নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আমি গোধূলি হবো,
তুই লাল টিপ এঁকে দিস কপালে!
হাত নাড়িয়ে বিদায় দিতে দিতে তুই হয়ে যাবি সন্ধ্যা
আর আমি রাত,
আমি রাত আকাশ হবো
আর তুই এঁকে দিস কপালে রূপালী রঙছোপ
কুয়াশায় ঢেকে যাবি তুই আমি জোছনা হবো।
তুই জোনাক হয়ে যাস, আমি হবো ঝোপঝাড়!
আলোছায়ায় জ্বলো নিভু হলুদ বাতির প্রহরে
আমরা সাজাবো সুখের বাসর।
এই এসব শুনে তুই রোমান্টিক হয়ে যাচ্ছিস!
প্রেম বিকিয়ে ভালবাসা নিবি?
আমি গোধূলির মূল্যে তোর মন কিনবো!
আর তুই হবি সন্ধ্যার অরুণ,
নিস্তেজ নরম আলোয় চিনে নিবি আমায়!
আমি সন্ধ্যার রোদ্দুর হব আর
তুই হবি সন্ধ্যা ছুঁই ছুঁই আকাশের রঙ
আহা স্নিগ্ধ হাওয়ায় সুখে ভেসে ভেসে
ফিরে যাব আমরা হারিকেনের মৃদু আলোর বাতিঘরে।
সুখের আলতো ছোঁয়ায় যখন বিভোর, মোহাবিষ্ট
ঠিক তখনই আমরা ভোর হয়ে যাবো,
নতুন আলোয় সাজাবো ফের সুখ প্রত্যাশা মনে
ভালবাসা থরে থরে-তুই নিবি আমায়?
February 3, 2018 at 11:56 PM
----------------------------------------
ছবিটি শাওমি নোট এইট প্রো-তে তোলা
লোকেশন মতিঝিল
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা সতত
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪
নিয়াজ সুমন বলেছেন:
ছবির মতো কবিতাও ঝকঝকে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাইয়া
ভালো থাকুন
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২১
নিভৃতা বলেছেন: গোধূলির ঐ আলোর মতোই অপূর্ব, অসাধারণ!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
অনেক ভালোবাসা রইলো
ভালো থাকুন
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০
তামান্না তাবাসসুম বলেছেন: তুই জোনাক হয়ে যাস, আমি হবো ঝোপঝাড়!
ওয়াও!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর মন্তব্য
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
ভালোবাসা রইলো
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২১
এম ডি মুসা বলেছেন: প্রকৃতির সচ্ছল ভরা সুন্দর হয়েছে কবিতা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান মুসা ভাইয়া
ভালো থাকুন
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভালো লেগেছে!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরনা
শুভেচ্ছা সতত
ভালো থাকুন
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৪
নীল আকাশ বলেছেন: সুন্দর শব্দচয়ন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শবনম ভাইয়া
থুক্কু জুনায়েদ ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন শুভেচ্ছা হাজার
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভোর হলো দোর খোল
খুকুমনি ওঠে রে,
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল-খুকি ছোট রে।
খুলি হাল তুলি পাল
ঐ তরি চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
-----------------------------
কাজী নজরুল ইসলাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর ছড়া
এগুলো তো অমর। আমার প্রিয় লেখক প্রিয় কবি
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
ভালোবাসা রইলো
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: আবার এসে কবিতাটা পড়ে গেলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
কৃতজ্ঞতা
শুভেচ্ছা সতত
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫
রানার ব্লগ বলেছেন: আমি নোনা জল হব
তুই দিবি এক মুঠ গুড়
দুজনে মিলে মিশে হয়ে যাব
পেট খারাপের টোটকা ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহ ভালোবাসার পেট খারাপ হোক
ধন্যবাদ ভাইয়া
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো আবেগময় কবিতা।
পোস্টে লাইক।
শিরোনামের সঙ্গে ভিতরে এক জায়গায় আপনি গোধূলি লিখলেও প্রথম লাইনে অমন গোধুলী লেখার কারণটা বুঝলাম না।
শুভেচ্ছা নিয়েন আপু।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া। টাইপিং এ ভুল হয়েছে সরি । ঠিক করে দিয়েছি
ভালো থাকুন
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছবি ও কব্য উপহারে ধন্যবাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
শুভেচ্ছা
ভালো থাকো
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু, ছবিটা কি আপনার অফিস থেকে তোলা! অসাধারণ!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি রিফাত ভাইয়া। অফিস থেকেই তোলা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
রুমী ইয়াসমীন বলেছেন: স্নিগ্ধ কোমল ভালোবাসাপূর্ণ কবিতা পড়ে খুব ভালো লাগলো আর ছবির ওই গোধূলির রঙের মতন মনের মাঝে ভালোবাসার রেশ ছড়িয়ে দিল কবিতা পাঠে ...
ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আপু....
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রুমী
ভালোবাসা নিয়ো
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা বোন।
সহজ সরল শব্দমালা।
কোনোরকম ভনিতা নেই।