নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=জীবন ক্ষয়ে যায় অল্প অল্প=

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২১



©কাজী ফাতেমা ছবি

জীবনের সতেজ পাতাগুলোর রঙ যাচ্ছে বদলে
কেউ কী তাকিয়েছেন ফিরে জীবন পানে?
কেউ কী দেখেছেন তখন আর এখনের ব্যবধান!
উফ্ বর্ষপূর্তি হয় জীবনের, খুব আনন্দ,হইচই!
অথচ জীবন পাতার রঙ অল্প অল্প হয়বিবর্ণ।

রঙ মিলিয়ে যায় কালের হাওয়ায়
হিসেব মিলাতে গিয়ে ফিরে যাই মেয়েবেলা
কিশোরীবেলা আর তারুণ্যের দিনগুলোয়।

এইতো গত পরশু উঠে বসেছিলাম সুস্থতার নায়ে
ভেসেছি আনন্দে, সুখ নিয়েছি মুঠোয় পুরে
ভেবেছি এই তো জীবন, কেটে যায় যাক সময়,
অথচ বর্তমান আমি সুস্থ নায়ের ভাঙ্গা পাটাতনে শুয়ে
কাতরাচ্ছি রোগ যন্ত্রণায়,
ব্যথায় ছিঁড়ে খায় মাংস,
স্বস্তি আর শান্তি টেনে ধরে বার্ধক্য,
হাঁটার জোর কমে যায়, বিমর্ষ আমি কাঁদি নৈঃশব্দ্য।

জীবনের উর্বর জমিনে কত স্বপ্নবীজ বুনেছিলাম যতনে
ছিটিয়েছিলাম স্বহস্তে ভালোবাসার সার,
আঙ্গুলের নিড়ানিতে আগাছা ছেটে ফেলেছি আর;
দু'চোখের মুগ্ধতার জলে সেচ দিতে দিতে হয়ে গেলো সন্ধ্যা,
স্বপ্ন ফসল ঘরে উঠার আগেই, শরীরে কীটপতঙ্গের আগমন,
কুরে কুরে খায়, হাড্ডি, সুখের ডালপালা আর মন কাব্যের পাতা;
আমি বেঁচে থাকি আরও কিছু স্বপ্ন ছোঁয়ার আশায় যেনো।

জীবন যেনো কাগজের নাও, আলতো ছেড়ে দিলে ভেসে যায়
আর বয়সের ঢেউয়ে ভিজে যায় সে জীবন নাও;
অদৃশ্য হয় চোখের সম্মুখ হতে স্মৃতি সব সুখের,
সংসার সেতো মায়াজাল,
মায়াজালে বন্দি থেকে থেকে অভ্যস্ত,
ক্রমেই দৃষ্টি স্তিমিত হয়, জীবন পাতার রঙ হয় ফিকে
অথচ এখনো চোখ ছুঁয়ে আছে ডানা মেলা হাজার স্বপ্ন।
December 6, 2018

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

(লাইলাবানু) বলেছেন: ভালো লাগল কবিতা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখ ছুঁয়ে থাকা ডানা মেলা স্বপ্নেরা কখনও ফুরোবার নয়, তবুও জীবনের স্পন্দন ধীর হয়ে আসে ক্রমশঃ।

সুন্দর কবিতায় প্লাস।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার জীবনে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবু আমরা মোহে থাকি ডুবে।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন আপু।
একটা টাইপো দেখলাম, নৈঃশব্দ্য

শুভেচ্ছা নিয়েন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ পদাতিক ভাইয়া
অনেক ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা। ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ভালো থাকুন

আপনার মন্তব্য সব সময় পাই। সেজন্য কৃতজ্ঞতা

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

এমজেডএফ বলেছেন:
"ক্রমেই দৃষ্টি স্তিমিত হয়, জীবন পাতার রঙ হয় ফিকে
অথচ এখনো চোখ ছুঁয়ে আছে ডানা মেলা হাজার স্বপ্ন।
"
আপা, কবিতা চমৎকার হয়েছে!

যথাসময়ে সূর্য যেমন অস্ত যায়, নদী মিশে যায় সাগরে - তেমনি জীবনও একদিন ফুরিয়ে যাবেই। তাই মহাবিদায়ের সেই ক্ষণকে অগ্রিম মনে করে জীবনের উজ্জল সময়গুলোকে ধূসর করার কোনো মানে নেই। তার চেয়ে ভালো ডানা মেলা হাজার স্বপ্ন নিয়ে সেই মহেন্দ্রক্ষণের আগমুহুর্ত পর্যন্ত রঙ্গীন আকাশে উড়ে বেড়ানো, জীবনকে উপভোগ করা :)

আপনার জীবনে এই ডানা মেলা স্বপ্ন হাজার থেকে লাখে পরিণত হউক - সেই কামনাই করি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ।

মাঝে মাঝে কেমন জানি হয়ে যায় মন। কিছুই ভালো লাগে না । তবে এসব বেশীক্ষণ থাকে না। আবার নতুন করে হাসতে বাঁচতে শিখি। মন আমাদের মৃত্যু চিন্তায় জর্জরিত থাকলে আর দুনিয়াদারী করতেই কী পারতাম। এত সুন্দর মন্তব্য পেয়ে ধন্য হলাম। খুব ভালো লাগলো ।

ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: অনুভবে জীবনকে চেনা, ভাল লাগল ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আপনার ছবির ভক্ত। আপনার তোলা ছবি গুলো আমার বেশি ভালো লাগে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। ভবিষ্যতে আরও সুন্দর ছবি উপহার দিতে যেন পারি দোয়া করবেন।
অনেক ভালো থাকুন

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

নিভৃতা বলেছেন: বরাবরের মতই অসাধারণ কবি এবং ফটোগ্রাফার আপু। তোমার জীবন পাতার রঙ চিরসবুজ থাকুক আজীবন। স্বপ্নগুলো পূর্ণতা পাক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। কৃতজ্ঞতা

ভালোবাসার ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সুখে থাকুন।

আপনাকে ফেবুতে খুঁজে পেয়েছি এবং আপনার নামটাও জেনে গেছি হাহাহা

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রঙ মিলিয়ে যায় কালের হাওয়ায়
হিসেব মিলাতে গিয়ে ফিরে যাই মেয়েবেলা
কিশোরীবেলা আর তারুণ্যের দিনগুলোয়।

............................................................................
মেয়েরা কখন মেয়েবেলা বা কিশোরীবেলা বলে স্বীকার করে তাই জানা
হলো না, স্বভাবসুলভ বাঙালি ললনারা বয়স লুকাতে দক্ষ যে !!!
কবিতায় ++

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা সুন্দর মন্তব্য ।

বয়স তো ছেলেরাও লুকায় শুধু মেয়েদের দোষ তাই না হুহ

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন।

প্লাসে কৃতজ্ঞতা

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

ইসিয়াক বলেছেন: খুব ভালো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: কবিতাটা আরেকবার এসে পড়লাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা। ভালো থাকুন
সুস্থ ও নিরাপদে থাকুন

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি জীবন প্রতিদিনই ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( এই সত্য মনে রেখেই আমরা আগাচ্ছি সম্মুখ পানে। যেখান থেকে আর ফেরা যায় না।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০

নিভৃতা বলেছেন: কী করে পেলে সেটাই তো বুঝতে পারছি না। নাম তো বলিনি আপুমনি। রিকু পাঠিও কিন্তু। তোমারটায় অপশন নাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে মন্তব্য করে গিয়ে দেখি তোমার ম্যাসেজ। রিকু দিয়েছি সাথে সাথেই :)

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আবেগি লেখা আপু !
শুভ কামনা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালোবাসা নিয়ো
শুভেচ্ছাও সাথে

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫

পদ্মপুকুর বলেছেন: আবারও সেই সময় শেষের ঘন্টাা!!
বর্ষপূর্তি ফুর্তি আমারও ভালো লাগে না। জীবনের পাতাকে বিবর্ণই করে তা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী জানি কেনো যে এমন লেখাই আসে প্রায় প্রায়ই :( অবচেতন মন থেকে আসে আমার দোষ না।
বর্ষপূর্তি ডর লাগে আমার । ভাবি সে যতদূর থাকে ততই ভালো।

অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেখা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক
ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: আমাকে অবহেলা করেন নি।
আমার মন্তব্যের উত্তর দিয়েছেন। এজন্য আমি খুশি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মনে হয় আপনি আমার মত আবেগী মানুষ
অল্পতেই সুখি আবার অল্পতেই দু:খী

আপনাকে অবহেলা করার প্রশ্নই আসে না।

জাজাকাল্লাহ খাইরান। পথচলা হোক সুন্দর

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর অনুভূতি, অসাধারণ কবিতা।

০১ লা মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৫

রুমী ইয়াসমীন বলেছেন: জীবন বয়সের বাস্তব উপলব্ধির কথাগুলো চমৎকারভাবে কবিতায় সেঁটে দিলেন আপু। বরাবরই মুগ্ধ হই আপু আপনার লিখা পড়ে। আর সবসময়ই ভাবি আপনি এতো সুন্দর সহজ করে কিভাবে যে কবিতায় প্রাত্যহিক জীবনের কথাগুলো প্রকাশ করতে পারেন যা ভাবলে খুবই অবাক হই আপু। আমি শত চেষ্টা করলেও পারিনা সহজ করে কোনকিছু প্রকাশ করতে। :(

০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য

তুমিও অনেক ভারো লিখতে পারো আপি। অনেক সুন্দর হয় তোমার লিখা

ভালো থাকো ভালোবাসা নিয়ো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.