নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। ব্যাংকের সাততলা ছাদ থেকে তুলছিলাম বিকেলের আকাশ
গত বছর জুলাই আর আগস্টে ময়মনসিংহ আর হবিগঞ্জ যাওয়ার সুযোগ হইছিলো। এই সময় আকাশ থাকে সুন্দর। সুযোগ পেয়েছিলাম ছবি তোলারও। মোবাইলে ছবিগুলো জমা পড়ে আছে । মুছে ফেলার আগে নেটে রেখে দেওয়ার অভ্যাসটা যায় নি এখনো। তাই সবাইকে দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। আমার চোখ আর সবার চোখ তো আর সমান না। ছবিগুলো স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তোলা। ক্যামেরায় আকাশের ছবি আমি ভালো তুলতে পারি না। আকাশ আর জমিন দুইসাইড ফর্সা আসে না। কিন্তু মোবাইলে আসে তাই মোবাইলেই বেশী ছবি তুলি আকাশের।
ট্রেনে যাতায়তাতের সময় ছবিগুলো কোন জায়গার ছবি তা জানি না। আকাশ সুন্দর থাকলে ছবিও হয় সুন্দর ঝকমকে।
২। এটা আমাদের বাড়ী, পিছনের রাস্তা ,
৩। সেনাকল্যাণ ভবন থেকে তুলছিলাম কোনো এক বিকেলে।
৪। এই ছবিটি ট্রেন থেকে তোলা। তবে এখানে কাহিনী আছে। ছবিটি ডাবল এক্সপোজার , স্ন্যাপসিডে এডিট করেছিলাম। কারণ আকাশের রঙ ফিকে ছিলো, ছবি দুটোই আমার তোলা।
৫। আমাদের বাড়ী আমাদের গ্রাম
৬। চুনারুঘাটের ছবি
৭। ট্রেন থেকে তোলা
৮। এগুলো ট্রেন থেকে তোলা
৯। ট্রেন থেকে তোলা ছবি
১০। ট্রেন থেকে তোলা ছবি
১১। ঢাকুয়া গ্রামের ছবি ময়মনসিংহ
১২। ঢাকুয়া গ্রামের ছবি
১৩। ঢাকুয়া গ্রাম
১৪। আমাদের বাড়ী
১৫। ট্রেন থেকে তোলা
১৬। ট্রেন থেকে তোলা
১৭। ঢাকুয়া গ্রাম
১৮। চুনারুঘাট চা বাগান
১৯। মতিঝিলের কোনো এক বিকেলে
২০। মতিঝিল ব্যাংক কলোনীর ছবি
২১্। জসীম উদ্দীন রোড ঢাকা
২২। ঢাকুয়া গ্রাম
২৩। সূর্য বলয়, মতিঝিল
২৪। ডাবল এক্সপেজার ছবি
২৫।
আমাদের গ্রাম, পীঁরেরগাও মিয়া বাড়ী চুনারুঘাট
২৬। আমাদের আইফেল টাওয়ার smile
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক
২| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৩
মুক্তা নীল বলেছেন: ছবি আপা ,
বরাবরের মতো অসাধারণ ছবি ব্লগ । অনেক ধন্যবাদ আপনাকে
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালৈা থাকুন
৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহ !! কি দারুন দেখতে !!
মনে হলো গ্রাম্য পথ মাড়িয়ে এলাম।
পাশে শিশির বিন্দুর স্পর্শ লেগে আছে এখনো।
আপু বহুদিন বেঁচে থাকো তোমার হাতের যাদুর
পরশ পাই যেন অনন্তকাল।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
সুন্দর মন্তব্য মন ভালো হয়ে যায়
ভালো থাকুন অনেক অনেক
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
তন্ময় সাগর বলেছেন: বেশ তো।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনকে ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা এবং পেইন্টিং এর মধ্যে একটা সৃজনশীল সম্পর্ক সবসময়ের।
আমরা অনেক সময় একটা পেইন্টিং দেখে কবিতার ভাবনায় নিমজ্জিত হই-
তবে আপনার ছবিগুলোর কয়েকটি মনে হচ্ছে সেই আচ্ছন্নতার কাছাকাছি স্বপ্নচিত্র!
আকাশ আমার বরাবরই ভালো লাগে, আমি আকাশের ছবি জমাই- আপনার আকাশের
সাথে সেই আকাশগুলো মিলিয়ে দেখবো!
শুভকামনা-
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১১
অপর্ণা মম্ময় বলেছেন: শীত আসলেই আমার গ্রামের বাড়ি বা দূরে কোথাও যেতে ইচ্ছে করে। এবার কোথাও যাওয়া হয়নি । আপনার তোলা ছবি গুলো দেখে ইচ্ছে করছে কোথাও গিয়ে ঘুরে আসতে! বাট বাস্তবতা খুবই কঠিন!
০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য আগে দেখিইনি । ধন্যবাদ আপা ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯
নিভৃতা বলেছেন: অপূর্ব ছবি তোলার হাত তোমার আপু। তোমার কবিতার মতই সুন্দর।