নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মন ভালো করতে বেশী কিছু লাগে না......

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১



এই শুনো......মন ভাল করতে বেশী কিছু লাগে কি?
তুমি কি কখনো ভেবেছো এমন!
শুধু কথা নামক হাম্বলের আঘাতে চূর্ণ বিচূর্ণ করো মন
আর আমি বেঁচে থাকি ছেঁচা কলিজা নিয়ে।

শুনো, মানুষের মন ভাল করতে কি লাগে বলো!
মিষ্টি করে দু'টো কথা বললেই তো মন হয়ে যায় ভালো,
তুমি তো শুধু নিম করলা কথাই জানো,
ভালবেসে কথা বলতে জানো না, ভর্তি হও তবে আমার ক্লাসে।

আচ্ছা মন ভাল করতে কি লাগে বলো, বেশী কিছু না!
না টাকা, না বাড়ি গাড়ি, তুমি তো এসবই বুঝো
এই ফুল চিনো, ফুল! না ফুলে তোমার এলার্জি?
ইচ্ছে লাগে ফুলের পোকা তোমার নাকে ঢুকে যাক
তুমি হাঁচতে থাকো অবিরত....
তিতে কথাগুলো উড়ে যাক হাঁচির সাথে।

তুমি কি জানো মন ভাল করতে বেশী কিছু লাগে না?
এই যে মুঠোফোনে রিঙ দিয়ে যদি বলো, এই কেমন আছো,
মাথা ব্যথা সেড়েছে, বাসায় গিয়ে রেস্ট নিয়ে নাও
অথবা আমি কি আসবো নিতে......
আর কি চাই বলো, মাথাব্যথা দৌঁড়ে পালায়।

তুমি কেনো বুঝোই না-মন ভাল করতে কিছু লাগে না,
শুধু একবার মুগ্ধতার হাসি হেসে দাও, তাকিয়ে
আর বলো ভালবাসি
কিছু লাগে নাতো আর, এমনিতেই মন ভাল হয়ে যায়
তুমি তো এসব বুঝোই না, শুধু কিসের ঘোরে যেনো থাকো।

তোমাকে কি করে বুঝাই বলো, মন ভাল করতে লাগে না বেশী কিছু,
শুধু একবার বলো, এই চলো না
সকল ক্লান্তি ঝেড়ে একটু রিক্সা করে ঘুরে আসি
অথবা পার্কের ফাঁকা বেঞ্চে বসে
কুটুরকাটুর করে বাদাম খেয়ে আসি
আর কি - কিছু লাগে আর মন ভাল হওয়ার।

মানুষের মন যে কত সুন্দর, তুমি যদি একটু অনুভব করতে
একটু যদি বুঝতে পারতে, আর মুগ্ধ হতে জানতে..
কখনো কি মানুষের মন পড়তে চেষ্টা করেছিলে?
ইশ মানুষের মনের ভাষা বুঝতে যদি
দেখতে মানুষের মনে কত ভালবাসা
মনে কত মমতা আকুলি বিকুলি খায়,
কত আবেগ বুকের বেড়াজালে দিনরাত হয় ঘুর্ণি ।

মন ভাল করতে বেশি কিছু লাগে না
কাছে বসে তার কথা মনযোগ দিয়ে যদি শুনতে
বুঝতে সে কতটা কৃতজ্ঞতায় নুয়ে পড়ে তোমাতে
তুমি তো শুধু দোষীই বানিয়ে বসে থাকো,
সুন্দর সময়কে করে তুলো অসুন্দর
বিতৃষ্ণা ঢেলে দিতে জানো দৃঢ়তার সাথে
কি জানি বাপু, কি সুখ পাও এতে।

বেশি কিছু লাগে না মন খুশি করতে, শুধু অনুভূতি জাগ্রত রাখতে হয়;
ভালবাসতে জানতে হয়, মন বুঝতে হয়, আলতো ছুঁয়ে দিতে হয় মন,
বিষ্ময়ী চোখে আবেগী মনে শুধু একটুখানি ভালবাসার মন্ত্রর ফুঁকে দিতে হয়,
আহ্ সে যদি তুমি বুঝতে জানতে অথবা শিখতে!
February 5, 2017 at 9:14 PM

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: এক কাপ চা খেলেই আমার মন ভালো হয়ে যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আসলেই মন ভালো করা নিজের কাছে। অযথাই বেজার থেকে কোনো লাভ আছে। আমিও এমন যখন তখন মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

জুন বলেছেন: মন ভালো করতে খুব সামান্যই লাগে কাজী ফাতেমা ছবি। সুন্দর কবিতায় ভালোলাগা রইলো :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন
ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ো আপি :)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

নিভৃতা বলেছেন: রাতের আকাশে সপ্তর্ষিমণ্ডল আর সিংহমণ্ডলটা খুঁজে বের করতে পারলেই মনটা ভালো হয়ে যায়।
কাজী ফাতেমা ছবির একটি কবিতা পড়তে পারলেই মনটা ভালো হয়ে যায়।
অপূর্ব মন ভালো করা কবিতা আপুমনি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা আপি এত সুন্দর মন্তব্যের জন্য
এমন মন্তব্য অনুপ্রেরণা যুগায় মনে।

ভালোবাসা নিয়ো আপি

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

নেওয়াজ আলি বলেছেন: ও শ্রুতিমধুর লেখা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ভাইয়া

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




মন ভালো করার ঔষধ বিতরণ হচ্ছে, ফ্রিতে আমিও নিয়ে গেলাম। ধন্যবাদ।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
সুন্দর মন্তব্য অনুপ্রেরণা উৎস
ভালো থাকো সবাইকে নিয়ে

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

বাকপ্রবাস বলেছেন: টাকা হলেই আমার মন ভাল হয়ে যায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ এটাও মন ভালো হওয়ার একটা দিক। যখন হাতে টাকা থাকে না মনটাও দুর্বল লাগে

ধন্যবাদ ভাইয়া

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ে মন ভালো হয়ে গেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন স্বপরিবারে
শুভেচ্ছা সতত

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা পড়ে মন চাঙ্গা হয়ে গেল

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান কবি
ভালো সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা অথৈ

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৪

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কবিতা পড়ে কি মন্তব্য করব বুঝতে পারছি না তবে আমার নিজের ভাষায় বলি , কিছু পাষাণ মানুষের আবেগ অনুভূতি
হয়তোবা মরে যায় , না হয় বদলে যায় । আমি প্রিয় একটি গানের কিছু অংশ দিলাম দিলাম ।

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় ...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি

আসলেই কিছু মানুষের মনে সুখের অনুভূতি কম অথবা অন্যরকম । আমার সাথে আমার আপনজনদের মিলে না অনেক সময়।

এই গানটি আমারও প্রিয়। কতবার যে শুনেছি।
ভালো থাকুন

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

অতি মানব বলেছেন: ঘুমাইলেই আমার মন ভাল হয়ে যায়।আপনার কবিতা ভাল লেগেছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আরামের একটা ঘুম হলে মন ফুরফুরে হয়ে যায়
ভালো থাকুন সব সময়
জাজাকাল্লাহ খাইরান

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার অসাধারণ লেখা পড়ে মনে হয় - এ যেন আমার জন্যই লেখা!--সুন্দর লেখার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, ভালো লিখুন।

আপনার লেখা পড়ে পুরানো এই গানটাও মনে পড়লো!

ইচ্ছা করে,ও পরাণডারে
গামছা দিয়া বানধি,
ইচ্ছা করে,
আইরম বাইরম কইলজাটারে।।
মসলা দিয়া রানধি----

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য ভাইয়া জাজাকাল্লাহ খাইরান

গানটা শুনি নি। কইলজাটারে মসলা দিয়া রান্দি হাহাহা তাহলে তো কিচ্ছা খতম

ভালো থাকুন

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: শুক্রবার সকালে নোয়াখলি এক অনুষ্ঠানে যাচ্ছি। দোয়া করবেন। শনিবার ফিরবো ঢাকায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
ছবি উঠায়ে নিয়ে আইসেন
আর পোস্ট করিয়েন
ফি আমানিল্লাহ ভাইয়া

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে আপু আপনার মন ভালো করার উপায় কাব্য পাঠ করে।
পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া

ভালো থাকুন স্বপরিবারে।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

নজসু বলেছেন:



সবাই তো আর এমন ছোট্ট কথাগুলো বোঝেনা। কি মন্ত্র লাগে এই ছোট ছোট কাজগুলো করে প্রিয়জনকে খুশিউ রাখতে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এত ছোট কিছু পেলেই অনেকেই সুখি বা খুশি হয়ে যায়
তাকে বড় কিছু দেয়া লাগে না। এই অনুভূতি বোঝার ক্ষমতা যেন প্রিযজনদের নেই

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব সময় সত্যে থিত থাকলে
মন খারাপ হবার সুযোগ থাকেনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



টিকই বলছেন মন ভাল করতে বেশী কিছু লাগেনা । তবু বুজেনা সে বুজেনা।বড় ইচ্ছে করে ডাকতে,তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে নামলে সে পালায়।তাকে আটকে রাখার চেষ্টা,আরো বাড়িয়ে দেয় তেষ্টা, দাঁড়িয়ে দেখি শেষটা তবু বোঝেনা, সে বোঝেনা। স্বপ্ন স্বপ্ন লগ্নে তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় না তাই দেখতে দেখতে সে হাঁটে চলে যায় যেদিকে তার দু-চোখ যায়। আজ সব সত্যি মিথ্যে,দিন বলছে যেতে যেতে,মন গুমরে গুমরে মরছে কি উপায়। জানি স্বপ্ন সত্যি হয় না,তবু মন মানতে চায় না,কেন এমন রাত্রি নামছে জানলায়,বোঝেনা সে বোঝেনা ।এটা গল্প হলেও পারতো,পাতা একটা আধটা পড়তাম,খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।জানি আবার হয়ত আসবে কালকে,নিয়ে পালকি পালকি ভাবনা আর ফের চলে যাবে করে একলা,তার পরেও বোঝেনা সে বোঝেনা মন ভাল করতে বেশী কিছু লাগেনা ।
কবিতা সুন্দর হয়েছে পাঠে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝে না সে বুঝে না হাহাহা হাছা কথা

অনেক সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:

মন ভালো করার প্রেসক্রিপশন ভালো লাগলো।
তাহলে প্রেসক্রিপশনও কখনও কবিতা, নাকি কবিতাও প্রেসক্রিপশন হয়ে উঠে!
শুভকামনা নিরন্তর-

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভালো করার প্রেসক্রিপশন হলো কবিতা :)

ধন্যবাদ
ভালো থাকুন

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন ভালো করতে হলে ভল্লুকের পাল্লায় পড়তে হয় :P


দৌড়ানি দিলে একদিনে মন ভালো হয়ে যাবে।


আপা, আপনি কেমন আছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে বলেন কী ভল্লুক তো ডরাই হাহাহা

এমনিতেই দৌড়ের মধ্যে আছি

আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনি কেমন আছেন ভাইয়া?

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ নাকি তুফান আসবে কাজে যেতে টুনি বারণ করেছে তাই আমি বগল বাজিয়ে ব্লগিং করছি। :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা তুফান থেমে যাক তাড়াতাড়ি

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল সত্যি তুফান এসেছিল গো আপা :|

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরে বাঁচলেন ক্যামনে হাহাহা

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো ডরেভয়ে কাজেই যাইনি :(( এবং আজ আমার ছুটি। :P

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক সময় আনন্দে কাটুক

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৩

রায়হানুল এফ রাজ বলেছেন: অনবদ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.