নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
আহ্ কষ্ট ছুঁয়ে যায়, বুক ভেঙ্গে যায়, চিন্তা এসে ধাক্কা দিয়ে যায়
চলে যায় জীবন, সে যাবেই, রয়ে যায় কর্ম-সে রবেই
ভাল মন্দে মিশানো সময়, সে কি আর ধরে রাখা যায় না, না যাবে?
তারুণ্যেও ভাবিনি মৃত্যু এসে নিয়ে যাবে,
মধ্য বয়সেও ভাবনার কপালে হোঁচট লাগে;
ভেবে ভেবে ভাবি এবার আর দিন নিয়ে নয় দীন নিয়ে ভাবি
কই,কিছুই রয় না-কিছুই থাকে না নিজের হয়ে
কোন ভয়ই মানুষের মনে দাগ কাঁটে না
তবুও তো যেতেই হবে-
মধ্য বয়সী চাকুরী, নুয়ে পড়ে মন সহসা, রিটায়ার্ডের ভাবনা
কুরে কুরে খায় ভিতরবাড়ি, ধ্বস নামে সাহসের।
---
এই যে রিটায়ার্ড কর্মকর্তার জীবন গল্প শুনি মুগ্ধতায়
মুগ্ধ হই আবার কষ্টে চোখ নামিয়ে নেই...
তিনি বলেন, মা তোমাদের বয়সের চাকুরীজীবন
আহা মনেই হয়নি, মৃত্যুর কথা চিন্তায় হবে নিতে
উচ্ছ্বাসে উল্লাসে কাটিয়েছি দিবারাত্রি
গুনেছি টাকা, ঢুকিয়েছি পকেটে, আয়েশী জীবনের খুঁজে নেমেছি পথে,
সবচেয়ে ভালো,সবচেয়ে সুন্দর জীবন কিনে নিয়েছি পকেট পোরে।
সন্তানের লাগি কাটিয়েছি কত রাত্রিভর জাগি
কত ভাবনায় কেটেছে দিন, মানুষ করার তরে সন্তানেদের
তখনো মৃত্যুর চিন্তা ধাক্কা দেয়নি বুকের বামে
চলে যায় দিন, সে যাবেই
আঁধারে যেতে হবে ফিরে, সে যেতেই হবে।
রিটায়ার্ড আহা রিটায়ার্ড কর্মকর্তা আমি, শুনছো মা-
ঘুরিফিরি আর ভাবি-
মৃত্যু চিন্তা এসে গলা টিপে ধরেছে রে মা
গলা টিপে ধরেছে।
এখন কেনো তবে মনে উঠলো জেগে
টাকার পাহাড় গড়েছি,
তিল তিল করে সাজিয়েছি সুখের সাম্রাজ্য আমার;
সুখ নেই মনে এখন আর, সুখ নেই মনে রে মা।
টাকা দিয়ে কি হয়? টাকা সাথে যাবে? না যাবে সন্তানেরা?
অবষাদে নুয়ে পড়ি রে মা,
না কিছুই নেই আমার হয়ে;
না আছে সময়, না আমার টাকা।
নিত্যই ধোকার বুকে শুয়ে পড়ি
মুর্হুমুহু কষ্ট বুকে লাগায় হাম্বরের বাড়ি
আমি চলে যাবো মরে যাব, যাবো সকল ছাড়ি,
দীর্ঘশ্বাসের হাওয়া আমার চোখে ঘোর লাগিয়ে দিয়ে গেলো।
---
আমিও রিটায়ার্ড হবো-চাকুরী হতে এবং জীবন হতে
সকল চিন্তা, সকল সুখ, সকল অভিমান ধুলোয় মিইয়ে যাবে
কেউ নেই কোথাও, আমি একা, তুমি একা, সবাই একা
শুধু আমাকে তোমাদের স্মরণে রেখো।
February 2, 2017 at 5:49 PM •
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য
আল্লাহ আমাদের ভালো রাখুন
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো থাকুন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাইয়া
ভালো থাকুন
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
এম ডি মুসা বলেছেন: বেশ বড় লেখা কবিতা ধরলাম
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: এক সময়ে সবাই একাকী হয়ে যায়, মনে পড়বে শুধু স্মৃতি!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
অবসব হব যখন
তখন অবসর ভালো লাগবে না
ধন্যবাদ ভালো থাকুন
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
পবন সরকার বলেছেন: দারুণ
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পবন ভাইয়া
ভালো থাকুন
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
একটা শূণ্যতার ছবি এঁকে গেলেন।
গানের মতো বলে গেলেন -
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
...............................................
আনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম......
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া সিটে বসে যখন রিটায়ার্ড কর্মকর্তাদের দেখি
কেমন যেন অটোমেটিক দীর্ঘশ্বাস ফেলি। । আগে তার সীটের কত মূল্য ছিলো আর আজ এসে কারো কাছেই বসার স্থান পায় না। কী বিষণ্ণ মুখের ছবি আহা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৫
খোলা মনের কথা বলেছেন: মাঝে মাঝে যখন হাজার ভিড়ে হাঁটি তখন মনে হয় আমি হাজার জীবান্ত লাশের সাথে হাটছি। একটি একটি করে সবাই একদিন না একদিন লাশ হয়ে পড়ে থাকবে, আবার ভিতরের রুহ না থাকলে সবাই লাশ
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই জীবন যেন কেমন
একেকজন আপনজন চলে যায় আর মৃত্যু ভাবনা বুকে এসে ধাক্কা দেয়
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন
ধন্যবাদ ভাইয়া
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
খুবই মর্মস্পর্শী কবিতা । দুনিয়া থেকে কে কখন চলে যাবে
তা কেউই আগে হ-য়ে বলতে পারে না ।
হায়রে নিয়তি!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুক্তা আপা
সেটাই আপা।
কয়েকদিন আগে আমাদের এক কলিগ ভাই দুইমেয়েসহ এক্সিডেন্টে মারা যান। ভুলতেই পারি না।
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৭
নিভৃতা বলেছেন: একরাশ বিষন্নতায় মনটা ছেয়ে গেলো। জীবনের একমাত্র রূঢ় সত্যিটা কী বিকটভাবে সামনে এসে দাঁড়ালো।
খুব সুন্দর লিখেছ আপুমনি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
অমোঘ সত্য মৃত্যু
আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬
মা.হাসান বলেছেন: পৃথিবীর তাবৎ কবি কবিতা লেখা থেকে রিটায়ার করুক, আমি হরির লুট দিব ।
মোরুক আপনার শত্তুর, আপনি মরবেন ক্যান? সব ব্লগারের নামের একটা করে বড় অঙ্কের লোন স্যাংশন করার আগে চাকরি থেকে আপনার রিটায়ার করা চলবে না। বাংলাদেশ ব্যাংকের আইন সংশোধন করে লোন স্যাংশন করার ক্ষমতা দেওয়ার জন্য তীব্র দাবী জানাইতেছি।
ওপারের জগতে শুনি ক্যানন বা স্যামসাং গ্যালাক্সি প্লাস নাই। কাম কাজ না পাইয়া আপনি যদি আবার কবিতা লেখা শুরু করেন তবে বড় বিপদ আর কেলেঙ্কারি হইবে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহা একদিন এমনও হতে পারে কবিতা লিখতে আর পারবো না। মানুষের মন আর লেখা অথবা জীবনধারণ কখন যে পাল্টে যায় কে জানে।
লোনের আবেদন কইরা ফালান । আমি হেল্পাইমু নে।
হাহাহাহা স্যামসাং ক্যানন নিয়াই পরপারে যাইমুগা। আপনে পাশে থাকলে তো আর কবিতা লিখতারতাম না
অনেক ভালো থাকুন স্বপরিবারে। আল্লাহ নেক হায়াত দিন
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না চাইলেও অবসর গ্রহণ করতে হবে সবাইকে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
অনেক ধন্যবাদ ভালো থাকুন
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: না চাইলেও একদিন যে আমাদের সে পথে যেতেই হবে। সুখ স্মৃতি হয়ে থাকুক ; আগেভাগেই বিষণ্ণতায় ডুবতে রাজি নই। যদিও কাব্যে ভালোলাগা। পোস্টে প্লাস।
শুভকামনা জানবেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে ডুবে যাই। রিটায়ার্ড কর্মকর্তাদের দেখলে
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪২
কাজী মেহেদী হাসান বলেছেন: জীবনে কোন অবসর নেই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩
পদ্মপুকুর বলেছেন: ঘটনা কি, ইদানিং কেবলি 'সময় শেষ' 'সময় শেষ' ঘন্টা বাজাচ্ছেন?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়ে যাই তো কিতা করতাম কন। তবে আল্লাহ তাআলা আমাকে সুন্দর মন দিয়েছেন । এক সেকেন্ড দু:খ পেলে বাকিটা সুখেই থাকি। আমি কেদেও হাসতে জানি আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫১
রানার ব্লগ বলেছেন: হ্যাপি রিটায়ার্ডমেন্ট !!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকস
ভালো থাকুন
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪
তন্ময় সাগর বলেছেন: মরণ রে, তুঁহু মম শ্যাম সমান
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন থাক সুখে। ভালো থাকুন
ধন্যবাদ
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩
ফয়সাল রকি বলেছেন: রিটায়ার্ডমেন্ট মানে আরেক নতুন সূচনা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম অনেকে মানিয়ে নিতে পারে
আর অনেকেই বিষণ্ণতায় ভুগে
ধন্যবাদ ভাইয়া
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬
করুণাধারা বলেছেন: সুন্দর ভাবনার ততোধিক সুন্দর প্রকাশ! আমরা ভুলে থাকি, কিন্তু প্রতিদিন এগিয়ে যাচ্ছি অনিবার্য পরিনীতির দিকে...
কবিতায় ভাললাগা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলে থাকলেই শান্তি। যদি না অনুতাপে পুড়ে আল্লাহর কাছে ক্ষমা না চাই । আল্লাহ আমাদের নেক হায়াদ দান করুন।
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম কথা সইত্য
আল্লাহ আমাদের ভালো রাখুন
তাহলে খারাপ রাখে কে?
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: মৃত্যু ছাড়া মানুষের কোনো রিটায়ার্ড নাই।