নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নতুন বইয়ের পাতায় স্বপ্ন ছবি আঁকা......

০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩



#নতুন_বইয়ে_মন_ডুবিয়ে _পড়ো

নতুন বছর নতুন শ্রেণী
নতুন বইয়ের পাতা
নতুন কলম নতুন রাবার
নতুন পেন্সিল খাতা।

বইয়ের ভিতর পাতায় পাতায়
মিষ্টি মধুর ঘ্রাণে
নাক ডুবিয়ে দেখবে শিশু
সুখের দোলা প্রাণে।

নতুন শ্রেণী নতুন রুলের
নতুন খুশি মনে
নতুন পড়ায় নামে শিশু
বিদ্যা আহরণে।

পাতা উলটে নতুন পাতায়
রঙ বেরঙের ছবি
শিশুর মনে খুশির ঝিলিক
লাগবে ভালো সবই।

নতুন শ্রেণীর কঠিন পড়ায়
কেউ হয়ো না ভীত
কঠিন পড়ার সিঁড়ি বেয়ে
নতুনভাবে জিতো!

নতুন বছর নতুনভাবে
নতুন শপথ গড়ো
সাফল্যকে রাখতে ধরে
নতুনভাবে লড়ো।
January 6, 2017 at 10:38 PM


মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

জগতারন বলেছেন:
শিশুদের জন্য যথাপোযোগী সুন্দুর ছড়া।
এই ছড়াটি দ্বিতীয় শ্রেনীতে পাঠ্য সূচীতে
অন্তর্ভুতি করিলে খুউব ভালো হয়।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান

অনেক অনেক ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০

হাবিব বলেছেন:




ছবি আপু দোলনায়
আরামে দোলখায়
মজাদার গান খায়

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কথা সইত্য এখনো মন চায় তবে সুযোগ পাই না। এটাই বড় কথা :(

ধন্যবাদ ভাইয়া জি

৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

নার্গিস জামান বলেছেন: আপু, ভীষণ সুন্দর :)

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপিজান
ভালো থাকুন

৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: দারুণ রচিলেন

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া জি

৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

রূপম রিজওয়ান বলেছেন: জানুয়ারি ৬, ২০১৭। রাত ১০:৩৮।????
ডায়েরির পাতার উপরে সময় লিখেন না নিচে(লেখা শুরুর সময় না শেষের সময়)? :-B
যাহোক,নস্টালজিক করে দিলেন! নতুন বই পাওয়ার আনন্দের কাল ফুরিয়েছে দুই বছর হলো। :(

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব লেখা আসলে ফেবুতে দেয়া ছিলো আগের, মেমরিজ এ ক্লিক করলে পেয়ে যাই। তখন ভালো লাগলে এখানে পোস্ট দেই।

এখন বাচ্চারা নতুন বই পায় আর আমরা ধরে ছুঁয়ে আনন্দবোধ করি।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৬

ভ্রমরের ডানা বলেছেন: নতুন বইয়ের অনুভূতি সবসময় অসাধারণ!

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক অনেক

৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৭

আকতার আর হোসাইন বলেছেন: বরাবরের মতোই মুগ্ধকর।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯

বাকপ্রবাস বলেছেন: পড়ব মোরা হেসেখেলে শিখব মজার পড়া
নেই আমাদের ভয়ের কিছু নেইতো শাসন কড়া

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। অনেক ধন্যবাদ ভাইযা
ভালো থাকুন

১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

রেযা খান বলেছেন: চমৎকার লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১২| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

টি ইউ রিয়াদ বলেছেন: বাহ! চমৎকার! ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

১৩| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২

এম ডি মুসা বলেছেন: অসাধারণ কবিতা পড়লাম এবং ছন্দ ।
আজকাল কবিতা কি লিখে মাঝে মাঝে দুই একটা কবিতা
যেন মনে হয় সাহিত্য সুন্দর ভাবে গড়াচ্ছে ।।

২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো তাকুন মুসা ভাই

১৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪

মনির বিন জসীম উদ্দিন বলেছেন: খুব ভালো লেগেছে ! অসাধারণ !!

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান জসীম ভাই
ভালো থাকুন
পাশেই থাকুন
শুভেচ্ছা সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.