নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

যাচ্ছি ভেসে অজানাতে.....

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩



©কাজী ফাতেমা ছবি

আয়নাতে রোজ দেখি, পেকে গেলো চুল
এই চুলে রাখতাম, গেঁথে কত ফুল,
যায় ফুরিয়ে সময়, অগুছালো সব
বুকের ভেতর বাজে, কষ্ট কলরব।
ব্যস্ততায় যায় কেটে, দিনগুলো এই
যায় হারিয়ে এবেলা, জীবনের খেই।
সুখসুর নিয়ে শুধু, সময় পালায়
বিস্বাদ ছুঁয়েছে হায়! খাবার থালায়;

জিভের রুচি হারাই, মনোবল সাথে
অহম রাখে না আর, হাত এই হাতে!
ভেঙ্গে ছুঁড়ে যায় সুখ, ভেঙ্গে যায় মন
আঁধারের পানে যেনো, করছি ভ্রমণ।
উল্কাবেগে যাচ্ছি ছুটে, সমাপ্তির টানে,
ভেসে যাবো অচিরেই, বিষাদের বানে।
January 27, 2019

মন্তব্য ৪১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্য কথন। জীবনে এগুলো আসবেই।+++++

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
সবাই টের পাবে আস্তে আস্তে :( বৃদ্ধকাল বড় করুন মানুষের :(

ধন্যবাদ ভালো থাকো

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



সময় তো বসে থাকে না। জানুয়ারী মাস শেষ হচ্ছে ডিসেম্বর চলে আসবে ক দিন পর। সময়ের পাগলা ঘোড়ার লাগাম ধরার ক্ষমতা আমাদের হাতে দেওয়া হয়নি। তাই আয়নাতে নিজেকে দেখে মনে হয় এই তো সেদিনের কথা !

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার শ্বাশুড়ি জোয়ান ছিলেন আমার বিয়ের সময়। কত দাপট দেখেছি
শেষ বেলাও দেখেছি কতটা অসহায় । তবু মানুষ এত অহংকার জীবন নিয়ে :(

আল্লাহ আমাদের হেদায়েত দিন

ধন্যবাদ ভাইয়া

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উল্কাবেগে যাচ্ছি ছুটে, সমাপ্তির টানে,
ভেসে যাবো অচিরেই, বিষাদের বানে।

...........................................................
জীবনের পরিসমাপ্তি এভাবে হতে পারে না ।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুটহাট মরে গেলেই ভালো হতো
আল্লাহর কাছে এটাই চাই ঈমানের সাথেমৃতু্

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

মিরোরডডল বলেছেন: এতো তাড়াতাড়ি ভেসে গেলে হবে আপু ?
The night is still young.
Enjoy the ride dear.

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে মনটা বড় দুর্বল হয়ে যায় আপি

কত আপনজন চলে যাচ্ছে আমাদের ছেড়ে। ভাবলেই কষ্ট লাগে

ধন্যবাদ আপনাকে

৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

ফয়সাল রকি বলেছেন: বয়স কমানোর একটা উপায় বের করা গেলে মন্দ হতো না।
লেখায় +++

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: টাইম মেশিনটার খুব দরকার
যেটা ডরেমন ইউজ করে :)

ধন্যবাদ ভাইয়া

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আমি ভাবছি আমার মাথার সমস্ত চুল সাদা হয়ে গেলে আমাকে দেখতে কেমন লাগবে?

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখতে বুড়ো বুড়ো জ্ঞানী বুড়ো লাগবে হাহাহা

ধন্যবাদ আপনাকে

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবনের পড়ন্ত বেলায় হিসেব করে দেখি
জমা নেই আসলেতে সব কিছু মেকি!!
কি দিয়ে হবো পার ভব সে তরণি,
ভেবে ভেবে অহর্নিশ চোখে ঝড়ে পানি।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। জীবন এমনই সবারই যেতে হবে :(

খুব ভয় লাগে মাঝে মাঝে
ধন্যবাদ আপনাকে

৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

নিভৃতা বলেছেন: একেবারে যেন আমার কথাগুলিই বললে। তবে একেক সময়ের একেকটা মাধুর্য আছে। সেটা খুঁজে নিতে হয়।

অনেক অনেক ভালো লাগা কবিতায়। অনেক ভালো লিখো তুমি আপু।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি কথা সত্য। তিনকালের তিন মাধুর্য, শেষ বেলা একটু পরনির্ভরশীল হতে হয় এজন্য কষ্ট লাগে

সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

নেওয়াজ আলি বলেছেন: সহজ, সুন্দর লেখনী।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাইয়া
ভালো থাকুন

১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন: কাছের মানুষগুলো চলে যায় সময়ের সাথে সাথে । মন খারাপ হবে খুবই স্বাভাবিক । কিন্তু দুর্বল হলে হবেনা আপু ।
Remember no one can help you but yourself. You have to be strong. Still long way to go.
You can’t change your past, whatever happened happened. No control in future too, it’s unpredictable. So don’t think much. Live in your present and enjoy every bit of moments.
ফান আপুটাকে দেখতে চাই। Take care apu.

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে

ভালো থাকুন আপি

১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১

করুণাধারা বলেছেন: কবিতাটা পড়ে দীর্ঘশ্বাস ফেললাম! অমোঘ টানে আমরা অনিবার্য পরিণতির দিকে চলেছি...

কথাগুলো সুন্দর। +++

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই সত্য, ফিরার পথ নেই কারো
জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

১২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩২

কালো যাদুকর বলেছেন: শেষটা সবসমই কস্টের। তবে জীবনটা আসলে ভ্রমন। একেক জায়গাই তার একেক রং। সময়ের অভাবে ব্লগে মন্তব্য লেখা হয় না। তবে আপনাদের লেখা পড়া হয় সবসময়। সুন্দর কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের জীবনের শুরুটা খুব আনন্দের আর শেষটা করুণ। করুণ হলেও যে যার আমল মত ভালোও থাকতে পারে। এটাইতো আমরা বুঝি না। আল্লাহ আমাদের হেদায়েত দিন।

অনেক ধন্যবাদ যাদুকর আমার পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৯

মুক্তা নীল বলেছেন:
আপা ,
কবিতা পড়ে সত্যিই ভাবিয়ে তুলল সময় কত দ্রুত বয়ে যায়---
জীবনের একেকটি সময়ে একেকটি বয়সের অর্থ বুঝিয়ে দিয়ে যায় এটাই হয়তো নিয়ম নিয়তি । ছোট থেকে পর্যায়ক্রমে বুড়ো হওয়া চক্রাকার জীবন সময়ের উপরই নির্ধারিত ।
ভালোবাসা রইলো আপু ।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপূর্ব মন্তব্য । আপি ধীরে ধীরে আমরা টের পাচ্ছি দেহের জোর কমে যাচ্ছে যদিও মনোবল প্রবল আমার। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন

জাজাকিল্লাহ খাইরান আপি। ভালোবাসা আপনার জন্যও

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দেখতে বুড়ো বুড়ো জ্ঞানী বুড়ো লাগবে হাহাহা
ধন্যবাদ আপনাকে

আমি তো জ্ঞানহীন মানুষ। বিনয় নয়। সত্য বলছি।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কে বলেছে আপনি জ্ঞানী নন। শুধু ইসলামের দিক দিয়ে আবোল তাবোল হয়ে যায়

আপনার লেখা আপনার পোস্ট খুব সুন্দর আপনার লেখা
আমার ভালো লাগে।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কতদিন যে আপনার কবিতা পড়িনি তা ভুলেই গিয়েছি।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কেমন আছেন?
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া

১৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

নীল আকাশ বলেছেন: জীবনেরই পড়ন্ত বেলায় এসে হিসাব মেলাতে বসলেন?
আরেক জীবনে চলে যাবার কী রসদ যোগাড় করেছেন ঠিকমতো?

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে ভাবনাতেই মন কষ্টে জর্জরিত। ভয় এসেও পালিয়ে যায়। আল্লাহ আমাকে হেদাযেত দিন। ইমানের ভিত মজবুত রাখুন এ প্রার্থনাই করি।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০

পদ্মপুকুর বলেছেন: চুল এখনও শুভ্র হয়নি। আগে দাড়ি শেভ করতাম, তখন দাড়িও কালো ছিলো বলেই মালুম হতো। কিছুকাল আগ থেকে দাড়ি রাখা শুরু করলে দেখি আমার দাড়িগুলো চরম রেসিস্ট। আমার মত ঘোর কৃষ্ণবর্ণের একজনের মুখে শেতাঙ্গ দাড়ি কিভাবে জন্মালো কে জানে!!

চুলে কাশবন না দুললেও জিভের রুচিতো হারাচ্ছিই, সাথে অহম আর মনোবলও হারাচ্ছি ধারাবাহিকভাবে। তবু ব্যস্ততায় যায় কেটে দিনগুলো, যায় হারিয়ে এবেলা।

বোধগম্য ছড়া/কবিতায় প্লাস।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনকার পোলাপানের চুল দেখি এমনিতেই পেকে যায়। মনে হয় ভেজাল খাদ্যের জন্য। বয়স ফুরাবার আগেই মানুষের চুল পেকে যাচ্ছে মানুষের জন্য । মানুষ নিরব ঘাতক।

আল্লাহ মানুষকে ধীরে ধীরে শক্তি স্বাদ সুন্দর সব কিছু দেন আবার ধীরে ধীরে নিয়েও যান। সত্য জীবন এমনিই ফুরিয়ে যায় একদিন।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহখাইরান ভালো থাকুন

১৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: খুব সুন্দর অর্থবোধক একটি কবিতা। জীবনের এই পরিভ্রমণে সুখের ছোঁয়া আছে যেমন। আছে সমাপ্তির দুঃখও।

উল্কাবেগে যাচ্ছি ছুটে, সমাপ্তির টানে,
ভেসে যাবো অচিরেই, বিষাদের বানে।

৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য ভাইয়া
আল্লাহর কাছে একটাই প্রার্থনা ঈমানের সাথে যেন মৃত্যু হয়
আল্লাহ আমাদের হেদায়েত দিন আরও

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

২০| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭

এম ডি মুসা বলেছেন: ছন্দের কবিতা, খুব ভালো + বিষয় টা আলাদা তবু চুল ত অন্য কারণ পাকে
বয়সের নয়

২১| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩২

এম ডি মুসা বলেছেন: এমনটা ভাবনার কবিতার থাকুক, আমরাই চাইনা ছবি আপা শ্রদ্ধা এবং ভালো বাসা নেবেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.