নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ এগারোতম ব্লগ দিবস=

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৫



©কাজী ফাতেমা ছবি

কেমন করে যেন আনন্দ ঘুড়ির সুতোটা ধরে ফেলেছিলাম
কল্পলোকের সিঁড়ি বেয়েই এতদিন খুঁজেছি আনন্দ ঘরের ঠিকানা,
কখনো ভেবেছি হয়তো সুতোটা ছিঁড়ে যাবে অথবা
পা পিছলে পড়ে যাবো আর আনন্দ ঘুড়ি উড়ে যাবে
অন্যদের সীমানায় অন্য আকাশে।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে
আমি গিয়েছিলাম সকলের মাঝে সকলের সঙ্গে বসে
আনন্দ উপভোগ করতে, কেমন করে বুঝাবো সে
সীমাহীন আনন্দ আমার বুকের নদীতে খেলেছিলো উথাল পাথাল ঢেউ।

অচেনা অজানা মানুষগুলোর পাশ ঘেঁষে বসে অনুভব করেছি
কতটা আন্তরিকতায় ভরা অচেনা বন্ধুদের মন মানসিকতা
উচ্চমার্গীয় স্বভাব আচরণ বন্ধুত্ব সুলভ;
গল্প কথার ফুলঝুরিতে হেসেছি খুব হিহি হি হি হাহাহাহা;

আমার ব্লগার বন্ধুরা, ভাবিনি দেখা হবে কখনো
বুঝিনি এমনভাবে চিনে নেবো, অনুভব করিনি মনের সাথে মন
এমনভাবে সুখের আবেশে মিশে যাবো;
কত দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রিয় প্রিয় মানুষগুলো,
একেকটা মুখোচ্ছবিতে রাজ্যের খুশি আঁকা ছিলো।

দেখা হয়ে গেলো না চাইতেই, যেমন মেঘ না চাইতেই বৃষ্টি
আহা কী সুখী সুখী মুখগুলো অনায়াসে আমাকে চিনে নিয়েছিল
চোখের কোণে কেবল খুশির ঝিলিক., হয়তো দু'এক ফোঁটা
খুশির অশ্রুও ছিলো, বেখেয়ালী মানুষ আমি
খেয়ালীপনায় হারিয়ে গিয়েছিলাম ওদের মাঝে, প্রিয় সব
মানুষের ভিড়ে নিজেকে খুঁজে পেয়েছি একজন সফল
ব্লগার হিসেবে।

কত অপরিচিতি মুখ হয়ে গেলো নিমেষেই চেনা, পাহাড় সম আপন
আড্ডা গল্প আর শীতের পিঠে খাওয়ার ধুম
সেকী সুখ আবেগ ঝরে পড়েছিল আপনজনদের চোখের আয়নায়;
আমি কেবল হাসি হাসি মুখগুলো ক্লিকে ক্লিকে করেছি স্মৃতির দেয়ালে বন্দি।

অতি প্রিয় রাবেয়া বু, প্রিয় নাজমা আপা, লিলিয়ান আপা, তিতির আপা
শাহিদা তানিয়া আপা, পনি আপা, সবাই এক সঙ্গে খেয়েছিলাম ভাপা;
আরও আছেন সঙ্গে যারা, তারা লিটন ভাই, নীল দা, জাদিদ ভাই,
যেদিকে তাকাই প্রিয়দের মুখই খুঁজে পাই।
ছিলেন শিমুল ভাবী, স্বপ্নবাজ সৌরভ, শাকি, প্রামাণিক ভাই, হাবিব স্যার, এটিএম মোস্তফা ভাই
নীল আকাশ, শাহিন বিন রফিক ভাইয়া, মীম ভাইয়া, হুমায়ুন ভাই
এদিক ওদিক নাম না জানা কত ভাইয়া করে গেলে শুধু খাই খাই।
আলমগীর ভাই, চারু মান্নান ভাই, মোকসেদ ভাই,
সকলে মিলে একদিন আজ বিকেলে নিয়েছিলাম আড্ডাঘরে ঠাঁই।

প্রাণোচ্ছল মানুষগুলোর ভিতরে আমিও ডুব দিয়েছিলাম উচ্ছ্বাসে
কতটা ভালোবাসে মানুষ আমায় টের পেয়েছি আজ,
এই তো জীবন সকল স্বার্থ দূরে ঠেলে আমরা একত্রিত হয়েছি,
মুখে ঠোঁটে হাসির কলরোলে ঝংকারে অনুষ্ঠানে উপছে পড়া
আনন্দের দাঁড় টেনে নিয়েছিলেন নীল দা জাদিদ ভাইয়া।

সে ছিলো এগারো তম ব্লগ দিবস, ঊনিশের অনুষ্ঠান এসে ঠেকেছিলো
পঁচিশে ডিসেম্বর, আড়ম্বরপূর্ণ আনন্দের বেড়াজালে সহসা পড়ে গিয়েছিলাম আটকা;
বাঁধ ভাঙ্গার আওয়াজ কান পেতে শুনেছিলাম মিহি সুরের বাঁশি আহা,
মুখে মুখে একই শ্লোগান, সামহোয়্যার ব্লগ দীর্ঘজীবী হোক।

সেই স্মৃতিমুখর ক্ষণে হাতে পেয়েছিলাম বাঁধ ভাঙ্গার আওয়াজ ম্যাগাজিন
হৃদয়ের তারে বেজে উঠেছিলো সুরের মুর্চ্ছণা আনন্দের ঝংকার
হ্যাঁ মনের তারে বেজেছিলো সুখের বীণ।
ছাপার অক্ষরে লেখা কত গল্প উপন্যাস আর ছড়া কবিতা
আর ভ্রমণ কাহিনী স্মৃতি কথা গাঁথা হয়েছে উফ্;
একশত দুই গুন খুশি বুকের বামে উথাল পাথাল নৃত্য তুলে আজ।
স্মৃতির দেরাজে তুলে রাখলাম এ দিন, এইসব আনন্দ কলতান,
যত প্রিয় মুখ, একদিন দেরাজের তালা খুলে করবো সুখ আহরণ
স্মৃতির জলে ভেসে ভেসে অথবা সাঁতার কাটবো কখনো আনমনায়।

আমাদের ব্লগ, সামহোয়্যার ব্লগ, আমাদের মাঝে
বেঁচে থাকুক অনন্তকাল।
১। উনি আমাদের জাদিদ ভাইয়া ব্লগ নিক (কাল্পনিক ভালোবাসা)


২।


৩। বাম থেকে মনিরা আপা, লিলিয়ান আপা আর শাহিন ভাইয়া আর পিছনে ম্যাড ফর সামু ভাইয়া


৪। এটি এম মোস্তফা কামাল ভাইয়া


৫। পিঠাওয়ালা ভাইয়া


৬। বাম থেকে, নাজমা আপা (উনি ব্লগার না, আমাদের বন্ধু),আরজু পনি আপা, রাবেয়া আপা, শাহিদা তানিয়া আপা


৭।




৯। শিমুল ভাবি (নীল দার ওয়াইফ) আর লিলিয়ান আপা


এগুলো মোবাইল দিয়ে তোলা। ক্যামেরারগুলো কাল।

মন্তব্য ৯২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



খুশী হলাম, সবাই মিলে আনন্দ করেছেন আপনারা; শুভেচ্ছা

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি আসলে অনেক খুশি হতাম। সবাই আপনাকে স্মরণ করেছে ভাইয়া জি। আপনার কত বড় ভাগ্য। ভালো থাকুন

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। ধন্যবাদ

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইয়া
ভালো থাকুন

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রয়ি মুখদের দেখে খুশিতে আত্নহারা। আগামীদিনের অপেক্ষায় রইলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি। ভালো থাকুন
দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৩

ওমেরা বলেছেন: খুব ভালো লাগল আপনাদের মিলনমেলার গাল -গপ্পো, ফটো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ওমেরা আপি। আগামী দেখা হবে ইনশাআল্লাহ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৪

নৃ মাসুদ রানা বলেছেন: প্রাণবন্ত আড্ডা ছিলো। স্মৃতিময় মুহূর্তগুলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
ধন্যবাদ ভালো থাকুন

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩১

ওমেরা বলেছেন: আপু একটু মনে হয় ভুল হয়েছে ,ঊনিশ না এগারতম ব্লগ দিবস।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট আপি ঠিক করেছি

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:





অসাধারণ হয়েছে কাব্য গাথা
আনন্দ উচ্ছল সংবাদ ও ছবি দেখে
এই দুর বিদেশে বসেও উপভোগ
করলাম মিলন মেলাটি আপনার
প্রাণবন্ত লেখায় । ক্যমেরার ছবি
দেখার অপেক্ষায় রইলাম ।
প্রিয়তে নিয়ে গেলাম ।

শুভেচ্ছা রইল

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া দেশে থাকলে তো নিশ্চয়ই দেখা পেতাম। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে

আর ক্যামেরার ছবি একটু দেরী হবে।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: নুরু চাচার পরে
লিখলেন কবিতা/ছড়া আপনি
খুব চমৎকার করে।

পারিনি আসরে এ মহানন্দে, মনটা তাই মলিন
আফসোস করছি ছবি আর ভিডিও দেখে দেখে
আসবে সুদিন আসবে, আমাদেরও একদিন
আমরাও লিখব, মনে আনন্দ মেখে।।
আসতে পারিনি। আপনার কবিতায় আনন্দের ছটা ছড়িয়ে আছে, মিশে আছে হৃদয়জুড়ে।

আপনি যে ছবি তুলারে ব্যস্ত ছিলেন সেটা ব্লগার নীল সাধু ভাইয়ার লাইভ ভিডিওতে দেখেছি। যারা ভিডিওতে ছিল সবাইকেই নাম সহ পরিচিত করাচ্ছিল। কিন্তু আপনার ছবি তোলার দৃশ্য দেখে আপনাকে বিশেষভাবে মনে পড়েছে। আহা, আপাটা কি সৌখিন। কি ছবিপ্রিয় মানুষ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগামীতে আসবেন ইনশাআল্লাহ
অনেকের সাথেই দেখা হবে

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: আনন্দ সময়!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার বক্তব্য খুবই ভালো লেগেছে ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



ছবির মুখ গুলির একটুখানি পরিচয় সাথে দিলে খুবই খুশী হতাম
উপস্থিত হতে পারলে প্রিয় নামগুলির সাথে পরিচিত হতে পারতাম
আফছুছ থেকেই গেল। দোয়া করবেন আগামীতে যেন না হয় মিস ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আগামীতে মিস হবে না দেখা হবে

পরিচয় করে দিয়েছি ভাইয়া
ভালো থাকুন

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি তোলায় ব্যস্ত সময় করে দিলেন পার
আপনার তোলা ছবি গুলো ছবির মতই সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



আপনি চমৎকার ছবি তোলেন। আপনার বেশ কিছু ছবি আমি গুগল ম্যাপে এ্যাড করেছি। আজকের ছবিগুলো আরো ভালো হবে আশা করছি। মোবাইল দিয়ে তোলা ছবিগুলো চমৎকার হয়েছে। ব্লগের গুণীজন এরা। এমন সুন্দর আয়োজনের জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক ছবি দেবো হোয়াটএপসে। ইনস্টল করেছি। ভালো থাকুন

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেক ব্লগার, সবাই বেশ আনন্দে ... ভাল লাগছে দেখে

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩

হাবিব ইমরান বলেছেন:

নিঃসন্দেহে অসাধারণ ভালো দিন কাটিয়েছেন দিদি। ভালোবাসা জানবেন।
মিস করেছি এটা বলে আর নিজেকে লজ্জা দিতে চাই না। ছবিগুলো দেখে আফসোস হচ্ছে খুব।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আলহামদুলিল্লাহ্ । আগামীবার ইনশাআল্লাহ যাবে আশাকরি।
ভালো থাকুন

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৬

নয়দুয়ারি বলেছেন: দারুণ হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: আরেখখান ভিডিও এই মাত্র দেখলাম
ধারণা যা উদয় হল মনে, দেখিয়া ভিডিও
তাই জানাতে আবারো এই পোস্টে আসলাম
শ্রদ্ধা ও ভালোবাসা এই আমার নিয়ো

সামনে বসে সবার
বক্তব্য শোনা অতি মনোযোগে
হাস্যোজ্জ্বল মনে সর্বদা
ছবি তোলা ভালোবাসার আবেগে

একজন অতি ভালো শ্রোতা ও সুদক্ষ আলোকিচিত্রী
নিরব থেকে সরবতায়, গড়ে ভালোবাসার মৈত্রী

সরবতায় নিরব বলছি কেনো?
মনে কি প্রশ্ন কি জাগে?
পরিচয় দিতে মঞ্চে যেতে
তার যে বাঁধ সাধে, লজ্জা লাগে

বলছি কার কথা, জানো কি হে লেখক, ব্লগার, কবি?
সে যে আমাদের সবার কাজি ফাতেমা ছবি।


[হাহাহা... আসলেই ভালো লাগলো আপনার আন্তরিকতা। আপনার সন্তানকে দেখলাম না যে। বাড়িতে রেখে এসেছেন নাকি কোথাও খেয়াল ব্যস্ত ছিল। ছন্দ মেলায়ে, নিয়ো শব্দ ব্যবহার করতে হয়েছে। আশা করি বেয়াদবি।ভাববেন না

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর লিখে ফেললেন। তামীম বেড়াতে গেছে দাদাবাড়ী আর তাসীনের সামনে পরীক্ষা তাই নেই নি।

কোনো সমস্যা না ভাইয়া। ভালো থাকুন অনেক অনেক

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২৭

সোহানী বলেছেন: চমৎকার ছন্দে আর ছবিতে ভালোলাগা। যদি কখনো সুযোগ মিলে সবার সাথে দেখা হবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি দেশে আসলে যেকোনোভাবে একটা অনুষ্ঠান আয়োজন করে আমরা এমনিতেই আড্ডা দেবো ইনশাআল্লাহ। ভালো থাকুন আপি

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৭

ইসিয়াক বলেছেন: খুবই ভালো লাগলো আপু।
দোয়া রইলো্ ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনি কী যান নাই?

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪২

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল লাগলো, খুবই ভাল, খুবই সুন্দর, হয়তো ভবিষ্যতে আরো সুন্দর হবে। এসব দিন গুলো একেকটা স্মৃতি হয়ে থাকুক, হয়তো থাকবে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে আবারও সবার সাথে
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এমন একটা প্রাণবন্ত মিলন মেলায় না যেতে পারার দুঃখটা থেকেই যাবে।
আচ্ছা কীভাবে পারেন, সময় গুলোকে এতো সুন্দর করে ছন্দের রূপে রুপান্তর করতে! আমি কেন পারি না!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগামীতে হয়তো যাবেন ইনশাআল্লাহ। দেখা হবে সবা্র সাথে আবারও।

আপনিও পারবেন ইনশাআল্লাহ।
ভাোলো থাকুন পাশেই থাকুন

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অল্প কথায় সুন্দরভাবে তুলে ধরেছেন ব্লগারদের দিলনমেলা। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ :)

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: রেখে দিলাম প্রিয় পোস্টের তালিকায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: না অসাধারণ হয়েছে-----------------

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
গেলেন না কেন ভাইয়া জি

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

ম্যাড ফর সামু বলেছেন: নিজের কোন ছবি নেই। এটা রীতিমত .........।

অনুষ্ঠানে অনেক মজা হয়েছিল। আরও অনেক ব্লগার থাকলে আরো বেশি ভালো লাগত।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তারপরও ছবি এসে গেছে অনেকের ক্যামেরায়
যা আমি চাই না :(

ধন্যবাদ ভাইয়া
সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

কনফুসিয়াস বলেছেন: ছবির ক্যাপশন দিলে ভাল লাগত। তাহলে সবার পরিচয় পেতাম। ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিয়ে দিলাম ভাইয়া
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

জগতারন বলেছেন:

আমি প্রবাসী;
ছবির সাথে নাম দিয়া পরিচয় করাইয়া দিলে ভালো হইতো।
কারন আমি কবি ইসিয়াক ছড়া কাউকেই চিনি না।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ভাইয়া। চেষ্টা করতেছি । সময়ের জন্য কিছুই পারি না। ধন্যবাদ আপনাকে

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

ধ্রুবক আলো বলেছেন: দুঃখের বিষয় আপনার সাথে দেখা হলো না

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আসার পর তুমি গেলে যে । দেখা হবে কীভাবে হুহ

যাই হোক তুমি আমার কাছেই আছো ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। পারলে আজ বিকেলে অফিসে আসতে পারো। কফি খাওয়ামু নে

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ছবি তুলতে তুলতে কোথায় হারিয়ে গেলেন। এক সময় দেখি আপনি নেই।
সুন্দর সময় গেলো ধন্যবাদ সবাই কে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চলে আসছিলাম। সন্ধ্যার আগে বাসায় না ফিরলে আমার ভয় লাগে ঢাকা শহর। আসলেই অনেক সুন্দর মুহুর্তগুলো ছিলো। সবার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

ইসিয়াক বলেছেন: না আপু ,আমি যেতে পারি নাই। ধন্যবাদ ।
শুভকামনা জানবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইডা কিছু হইলো হুহ

আগামীবার দেখা হবে ইনশাআল্লাহ

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

মোঃমোজাম হক বলেছেন: সুন্দর গুছানো লেখা আর ছবি। পরিচিতি করানোর জন্য ধন্যবাদ। লাইভে দেখেছি ক্যামেরা নিয়ে ক্লিকাচ্ছেন ;)
আরো ছবির প্রত্যাশা রইলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আমি আসলে অদৃশ্য থাকতে চাইছিলাম কিন্তু পারলাম না সহ ব্লগারদের ভালোবাসার কারণে আমি উঠে গেছি ক্যামেরায় ভিডিওতে আফসোস :(

ইনশাআল্লাহ আজই পোস্ট দেবো সবার ছবি।

ধন্যবাদ আপনাকে

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

পদ্মপুকুর বলেছেন: আপনার কাজের সাথে নামের খুব মিল দেখছি! প্রথম ছবিটা ছবির মতই সুন্দর হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদ্ম পুকুর ভালো থাকুন হরদম :)

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

জুন বলেছেন: সুন্দর কবিতায় সুন্দর উপস্থাপনা কাজি ফাতেমা ছবি। দেখেই বোঝা যাচ্ছে অনেক অনেক মজা করেছেন।
+

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। সবাই কত আন্তরিক । অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আপনার সাথেও দেখা হবে আশা রাখি

জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন

৩৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা কিউটি আপু :)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি অনেক ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হয়ে। আগামীতেও দেখা হবে ইনশাআল্লাহ। এবং সম্পর্ক এমন আন্তরিকই থাকবে আশা রাখি।
ভালো থাকুন

৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

নীল আকাশ বলেছেন: আরও ছবি কই?
৩ নাম্বার ছবিতে মনিরা আপুর পিছনে ম্যাড ফর সামু ভাই টুপি পরে বসে আছেন। উনার নাম লিখে দিয়েন। উনাকে অনেকেই চিনে না।
আফসোস রয়ে গেল আপনার সাথে ছবি তুলতে পারলাম না।
আপ্নার এই কবিতা ব্লগের খাতায় ইতিহাস হয়ে রইল।
শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ দেবো ভাইয়া। আচ্ছা লিখে দিচ্ছি

জাজাকাল্লাহ খাইরান ভাইযা ভালো থাকুন

৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

ভুয়া মফিজ বলেছেন: আমি তো কবিতা দেইখা ডরে ঢুকি নাইক্কা। যাক, আপনে না কইলে মিস করতাম!

দারুন সব ছবি। আপনার ছবিগুলো দেখে শান্তি পাওয়া যায়। একেবারে ঝকঝকে তকতকে।

মোবাইলেই এই অবস্থা, ক্যামেরায় না জানি কি হইবো! দেখনের তর সইতাছে না!! কাইলকা কবে আইবো? :)

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যামেরার ছবি আরও বাকী আছে । সব না দিয়া শান্তি পাবো না । তাই ঝেড়ে মুছে দিয়ে দেবো দুই এক পর্বে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

আরজু পনি বলেছেন: প্রথম ছবিটা অনেক বেশি সুন্দর।

যদিও সবগুলোই দারুণ!

অনেক শুভেচ্ছা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন । আচ্ছা আপনি এত লম্বা ক্যান হু আমি কাছে দাঁড়াইরে তো লিলিপিুট হইয়া যাই হাহাহাহা

৩৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
গেলেন না কেন ভাইয়া জি

ভাগ্যে থাকা লাগে। আমার ভাগ্যে নেই। পোড়া কপাল আমার।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আর যেকোনো সময় আমরাই মিলিত আডডার আয়োজন করতে পারি সুযোগ সুবিধামত।
তাই নয় কি
ভালো থাকুন

৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১

ম্যাড ফর সামু বলেছেন: নীল আকাশ বলেছেন: আরও ছবি কই?
৩ নাম্বার ছবিতে মনিরা আপুর পিছনে ম্যাড ফর সামু ভাই টুপি পরে বসে আছেন। উনার নাম লিখে দিয়েন। উনাকে অনেকেই চিনে না।

@ নীল আকাশ ভাই: ম্যাড ফর সামু-কে চেনানো এতটা জরুরী কেন? আমি তো তেমন ফেবারিট ব্লগার বা গুণী কেউ নই। তাই আমাকে না চিনলে কারও তেমন কোন ক্ষতি নেই। কিন্তু আপনার এবং ছবি আপুর মতো সেলিব্রেটি ব্লগারদের ক্যাপশন সহ ছবি আসা উচিত ছিল।

শেষে এই আফসোস রয়ে গেল আপনার সাথে ছবি তুলতে পারলাম না বলে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের সবার কাছে প্রত্যেক ব্লগারের গুরুত্বই সমান। আমরা সবাই সবাইকে ভালোবাসি সম্মান করি। আপনিও তাই। আমাদের সহ ব্লগার । আর আমি সেলিব্রেটি না ভাই :( । সবার সাথে আনন্দ উপভোগ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে।
ভালো থাকুন। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ

৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ ঝরঝরে সব ছবি।
আপনার সাথে প্রথম দেখা হল, অনেক ভাল লেগেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। অনেক মজাও পেয়েছি আলহামদুলিল্লাহ

৪২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ কাব্য গাঁথা ও ছবিগুলোর মাধ্যমে ব্লগ ডে'র হাইলাইটস জানা হয়ে গেলো।

শুভেচ্ছা থাকলো আপনাদের সবার জন্যে।

ভালো থাকুন নিরন্তর।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শাইয়ান ভাইয়া
ভালো থাকুন।

৪৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্য করার আর জায়গা খুঁজে পেলাম না আপু। পুরোটাই হাউসফুল দেখছি।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আগামীতে দাওয়াত আসবেন ইনশাআল্লাহ দেখা হবে
ভালো থাকুন

৪৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

শাহিন বিন রফিক বলেছেন:



শাহিন নামে আর এক জন ব্লগার আছে জানা ছিল না, ইস কাল যদি একটু সাক্ষাৎ করতে পারতাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই নাকি। আপনি কী যান নাই। আমি তো আপনাকেই শাহিন বিন রফিক মনে করেছি :(

৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আপনি কোনটা ??

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপনি আমাকে চিনেন নাই ইয়া মাবুদ আপনার সামনেই তো ছিলাম হাহাহা

৪৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

নার্গিস জামান বলেছেন: আপু, খুব সুন্দর :)
এবার মিস হয়ে গেল :(

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। আগামীবার ইনশাআল্লাহ দেখা হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.