোঁজে দেখতে হবে দুর দুরে আপনি পেয়াঁজের ছবি তুলে ছবি ব্লগ করেছেন কিনা? যে কারণে পেঁয়াজের দাম বেড়ে থাকতে পারে? সেই ক্ষেত্রে আপনি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে পেঁয়াজ উচ্চ মূল্যবৃদ্ধিতে সহযোগিতা করেছেন। হতেও পারে। (ভয় ও হুমকি দিচ্ছি) - ভয় পেয়েছেন কিনা বলেন?
***ব্যাপারটি আমি কাউকে বলবো না। আমাকে আধা কেজি পেঁয়াজ ধার দিন আমি এই জীবনে সেই পেঁয়াজ আর ফেরত দিবো না - কথা দিচ্ছি। ব্যাপারটি এখানেই রফাদফা হয়ে যাক।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই তো এ বিষয়টি মাথায় আসে নি ক্যান। দেখা যাক পেঁয়াজের ছবি তুলতে পারি কিনা। হাহাহা হইতেও পারে। মূল্য বাড়ার কারণ আমার ফটোস
ব্লগ ডেতে আইসেন পেয়াজ উপহার দেবো নে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮
এস সুলতানা বলেছেন: বেশ সাবলীন কবিতা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
কিরমানী লিটন বলেছেন: সরকারই ব্যবসায়ী
ব্যবসায়ী- সরকার
লরিলুট মুনাফায়
জনতার জেরবার।
সরকার কানে খাটো
শুনে না সে চেঁচালে
নেই তার মনোযোগ
জনতার এ প্যাঁচালে।
সরকার গাঁজা খেয়ে
রাজা সেঁজে গান গায়
তার ক্ষুধা তার সুধা
জনতার প্রাণ যায়।
সরকার শকুনের
হায়েনার আয়না
তাই তার হিংস্রতা
মেনে নেয়া যায় না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ দারুন লিখেছেন ভাইয়া
একেবারে উপযুক্ত জবাব মন্তব্য
ভালো থাকুন
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪
নীল আকাশ বলেছেন: হায়রে পিয়াজ!! সবাইকে কি ব্যতিব্যস্ত করে ফেলেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাইয়া
যারা রান্না করে তারাই বুঝে কতটুকু কষ্ট হচ্ছে রান্না করতে
ছেলেরা তো বুঝে না, বলে পেঁয়াজ ছাড়া রান্না করো অথচ মজা না হইলেও কথা শুনা লাগে
২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৭
বন্ধু শুভ বলেছেন: পেয়াজ নিয়ে যারা লিখেন তারা দামি লেখক। (যেহেতু পেয়াজ দামি।) তাছাড়া এমনিতেও।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ ভাইয়া আমি বড় লেখক না
পেঁয়াজের দু:খে লিখছিলাম
ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ সাবলীন কবিতা কবি আপু