নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নারী নয়তো আজব প্রাণী, নারী মায়ের জাতি
নারী হলো সব সন্তানের, মাথায় সুখের ছাতি,
নারীকে নয় হেলাফেলা, নারী ঘরের বাতি
নারী হলো পুরুষ জাতির, দুঃখ সুখের সাথী।
নারীর কোলে জন্ম নিয়ে, জ্ঞানী গুণী ধরায়
তবু কেনো নারীর বুক'টা, পুড়ে কষ্টের খরায়!
নারী তোমার মা হয় তবু, মা তুলে দাও গালি
নারী ছাড়া জীবন তোমার, আশায় গুঁড়ে বালি।
নারী জাতির সম্মান দিলেন, মোদের প্রিয় নবী (সাঃ)
নারী নিয়ে লিখে গেছেন, কত জ্ঞানী কবি।
নারী ছাড়া একটি পুরুষ, হয় না সফল মোটে
নারী ঘরে আছে বলেই, পাতে খাবার জোটে।
নারী তোমার দাসী নয় সে অর্ধাঙ্গিনী প্রিয়া
নারী করল লালন পালন, তোমায় জন্ম দিয়া!
নারীও তো কারো সন্তান, রাখো ঘরে বন্দি
স্বাধীনতা কেড়ে নিতে, আঁটো নানা ফন্দি।
নারী তো নয় বোঝা কারও, নারী প্রভুর কৃপা
তবে কেনো নারীর উপর, থাকো পুরুষ ক্ষেপা।
নারীর প্রতি অবহেলা, নারী ভাবো দাসী
নারী পাশে আছে বলেই, বাজাও সুখের বাঁশি।
নারী স্বাধীন তোমার মত, নারী সে'ও মানুষ
সেই নারীকে দুঃখ দিয়ে, উড়াও স্বাধীন ফানুস।
নারীর উপর জুলুমবাজি, নয় অন্যায়, অনাচার
নারী ছাড়া তোমরা পুরুষ, সব দিকেই নাচার!
নারী তোমার মা বোন পত্নি, সুখের সঙ্গী নারী,
স্বর্গসুখ পাও জন্ম নিলে সন্তান তোমার বাড়ী,
মায়ের পায়ের নিচে সবার, জান্নাত জেনে রেখো,
সকল নারীকে তাই, সম্মানের সাথ দেখো।
(০৭/১২/১৮)
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মায়ের পায়ের নিচে সবার, জান্নাত জেনে রেখো,
সকল নারীকে তাই, সম্মানের সাথ দেখো।
....................................................................
সকল নারীর আচরন এক হয় না, এমনও দেখেছি ৪/৫টা
সন্তানের মাঝে শুধু একজনের প্রতি তার দয়া দাক্ষিন্য,
.....................................................................
কবি বর্তমান জামানায় বিষয়টি অতীব স্পর্শকাতর
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে তবে সংখ্যায় কম
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নারী সবসময়ই সম্মানের পাত্র। নারীকে যারা সম্মান দেয় না তারা নারীর মূল্যই জানে না।
দারুণ লেখা!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
সুন্দর থাকুন সুন্দর রাখুন
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে আমার মনে হয় পৃথিবীতে পুরুষ না থাকলেও চলে, কিন্তু নারীর থাকা চাই।
যদি বংশবিস্তারের বিষয়টি না থাকত তো আমি বলতাম, পৃথিবীতে কোন পুরুষ থাকার দরকার নেই।
আপা, আপনাকে অনেক ধন্যবাদ এমন ভাল একটি কবিতার জন্য।
ভাল আছেন???
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া প্রতিদিনই এসব মন্দ খবর পত্রিকায় দেখি
মনটা বড় খারাপ হয়।
ধন্যবাদ দাদা
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি
তবে ঠান্ডা লাগছে
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমানে আমরা একটি ক্রান্তিকালের মধ্যে চলেছি। নারী আজ হায়েনাদের আক্রমণের শিকার। প্রতিটি মুহূর্তে আজ নারীকে নিয়ে সমাজ উৎকন্ঠিত। হায়েনার লোলুপতা থেকে নিরাপদ আশ্রয় কোথায় কে জানে। এমন একটি প্রেক্ষাপটে কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে। কাব্যে ভালোলাগা আপু। আমাদের মধ্যে কুপ্রবৃত্তির অবসান ঘটুক। সমাজের সামঞ্জস্যতা আসুক ফিরে।
শুভেচ্ছা আপনাকে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কুপ্রবৃত্তির অবসান হোক। সমাজে সামঞ্জস্যতা আসুক ফিরে আবারও
ল্যুলোপ দৃষ্টি অবনত হোক মেয়েদের করুক সম্মান
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরুষতান্ত্রিক সমাজ এর কারণে মেয়েরা বেশির ভাগ সময় অবহেলিত হয় l
তবে সব মেয়ে অবেহেলিত হয় না , এর পিছনে অর্থনৈতিক ,
সামাজিক কারণ থাকতে পারে ,অনেক সময় মেয়েরা
নিজেদের কারনেও অবেহেলিত হয়। মেয়েরা নিজেকে বড় করে
দেখাতে চায় আর এই জন্য তারা অবহেলিত হয়।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপনার কথার সাথে সহমত
কিন্তু ইদানিং শিশুদেরকে ধর্ষণ করছে পুরুষ রা এদের কী বলবেন
নিজের মেয়েকেও ধর্ষন করছে কী বিভৎস অবস্থা সমাজের
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে। তাই আমার কিছু বলার আছে,
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।’ যুগ যুগ ধরে কাদম্বিনীরাই প্রমাণের দায় বহন করে চলেছে। নিজের সততা, সতীত্ব এসব কিছু প্রমাণের দায়টা বরাবরই নারীরই। সে দায়বদ্ধ সমাজের কাছে, সে দায়বদ্ধ পুরুষের কাছে। অথচ প্রকৃতি নারীকে সৃষ্টি শক্তির আধার হিসেবে গড়ে তুলেছে। তাই নারীই বসুন্ধরা। মানব সভ্যতার প্রাক পর্বে জীবনধারণের জন্য যখন পুরুষ শিকারে বের হত, তখন সারাদিনের অবসরে নারীই প্রকৃতি বসুন্ধরার বুকে কৃষিকাজ শুরু করে। তাই সদা সর্বত ভাবে নারীই স্রষ্টা। কিন্তু শারীরিক সক্ষমতার বিচারে এই প্রকৃতিই নারীর তুলনায় পুরুষকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। কতিপয় ব্যতিক্রমী দৃষ্টান্তকে সরিয়ে দিলে সৃষ্টির আদিকাল থেকে নারী সর্বদাই পুরুষের অধীন। সময় বদলেছে কিন্তু নারীর ‘লাক’ বদলায়নি। তাই আজও সব সমাজেই পুরুষ ‘বিয়ে করে’ আর নারীর ‘বিয়ে হয়’। এ এক অদ্ভুত বৈষম্য। অবচেতনে নারীরাও বিষয়টিকে মেনে নিয়ে চলে।
ধন্যবাদ।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া আপনার কথা ঠিক । নারীদেরকে আল্লাহর রাসূল (সা: ) অনেক সম্মান দিয়েছেন। কিন্তু নারীদের ভাগ্য বদলায়নি । পুরুষ শাসিত সমাজে নারীদের মতামতের কোনো মূল্য নাই। আসলেই অদ্ভুত বৈষম্য
কত মেয়ে নিরবে দু:খ সয়ে জীবন পার করে দেয়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
শুধু নারী না কোনোমানুষকেই অবহেলা করা ঠিক না।
আমি নারীদের খুব সম্মান করি। বাসে সিট ছেড়ে দেই। রাস্তা ঘাট নারীদের দিকে চেয়ে থাকি না। এমন কি সুরভিকে যে নারী ঘরের কাজে সহযোগিতা করে তাকেও সম্মান করে কথা বলি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
মানুষ মানুষের সুজন ,
কোনো মানুষকেই অবহেলা করা টিক না। তাই মানুষ ভালোবাসি
মানুষদের দেখি চলার পথে।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ভালো থাকুন
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
সময়ের প্রয়োজনে কবিতা।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাইয়া
ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া রইলো
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নারী হচ্ছে মানুষ।
বোনের জাত , মায়ের জাত যায় বলিনা কেন... নারী হচ্ছে মানুষের জাত।
কবিতায় ভালো লাগা আপু।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
কবিতা সুন্দর।
কিন্তু নারীকে বস্তাবন্দি করা কেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বস্তাবন্দি না ঘর বন্দি
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
হাবিব বলেছেন:
তুমি নারী তুমি বধূ তুমি মমতাময়ী মা
তুমি ভগ্নি তুমি কন্যা তোমার হয়না উপমা
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
ভালো থাকুন ভাইয়া জি
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
নারীকে নারী হিসেবেই জানতাম, আপনি কি নারীকে আজব প্রাণীতে পরিণত করার প্রজেক্ট নিচ্ছেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ' নিচ্ছি নিমু.... আপনার প্রবলেমের কোন সমস্যা ?
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব চলছে, নারীরা আছেন, পুরুষেরা আছেন, সভ্যতায় নারীপুরুষ স্ব স্ব অবস্হানে আছেন; সামুতে এলে দেখি নারী নিয়ে হাহুতাশ, ব্যাপারটা কি?
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতাশার কারণেই হতাশা
বুঝছেন
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
নার্গিস জামান বলেছেন: আপু, পত্রিকা খুললেই এত এত খারাপ খবর, সবার গা সওয়া হয়ে যাচ্ছে, খুব কষ্টের।
কবিতা ভীষণ সুন্দর
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি এসব গা সওয়া হয়ে গেছে
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
ভালো থাকুন নিরাপদ থাকুন
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লিখেছেন আপু !
ভালোলাগা।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
ঝিগাতলা বলেছেন: মাশাআল্লাহ
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক
সুন্দর থাকুন সুন্দর রাখুন
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০
রুমী ইয়াসমীন বলেছেন: অসাধারণ লিখেছেন আপু।
অনেক ভালো লেগেছে পড়ে বরাবরই...৷
ভালবাসা ও শুভেচ্ছা নিবেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১
কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার লিখেছেন আপু।
অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কামরুন আপি
ভালো থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ হয়েছে কবিতা । সরাসরি প্রিয়তে ।
এ কবিতা পাঠে ইচ্ছে হচ্ছে নারী নিয়ে মহাকাব্য লিখি একটা ।
তবে কবিতার ক ও যে জানিনা কিভাবে লিখি তা ।
ছন্দরাও আর নাই কবিতার ধারে কাছে যে লিখব কবিতা ।
শুভেচ্ছা রইল
১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরী হওয়ার জন্য দু:খিত
লিখেন প্লিজ
আপনার লেখা অনেকেই পছন্দ করেন আমিও
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
নীল আকাশ বলেছেন: সবাই এত সুন্দর সুন্দর সব মন্তব্য করে ফেলেছেন যা আমি আর কি করবো?
মায়ের পায়ের নীচেই সন্তানের বেহেস্ত, এই হাদিস দিয়েই প্রমাণ হয় নারী জাতির মর্যাদা কতটুকু!
ধন্যবাদ।
১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
আজকের কবিতার প্রতিটি লাইনের জন্য আমার ভালোলাগা
অসম্ভব সুন্দর করে লিখেছেন, সেজন্য শ্রদ্ধা রইলো
আপনার জন্য ।
১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি
অনেক ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১
ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর।