নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। শিশির ভেজা শিম ফুল।
প্রতিবছর শীত সিজনে গ্রামে যাওয়া পড়ে। এবার যেতে পারিনি । কারণ বড় ছেলের পরীক্ষা। শীত সিজন এবার মিস করলাম গ্রামের। সকালে ঘর থেকে বের হয়েই সে স্নিগ্ধ আমেজ এবার পাই নি। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। অল্প দূরে দেখা যায় না গ্রামের পথ ঘাট। ভালোই লাগে । পাতায় পাতায় শিশির বিন্দু। অন্য রকম মুগ্ধতা। বিভিন্ন সময়ে তোলা ক্যানন ক্যামেরায় শীত ঋতুর ছবি নিয়ে হাজির আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ফি আমানিল্লাহ। (একেকটি ছবিই আমার কবিতা। তাই একেকটি ছবির সাথেই আমার কবিতা আছে কিন্তু দিলাম না)
২। বাঁশের পাতায় শিশির বিন্দু ঝুলে আছে।
৩। বুনো লতায় শিশির
৪। একটি শীতের স্নিগ্ধ সোনা ঝরা সকাল
৫। শীতের সকাল
৬। কচুপাতায় শিশিরের বাড়ী
৭। নয়ন তারায় শিশির
৮। ঘাসের ডগায় শিশির
৯। ঘাসের মধ্যিখানে বুনোফুল আর শিশিরের আড্ডাখানা
১০। শিশিরের বাড়িতে ঝরে পড়া শিম ফুল
১১। আগুন পোহানো শীত সকাল
১২। ঘাসের ডগায় শিশির
১৩। কচুপাতায় শিশির
১৪। মূলা ফুলে শিশির
১৫। ঘাসের পাতা দখল করে নিয়েছে শিশিরে বাচ্চারা
১৬। লেবু পাতায় শিশির
১৭। সরিষা ফুলে শিশির আর মৌ পোকা
১৮। করলা ফুলে শিশির
১৯। ঘাসে ঘাসে লতা পাতায় শিশির
২০। শীতের সকাল, নদীতে বাঁধ মাছ ধরার জন্য
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভালো থাকুন ভালোবাসা রইলো
২| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫
নীল আকাশ বলেছেন: ছবিগুলি মারাত্মক সুন্দর লেগেছে। বিশেষ করে সকালের শিশিরের ফোটার ছবিগুলি।
মানুষের জীবনের সাথে ১৩ নাম্বার ছবির কতই না মিল!
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
কথা সত্য জীবন যেনো কচুপাতার পানি
ভালো থাকুন অনেক অনেক
৩| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
এম ডি মুসা বলেছেন: চমত্কার সুন্দর ।।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন
৪| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৫| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু ক্যামেরা আর ক্লিক জানলেই যে ছবি হয়না
তার প্রমাণ আপনার দৃষ্টি নন্দন ছবিগুলো।
কি চমৎকার আর নিখুত হাতের কাজ।
আপনার হতের যাদুতে ছবিগুলো
হয়ে গেছে ছবি !!
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ সুন্দর মন্তব্য । অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৬| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর হয়েছে ছবিগুলি, শীতের ভোরে মানুষ যখন লেপকাথা গায় দিয়ে থাকে গভীর ঘুমে, তখন ব্লগের ছবি রানী ঘুম থকে জেগে ঘুরে ক্যানন ক্যমেরা নিয়ে কাধে। আমাদেরকে দেখায় শীত এসেছে তার হিম-কুয়াশা,সাদা চাদর নিয়ে, শীত এসেছে সবুজ পাতার বুকে । ছবিগুলি দেখে মনে হয়, যেন না আসে বর্ষা, না যায় সুন্দর শিশির কনাগুলো বৃষ্টিতে ধুয়ে, এই রম্নখাসুখা চেহারা হয়ে থাকুক চকচকে চোখজুড়ানো স্বপ্নময়। পথিক, পথ হাঁটার সময় একবার হলেও চেয়ে দেখুক ঘাসের ডগায় শিশির বিন্দু , কুয়াশা ভেজা ভোরে, জড়িয়ে থাকুক সারাক্ষণ এক মায়াবী আবেশে।সকালে ঘাসের ডগায় ও পাতার বুকে বিন্দু বিন্দু জমে থাকা মুক্তাদানার মত শিশির কণা দিকে দিকে জানিয়ে দিক কবিগুরুর মত শিতের শুভেচ্ছা বারতা ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামের মানুষ ভোরেও ঘুমায় না ভাইয়া। যখন গ্রামে ছিলাম আরে আমার জন্মই গ্রামে ২৫ বছর পরে না শহরে আসছি। আম্মার লাইজ্ঞা ঘুমাইতে পারতাম না সকালে শীতেও হাহাহা। আগে ক্যামেরা ছিল না এখন ক্যামেরা আছে তাই ইচ্ছে না থাকা সত্বেও বের হয়ে যাই ভোরে।
আসলেই শীতের এই শিশিরের জন্যই সকালটা এত স্নিগ্ধ এত সুন্দর লাগে আমার
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৭| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১
রুমী ইয়াসমীন বলেছেন: একদম চোখ ও মন জুড়ানো স্নিগ্ধতার আবেশ ছড়ানো প্রতিটা ছবি অতি যত্ন ও আদর করে তুলেছেন আপু।
এক কথায় অসাধারণ!!!
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রুমী
ভালৈা থেকো অনেক অনেক
৮| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০
ভুয়া মফিজ বলেছেন: প্রতিটা ছবিতে একটা করে কবিতা আছে......!! তবে না দেওয়ার কারনেই তো ছবিগুলো ঠিকমতো উপভোগ করতে পারি!!!
আপনার ছবিগুলো এতো ভালো লাগে কেন জানেন? জানবেন.....যদি বছরের পর বছর দেশের বাইরে থাকেন।
২০ নং ছবিটা নদী নাকি খাল? নদী বলাতে অনেক দুঃখ পেলাম......নদীর চেহারা দেখে। একসময় খালও তো এর চেয়ে বড় ছিল!
আপনার ছবি ঠিকঠাক করে পোষ্ট করার টিপস তো এখনও দিলেন না। কবে নাগাদ পেতে পারি.....আনুমানিক!
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বড় ছবি পোস্ট করবেন যেভাবে
আপনার জন্য এই যে।
আর এইজন্য। কবিতা দেয়া আর হয় না। আল্লাহ আপনাকে কবিতা বুঝার জন্য হেদায়েত দিন হাহাহ
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
৯| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮
জাহিদ অনিক বলেছেন: বাহ ! বেশ সুন্দর ছবি ব্লগ!
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা জাহিদ ভাই ভালো থাকুন
১০| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৫, ১১ ও ১৬ বেশী ভালো লেগেছে
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১১| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: মুলা ফুল আর করলা ফুলের সৌন্দর্য বিমোহিত করেছে আপু! চমৎকার ছবি ব্লগ +++++++
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ডানা
ভালো থাকুন
১২| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২২
ধ্রুবক আলো বলেছেন: অপূর্ব
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: তুমি তো কম আসো ব্লগে
ধন্যবাদ অনেক অনেক
১৩| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯
ST COVER SONG বলেছেন: nice
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ গান
ভালো থাকুন
১৪| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫
নজসু বলেছেন:
নয়ন হেরিলো আমার অপরূপা ছবিতে।
২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: শীতের শুভেচ্ছা ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৯
শুভ্রনীল শুভ্রা বলেছেন: প্রত্যেকটি ফটো স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে দিচ্ছে। অনেক সুন্দর।