নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি নাকি আজ ইচ্ছে ঘুড়ি?

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮



ডানা নাকি গজিয়েছে
তোমার পিঠে দুটো
ইচ্ছে ফড়িঙ হয়ে নাকি
যেথায় ইচ্ছে ছুটো?

তুমি নাকি ইচ্ছে ঘুড়ি
উড়তে নেইকো মানা
তোমার নাকি গজিয়েছে
দুটো ইচ্ছে ডানা?

পালাবে কী আমায় ছেড়ে
দূর কোথাও তুমি?
সুখের ঢেউয়ে দুলছে বুঝি
তোমার মনোভূমি?

ডানার উপর ভর করে কী
আমায় নেয়া যায় না?
উড়তে শূন্যে তোমার সাথে
আমার কী মন চায় না?

তোমার ইচ্ছে আমার ইচ্ছে
এক করে ঠিক দাও না!
যেথায় যাবে সঙ্গে করে
আমায় নিয়ে যাও না?

তোমার নাকি মন হয়েছে
পাখির নরম পালক
চোখের পাতা দাও না ছুঁয়ে
ও উদাসী বালক?

আলিঙ্গণে বেঁধে আমায়
ঘুরে আসো ধরা
মন জমিনে ভর করেছে
চৈত্র মাসের খরা।

তুমি নাকি ইচ্ছে ঘুড়ি
যাবে উড়ে দূরে;
গেলে তুমি-বাজবে বুকে
ব্যথার বাঁশি সুরে।
January 27, 2019 at 12:32 PM •

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

নিভৃতা বলেছেন: এক রাশ ভালো লাগা।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ কি সুন্দর -তোমার নাকি মন হয়েছে পাখির নরম পালক

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদ্দিন পর দেখতাছি
আইন না ক্যারে তে

ধন্যবাদ আজাদ ভাইয়া
ভালো থাকুন

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

তারেক ফাহিম বলেছেন: সুখ পাঠ্য।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুন্দর ছড়া

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাক ভাইয়া
ভালো থাকুন

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: ছড়াটা আর একটু সুন্দর করা যেতে পারতো।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আবার চেষ্টা করবো নে

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

খোলা মনের কথা বলেছেন: এমন ইচ্ছে ডানা কি শুধু বালকদের ওঠে?? বালিকাদের ওঠেনা?? যদিও ইচ্ছা ডানা বালকদের বেশি ওঠে। তাদের বেধেঁ রাখা কঠিন হয়ে যায়।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, সবারই উঠে
সবারই প্রজাপতি মন

ধন্যবাদ

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

কিরমানী লিটন বলেছেন: ভালোলাগা খুব.....

তুমি/ উর্মি অন্ত্যমিলটা দেখবেন।৪+৪+৩ অক্ষর বৃত্তে৷ মাত্রা ঠিক রাখলে আরও আকর্ষনীয় হবে। শুভকামনা আপু।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক করলাম ভাইয়া
ধন্যবাদ আপনাকে

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩২

নেওয়াজ আলি বলেছেন: সৃজনী লেখা।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:





ছবি আপা,
বই প্রকাশ করছো জানতে পারলাম, সত্যি সত্যি কি তাই? বই মেলা থেকে এবারে বেশ কিছু বই কিনবো তার মধ্যে তোমার বই ও থাকবে। ছবি আপা, তুমি “ছবির জাদুকর” ব্লগে এই উপাধি আমার দেওয়া, তোমার নিজের বইয়ের প্রচ্ছদ তোমার নিজের তোলা ছবি না দিয়ে ধার কর্য করা ছবি দাওনি তো?

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ এই কথা তো মাথায়ই আসেনি। বিদ্যানন্দ থেকে প্রকাশ হবে বই। উনারাই দিয়েছেন প্রচ্ছদ

আগামীতে চেষ্টা করবো নিজের ছবি দিয়ে প্রচ্ছদ করতে।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

এমন সুন্দর একটা প্রস্তাব খুবই ভালো লেগেছে
ভালো থাকুন

১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আকতার ভাই
ভালো থাকুন

১১| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

১২| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

ফয়সাল রকি বলেছেন: বাহ, সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন

১৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা আবার চেষ্টা করবো নে

শুকরিয়া। ভালো থাকুন।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

১৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:




বইনে ভাইয়ের সাথে পরামর্শ করে নাই। এটাই সমস্যা। নিজে ছবির জাদুকর হইয়া পরের ছবি ঝুলবো নিজের বইয়ে? নাতি পুতি কি কইবো? ভাই যদি বইনের বই না কিনে তো কিনবো কে? আমি বই নিচ্ছি।

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া এ ভুল আর হবে না ইনশাআল্লাহ আগামীতে ।

জাজাকাল্লাহ খাইরান কৃতজ্ঞতা
আর ভালোবাসা রইলো

১৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
আমি আপনার কবিতা ভক্ত হয়ে বসে আছি ব্লগে আসার পর থেকেই । প্রিয় আপার কবিতার বই বের হচূ জেনে ভীষণ আনন্দিত হয়েছি । আমি অবশ্যই আপনার বই কিনবো এবং
পড়বো । আর পড়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে ।
শুভ কামনা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা আপনার এমন সুন্দর মন্তব্য আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। তবুও ভয় লাগে যদি লেখা ভালো কারো না লাগে ইশ তাই আমি বেশী প্রচারণা চালাই না। কেমন যেন দুর্বলতা। মানুষ কত ভালো লিখে ইশ। তবে আমি আমার লেখাকে ভালোবাসি।

ইনশাআল্লাহ আপি
কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো
ভালো থাকুন পাশে থাকুন

১৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২১

এস সুলতানা বলেছেন: সুন্দর ছড়া, প্রথম স্তাবক দুটি আরো সুন্দর হতেও পারতো হাতের একটু কারিস্মায়।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি
চেষ্টা থাকবে

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৪

করুণাধারা বলেছেন: ঝর ঝর করে বয়ে চলা এক ঝর্ণা!

সুন্দর কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
শুভেচ্ছা সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.