নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
শেষ হয়ে যায়, সবাই শেষের ডাকে সারা দিতে গিয়ে হয় অদৃশ্য;
একদা ইতি ঘটে জীবনের সাথে, সবার সাথে সব দেনা পাওনার,
কবিও লিখেছিলেন,
`বিদায়ের শেষ খেয়া ডাকছে আমায় হাত বাড়িয়ে।'
তিনিও অক্ষরে অক্ষরে তুলে রেখেছিলেন বিদায়ের ডাক,
রেখেছিলেন আঙ্গুল কবিতার খাতায়...
কলমের খোঁচায় শব্দে শব্দে বলেছিলেন শেষ সব ছন্দ
জীবনের সাথে দ্বিধাদ্বন্দ্ব, চাওয়া পাওয়ার দুয়ার বন্ধ,
শেষ সব শেষ, তাল লয় মাত্রা আর অন্ত্যমিলেরও শেষ।
যে চলে যায় সব লেনাদেনা মিটিয়ে,
সে শুধু আলো খুঁজেছিলো একদা, তারও ঠাঁই হয় আঁধারে;
ভেসে যায় সব আকাঙখা আঁধারের ঢেউয়ে,
না, কবি না, আপনাকে নিয়েই শুধু খেলা হয় না শেষ,
আপনার আগে আরও কত কত মনীষী, বিজ্ঞানী, শিল্পী
কবি, মাওলানা, লেখক ভেসে গিয়েছেন কালের খেয়ায়।
ফিরে আসেন নি কেউ আর, না, আসেন নি নজরুল,
রবী ঠাকুর, রুকেয়া, হুমায়ুন, আইয়ুব বাচ্চু
ইমতিয়াজ বুলবুল কেউ না, আসেন নি আর ফিরে।
আর আপনি আল মাহমুদ আপনার শরীর কী এখনো কাঁপছে,
আপনি কী শুনতে পাচ্ছেন, কত পাঠক আজও মন্ত্র মুগ্ধ
আপনার কবিতা পাঠে!
কত হাজার মানুষের দোয়া উড়ে যাচ্ছে আপনার শবে,
আপনি অমর, আপনাকে ভুলবো না আমরা!
আপনার কথা মনে হলেই হৃদয়ে রক্তক্ষরণ চুয়ে চুয়ে,
আপনাকে ভাবলেই মনে পড়ে যায় কবিতার চরণ...
"পাঠে আমার মন বসে না কাঁঠালচাঁপার গন্ধে"
কবিতায় চোখ রাখলেই দেখি সেই কালজয়ী কবিতা,
"ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত। "
আহা সেই ভাষার মাসেই আপনি অনন্তকালের নিদ্রায় আচ্ছন্ন।
যেখানেই থাকুন আপনি আছেন, থাকবেন আমাদের হৃদয়ে
আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন।
February 16, 2019 at 10:34 PM
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন জাজাকাল্লাহ খাইরান
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: তার কবিতা আমি মুগ্ধ হয়ে পড়ি। দারুন সাহসী কবি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। সাহসী কবি। ধন্যবাদ ভাইয়া।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: আপনি কি তার উপন্যাস 'কাবিলের বোন পড়েছেন?
অথবা উপমহাদেশ
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: না পড়িনি ভাইয়া
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭
পদ্মপুকুর বলেছেন: আল মাহমুদ লিখেছিলেন-
কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।...
ইচ্ছের কি পূর্ণতা, তিনি চলে গেলেন সেই শুক্রবারেই!
আপনার শ্রদ্ধার্ঘ ভালো লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর কবিতার লাইন । আল্লাহ তাকে জান্নাত নসীব করুন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন পদ্ম
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪০
নিভৃতা বলেছেন: কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।
ভীষণ ভালো লিখেছ আপুমনি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪২
নেওয়াজ আলি বলেছেন: মনোরম ও মনোহর লেখা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৯
আকতার আর হোসাইন বলেছেন:
পদ্ম পুকুর বলেছেন: আল মাহমুদ লিখেছিলেন-
কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।...
ইচ্ছের কি পূর্ণতা, তিনি চলে গেলেন সেই শুক্রবারেই!
আপনার কবিতা দারুণ হয়েছে৷ আল মাহমুদ আমার একজন প্রিয় কবি৷ আমার শহরের মানুষ তিনি। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৪
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
মহান আল্লাহ কবি কে জান্নাতবাসী করুন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
৯| ১০ ই মার্চ, ২০২০ রাত ৩:৩৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলি! বরেণ্য, কিন্তু নিদারুণ অবহেলিত এ কবির প্রয়াণ দিবসকে স্মরণে রেখে এ কবিতাটি লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
প্রয়াত কবির রাজনীতিক কিংবা ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, তাঁর কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম যে অত্যন্ত উঁচু মানের, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হবার মত, তা তার সমকালীন কবি সাহিত্যিকগণ ঈর্ষা করে মুখে স্বীকার না করলেও, অন্তরে মানেন বলে মনে করি।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
সাইন বোর্ড বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করছি...