নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

খুকুর ইচ্ছে..

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২



অবাক চোখে খুকুমণি
দেখছে স্বাধীন পাখি
কেমন করে নীলে ওড়ে
দিচ্ছে তারে ফাঁকি।

খুকুর ইচ্ছে পাখি হবে
লাগবে দুটো ডানা
ইচ্ছে হলে উড়তে তবে
থাকবে না আর মানা।

পড়াশুনা ভাল্লাগে না
পালাতে চায় খুকু
পাখি কি তার ডানা দেবে
রাখবে আবদারটুকু!

ভেবে ভেবে খুকু দাঁড়ায়
নীল আকাশের নীচে
আহা ডানা থাকতো যদি
উড়তো পাখির পিছে।

খিলখিলিয়ে হাসছে খুকু
ইচ্ছের কথা ভেবে
মানুষ সেতো তাকে কি আর
পাখি ডানা দেবে!
January 22, 2017



মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন

২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধ

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই
ভালো থাকুন

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২১

হাবিব বলেছেন:




একটা খুকি ছড়া লিখে
রঙ মিশিয়ে খুব,
আইসক্রীম পেলে খুকি
এক্কেবারে চুপ।

সেই খুকিটা ছবি তুলে
নিত্য রাঙায় মন,
খুকির সাথে ব্লগের পাতায়
করি আলাপন।।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুকি হতে চায় না কে রে
কে চায় বয়স বাড়ুক,
জরাজীর্ণ খুকির কাছে
এসে এবার হারুক।

হোক না দেহ শত বছর
মন খানা হোক কুড়ি,
মনে উড়ুক রঙধনু রঙ
প্রজাপতি, ঘুড়ি।

৪| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

আখেনাটেন বলেছেন: সুন্দর ছড়া।

নিষ্পাপ খুকুরা যেন এ দেশে একটি সুন্দর পরিবেশে মাথা উঁচু করে মানুষের মত মানুষ হতে পারে সেই কামনা।


*ছবিটা দেশী বাচ্চার দিলে আরো ভালো লাগত।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

দেশী ছবি ভয়ে দেই না । কার না কার ছবি এসে যাবে

তাই বিদেশী ছবিগুলোই দেই ।

৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

পদ্মপুকুর বলেছেন: আম্মু বলেন পড়রে সোনা
আব্বু বলেন, মন দে
পাঠে আমার মন বসে না
কাঠালচাঁপার গন্ধে।।

আমার কেবল ইচ্ছে করে
নদীর ধারে ঘুরতে
বকুল গাছে লুকিয়ে থেকে
পাখির মত দুলতে

-আল মাহমুদ।

আপনার ছড়াটা পড়তে গিয়ে এই ছড়াটা খুব মনে পড়লো।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের ছড়া আমাদের ছেলেবেলার ছড়া
কী যে সুন্দর আর ভালো লাগতো এসব ছড়া শুনতে পড়তে

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পুকুর
ভালো থাকুন

৬| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

রুমী ইয়াসমীন বলেছেন: কবিতার ভাষার মতন এমন খুকু হয়ে থাকতে থাকতে ইচ্ছে করে সারাজীবন ......
খুবই আদরনীয় সুন্দর ছড়া ও সাথে আদরনীয় পিচ্চির ছবিগুলোও...
ভালবাসা রইল আপু.... ❤❤❤

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য
ধন্যবাদ আপি
ভালো থাকো

৭| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: খুউব সুন্দর.....

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৮| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কি অনুপম অনুভূতি।
পোস্টে পঞ্চম লাইক ।

শুভেচ্ছা নিয়েন আপু।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৯| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: এই ছবিটা বেশি সুন্দর।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া

১০| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০২

মনিরা সুলতানা বলেছেন: মিষ্টি লেখা :)

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে, ছড়াটি, বেশ মুগ্ধ তা

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

রানার ব্লগ বলেছেন: বাই খুকি কে নিয়ে লেখে খোকনদের কে নিয়ে কেউ লেখে না

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখবো না কেনো। আমার তো খুকি নাই, তাই খুকিদের প্রতি মায়া বেশী

আমার দুটো খোকা
তাদের নিয়ে লিখি

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

অসাধারণ!

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.