নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
আঙ্গুলের ফাঁক গলে চলে যায় দিন,
মুঠো করে রাখি, যদি থেকে যায় ক্ষণ আমার জন্য শুধু কিছুক্ষণ,
ভাঙ্গনের সুর শুনি বুকে, হেলাফেলায় চলে গেলো জানুয়ারী...... ডিসেম্বর
বিশের দোরে কড়া নেড়ে ঊনিশ বলে, চলে যাই ফিরবো না বলে আর
ভুলত্রুটি শুধরে নিতে বলো, তোমাকে যারা জানাবে স্বাগত!
নতুন আলোর প্রভাতে শপথ নিতে বলো ওদের,
যারা তোমাকে পেয়ে হই হুল্লোড়ে পার করে দেবে মধ্যরাত্রিরের বেশ কয়েকটা পল।
ঊনিশ ডেকে বলে আমায়, যদি চলে যাই সহসা পৃথিবী ছেড়ে,
স্মৃতি করে রেখো, আমার বুকে জমে থাকা তোমাদের দেয়া কিছু দুঃখ সুখের কাব্য।
সতেরো আঠারো ঊনিশ কেউ ফিরে না, চলে যায় এক একটি বছর নিয়ে,
নিয়ে যায় ফুলেল দিন, দেহের শক্তি, চোখের আলো,
দিয়ে যায় বার্ধক্য, আর জরাজীর্ণ প্রহর,
দেহের পরতে পরতে ভাঁজ, দেহের অলিগলিতে তৈরী হয় রোগ ব্যাধীর আশ্রম।
চোখের কোণে জমে থাকে নোনাজল, চোখ যে আমার নদী,কতটা প্রহর পেরিয়ে গেলো,
আহ্ গুছাতে পারিনি কিছু, তাই বুক সমুদ্দুরের পাড় ভেঙ্গে উপছায় নীল জল।
চলে যায় দিন, চলে যায় মাস বছর, তবুও দেখি নতুন দিনের স্বপ্ন,
তবুও আশায় বাঁধি বুক, হয়তো গুছানো হয়ে যাবে ঠিকঠাক জীবনের যতটুকু সময় পাবো।
ঊনিশের চোখে আর চোখ রাখতে পারি না,ঊনিশের শেষ পাতায় যেনো বিষাদের ছায়া
চলে যাবে সে কিছুদিন বাদে, ঢাকঢোল পিটিয়ে মানুষ নিয়ে আসবে ঘরে বিশের বাবুটা
এক মাস বয়সী বাবুটা ধীরে ধীরে বারো মাস পেরিয়ে গেলেই মৃত্যুর কোলে পড়বে ঢলে!
জীবনও ঠিক এমন, ক্ষয়ে যাই ধীরে ধীরে, চোখের কোণে ঝাপসা আলোর টুপটাপ জল,
শ্যাওলা পড়া চোখে এখন আর স্বপ্ন কিনে আনতে পারি না;
এই তো জীবন, এইতো মেনে নিয়ে জীবন যাপন,
তাদেরকে নিয়ে যারা পাশে থাকে হয়ে আপন।
December 19, 2018
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
মনে হচ্ছে কালকে জানুয়ারী মাস ছিলো - আর আজকে ডিসেম্বর???
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক চোখ বন্ধ করে ছাড়লেই যেনো দিন শেষ। কত ব্যস্ততায় কত অযথাই চলে যাচ্ছে সময়
কিছুই করা হচ্ছে না
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: স্মৃতিজাগানিয়া!
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইয়িত ভাইয়া
ভালো থাকুন
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
রূপম রিজওয়ান বলেছেন: খুব সুন্দর!
জীবন শুধুই ফুরিয়ে যায়.......
সালাম জানবেন। কিন্তু কথা হচ্ছে,গত বছরের ১৯ ডিসেম্বরের কবিতা পৃথিবী এক চক্কর খাওয়ারও তিন দিন পরে কেন?? নিচের তারিখটা কি ১৯ ডিসেম্বর ২০১৯ হবে??
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া
সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম।
আসল কথা হচ্ছে এই লেখাটা ২০১৮ তে লেখা। গত বছর পোস্ট করা হয়নি । এবার ঊনিশ লিখে ছেড়ে দিলাম হাহাহা
ভালো থাকুন ভাইয়া
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
সাইন বোর্ড বলেছেন: স্মৃতিরা বেঁচে থাকুক...
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বেঁচে থাকুক লেখায় বেঁচে থাকুক স্মৃতির আলমিরাতে
ভালো থাকুন
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
হাবিব ইমরান বলেছেন:
সুন্দর +++
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন শুভেচ্ছা সতত
কিন্তু + পড়ে নাই
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই এটাই যাপিত জীবন,
আর মেনে কিংবা না মেনেই, এ জীবন করছি পার-
নতুন বছরের শুভেচ্ছা
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: যাপিত জীবন , কী চমৎকার ভাবেই না উঠে এসছে!!
ভালোলেগেছে আপু।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। আজ আমি অনেক খুশি আপনাদের সাথে দেখা হয়েছে মাশাআল্লাহ ভালো থাকুন
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আপা,
অনুষ্ঠানে ম্যাগাজিন পেয়েছেন? আমি অনুষ্টানে যেতে পারিনি ম্যাগাজিন কেমন হয়েছে? কাদের লেখা ছাপা হয়েছে?
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ম্যাগাজিন পেয়েছি। অনেকের লেখা ছাপানো হয়েছে। ছবি তুলে পোস্ট করবো নে ইনশাআল্লাহ। অনেক আনন্দ হয়েছে আজ। তবে আমি চলে এসেছি সন্ধ্যায়
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
নজসু বলেছেন:
পুরাতন যায়
নতুনকে আনতে
২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসেছে নতুন দূরে সরে যাও পুরাতন
আমরাও তেমন তাই না ভাইয়া
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।