নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» গ্রামের ছবি, মায়া জড়িয়ে আছে যেখানে-২

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

১। পীঁরেরগাঁও মিয়ার বাড়ীর পুকুরঘাট। জলের আয়নায় আকাশ ছবি


বিভিন্ন সময়ে তোলা গ্রামের ছবি। গ্রামে গেলে ছবি কমপক্ষে হাজার দুই হাজার তোলা হয়ে যায়। সবগুলো ভালো আসে না। এ থেকেই সারা বছর বাছাই করে বিভিন্ন গ্রুপে পোস্ট দেই (ফেবু) । আমাদের গ্রাম এখন যোগ হইছে হউর বাড়ীর গ্রাম। দুই গ্রামের ছবিই আজকে এখানে পোস্ট করতেছে। আশা করি ভালো লাগতে পারে। আমাদের গ্রাম আসলেই সুন্দর। আর সবাই জানেনই তো হবিগঞ্জ সুন্দর। আমি কইলেই কী । যারা গিয়ে দেখবেন তারাই বিশ্বাস করবেন সুন্দর কিনা হাহাহা। শহরের ছবি তোলার কিছুই পাই না। আর গ্রামে গেলে কত কিছু পাই ছবি তোলার উপকরণ।

এখানে আবোল তাবোল লেখার কারণ হইলো গিয়া। কিছু না লিখলে আবার সব ছবি একেবারে লম্বা করে ট্রেইনের মত দেখা যায়। যার কারণে অন্যদের পোস্ট দ্বিতীয় পৃষ্ঠায় চলে যায়। তাই আর কী হাবি জাবি লিখলাম। আশা করি বিরক্ত হবেন না কেউ।

২। শশুর বাড়ীর নদীর পাড়। আলোর ঝর্না


৩। আমাদের বাড়ীর ডোবা। হাঁসের ডুব সাঁতার বেলা।


৪। চুনারুঘাট চানপুরের চা বাগানের পথ


৫। শ্বশুর বাড়ীর ধলাই নদীতে বয়সীর জীবন আয়না। জরাজীর্ণতা চেপে ধরলেও যেখানে কাজ করে খেতে হয় sad


৬। আমাদের বাড়ী, আমাদের গ্রাম। ধানের শিষে স্বপ্ন দোলে;


৭। শ্বশুর বাড়ীর মেঠোপথে একটা বসার বেঞ্চ আছে যেটা সুপারি গাছের কাঠ দিয়ে তৈরী। এই প্রজন্ম মোবাইলেই মনোযোগ খেলার চেয়ে sad


৮। ধলাই নদীতে মাছ ধরার দৃশ্য। আমার ছোটবেলাও এমন মাছ ধরেছি


৯। আমাদের গ্রামের রাস্তা


১০। আমাদের গ্রাম। সূর্য ডুবার সময়


১১। শ্বশুর বাড়ীর ঢাকুয়া গ্রামের দৃশ্য। এমন দৃশ্য দেশের প্রতিটি গ্রামেই দেখতে পাওয়া যায়।


১২। শ্বশুর বাড়ীর ক্ষেত হতে আনা তাজা শিম


১৩। ধলাই নদীতে হাঁড়ি পাতিল ধুয়ার দৃশ্য


১৪। আমাদের গ্রাম। গ্রামের মধ্য দিয়ে পিচ রাস্তা


১৫। আমাদের গ্রাম


১৬। ঢাকুয়া গ্রামের খেটে খাওয়া মানুষ


১৭। আমাদের গ্রাম। সবুজের সমারোহ


১৮। ঢাকুয়া গ্রামের দৃশ্য


১৯। ঢাকুয়া গ্রামের একটি দুপুর চিত্র। স্কুল ছুটি হওয়ার পর


২০। আমাদের গ্রাম। এগুলোকে বলি গোমোঠ। রান্নার লাকড়ি হিসেবে কাজে লাগে।


মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনাদের গ্রাম (শুশুরবাড়ীসহ) খানি ছবির লাহান! আমার কাছে ১ আর ২ এর সৌন্দর্য্য মুগ্ধ করছে। :-*

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা কাজী ভাইয়া ভালো থাকুন

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর।
খুব সুন্দর।
ছবি গুলো আমার খুবই ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ,বেশ ভালো লাগলো ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো ছবি

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

রাবেয়া রাহীম বলেছেন: তরতাজা কিছু ছবি দেখার সুযোগ করে দিলা গো ছবি। প্রথম ছবিটা ভীষন সুন্দর ।

তোমার তোলা ছবি গুলো নিয়ে একজিবিশন করতেই হবে ইনশাআল্লাহ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুবু এত সুন্দর মন্তব্য মন ভরে গেলো

তুমি দেশে আবার আসলে এক্সিবিশন করমু নে হাহাহাহ

জাজাকিল্লাহ খাইরান

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবি গুলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
ভালো থাকুন

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কি প্রাণবন্ত ছবি তুলেছেন দেখে মন জুড়িয়ে যায় ।
আপনার ছবিগুলো বরাবরই অসাধারণ সুন্দর ‌।
শুভেচ্ছা ও ভালোলাগা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
অজস্র ভালোবাসা রইলো

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

করুণাধারা বলেছেন: আপনার গ্রামের ছবিগুলো মাথায় থেকে যায়। তাই ক'দিন আগে বাসে সিলেট যাবার পথে হবিগঞ্জ আসতেই আমি জানালা দিকে তাকিয়ে রইলাম, যদি আপনার গ্রাম দেখা যায়!!

একটা জিনিস লক্ষ্য করলাম, আজকাল পুকুর অনেক কম দেখা যায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা জানালা দিয়ে দেখা যাবে না কারণ স্টেশন থেকে দূরে আর খোয়াই নদীর ওপারে আপি। আমি চুনারুঘাটে থাকলে ট্রেন থেকে নামিয়ে নিয়ে আসতাম আমাদের বাড়ী । ৱ

জাজাকিল্লাহ খাইরান। জি আপি পুকুর অনেক কম। তবে আমাদের গ্রামে পুকুর আছে সব বাড়িতেই।

ভালো থাকুন আপি

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন: ওরে এ এ সবুজ !!!এমন ছবি দেখলে মন ভালো হয়ে যায়।
ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০১

নিভৃতা বলেছেন: অসাধারণ, অপূর্ব, মনমোহনী। মনটা ভরে গেলো ছবিগুলো দেখে। কী সুন্দর ছবি তোলো তুমি আপু! এক সমুদ্র ভালো লাগা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালোবাসা রইলো

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




সেই তো ট্রেনের মতোই হৈলো।
তবে সবই ঝকঝকে আনকোরা বগি। তবে বগি ৩ ও ৪ নম্বর তো শীতাতপ নিয়ন্ত্রিত !

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ সেই ট্রেনই হয়ে গেলো

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ২০ নং হলো বাংলাদেশের উদ্ভাবিত মিসাইল ডিফেন্স সিস্টেম ‘সোনাবন্ধু-২০২০’। যা হউক ছবি এবং বর্ণনায় ভালোলাগা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা মিসাইল ভালোই বলেছেন।

অনেক ধন্যবাদ ভালো থাকুন

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫

কানিজ ফাতেমা বলেছেন: ২ নং ছবিটা অনবদ্য । গ্রাম আসলেই স্নিগ্ধ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

মা.হাসান বলেছেন: ঝকঝকে ছবি। আপনার জিপ গাড়ি দেইখা চোখ জুড়াইয়া গেলো। ৭ নম্বরে পোলাপানদের হাতে স্যামসং নাই, এজন্য ছবি তুলতে পারতেছে না, খালি ভিডিউ দেখতে আছে। সিম গুলা আসলেই তাজা, এরকম তাজা সীম বহু দিন দেখি নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার জিপ গাড়ী যে কবে হবে :( ভিডিওতে নাটক সিনেমা দেখে দেখলাম গ্রামের মানুষ বেশী। তাজা শিমের দাওয়াত আমাদের গ্রামে।

অনেক ধন্যবাদ ভালো থাকুন

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: তিন নাম্বার ছবিটার জন্য আপনাকে জাতীয় পুরষ্কার দেবার অনুরোধ করছি। অসাধারণ ছবি।
আমি মুগ্ধ হয়ে অনেকক্ষণ ধরে দেখলাম।
অভিনন্দন রইলো আপু।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাবা বলো কী ভাইয়া হাহা। এত সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা শুভেচ্ছা অজস্র রইলো।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকো

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

চমৎকার ছবির আয়োজন !! ++
প্রথম ছবিতে আকাশ আর গাছের প্রতিচ্ছবি মনে দোলা দেয়। বড়শি দিয়ে মাছ ধরার জন্য কি কচুরিপানা সরিয়ে ফেলা হয়েছে ? নাকি গোসল করার জন্য ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

গোসল করার জন্য। এই ব্যবস্থা। এজমালি পুকুর হওয়াতে পুকুরের যত্ন কম :(

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

পদ্মপুকুর বলেছেন: সবগুলো মন কেমন কেমন করা ছবি। বেশিরকম সুন্দর হওয়াতে বেশিরকম মনখারাপ হচ্ছে। আপনার শ্বশুর বাড়ির পথে ঢাকুয়ার দৃশ্য আমার নিজের গ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন ভালো হওয়ার জন্য ছবি দিলাম
হলো মন খারাপ সরি। আপনি শহরে আছেন। আমিও শহরে। চাকুরী না হলে হয়তো শহরে আসতামই না। এখন শহরেই জীবন কাটাতে হবে।

ভালো থাকুন
আমাদের গ্রামে দাওয়াত রইলো

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

জুন বলেছেন: আপনার গ্রামখানি সত্যি ছবির মত কাজী ফাতেমা ছবি :)
আর আপনার ছবি তোলার হাত তো মাশাআল্লাহ। এই গুনে সাধারণ ছবিও অসাধারণ হয়ে যায়।
সবুজ সবুজ ছবিতে অনেক ভালোলাগা রইলো।
+

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস

ভালো থাকুন অনেক অনেক

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো আরেকবার এসে দেখে গেলাম।
এবারো আগের বারের চেয়ে বেশি ভালো লাগলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২০| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা । অনেক দিন পর
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.