নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কে কে গেলে ভোট দিতে আজ.......

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩



©কাজী ফাতেমা ছবি
=কেমন চলছে ভোটের হাওয়া=

ভোটের শহর এই যে ঢাকা, আজকে কেমন লাগছে ?
ভোটের কেন্দ্রে যাচ্ছো কী কেউ, ভোট দেয়ার শখ জাগছে?
ইভিএমে পড়ছে কার ভোট, খবর কী কেউ রাখছো?
জালিয়াতি দেখে কী কেউ, আইনের লোককে ডাকছো!

হট্টগোল হচ্ছে কোথাও? চলছে মারামারি?
ভোটের কেন্দ্রে ভোট নিয়ে কেউ, করছে বাড়াবাড়ি?
কে কে গেলে আঙ্গুল মাঝে, ছোঁয়াতে নীল কালি
বিচ্ছিন্ন সব ঘটনায়, কে বাজালে তালি?

দুর্নীতি সব দেখে বলো, মুখ টিপে কেউ হাসছো?
প্রাণ হারানোর ভয়ে চুপে, নীতির নায়ে ভাসছো?
সত্য মিথ্যা ন্যায়ের যাচাই, আজ কী তবে হবে?
কে বলো আজ শক্ত হয়ে, ন্যায়ের পথে রবে?

ব্যানার পোস্টার দুলছে আহা, শীতের হাওয়ার দোলায়
জয় ছিনিয়ে আনবে কে যে, ন্যায়ে আপন কোলায়!
বিশ্বাস বুঝি হলো টুনকো, এমন ভাবছো সবাই,
দুর্নীতিকে না বলে আজ,, মিথ্যাকে দাও জবাই!

আর কতকাল রাখবে মানুষ ঠোঁটে মেরে তালা
প্রতিবাদী হয়ে এবার মেটাও মনের জ্বালা,
কেন্দ্রে গিয়ে মানুষ সত্যি, ভোট দেবে আজ যাকে
নেতা তিনি এই শহরের, নাও মেনে নাও তাকে।

উড়ুক হাওয়ায় ন্যায়ের ঝান্ডা, সত্য পথে আগাও
ক্ষমতা দূর ঠেলে মনে, ন্যায়ের আশা জাগাও!
হাসি খুশি সত্য ন্যায়ে থাকুক দেশের মানুষ,
উড়াক সবাই ন্যায় আকাশে, স্বাধীনতার ফানুস।


(অডিও ডাউনলোড করা আর ভিডিও আমি করেছি)



মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি ভোট দিআসি আপু । আপনি দিআসেন আপা । আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন । তয়
একটু ভাইবা চিন্তা এই আর কি । ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভোট দেই না ২০ বছর যাবত

কারে দিমু, ন্যায় পরায়ন ব্যক্তি এ্ই দেশে কেউ নাই

ধন্যবাদ আপনাকে

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ভোট আমি দেই নি। কোনো প্রার্থীকেই আমার পছন্দ না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও দেই না। কোনো প্রার্থীকে আমারও পছন্দ না সব মিথ্যুক

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসি খুশি সত্য ন্যায়ে থাকুক দেশের মানুষ,
উড়াক সবাই ন্যায় আকাশে, স্বাধীনতার ফানুস।

.......................................................................
হাসিখুশি ভাবেই ভোট দিলাম, তবে সঙ্গে পরিবারের
সবাইকে নিলাম তাই ফেরার পথে নান্না বিরিয়ানী
খাওয়াতে হলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উৎসব মুখর পরিবেশ। ভালৈা লাগলো শুনে
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

নিভৃতা বলেছেন: "উড়াক সবাই ন্যায় আকাশে, স্বাধীনতার ফানুস।"

অপূর্ব!
ভোটের হাওয়া ঢাকায় কেমন চলছে জানি না। তবে ব্লগে ভালোই চলছে :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ঠিক বলেছেন। একটা ইস্যু এলেই ব্লগে আনন্দ মূখর পরিবেশ থাকে

ধন্যবাদ আপি
অনেক ভালো থাকুন

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ভোটে মানুষের আগ্রহ কম। কারণ ফাউল ছি ছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক
এবার কম মানুষ ভোট দিতে গেছে

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

একাল-সেকাল বলেছেন:
মুই ভোট দেতে গেচেলে (বরিশাল) :((
হেতেরা আরে বুট দিতে দেয় ন, আই আর খেমতা লই গুরি চলি আইচি (নোয়াখালী) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা সুন্দর মন্তব্য

মুই যাই নাই

ধন্যবাদ আপনাকে

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৩

করুণাধারা বলেছেন: যাই নাই। ঢাকায় মেয়র থাকলেই কী আর না থাকলেই কী!

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। ঢাকাকে কখনো পরিচ্ছন্ন সুন্দর নগরী এরা বানাতে পারবে না বলে আমার ধারণা
জাজাকিল্লাহ খাইরান আপি

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবি আপা,
আমি ছুটিতে বাড়িতে ঘুমাই। তাছাড়া জার্নিতে ক্লান্তও ছিলাম। এখন টমেটো গ্রীল করছি - দেশী টমেটো আর কিছুদিন পর পাওয়া যাবে না, তাই যতোভাবে খাওয়া যায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঢাকায় এসব কী টমেটো খাই, টকই না । মজা লাগে না ঢাকার টমেটো।

বাড়ি যেন কোথায়? সহিসালামতে আবার ফিরে আস। ভালো থাকো ভাইয়া।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

রানার ব্লগ বলেছেন: পোস্টার যেমনে লাগিয়েছে এতে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছিল কিছুদিন !

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মাত্রাতিরিক্ত অপচয় হয়েছে টাকার

:(

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.