নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আত্মা শুদ্ধ কর....

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০


আত্মা করো শুদ্ধ
হারাম খেলে আরাম মিলে, কে বলেছে শুনি
শান্তিতে কী ঘুমায় বাপু, হাজার লোকের খুনি?
ঘুষের টাকায় পকেট ভরা, আছে মনে শান্তি?
ওদের চলার পথটি যে ভাই, ভ্রান্তি শুধু ভ্রান্তি!

বে-নামাজীর আছে শান্তি? মোহের টানে ছুটে
নূরের আলো ছাড়া ওদের ঘর আঁধার বিদঘুটে!
সুদের টাকায় উঁচু প্রাসাদ, ঘুম না আরামে হয়;
বিছানাতে শুয়ে শুয়ে, ভাবনাতেই সুখ ক্ষয়!

জেনাকারীর চরিত্র নাই, আগুন পুড়া মানুষ
তাদের নিয়ে এই সমাজে, উড়াও সুখের ফানুস!
ঋণখেলাপী হয়ে তুমি, ঘুমাও শান্তির ঘুম কী
স্বপ্ন এসে মুখে তোমার বসায় সুখে চুম কী?

ডাকাত তুমি অন্যের জিনিস, যাও হাতিয়ে নিয়ে
আছো কী ভাই সুখের বুকে, বিছানা বিছিয়ে?
চোর যে তুমি চুরি করো, সিঁধ কেটে এক ঘরে
খুব আতঙ্ক নিয়ে বাপু, থাকো সুখের তরে?

গীবত গেয়ে বেড়াও তুমি, পাপের বোঝা বাড়াও
অন্যের কষ্ট দেখে পিছন, হাসি মুখে দাঁড়াও!
কি-যে সুখে আছো বেঁচে, বিপদ একটুও নাই?
ক্রোধানলে পড়ে একদিন, পুড়ে যে হবে ছাই!

মিথ্যা বলে সাহসী হও, সবাই বলে ভালো
জীবন তোমার হায় বিভৎস, হবে আঁধার কালো।
আর থেকো না অশুদ্ধতায়, মনটা করে রুদ্ধ
সত্য বলো বাঁচতে হলে, আত্মা করো শুদ্ধ।
June 6, 2018



মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

এম ইসলাম বলেছেন: "আর থেকো না অশুদ্ধতায়, মনটা করে রুদ্ধ সত্য বলো বাঁচতে হলে, আত্মা করো শুদ্ধ।"- দারুণ সুন্দর !

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

আল্লাহ আমাদের হেদায়েত দিন আরও

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: কোনো ওষুধ কি আছে আত্ম শুদ্ধ করার?
যেমন জ্বর এলে নাপা খাই।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তেমনি মন হতে সব মন্দ চিন্তা দূর করে কোরআন হাদীসের আলোকে জীবন চালাতে হবে
ধন্যবাদ

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লিখেছেন আপু ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবি আপা,
পৃথিবীবতে এমন কোনো সাবান আছে যা দিয়ে আত্মা ধোয়া যাবে। বা কাপড় কাঁচা পাউডার? অথবা প্রসাধনী ক্রিম? বোন রে, কয়লা ধুলে ময়লা যায় না ! এটি চিরন্তন সত্য। কবিতায়+++

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে আমিও বুঝি, আমি কাজ করি এমন অপরাধীদের নিয়ে। এখানে থেকে দেখি মানুষ কেমন চরিত্রের ।

ধন্যবাদ ভাইয়া। বভালো থাকুন অনেক অনেক

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

রুমী ইয়াসমীন বলেছেন: তবুও অশুদ্ধতায় থেকেও মানুষ করে কত বড়াই।
আত্মা শুদ্ধ করে শুদ্ধ জীবন সবার জন্যে কামনা করি একটি সুন্দর পরিবার, সমাজ ও রাষ্ট্রের তরে.....
চমৎকার লিখেছেন প্রিয় আপু বরাবরই....
শুভকামনা ও ভালোবাসা জানাই....

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকো আপি
ভালোবাসা নিয়ো

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানবাত্মা পরিশুদ্ধ হোক।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন।

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

সুপারডুপার বলেছেন: রাজীব নুর ভাই, মারের উপর কোনো ওষুধ আছে ! মার পরলে এমনি আত্না শুদ্ধ হয়ে যাবে।


*মার বলতে বোঝাচ্ছি , মন্ত্রী আমলা যেই হারাম খাক , হারাম খেলেই কঠোর আইনগত শাস্তি নিশ্চিতকরণ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সহমত আপনার সাথে
মারের উপর ঔষধ নাই। কিন্তু এটাই কার্যকর হয় না। বেঁচে যায় ওরা ক্ষমতার ছায়াতলে নেয় আশ্রয়

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর লিখেছেন ।
আত্মা শুদ্ধ করার তরে
ফানাফিল্লাহ আর বাকাবিল্লায়
নীজকে সপে দাও । হালাল
রুজী দিয়ে জীবন কাটাও।
ভালকে ভাল মন্দকে মন্দ
বলতে শিখাও । আর
চারদিকে জ্ঞানের আলো
জ্বালাও ।

শুভেচ্ছা রইল



১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হালাল রুজীই তো আমাদের দেশের মানুষ কম খাচ্ছে । আল্লাহ আমাদের আরও হেদায়েত দিন
ধন্যবাদ অনেক অনেক ভাইয়া
ভালো থাকুন

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৪

মুক্তা নীল বলেছেন:
সৃষ্টিকর্তার উপর আস্থা ও বিশ্বাস এবং বিবেকের
বিবেচনায় ... এতটুকুইতো আপা সব মিলিয়ে অসাধারণ
হয়েছে কবিতা।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হেদায়েত দিন
ভালো পথে যেনো চলতে পারি তার জন্য শক্তি দিন মনে
ঈমাণের ভিত শক্ত হোক আরও

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আত্ম শুদ্ধির চেষ্টায় আছি। দোয়া করবেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আল্লাহ আপনার মনোবাঞ্ছা পূর্ন করুন
ভালো থাকুন

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো আপু।
শুভকামনা জানবেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন
আপনার গল্প লিখা হচ্ছে না? পোস্ট পাচ্ছি নাতো

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: আন্টি অনেক সুন্দর লিখেছেন |

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাতিজা/ভাগ্নে ভালো থাকুন

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দে ছন্দে তুলে ধরেছেন সমাজের ভাল-মন্দ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তেমনি মন হতে সব মন্দ চিন্তা দূর করে কোরআন হাদীসের আলোকে জীবন চালাতে হবে
ধন্যবাদ

দুনিয়ার লোক কোরআন হাদীস পড়ে বদমাইশি করে বেড়াচ্ছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে যেমন করবে তেমন্ কর্মফল ভোগ করবে
আপনি আপনার পথ ধরুন

ধন্যবাদ

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: খুব ভালো লেগেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ভাবধারার কবিতা। ++
আচ্ছা এতো বড় ছবি দেন কিভাবে ? আমার ছবি সাইজ বড় করলেও পোস্ট করার পর ছোট দেখায়।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার একটা পোস্ট আছে ছবি বড় করার খুঁজে নিয়ে

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

তারেক ফাহিম বলেছেন: ভাবনায় চমৎকার উপলব্ধি।

পাঠে মুগ্ধতা।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ভাইয়া ভালো থাকুন

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতার ক্লাসিক লিরিক্যাল আমেজের সাথে আধ্যাত্ববাদ
দারুন মিশেছে।

শুভকামনা রইল-

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.