নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
আলী ভাইয়া বলেছিলেন তামীমের আকা ছবি দিতে। অনেক ছবিই কালের অতলে হারিয়ে যাচ্ছে। সে খাতায় আকে না। টুকরো কাগজে আকে আর ফেলে দেয়।
ছোট ছেলে তামীম দুষ্টুও বটে, তার কাল্পনিক শক্তি অনেক ভালো মাশাআল্লাহ। তবে লেখাপড়ার মাঝখান দিয়া সে খাতায় বইয়ে যেখানে মন চায় সেখানেই অবহেলাতেই আঁকাআকি করে। বেশীর ভাগ আঁকাআঁকি করে পরীক্ষার সময়। তখন যে কী রাগ লাগে। কিছু বললে আর পড়তেই বসবে না। তাই যতক্ষণ আঁকে আঁকুক এ আশা নিয়ে বসে থাকি। রাত যখন বারোটা তখন মন চায় তার কিছুক্ষণ পড়তে। এই যা। সে এবার পিইসি দিলো, জিপিএ ফাইভ পেয়েছে (মোট মার্ক ৫৮৭), এবং সে সেন্ট্রাল বয়েজে চান্সও পেয়েছে আলহামদুলিল্লাহ্, সে ভর্তি পরীক্ষার মেধা তালিকায় তৃতীয় হয়েছে। (পরীক্ষার্থী ছিলো ৮৫০ প্রায়)। এখন পর্যন্ত ভালোয় ভালোয় যাচ্ছে পড়াশুনা। কিন্তু এমন অবহেলা নিয়ে পড়লে সামনের দিনগুলোতে বিপদ হতে পারে (দোয়া করবেন সবাই, যাতে পড়ায় মনোযোগী হয়) । আঁকার শেষে তার সিগনেচারও এড করেছে।
২। বিশ্বকাপ খেলার সময় মনে হয়
৩। ব্রিজে উঠতেছে তার গাড়িটা
৪। বিশ্বকাপ খেলার সময়
৫।
৬।
৭।
৮। কাগজ কেটে জার্সি বানিয়েছে
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।থ্রিডি আঁকার চেষ্টা (কিউব
২৯। দিনমজুর টাকা নিচ্ছে
৩০। পেপারের ছবিতে পা এঁকে দিয়েছে হাহাহা
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ছেলের জন্য দোয়া করবেন
ভালো থাকুন স্বপরিবারে
২| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে। খুব।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭
ম্যাড ফর সামু বলেছেন: কঠিন কঠিন সব ছবি কী সুন্দর (!!!) আঁকার হাত। প্রতিভার স্ফুরণ দেখতে পাচ্ছি। ওকে একটু গাইড করলে মনে হয় অনেক বড় মাপের একজন আকিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য।
ধন্যবাদ অ----নে-----ক, ছবিগুলো শেয়ারের জন্য।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
ছেলের জন্য দোয়া করবেন
৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: বাহ্, বাচ্চাটা বেশ সৃজনশীল !! তামিমের জন্য অনেক শুভকামনা। মানুষের মতো মানুষ হও বাবা।
ছবি আপু,
যারা আঁকিবুকি করে তারা অমন ই হয়। পড়াশোনা সবকিছুর আগে আঁকতে হবে বিশেষ করে মাথায় কোনো আইডিয়া আসলে সেটা কমপ্লিট না করা পর্যন্ত শান্তিই পাবেনা, হোক সেটা পরীক্ষার সময়। আমার ছোটবোনটি অমন। রঙ-পেন্সিল দেখলে নাকি তার মাথা ঠিক থাকেনা, না আঁকা পর্যন্ত। ওর বইয়ের নিচে আর্ট খাতা লুকানো থাকে। আম্মু রুমে আসলে পড়াশোনার ভান করে আর আম্মু যাবার সাথে সাথেই আর্ট খাতা নিয়ে বসে যায়। ছোটবেলা থেকে দেখে আসছি ওর এসব ফাঁকিবাজি।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। আমিন
আসলেই তাই, তার খাতার প্রতি পাতার উপরেই নানান কিছিমের অংকন, আমি বলি বাবা এত সুন্দর করে আঁকলা তাও খাতার উপরে অন্য কাগজে আকলে তো ছবি তুলে রাখতে পারতাম। বই সামনে রেখেই পরীক্ষার সময় আঁ!কা শুরু করে ।
আপনার বোনের জন্য শুভকামনা। ওরা বেড়ে উঠুক সৃজনশীলতা। আল্লাহ নেক হায়াত দান করুন
৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
ভুয়া মফিজ বলেছেন: ভাগ্নের ছবি (আপনের কথা কই নাই) দেখে তো আমি মুগ্ধ!!!
ওরে মিৎসুবিশির বদলে একটা বিএমডাব্লিউ কিনে দিয়েন। সবগুলোই চমৎকার হয়েছে, তবে ২৮, ২৯ খুবই ভালো লেগেছে। ভাগ্নের গুন ছড়িয়ে পড়ুক দেশ-বিদেশে.......অনেক অনেক শুভ কামনা ওর জন্য!
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমার ছবিও সুন্দর আসে হাহাহ
তার তো বিএমডাব্লিউ ই পছন্দ । কে জানে তার বাপে কোনটা কিনবো অফিসের কাছে থাকি দেইখা কিনে না তার বাপেৱ
অনেক ধন্যবাদ ভাইয়া জি
৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১
জোবাইর বলেছেন: তামীমের ছবি আঁকার প্রতিভা আছে তাতে কোনো সন্দেহ নেই। ওকে লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকতেও উৎসাহিত করুন। ওকে বুঝাতে হবে প্রথমে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে, তারপরে আসবে ছবি আঁকা। সম্ভব হলে ওর জন্য সাপ্তাহিক বন্ধের দিনে কোনো আর্ট স্কুল বা কোনো আর্টের শিক্ষকের কাছ থেকে তালিম নেওয়ার উদ্যোগ নিতে পারেন। কারণ শুরু থেকেই আর্টের বেসিক নিয়মকানুন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি।
তামীমের আঁকা ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ওর সর্বাঙ্গীন শুভকামনা করি।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান জোবাইর ভাইয়া। হ্যাঁ আমি সব সময় উৎসাহ দেই ।এটাই সমস্যা সে কোনো জায়গায় ভর্তি হতে চায় না।
তবুও চেস্টা করবো ভর্তি করাতে। আল্লাহ ভরসা
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৭| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
অংকনে দক্ষতা আছে
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
৮| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
মাশাআল্লাহ তামিমের ছবি দেখে খুবই চমৎকার হয়েছে।
এত সুন্দর করে ছবি গেছে একটি কথাই বলবো,
গুণী মায়ের গুণী সন্তান । তামিমের জন্য অনেক দোয়া রইলো
ভালো থাকবেন ও শুভকামনা রইলো ।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
৯| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫
করুণাধারা বলেছেন: মা শা আল্লাহ! আমি মুগ্ধ, অভিভূত ছবি দেখে! ফাইভে পড়া একটা ছেলে এত ভালো ছবি আঁকতে পারে! আপনি ওকে সবসময় উৎসাহ দেবেন, তাহলে দেখবেন ওর লেখাপড়াতেও মনোযোগ থাকবে। দোয়া করি, ওর সুন্দর ভবিষ্যতের জন্য।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকিল্লাহ খাইরান আপি
ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে উৎসাহের কমতি নেই আলহামদুলিল্লাহ
১০| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
কাতিআশা বলেছেন: সুন্দর হয়েছ্বে আঁকা ছবিগুলো!
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
১১| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
বোন রে,
আমার ভাগ্নে তো গাড়ি পাগলা। তার গাড়ির ছবি খুব সুন্দর হয়েছে। তার হাতের ছবি আঁকা অবস্যই প্রশংসা যোগ্য। দুই ভাগ্নের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । কথা সইত্য সে গাড়ী পাগলা
গাড়ী ছাড়া কিছুই আঁকতে চায় না। তারে কোথাও নিয়ে গেলে আগে গাড়ী দেখে ।
সেদিন লাইটিং দেকাতে নিয়ে গেছি সে লাইটিং দেখে নাই দেখেছে মতিঝিলের জ্যাম রাস্তার গাড়ি হাহাহা
ভালো থাকুন
১২| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৫৮
সোহানী বলেছেন: ওরে বাপরে... এতো দেখি রীতিমত কঠিন আর্টিস্ট!! ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় আসা এতো সহজ ব্যাপার না...। এরকম একটি গুনী ছেলের মা নাকি গুনী মায়ের গুনী ছেলে ।
চিন্তার কিছু নেই, ও থাকবে এরকমই। অনেক অনেক আদর গুনী ছেলেটির জন্য।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। আল্লাহর রহমতে কোন ট্রেনিং কোর্স ছাড়াই ভালো আঁ!কে । কোথাও ভর্তি করতে চাইলে সে রাজীই হয় না ।
ভালো থাকুন আপি
১৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪১
এম এ কাশেম বলেছেন: মাশা-আল্লাহ। দোয়া রইলো।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
১৪| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ গুণী ভাগ্নে তামীমের প্রতি রইল প্রাণডালা অভিনন্দন ।
প্রায় বছর দুয়েক আগে আপনার কোন এক পোষ্টে তার আঁকা কিছু ছবি দেখেছিলাম ।
ব্লগ দিবসে আপনার পোষ্টে একজন ক্ষুদে ব্লগারের ছবি দেখে আমাদের ভাগ্নে
ক্ষুদে ব্লগারের কথা মনে পড়ে যায় । খুব ইচ্ছে হচ্ছিল তার এখনকার অগ্রগতি জানার জন্য ।
ধারণা ছিল অনেক উন্নতি করেছে অঙ্কন শিল্পে , তাই সেই পোষ্টে মন্তব্যের ঘরে তার
আঁকা চিত্র কর্ম দেখানোর জন্য একটি অনুরোধ রেখেছিলাম । অনুরোধে সাড়া দেয়ার
জন্য রইল ধন্যবাদ ।
দেখতে পেলাম শুধু ছবি আঁকাই নয় সে একজন অসাধারণ মেধাবীও বটে ।
তার চোখে সুন্দর সুন্দর স্বপ্ন ডানা মেলছে দেখতে পাচ্ছি । তার চারপাশে থাকা
বিষয়গুলি কত না অন্তরদৃষ্টি দিয়ে সে দেখেছে, সেগুলি সে সুন্দর করে ফুটিয়ে তুলেছে
তার চিত্র কর্মে । এ যে কত বড় প্রতিভার বিষয় তা অনুভব করলেও বিস্ময় জাগে ।
তার চোখে একদিকে যেমন রয়েছে গনমানুষের মুখচছবি আরদিকে তেমনি রয়েছে
বিশ্বময়তা , এতটুকু বয়সে বিশ্বকাপের মত খেলার বিষয়ও উঠে এসেছে তার
আঁকার তুলিতে । অন্যদিকে রয়েছে তার অন্তর দৃষ্টিতে আধুনিক যুগের
প্রকৌশলের কথা । অপুর্ব হয়েছে তার আঁকা গাড়ীগুলির ছবি , এতো
কেবল গাড়ীর ছবিই নয়, এযে নতুন আধুনিক প্রযুক্তির দিকে তার জোক
তারি মুর্ত প্রকাশ । কামনা করি তার স্বপ্ন ডালা মেলুক , প্রতিভার
বিস্ফোরন ঘটুক বাংলার মাটিতে । নতুন প্রযুক্তির গাড়ীর উদ্ভাবন
ঘটুক আমাদের প্রতিভাধর নতুন প্রজন্মের হাতে । রোলস রয়েসকেও
ছাড়িয়ে যাক তাদের উদ্ভাবিত গাড়ী। স্বপ্ন ডানা মেলুক দুর্বার গতিতে ।
এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে যুক্তরাজ্যে নির্মিত Rolls-Royce Sweptail ১৯১৯ এ বিশ্বের সর্বদামী
( ১৩ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা ) গাড়ীটির একটি, যার পেছনের দিক ইয়টের মতো দেখাচ্ছে।
এটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি। কাঠ এবং চামড়া দিয়ে অভ্যন্তর ভাগে রয়েছে সুন্দর হস্তশিল্প, তবে গাড়িটি বাজারে বিক্রয় করা হয় নি কারণ এটি একটি নির্দিষ্ট গ্রাহকের সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছিল যার নাম সংস্থাটি
প্রকাশ করতে অস্বীকার করেছে। সাধ্য থাকলে এই গাড়ীটিই উপহার দিতাম এই গুণী ভাগ্নে তামীম কে।
তবে তার জন্য দেয়া হল অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া । কামনা করি সে তার মা বাপার ও দেশের মুখ উজ্জল
করুক ও নীজকে গড়ে তুলুক তেমনি ভাবে ।
সুন্দর ছবিসমৃদ্ধ পোষ্টটি প্রিয়তে গেল ।
আপনার প্রতিও রইল শুভেচ্ছা ।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য মাশাআল্লাহ । ছেলেকে দেখাবো মন্তব্যটি । সে তার মত করে একটা গাড়ী এঁকেছে । সম্পূর্ণ নিজের ডিজাইন করা। ছবিটি পেলে পোস্ট করবো এখানে ইনশাআল্লাহ
অনেক ভালো থাকুন ভাইয়া। উপরের গাড়িটি আসলেই সুন্দর। যার জন্য তৈরী করা হয়েছে সে অনেক ভাগ্যবান।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২
নীল আকাশ বলেছেন: তামীমের প্রতি রইল অভিনন্দন রইলো। সবাই আঁকতে পারে না। আমি বিশ্বাস করি অঙ্কন বিদ্যা জন্মগত। কাউকে শিখিয়ে এটা পারফেকশনের পর্যায়ে নিয়ে যাওয়া যায় না। এই বাচ্চাটাকে আর্কিটেকচারে দেয়ার চিন্তা করে দেখতে পারেন। সেখানে ভর্তি হতে পারলে ও খুব ভালো করবে।
ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী হবে কে জানে। সে তো কার ডিলার হতে চায় হাহাহাহা আল্লাহ ভরসা
তার যা ইচ্ছে হবে নে একটা তবে সৎ মানুষ হোক সেটাই চাই
অনেক ধন্যবাদ ভাইয়া
১৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ আঁকে তো! বয়সের তুলনায় অনেক পরিণত আঁকার হাত। ২০ আর ২৮ নম্বর ছবি থেকে বোঝা যাচ্ছে ইমাজিনেশন পাওয়ারও অনেক ভালো। নীল আকাশ ভাইয়ার পরামর্শটা ভেবে দেখতে পারেন। ছোটবেলা থেকে যত্ন নিয়ে প্রস্তুত করলে এরা আর্কিটেকচারে অনেক ভালো করতে পারবে।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০ নাম্বারের ঘড়িটা তারই, সেটাই এঁকেছে ।
বড় হয়ে কী ইচ্ছে তার জানি না। সে কার ডিলার হতে চায়
বাকীটা আল্লাহ তাআলার ইচ্ছে। তার ইচ্ছে মতই তাকে পড়াবো ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
১৭| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
জুন বলেছেন: অসাধারণ আকিয়ে, অসাধারণ প্রতিভা । তাকে আমার শুভকামনা ছবি। তামিমের প্রতিভাকে লালন করুন, পড়াশোনা পড়াশোনা করে একে মেরে ফেলবেন না যেন।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমি চাই সে আঁকুক । সবারই একটা নিজস্ব জায়গা থাকুক, যে যা পছন্দ করে তাই নিয়ে থেকে সুখী হোক। কিন্তু আমার জামাই এসব কিছুরই বিরুদ্ধে কেনো তা বুঝি না। আগে প্রতিযোগিতায় অংশ নিতো আমি সব সময় উৎসাহ দিতাম। ওর বাপে এসব নিয়েকথা বলার পর ওর প্রতিযোগিতা আকর্ষন নাই
১৮| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
তারেক ফাহিম বলেছেন: অসাধারন প্রতিভা, মাশআল্লাহ-
তামিমের জন্য অভিনন্দন রইলো।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
দোয়া করবেন
ভালো থাকুন অনেক অনেক
১৯| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তামীমের প্রতি রইল অভিনন্দন রইলো। কল্পনাশক্তি অনেকের থাকে তবে সবাই প্রয়োগ করতে পারে না। আমার জন্য একটা লাল রংয়ের কাক এঁকে দিতে বলবেন।
শুভ কামনা রইলো।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । দোয়া করবেন ওর জন্য
লাল রংয়ের কাক সত্যিই লাগবে নাকি? লাগলে বলবো এঁকে দিতে
২০| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১
সাহাদাত উদরাজী বলেছেন: দোয়া থাকল।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ভালৈা থাকুন স্বপরিবারে
২১| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আপু তোমার ছেলে দারুণ ছবি আঁকে !
ওর জন্য শুভকামনা রইলো. ...
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করো ওর জন্য।
ভালো থাকো
২২| ১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: আমি আসলে বেখায়াল থাকি। আপনার লেখা ফেবুতে পাই, আবার ব্লগেও পাই। ব্লগে আপনি আর ফেবু আপনি ২টার মিলন হল ই মাত্র। তামিম এর ছবির ভক্ত আমি সেটা ফেবুতে, এখন হঠাৎ দেখে বুঝলাম ২ইন১
১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
লাল রংয়ের কাক সত্যিই লাগবে নাকি? লাগলে বলবো এঁকে দিতে
হ্যাঁ .. হ্যাঁ অবশ্যই বলবেন এঁকে দিতে, আমার লাগবে। আর দোয়া , শুভ কামনা সব সময় ই থাকবে।
ভালো থাকবেন।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা তাকে বলবো এঁকে দিতে
ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫
ইসিয়াক বলেছেন: তামীমবাবুর জন্য অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।