নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নিকোটিনে রেখো না ঠোঁট......

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২


কলিজা'টা গোধূলী রঙ থাকতে দাও না,
তরতাজা, ফুরফুরে বিকেল হাওয়ার ঝাপটায়
নিঃশ্বাসে টেনে নিতে পারো বিশুদ্ধ অক্সিজেন,
বুকের বামে হাত দিয়ে দেখো, হার্টবিট
টিকটিক টিকটিক, হেরফের নেই
ঠিকঠাক চলার গতি।

খুক খুক কাশি দাও, দেখো - ঠিক আছে নিঃশ্বাসের শব্দ?
জোরে শ্বাস নাও, আবার ছেড়ে দাও
কি! ভালো লাগার অনুভুতি কেমন?

অথচ জেনে বুঝে কলিজা'টা কেনো করো রাত নিশুতি,
ছাই রঙ, বিবর্ণ বৈশাখী মেঘ কলিজা,
আলতো ঠান্ডায় পড়ো নুয়ে
হুশহাশ হার্টবিট, হাসলেও তাই, কাশলেও তাই!

আহা কলিজা পুড়ে ছাই করে নিলে,
জীবনের মূল্য উড়িয়ে দিলে নিকোটিনের ধোঁয়ায়!
নিজেকেই পারোনি ভালোবাসতে
অন্যকে কি আর বাসবে ভালো!

কি এমন দুঃখ জীবনে, কি এমন প্রেম লুকোচুরি খেলে মনে,
ঠোঁটগুলো অমাবস্যা, চোখ যেনো চৈত্রের দুপুর অরণ্য,
কি বিদঘুটে সময়ের হাতছানি, বুঝবে একদিন!

দেখে দেখে শিখলে নাকি?
নাকি বন্ধুদের আড্ডায় পুরুষত্ব জাহির করতে ঠোঁটে গুঁজে দিলে মৃত্যু?
ছেড়ে দাও, ছুঁড়ে ফেলো নিকোটিন
এখনো সময় ঢের বাকি
নিজেকে ভালবাসতে শেখো একটু।
January 19, 2018

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

এম ডি মুসা বলেছেন: নিকোটিনের ধোঁয়া , কলিজা না পুড়ুক । অনেক ভালো লাগছে ক বি তা

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাই। যে জিনিস মানুষের ক্ষতি করে । মানুষ কেনো খায় সেটা বুঝি না

পান সিগারেট সব দুশমন আমার

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল , মননশীল l

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাইয়া
ভালো থাকুন

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক বছরের বেশি হয়েছি, এই বিপদকে আমি ছেড়েছি।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ।
মানুষ ইচ্ছে করলেই পারে হাক ভাই

অভ্যাস ত্যাগ করতে যদিও একটু কষ্ট হয়

ভালো থাকুন সুন্দর জীবন নিয়ে

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ আপা।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
মহান আল্লাহ তাআলাহ সবাইকে সঠিক বুঝদান দিন

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার আহবান !! অসাধারণ কবিতা। ++
সিগারেট ছেড়ে দেয়া ৭ বছর হয়ে গেল। প্রতিদিন দেড় প্যাকেট করে লাগতো। :)

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ।
আমার কলিগ ভাই একদিনের মধ্যেই বলে কয়ে সিগারেট ছেড়ে দিলেন
খুবই ভালো লাগে এমন উদ্যেগ দেখলে
কোনোকিছুই মানুষের অসাধ্য না
ইচ্ছে করলেই হয়ে যায়

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩

ইমরান আল হাদী বলেছেন: চমৎকার কবিতা। +++

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

একাল-সেকাল বলেছেন:
কবিতা ভাল লেগেছে
rptBacklitGiftStatus Karaniganj
কেন যে পারিনা !

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবা একাল সেকাল
ভালো থাকুন, শুভেচ্ছা সতত

কী পারেন না ভাই?

৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: সিগারেট না খেলেও তো মরতে হবে।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সিগারেট শেষ জীবনে মানুষকে বড় কষ্ট দেয়
ধুকে ধুকে মরার চেয়ে
শান্তিতে মরা ভালো নয় কী ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

একাল-সেকাল বলেছেন:
আলতো ঠাণ্ডায় পোড়ে নুয়ে মিলে গেছে আমার সাথে।
বিষ ছাড়িতে চাহি
তবু, কেন যে নাহি পারি !

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইচ্ছে শক্তিটাকে প্রবল করুন। আমার কলিগ ভাই একদিনেই ছেড়ে দিয়েছেন। তিনি পেরেছেন আপনিও পারবেন। শয়তান ডাকবে আয় আয়
আপনি বড় না শয়তান বড়?

ইনশাআল্লাহ ছেড়ে দিতে পারবেন আশা করি

১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

একাল-সেকাল বলেছেন:
ধন্যবাদ,
কবিতায় ও কমেন্টে সবাইকে উৎসাহিত করার জন্য

** সারাবিশ্বে প্রতিবছর প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু ঘটে তামাকের কারণে। আর বাংলাদেশে মৃত্যু হয় বছরে ৫৭ হাজার মানুষের। যুদ্ধের কারনে ও হয়ত এত প্রানহানী হয়না।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ বলেন কী,

এই ধোঁয়ার কারণে এত মানুষ মারা যায়

আল্লাহ সবাইকে সঠিক বুঝদান দিন।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

এম ডি মুসা বলেছেন: ক্যাম্পাস অনেক সিগারেট খায়, তাদের সাথে খাইছিলাম ।
টেস্ট বুঝি নাই কাঁশতে কাশতে শেষ । তবে বাসায় এসে কিনে খাইছি
টেস্ট লাগেনা, আর সিগারেট আমার মুখে মানায় না।
সে থেকে আর খাই / বা পান করিনা, দেখলে বিরক্ত লাগে।।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন
ফি আমানিল্লাহ

১২| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৪

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ অসাধারণ

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

মুক্তা নীল বলেছেন:
খুব ভালো লিখেছেন ছবি আপা । কেউ সিগারেট খায় বুঝে
আর কেউ খায় না বুঝে । এমন মরন নেশা অনেককেই নিরবে ধ্বংস করে ।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ইদানিং কলেজের ছাত্ররা যেভাবে সিগারেট খায়
খুব ভয়ংকর অবস্থা আপি
মা বাবাদের এসব ব্যাপারে খোঁজ রাখা প্রয়োজন

ভালো থাকুন

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সিগারেট শেষ জীবনে মানুষকে বড় কষ্ট দেয়
ধুকে ধুকে মরার চেয়ে
শান্তিতে মরা ভালো নয় কী ।

তা ঠিক বোন।
সবচেয়ে সহজ ৃত্যু হলো ঘুমের মধ্যে মারা যাওয়া।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মৃত্যু সহজ নয় রে ভাই। যেভাবেই হোক না কেনো। আল্লাহ যেনো আমাদের ঈমানের সাথে নিয়ে যান

ফি আমানিল্লাহ

১৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজ কর পণ
এ বিষ ছাড়িতে হবে
আসলে আসুক মরন।

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক কথা
বিষ ছাড়তেই হবে

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.