নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ফ্রেমবন্দির গল্প (মোবাইলগ্রাফী)

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪



©কাজী ফাতেমা ছবি
=ফ্রেম্বন্দির গল্প=
দিন কেঁদেই চলেছে অবিরাম। হিম আবেশ ছুঁয়ে থাকা মন উচ্ছ্বাস হারিয়ে বন্দি ঘরের কোণে। হেমন্তের এই মেঘলা দিনে মন উড়ু উড়ু। এ রুম ও রুম পায়চারী, কাহাতক লাগে আর ভালো। আলসেমি এসে ভর করে চোখের পাতায়। অথচ বিছানায় দেহ ছুঁয়ালেই ফরমায়েশের হাক, এ দাও ও দাও, এই করো, কাছে এসো উফ! বেটা বাচ্চার দুরন্তপনায় আরাম এলোমেলো।



ঘুম আবেশ, বিতৃষ্ণায় মন। জিভের লোভ ছটফট। কিছু খাওয়ার জন্য মন এগিয়ে যায় রসনা পানে। কী খাওয়া যায়! কী খাওয়া যায়! এ করেই কেটে যায় অফুরন্ত সময়। ঘড়ির কাঁটা বুঝে না মন, ঠিকঠিক টিকটিক এগিয়ে যায় ভবিতব্যে।



তবুও খাওয়ার তৃষ্ণা যায় না মুছে। হুম ঠান্ডা দিনের কোলে বসে কিছু খাওয়াই চাই। আইডিয়া বলেই জ্বলে উঠে দিমাগ কি বাত্তি। সবুজ বাদামী প্রলেপে মোড়া হলুদাভ স্বপ্ন দানা, আহা ওদের গায়ে সোনা রঙ বসন। আর কেনো তবে দেরী, মুঠোয় পুরে আদরে আহলাদে নিয়ে যাই চুলোর কিনারে। পাতিলে তেলের ফোঁটা এক চিমটি  লবণ আর চামচ, ওদের ঢেলে দেই! সরি উৎসর্গ করি আগুনের শিখায়।



চামচ নাড়াচাড়ায় ওরাও নড়ে উঠে, হেসে উঠে ঝুপঝাপ শব্দে। নিমেষেই ফুটুস ফাটুস বোম ফুটিয়ে ওরা উল্লাসে উঠে মেতে। ঢাকনার অন্দরে ওরা খেলে বন্দুক বন্দুক যুদ্ধ আর আমি তুষ্টি মনে দাঁড়িয়ে থাকি ঠাঁয় চুলো ঘেঁষে। ওদের খেলা শেষ ঢাকনা উঠাতেই একি! শুভ্র বসনে সেজে আছে ওরা, আমায় দেখেই ওরা শুদ্ধতায় সন্তুষ্টি প্রকাশে ব্যস্ত।



ওদের আদুরে রূপ আহা, ঢেলে দেই সবুজ রঙ্গা ঝুড়িতে। মুঠোয় পুরে একসঙ্গে সবাই কুড়কুড়ে স্বাদে ডুবে যাই মেঘলা দিনের মিষ্টি হাওয়ার বৃষ্টির জলে। ওরা ওদের উৎসর্গ করে গুটি কয়েক জিভের জলে। উদরে হোক এবেলা ওদের বসবাস। ব্যস কিচ্ছে খতম। তো এবার ছন্দ হয়ে যাক সুরে সুরে সুর মিলিয়ে চলো গেয়ে উঠি একসাথে সবাই।



মেঘলা দিনের আরাম ছুঁয়ে, কে কী খাবে বলো
কুড়মুড়ে স্বাদ নিতে তবে, সঙ্গে আমার চলো!
বসো বসো সোফায় বসো, অপেক্ষাতে থেকো,
টিভির মাঝে এবার তবে, দৃষ্টিখানা রেখো।

মুড়ি খাবে বিস্কিট খাবে, নাকি কফি খাবে?
চায়ের স্বাদে জিভ রাখতে কী, তোমরা মত বদলাবে!
চিপ্স নাকি চানাচুর খাবে, খাবে কী পপকর্ণ,
কানের কাছে বাজিয়ো না, খাই খাই সুরের হর্ণ!



আচ্ছা বাবা রাজী আছি, পপকর্ণই আজ খাবো
একই সাথে খাবো আহা কী যে মজা ভাবো!
দেখবো টিভি গাপুস গুপুস খানা দানা হবে,
ছুটির দিনের মজার সময় স্মৃতি হয়ে রবে।

ভুট্টার দানা তেল আগুনে, জ্বলে হবে ভষ্ম
শীতে হাওয়ায় আসবে ফিরে, দেহে মিহি উষ্ম;
পপকর্ণের এই বিকেল ক্ষণে, দাও না হেসে সুখে
কে যে রাখে সবার ঠোঁটের হাসিখানা রুখে।
(স্যামসাং, স্থান৷ আমগো বাসার রান্নাঘর)



পপকর্ণ এক্কেরে সহজ বানানো

উপকরণ-ভুট্টা এক মুঠ, তেল, লবণ, হাঁড়ি, ঢাকনা, চামচ, রান্নাঘর, চুলা আর আগুন।

হাঁড়ি চুলায় দিয়া তেল দিয়া তাতে লবণ, গরম হলে ভুট্টা দিয়া নাড়ন আর চাড়ন, খানিকক্ষণ পরেই এক দুই ভুট্টা লাফাইয়া উঠিবেক। তাত্তারি ঢাকনা দিয়া দাঁড়াইয়া কান পেতে সেই মধুর সুর আহা গুরুম গারুম আওয়াজ, আর নাক পেতে ঘ্রাণ আহা মজাই মজা। শব্দ বন্ধ হলে ঝুড়িতে নামায়া একটুপর মুখে পুরুন ব্যস পপকর্ণ হু গেয়া।
(কাঁথার নিচে শুইয়া শুইয়া পোস্টের আবির্ভাব)

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




শীতের দিনের সন্ধ্যায় চা বিস্কুট আর ভুট্টার খৈ এর লোভ দেখান? আমি নিরামিষভোজী তাতে কি হয়েছে, আপনি তো না? নেন ছবি দেখে বোঝেন এখন কেমন লাগে?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গরু না মুরগি রানতাছেন
দুপুরে আমরা মুরগি ডাল শাক মিষ্টি কুমরা ভর্তা আর বেগুন ভাজি খাইছি আলহামদুলিল্লাহ :)

আর বিকেলে মুড়ি ছোলা আর পপকর্ণ
ছুটির দিন খাইতে খাইতে জান শেষ হাহাহা

ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এই ভাজাপোড়া খাবার দেখে খুব খেতে ইচ্ছে করছে।
এইসব খাবার আমার খুব প্রিয়।
ভালোলাগা রইলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
পপকর্ণ আমার অনেক প্রিয়। ভাজার বুদ্ধি পাইয়া এখন প্রত্যেকদিনই খাই

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




নানা ধরণের ধানের চিড়া, মুড়ি, খৈ, ভুট্টার খৈ, ছাড়া আর কোনো খৈ খেয়েছেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না এছাড়া কোন খই খাইনি, আর কিছুর খই হয় না কী

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১১

আকতার আর হোসাইন বলেছেন: কিছু পাঠায় দেন না আপা আমাদেরকে....

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা পাঠায়াম, ঠিকানা দিয়েন৷ থাংকিউ

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৯

নীল আকাশ বলেছেন: এভাবে খাবার না খেতে দিয়ে শুধু খাবার ছবি দেয়া ভয়ংকর মাপ অযোগ্য অন্যায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই তো :)
কিন্তু দাওয়াত দিলে তো আর কঠিন সাজা থেকে মুক্তি পাইয়াম তাই ভাইটি৷

:D

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপু, আপনার মোবাইলগ্রাফী বেশ ভালো লাগে!! খুব সাধারণ বিষয়কে ক্যামেরাবন্দী করে আপনি এতো সুন্দরভাবে উপস্থাপন করেন যে মুগধ না হয়ে পারা যায়না।
আপনার জন্য শুভকামনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্যে মনটা ভরে গেলো আপি
ভালো থাকুন নিরাপদ থাকুন পাশেই থাকুন

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

রূপম রিজওয়ান বলেছেন: এভাবে শুধু ছবি দেওয়াটা খুবই অমানবিক :( :(
ব্লগ ডে তে সবার জন্য সাথে করে খানিকটা নিয়ে আসলে অবশ্য ভিন্ন কথা....

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ডেতে আসাটা অনিশ্চিত । আসলে নিয়ে আসবোনে :)

অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

আজ ফেবুতে আপনার আইডিটা দেখলাম । তেমনকিছু নাই ওয়ালে

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

ফয়সাল রকি বলেছেন: ক্ষুধাবর্ধক পোষ্ট B:-)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ক্ষুধা সৃষ্টিকারী পোস্ট বলা উচিত ছিলো ভাইয়া। আচ্ছা ছবিতেই পুষিয়ে দিলাম
থ্যাংকু আপনাকে

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

ফয়সাল রকি বলেছেন: জ্বী জ্বী, ক্ষুধা সৃষ্টিকারী বললেই ভালো হয়।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চা খান

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

ভুয়া মফিজ বলেছেন: এক পপকর্ণের জন্য এতো কিচ্ছা-কাহিনী!! কাব্যিক বর্ণনা ভালোই লাগলো। লেবু চায়ের মতোই স্বাদ। তবে পপকর্ণ আমার পছন্দের বস্তু না। বরং মুড়ি মাখানোটা লোভনীয় লাগলো।

কবিতা যথারীতি এড়িয়ে গেলাম। আপনাদের বিরুদ্ধে মা.হাসানের যুদ্ধ দেখার অপেক্ষায় আছি অধীর আগ্রহে! B-)

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আপনি কোথায় ছিলেন ভাই? মনে মনে খুঁজতেছি । কোন পোস্টও দেখি না। এদিকে মা হাসান ভাইকেও অনেকদিন পর পাওয়া গেছিলো ভ্রমন পোস্ট নিয়েআসছিলেন। আপনি কী নিয়ে আসছেন । পপকর্ণ আমার অনেক পছন্দ । তামীম পছন্দ করে না। তাসীন পছন্দ করে , মজা করে মিলে খাই। বাসায় বানানোটা ভালো হয়।

মা হাসান ভাই আসুক অপেক্ষায় রইলাম কিন্তু উনি তো কবিতা প্রেমী বা কবিতা পাগল মানুষ বলেই জানি :)

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭

রূপম রিজওয়ান বলেছেন: "আজ ফেবুতে আপনার আইডিটা দেখলাম । তেমনকিছু নাই ওয়ালে"

হা হা! ওটা শুধু সামুর এফবি গ্রুপে পোস্ট দেবার জন্য। রাফ আইডি না। নতুন খুলেছি। B-)
লক্ষ্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা পরে বুঝতে পেরেছি। অন্য নামে আছেন নিশ্চয়ই

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.