নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কষ্ট সেতো ঝরা পাতার ছন্দ.....

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫



©কাজী ফাতেমা ছবি
১। মতের মিল নাই

চারিদিকে নিরব থমথমে পরিবেশ
সুর নেই, নেই কলরব
অথচ কি শান্তি পুরো রাস্তা জুড়ে,
ভাল লাগে আমার এসব
এমন দিন, বলো দেখি কয়বার আসে
সুনসান নিরবতার পথ
হাঁটতাম যদি পাশাপাশি পিচ রাস্তা ধরে
মেলে না কভু দুজনার মত!

২। জীবন পাতা, যাচ্ছে ঝরে

ফুরফুরে হাওয়া, চারিদিকে উড়ছে ধূলো
বসন্ত ঐ এলো বলে, হাওয়া এলেমেলো।
এই যে আকাশ-বিবর্ণ রঙ, খাঁখাঁ করা রোদ্দুর
বুকে কেনো জমে আছে সাত কষ্ট সমুদ্দুর!

ঝরা পাতার কাব্য আমি, যেনো ঝরা পাতার ছন্দ
দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় মন, নাকে টানি বিতৃষ্ণার গন্ধ।
ঝুলে আছে পাতায় পাতায়-আমার কাব্য গাঁথা
ঝরে যায় মিইয়ে যায় ধূলোয়, এই যে জীবন পাতা!

৩। কষ্টগুলো আসছে ধেয়ে
এক অমাবস্যার রাতে তোমার বুকেও ঝড় উঠবে
সাঁই সাঁই হাওয়ায় তুমি কেঁপে উঠবে,ঘুম তোমার টুটবে
একদিন বৈশাখী রাতে তোমার মনেও উঠবে বৈশাখী ঝড়
শোশো হাওয়া নড়ে উঠবে-ভাঙ্গাবে মুহুর্মুহু তোমার মনের ঘর!

কোনো এক চৈত্রের রাতে, তুমি কাতরাবে তৃষ্ণায়, হবে আকূল
তোমার জন্য হবে প্যারাডক্স রাত, শুদ্ধ কি ভুল, হ্যাঁ-না কিন্তু ভুল।
আসছে ধেয়ে গ্রীষ্মের এক রাত, যে রাতে ভয় পাবে তুমি সীমাহীন
ডুবে যাবে কষ্টের তপ্ততায়, ব্যথার সুর গুঞ্জন উঠবে হৃদয় গহীন।

এক জ্যেষ্ঠ্যের রাতে তুমিও তাল পাকা পাকবে কষ্টের অনলে
কাতরাবে গো কাতরাবে ব্যথা, দেখে নিয়ো বিরহের ছোবলে।
একদিন কোনো এক আষাঢ়ের রাতে, তুমি ভেসে যাবে কষ্টে
সুখগুলো আর হলো না ধরা আঁকড়ে, লেগেছিলে তো সময়গুলো নষ্টে!

এক শ্রাবণের রাতে তোমার চোখে, ঝরবে অঝোরে শ্রাবণ
বুঝবে সেদিন বুঝবে. করবে সেদিন কষ্ট অনুধাবন।
বারো'টি মাস জুড়ে আসছে ধেয়, কষ্টগুলো-প্রস্তুত থেকো
বুমেরাং হবে সকল অবহেলা, গায়ে সে অবহেলা আলগোছে মেখো।

February 8, 2018

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইন আমাকে মুগ্ধ করেছে বোন।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

২| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাইয়া ভালো থাকুন

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ কাব্য
মুগ্ধ আমি পাঠে।
এমন কাব্যের দেখা
কালে ভদ্রে ঘটে।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




ঝরা পাতার কাব্য!

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা তাই লিখে দেবো
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবনের ককতগুলো অধ্যায়ের কালো রঙিন ব্যবচ্ছেদ। হিসাবের খেড়োপাতা।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সত্যের ছায়া । অনেক দিন পর দেখলাম ভাই আপনাকে
কেমন আছেন।
ভালো থাকুন অনেক অনেক

৬| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২০

সামু পাগলা০০৭ বলেছেন: একই সাথে সরল এবং জটিললল! লাইক!

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

৭| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:






তিন নম্বর কষ্ট কবিতাটি অনবদ্য-
শেষ করার পরও একটি আবেশে যেন বেশ অনেকক্ষণ বুদ হয়ে রইলাম!
শুভেচ্ছা রইল!

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ভাইয়া

৮| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কাব্য পাঠে মুগ্ধ।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৯| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

এস সুলতানা বলেছেন: অসাধারণ কাব্য

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ভালোবাসা রইলো

১০| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

রানার ব্লগ বলেছেন: আমার কাছে ১ নং টা ভাল লেগেছে !!!

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রানা ভাইয়া। ভালো থাকুন

১১| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

পদ্মপুকুর বলেছেন: কবিতা আমার জন্য দুর্বোধ্য এক ধাঁধাঁ। কবিতা বুঝিনা, ছড়া পড়তে ভালো লাগে মাথা দুলিয়ে দুলিয়ে। হয়তো বুদ্ধির স্তর ওই পর্যায়েই আটকে গেছে। তবে ছবিটা ভালো লেগেছে।

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাই হোক ছন্দ ভালো লাগে আপনার সত্যিই। এই ব্লগের অনেকেই কবিতা বুঝেন না বলে দাবী করেন। আর আমি অন্য জ্ঞানী কবিদের মত করে কঠিন কবিতা লিখি না। যার কারণে আমার লেখাগুলো না বুঝার কারণও দেখি না। সহজ ভাষায় কিছু মনের কথা অগুছালোই লিখে ফেলি, সেগুলো অবশ্যই কবিতার পর্যায়ে পড়ে না। তবুও আমার লিখতে ভালো লাগে।

অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভালো থাকুন অনেক অনেক

১২| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

পদ্মপুকুর বলেছেন: বুঝিনা বলতে, অনেকে যেমন কবিতা বিশ্লেষণ করতে পারে, আমি পারিনা, সেটাই বলেছি। কিন্তু কবিতাতো ভালোই লাগে। মাকে নিয়ে আপনার একটা কবিতা পড়েছিলাম, ওইটা খুব ভালো লেগেছিলো। জন্মদানের প্রক্রিয়ায় মায়ের কষ্টসংক্রান্ত পোস্ট কবিতা ছিলো।

আল মাহমুদের একটা কবিতার লাইন আছে- কখনও হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে.... সুন্দর লাগে, ব্যাচেলর মুভিতে মারজুক রাসেল একটা কবিতা পড়ে শোনায়, যার একটা লাইন আছে ...প্রেম এসে যাচ্ছে। ওই লাইনটা মাথা থেকে বেরই হয় না। আবার ব্লগডের বইটাতে স্বপ্নবাজ সৌরভ যে কবিতা লিখেছেন, তার শিরোনাম হলো 'কবিতা বিদ্বেষীরা একদিন কবিতা লিখবে' বা এ ধরণের। এই লাইনটাও সম্ভবত শহীদ কাদরীর একটা কবিতার লাইন।

সবই ঠিক আছে কিন্তু তবুও বুঝিনা। এটা এক ধরনের ব্যর্থতা। হুমায়ুন আহমেদ একটা লেখায় বলেছিলেন যে একরোখা এক যুবকের পাল্লায় পড়ে একবার তিনি স্বীকার করেছিলেন যে 'কবি হতে পারেননি বলেই তিনি লেখক হয়েছ্নে। সুতরাং সবাই কবিতা বুঝবে না, লিখতে পারবে না।

ভালো থাকবেন।

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ্ কী সুন্দর মন্তব্য। যেনো একটা আস্ত কবিতা। মায়েদের নিয়ে লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে পদ্ম।
হ্যা তা ঠিক সবাই যেমন কবিতা লিখতে পারে না তেমনি অনেকে গল্পও লিখতে পারে না । যেমন আমি গল্প লিখতে পারি না। অথচ আমি এতটাই কল্পনা বিলাসি।
ভালো থাকুন

১৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

রমিত বলেছেন: বাহ্‌!
খুব সুন্দর লিখেছেব!
মুগ্ধতা!

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রমিত দা
ভালো থাকুন

১৪| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

এম ডি মুসা বলেছেন: এক দুই পড়লাম বেশ বুঝবার চেষ্টা করলাম।।

২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.