নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আলোয় আলোয় সাজলো ঢাকা (মোবাইলগ্রাফী)

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩



বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস এমন জাতীয় দিবসগুলোতে ঢাকায় রঙবাহারী আলোকসজ্জা হয়। এমন আলোকসজ্জায় সত্যি সুখে মন হারিয়ে যায়। চারিদিকে আলোর ঝর্না, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানেই বেশী আলোকসজ্জা হয়। চোখ জোড়ানো এসব আলোর ঝর্না দেখতে মানুষের ভিড় লেগে যায় সন্ধ্যা হতেই। ব্যাংকের বারান্দা থেকেই অনেক ছবি তোলা হয়ে যায়। অবশ্য প্রতিবছরই ছবি তুলি এমন আলোকসজ্জার।

এবার বিজয় দিবসের রাতেও এসেছিলাম মতিঝিলে। ফুটওভার ব্রিজ থেকে ভিডিও করেছি আর ছবি তুলেছি। তবে মোবাইল বের করাটা বিপদজনক তাই তাসীনের বাপে বারে বারে সতর্ক করে দেয় । উনি আর ছেলে আমার পিছনে দাঁড়ানো থাকাতে বেশ কিছু ছবি তুলেছি। এবার সোনালী ব্যাংকের আলোক সজ্জায় ভিন্নতা দেখা যায়।

ফুটওভার ব্রিজে দাড়িয়ে অনেক মেডাম দেখলাম ভিডিও করতেছেন । ঝাকে ঝাকে মানুষ সবাই মোবাইল ফটো ভিডিওতে মত্ত। তামীম সঙ্গে গিয়েছিলো । বদ পোলা গেলো আলোর ঝর্না দেখতে । কিন্তু সে হইলো গাড়ী পাগলা মানুষ, সে জ্যামের ভিতরের কোন গাড়ী কেমন তা নিয়ে গবেষণা করে বাসায় ফিরেছে। আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন লাগলো আলো দেখতে । সে বলে মা আমি তো আলো দেখিনি, গাড়ি দেখেছি হাহাহাহা এই হইলো তামীম। আর তাসীন যায়নি সে ঘরকুনো তাছাড়া তার পরীক্ষা সামনে পড়াশুনায় আপাতত ব্যস্ত।

যাই হোক এত ভালো লাগা নিয়ে যখন ছবি তুলেছি তবে কেনো সবাইকে দেখতে সুযোগ করে দেবো না হুহ। তাই এই পদক্ষেপ নিলাম। যদিও এত ছবি উঠাইছ সবগুলা দেওন যাইতো না। দিলে পাবলিক পিঠাইবো এমবি যাওয়ার জন্য হাহাহা।

২।


৩।


৪।


৫।


৬।


=গোধুলীর আলো হয়েছিলো ম্লান=
গোধূলীয়ার আলো যখন, পশ্চিম কোণে হাসে
বিজয় দিনের আলো তখন, মত্ত শহর চাষে,
আলোয় আলোয় আলোকিত, আজকে আমার ঢাকা,
খুব আনন্দের ছড়াছড়ি, নেই কোথাও ফাঁকা।

আকাশ পড়ে রক্ত শাড়ী, মর্ত্যে হাসে সবুজ
শহরজুড়ে চষতে আহা মন হয়ে যায় অবুঝ
এমন আলোয় লুকোচুরি বিজয় সুখে খেলে,
পতাকাটা স্বাধীনতায়, হাওয়ায় ডানা মেলে।

আকাশের রঙ লাল আভাতে, কী যে সুন্দর সাজে
চারিদিকে তাকডুম তাকডুম, বিজয়ের গান বাজে,
ক্যামরা হাতে মানুষগুলো, আলোর সম্মুখ দাঁড়ায়,
মন যে আমার সুখানন্দে আলোকসজ্জ্বায় হারায়।

বিজয় মানে আলোর ঝর্ণা, প্রাসাদ চুয়ে পড়ে
এমন দিনে আমার বাপু মন টিকে না ঘরে,
আলোর লহর উঠছে নামছে ঐ যে অলিগলি,
কী আনন্দ বুকের ভিতর কেমন করে বলি।

বিজয়ের ফুল ফুটলো আলোয়, বিজয় হাসে সুখে
বাঁধ ভাঙ্গা এই খুশির উচ্ছ্বাস, যায় না রাখা রুখে,
আকাশের মেঘ উধাও হলো, গোধূলীয়ার আলোয়
বিজয় দিনের আলো ছুঁয়ে কেটেছে খুব ভালোয়।

আজ ডিসেম্বর ষোল তারিখ, বিজয় হেসেছিলো
লাল সবুজের পতাকাটা সুখে ভেসেছিলো,
আকাশ ছুঁয়ে লাল সবুজের আলোর কণা হাসে,
এমন আলোর প্রহর আহা কে না ভালোবাসে।

৭।


৮।


৯।


১০।


১১।


১২।


১৩।


©কাজী ফাতেমা ছবি
=বিজয়ের শুভেচ্ছা=
কী আনন্দ শহরজুড়ে, লাগছে বড় ভালো
চারিদিকে ছড়ানো ঐ, বিজয়েরই আলো।
স্মৃতিসৌধে পতাকাটা, পতপতিয়ে উড়ছে
তারই পাশে হাজার মানুষ, খুশি মনে ঘুরছে!

বিজয় এলো ডিসেম্বরে, ষোল তারিখ আজই
এসো সবাই সুখানন্দে, লাল সবুজে সাজি।
ডাকছে পাখি কিচিরমিচির, স্বাধীনতার সুরে,
সোনার বাংলা বাজছে সংগীত, হেথায় সেথায় দূরে।

বিজয় উৎসব হচ্ছে পালন, শহর নগর গাঁয়ে,
ভাসছি আহা কী আনন্দে, ভাসছি সুখের নায়ে।

বিজয় এলো লক্ষ লোকের, প্রাণের বিনিময়ে
জান্নাতবাসী করেন যেনো, মোদের দয়াময়ে।
ক্ষমা করে দিয়ো আল্লাহ, শহীদ হলো যারা
শান্তি দিয়ো দেশের জন্য, যারা গেলেন মারা।
বিজয়ের শুভেচ্ছা জানাই, প্রিয় ও দেশবাসী,
ফুটে থাকুক লক্ষ ঠোঁটে,বিজয়ের সুখ হাসি।

১৪।


১৫।


১৬।


১৭।


১৮।


১৯।


২০।


২১।


২২।


২৩।


২৪।


২৫।


তো ভালো থাকুন সবাই ফি আমানিল্লাহ।

কবিতা তো অনেক লিখা হয় কেবল এখানেই দেয়া হয় না। যে ভালা ভালা কবিতা মাইনসে পোস্ট করে বাপরে ডরায় যাই।

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি ব্লগ :)

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: চমৎকার ছবি ব্লগ পোষ্ট।
আমি মনে মনে আপনার কাছ থেকে এরকম একটা পোষ্টের আশা করেছিলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া। সাজানো গুছানো কিছুটা এডিট করতে দেরী হয়ে গেলো। সময় পাওয়া বড় মুশকিল।
ভালো থাকুন অনেক অনেক

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মন্তব্য করার জন্য লগইন করলাম।
পরিশেষে +++
প্রিয়তে

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
কৃতজ্ঞতা জানাই

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

শের শায়রী বলেছেন: অল্প কয়েকটি চোখের সামনে দেখেও বুজতে পারিনি এত সুন্দর সাজিয়েছে যা আপনার ক্যামেরার চোখে ধরা পড়ছে। আর কবিতা আমি খুব একটা বুজি না তাই মন্তব্য থেকে বিরত থাকি।

ভালো থাকুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিলটা দারুন লেগেছিলো সেদিন
অসহ্য সুন্দর। কবিতা না পড়লেও হবে ভাইয়া
ছবি দেখেছেন তাতেই কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: ছবিতা কবিতা সবমিলিয়ে খুবই সুন্দর লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: অসাধারণ।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: আলোকিত বিজয় দিবস!!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপুনি
ধন্যবাদ তোমাকে

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

জাহিদ হাসান বলেছেন: :-* :-* :-*

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) :) থ্যাংকস ভাইয়া জি

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

রূপম রিজওয়ান বলেছেন: শুধু ছবিতেই দেখলাম,ঠান্ডা-জ্বরের জন্য আর বাইরে গিয়ে নিজ চোখে দেখা হলো না :(
যাহোক,ফটোর সাথে কবিতাও বরাবরের মত ফাটাফাটি+ :)
শুভেচ্ছা। সালাম নিবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগামী বার ইনশাআল্লাহ দেখতে পারবেন আল্লাহ হায়াত দিলে । জাজাকাল্লাহ খাইরান সুস্থ ও নিরাপদ থাকুন

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া। সাজানো গুছানো কিছুটা এডিট করতে দেরী হয়ে গেলো। সময় পাওয়া বড় মুশকিল।
ভালো থাকুন অনেক অনেক ।

ব্যাংকের কাজে পরিশ্রম আছে। নিজের যত্ন নেওয়ারও সময় পাওয়া যায় না।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইচআরডিতে আছি তো তেমন একটা পরিশ্রম হয় না আমাদের। তারপরও অফিস বলে কথা, তাছাড়া বাসায় ফিরলে সংসার বাচ্চা রান্তা জগাখিচুড়ি অব্স্থা

ধন্যবাদ আাবার আসার জন্য
ভালো থাকুন ভাইয়া

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবির জাদুকর,
ছবিগুলো তো খুব সুন্দর তুলেছেন, তামীম তাসীনের জন্য দোয়া রইলো। আমার ছেলে - আপনার ভাইপো রাফিনের জন্য ও দোয়া করবেন। সে আপনার ছবি নিয়মিত দেখে।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। মাশাআল্লাহ নামের সাথেও মিল আছে তামীম তাসীন রাফিন
অনেক সুন্দর নাম। আল্লাহ ওকে মেধা আর নেক হায়াত দান করুন। তার জন্য অনেক দোয়া :)

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৩৩

অন্তরন্তর বলেছেন: প্রানের শহরের বিজয়ের রঙে রাঙানো ছবিগুলো খুব সুন্দর হয়েছে। শুভ কামনা।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা অন্তরন্তর ভালো থাকুন পাশেই থাকুন

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৭

সোহানী বলেছেন: চমৎকার আলোকসজ্জ্বা..........

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাতের বর্ণিল ঢাকাকে দেখে মুগ্ধ হলাম।

কবিতা ও ছবিতে ++++

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
ছবি দেখতে দেখতে প্রিয় শহরের ঝলমলে রাতে হারিয়ে গেলাম-
কবিতাও মানানসই! তবে ছবির ঝলকানিতে কবিতারা কিছুটা বিমর্ষ হয়েছে!
শুভকামনা রইল-

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

ফয়সাল রকি বলেছেন: আমি ও আমরাও গিয়েছিলাম। ছবিগুলো ভালো এসেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
বন্ধুরা মিলে নাকি পারিবারিকভাবে?

ভালো থাকুন সবাই

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ফটো ব্লগ ভাল লেগেছে। ক্যাপশানে কোন বিল্ডিংটা কিসের অফিস তাও উল্লেখ করে দিতে পারতেন। কয়েকটা ছবিতে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক চিনতে পেরেছি। বাকিগুলো চিনতে পারিনি।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা একদম ঠিক। তাড়াহুড়া করে পোস্ট দিয়ে চলে গেছি । ক্যাপশন লিখার টাইম পাই নাই

সরি
অনেক ধন্যবাদ ভালো থাকুন

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৬

কাতিআশা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো!

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কাতিআশা
ভালো থাকুন

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

নীল আকাশ বলেছেন: ছবিগুলো তো খুব সুন্দর তুলেছেন। আমি ঢাকায় থাকি না সেটা তো জানেন। ঘোল দিয়ে দুধের স্বাদ মিটালাম।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম জানিতো ভাইয়া। আগামীবার ভাবীকে নিয়ে চলে আসবেন ঢাকায় ডিসেম্বরে

ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.