নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ক্ষমা করো প্রভু=

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬



ক্ষমা করো প্রভু, তোমার এই অকৃতজ্ঞ বান্দাকে-ক্ষমা করো,
এই যে সুখে বেঁচে থাকা, এই নিঃশ্বাসে শুদ্ধ হাওয়া টেনে যাচ্ছি
এই যে, চোখের আলোয় দেখছি রোদ্দুর মাখা সকাল
রঙবেরঙা মানুষ আর রঙ দুনিয়া!
কই কৃতজ্ঞতা জানালাম আর কোথায়-ক্ষমা করো প্রভু।

আপু, অনেক আপন ভেবে বলেছি। রাগ করবেন না কিন্তু। ;)
এই যে ঋতুর পর ঋতু আসে যায়, দিয়ে যায় রঙ বৈচিত্র
সে তো তোমারই দান, সেতো তোমারই নেয়ামত;
বসন্ত কোকিলের গান, রঙিন পাতা,
শিমুল অশোক, যা দেখে হয়ে যাই কবি,
ছন্দে ছন্দে সাজাই কবিতার খাতা;
কখনো কৃতজ্ঞতা জানাতে গিয়ে কাঁদিনি, ঝরাই নি সুখে অশ্রু।
তুমি ক্ষমা করে দিয়ো প্রভু-ক্ষমা করো আমায়।

এই যে আকাশ মাথার উপর, কত বড় নেয়ামতের ছাতা
কোটি কোটি মানুষ মাথা গুঁজে নেয় শান্তির আশ্রয়,
তুমি কখনো খরা দিয়ে মানুষকে বুঝাও, কষ্ট কী!
আবার বৃষ্টি ঝরিয়ে আবাদ করে দাও পৃথিবীর জমিন,
মানুষ সুখের নি:শ্বাস টেনে জীবন ভালোবাসে,
এই যে আকাশ ফুটো করে ঝরাও সুখের বৃষ্টি;
সে বৃষ্টি নিয়ে কবিরা লিখে যায় হাজার কবিতা ছন্দে,
বৃষ্টির জল চোখের পাতা ছুঁয়ে যায় আর
মানুষ সিক্ত হয় মুগ্ধতার জলে,
করিনি শোকর গোজার কখনো, বলিনি তোমার রহম প্রভু
ক্ষমা করো আমায়-তুমি ক্ষমা করো।

এই যে জীবন, কত সুখে কেটে যায়......
দিনের আলোয় সাজিয়ে দাও সুখে বেঁচে থাকার পথগুলো
কর্মযজ্ঞে ব্যস্ত দিনভর....
সেই ক্লান্তি ভুলিয়ে দিতে তুমি দিলে আঁধারের নরম আলোর রাত্রি
দিনের সকল ক্লান্তি নিমেষেই উধাও যখন ঘুমিয়ে হয় সব ক্লান্তির অবসান,
দিয়েছো পূর্ণিমা-অমাবস্যা

দিয়েছো ঝোপঝাড়ে জোনাক পোকার আলো,
ঝিঁঝিদের ডাক আর শিয়ালের হাঁক;
নিঝুম রাত্রির বুক বেয়ে নেমে পড়ে কত শত ছন্দ কবিতা,
কই কখনো ভুলেই করিনি কৃতজ্ঞতা স্বীকার তোমার
ক্ষমা করে দাও প্রভু আমায় করো ক্ষমা।

যন্ত্র শরীরটা চলাচলের নিমিত্তে দিয়েছো নামাজ,
পরিচ্ছন্নতার জন্য দিয়েছো অযু,
তোমার নাম জপলেই কত শত নেকী.....
তোমার দেয়া প্রতিটি আদেশে কত মূল্যবান কল্যান নিহিত
দিয়েছো কুরআন নামের জীবন বিধান
রোজ হাশরে তোমার দিদার পেতে সাহায্যকারী
আমার প্রিয় নবী (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), যার উম্মত আমরা.....
শয়তানের প্ররোচনা ভুলেছি সব, কৃতজ্ঞতা জানাইনি কভু
ক্ষমা করে দাও প্রভু, আমায় ক্ষমা করো তুমি।
January 8, 2019 at 10:34 PM

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: প্রভু ক্ষমা করার জন্যই বসে আছেন।
তবে নামাজ পড়ে, আর ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ক্ষমা করে দিবেন।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ধন্যবাদ ভালো থাকুন

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

মোঃমোজাম হক বলেছেন: ভাল লাগলো

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম ভাইয়া
ভালো থাকুন

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। +

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

এম এ হানিফ বলেছেন: সুন্দর কবিতা। স্রষ্টার নিয়ামতের কোন শেষ নেই।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। আমরাই তা অনুভব করিনা
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ।
চমৎকার প্রার্থনা স্রষ্টার কাছে।
আপনার প্রার্থনা কবুল হোক। আমিন

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

হাবিব বলেছেন: প্রার্থনা কবুল হোক

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন
সুন্দর ও নিরাপদ থাকুন
শুভ কামনা সতত

৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর-প্রার্থনা।

আপু, শুদ্ধ বানান: নিঃশ্বাস, ঝোপঝাড় বা ঝোপঝাড়ে। এখানে, কোনো চন্দ্রবিন্দু হবে না। অজু

আপু, অনেক আপন ভেবে বলেছি। রাগ করবেন না কিন্তু। ;)

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ঠিক করে নিয়েছি। নি:শ্বাসের কোলন পিসিতে হয় না তাই এমন। আর বাকিগুলো ঠিক করেছি

কী করে জানি ভুল হয়ে যায়

ভালো থাকুন

৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ক্ষমা করেছেন কিনা, সেটা জানা যাবে না; তবে, কবিতা লেখার ক্ষমতা দিয়েছেন, সামুকে আরো নতুন হার্ডড্রাইভ কিনতে হবে।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা যদি কিনা লাগে তা হলে আমি টাকার যোগান দেবনে অকে

১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়। তার কোন অংশ বা অংশিদার বা শরিক নেই। তিনি কারো উপন নির্ভরশীল নন, বরং সকলেই তার উপর নির্ভরশীল। তার কোন কিছুর অভাব নেই। তিনিই সকলের অভাব পূরণকারী। তিনি কারো পিতা নন, পুত্র নন, তাঁর সমতুল্য কেউ নেই। একমাত্র তিনি সবকিছুর সৃষ্টিকর্তা,রক্ষাকর্তা ও পালনকর্তা। কোন জ্ঞান বা চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ব করতে পারেনা।

তিনি চিরকাল আছেন এবং থাকবেন। তিনি অনাদি ও অনন্ত। অাল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। শুধু তিনিই ইবাদত (উপাসনা) পাওয়ার যোগ্য। তিনি সর্বশক্তিমান। আল্লাহ তায়ালা দুনিয়াতে ঘটমান সব কিছু দেখতে ও শুনতে পান। তাঁর কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি সবকিছুর ঊর্ধ্বে।

আল্লাহর বর্ণনা মানুষের কল্পনা, বিজ্ঞান, দর্শন দ্বারা জানা সম্ভব না।

আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন ।আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
সকল অবিশ্বাসীদের হেদায়েত দান করুন ।
আমিন

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান

আল্লাহ আমাদের ক্ষমা করুন হেদায়েত দান করুন
এবং নেক হায়াত দিন। আমরা যেনো ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি তাঁর কাছে তাই চাই

১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩২

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার শব্দ চয়ন । দক্ষ হাতের ছোঁয়াতে  অনবদ্য সৃষ্টি ।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খা্ইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

১২| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৭

নীল আকাশ বলেছেন: নিজেকে আগে শুদ্ধ হতে হবে। তারপর মাপ চাইলে উনি মাপ করেও দিতে পারেন।
ছবি খুব সুন্দর হয়েছে।
সৃষ্টার কাছে প্রার্থনা পড়ে ভালো লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই শুদ্ধ হতে হবে তার জন্যও আল্লাহর কাছে চাইতে হবে তিনি যেনো আমাদের হেদায়েত দিন।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:


নীল আকাশ বলেছেন, " নিজেকে আগে শুদ্ধ হতে হবে। তারপর মাপ চাইলে উনি মাপ করেও দিতে পারেন। "

-সঠিক, আমাদের কবি যদি শুদ্ধ হন প্রথমে, তারপর আল্লাহ "মাপ" দিয়ে দেখবেন: ওজন কত, উচ্চতা কত, প্রস্হ কত?

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনাকে হেদায়েত দিন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রার্থনা কবুল হোক।

কাব্যে ভালোলাগা।

শুভেচ্ছা নিয়েন আপু।

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ। সুমহান আল্লাহ যেন আপনার এই কবিতাকে উছিলা করে দোয়া কবুল করে

১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.