নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণতা যারা করে নাও বরণ অযথাই......

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৯



©কাজী ফাতেমা ছবি
#যারা_বিষন্ন_তাদের_বলছি
তুমি তো ভাবোই যে-ভালবাসা মরে গেছে,
বয়স পেরিয়ে মৃত্যুর দোরগুড়ায়, প্রেম ভালবাসা সে আর কই!
তুমি তো ভাবোই যে-প্রেম অতীত হাওয়ায় উড়ে গেছে
এখানে, মানে বুকের বাম পাঁজরে মৃত্যুর দীর্ঘশ্বাস'রা খেলে ধুকপুক নিরন্তর।

তুমি তো চুপসেই আছো-শুধু উদাসীন ভাব অবয়বে
তোমার চোখ আঁধার দেখে-আলোর পথ মা মাড়িয়ে এসেছিলে বলে?
তুমি তো ভেবেই বসে আছো-আর কি আছে জীবনে-তলিয়েই যেতে হবে।
তোমার চোখের মুগ্ধতা মরে গেছে-
তুমি মধ্য বয়সেই বয়োবৃদ্ধের চোখে হারিয়ে গেছো।

তোমার মনের রঙধনু রঙ বিবর্ণ যেনো-মনের রঙ গুলো সময় ধুয়ে নিয়েছে,
তুমি ভেবেই বসে আছো-মনের রঙ ফের আসে না মানুষের জীবনে।
তুমি নিত্যই ভাবো ভালবাসা হাওয়াই মিইয়ে গেছে
বুকের বামে কখনো মুগ্ধতা কিংবা প্রেম ছিলো না
তুমি ভেবে ভেবে জীবন করে দিয়েছো পার, সময় নেই, সময় নেই বলে।

শুনো, এদিক এসো, চোখ রাখো বিশাল নীলে
আকাশের সীমানায় দৃষ্টি নিবন্ধ করে ভাবো দেখি -তার বিশালতা
কখনো তার রঙ হয় বিবর্ণ, কখনো গাঢ় নীল
কখনো শুভ্র মেঘের দল নিয়ে বুকে দিব্যি সূর্যের সাথে তার বসবাস
আকাশের বুকে কত পাখি ওড়ে বেড়ায়-সন্ধ্যায় ফিরে যায় নীড়ে
কই কখনো কাউকে হতাশ হতে দেখিনি তো, তুমি কেনো হতাশ তবে?

তুমি দেখো গাছে গাছে মুগ্ধতায় ফুটে আছে পলাশ শিমুল,
কৃষ্ণচুড়ার ডালে ডালে কুহু কুহু কোকিল গাইছে মিষ্টি সুরে;
চেয়ে দেখো ছায়ায় নেড়ি কুকুর শুয়ে আছে কতটা স্বস্তিতে,
যদি ভাবো ভালবাসা মরে গেছে তবে তুমি রাস্তায় বসে থাকা বুড়িমাকে দেখো!
ভিক্ষের থালা হাতে কতটা আশায় বেঁচে থাকে হাসি মুখে।

ফাতেমা নামের ছোট মেয়েটিকে দেখে নাও, রাস্তায় জন্ম তার, রাস্তাতেই বড় হবে সে
তার ঠোঁটের হাসিতে কি কখনো হতাশা দেখেছো? না দেখবে!
ভালবাসা মুগ্ধতা প্রেম কখনো মরে যায় না পাগল
রোদ্দুর উঠে ফের নিভে যায়, গাছের পাতা ঝরে আমার নব পল্লবে ভরে উঠে গাছের বক্ষ
স্রোতস্বিনী নদী শুকিয়ে আবার ভরে যায় বর্ষার জলে
কই কোথাও কারো দীর্ঘশ্বাস দেখিনি -ফুরিয়ে যাওয়ার ভয়ে
ভালবাসা মুগ্ধতা মরে যায় না ফের বলছি।

সব কিছুর শেষ আছে কিংবা ফুরিয়ে যাবে,
তবুও আকাশ বাতাস চন্দ্র তারা মানুষ বেঁচে থাকে স্ব-মহিমায়
যতটুক শ্বাস ততটুক আশ, যতটুকু বেঁচে থাকি ততটুকু মুগ্ধতায় বাঁচি
তুমি কেনো নৈরাশ্যের সমুদ্দুরে হাবুডুবু খাও শুনি....
তুমি প্রার্থনায় হও রত, সৃষ্টির প্রেমে ডুবাও মন, মরে যাবে, সেতো যাবেই!
হারিয়ে যাবে! সেতো যাবেই! যতটুকু বেঁচে থাকো ততটুকু উচ্ছ্বাসে বাঁচো।
সৃষ্টিকে ভালবাসো, অতঃপর নিজেকেও বাসো....
চোখে তুলে নাও তৃপ্তি, বেঁচে থাকো আনন্দে, যতদিন বাঁচো।
March 5, 2017 at 8:23 PM

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪১

খাঁজা বাবা বলেছেন: অনেক কঠিন কথা :(

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: খুবই চমৎকার

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৪| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৬

করুণাধারা বলেছেন: কথাগুলো ভালো; আশাকরি বিষন্নতা আক্রান্ত কারো মনে আলোর পরশ বয়ে আনবে।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা আপি। জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

৫| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৭

অচেনা আগন্তুক বলেছেন: বর্ণনা ধর্মী কবিতাটি বেশ বড় হয়ে গেছে বলেই মনে হলো।

বিষন্নতাকে কেউ বরণ করেনা মেন হয়। বরং এড়িয়েই চলতে চায়!
সূখ আর ভালবাসা বরং বরণে শান্তি

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকুন অচেনা

৬| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব ও পরিপাটি লেখা । বেশ

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ভাইয়া

৭| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৭

সাইন বোর্ড বলেছেন: বেশ আবেদনময় লেখা !

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৮| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১১:২৬

সোহানী বলেছেন: আহ........

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন । চকলেট খাওয়া আর হলো না। মনেই ছিলো না :(

৯| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫১

প্রজ্জলিত মেশকাত বলেছেন: অসাধারণ আপু।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া

১০| ০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন আপু।
সময়াভাবে মন্তব্য করতে পারিনি।

শুভেচ্ছা নিয়েন।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া ভালো থাকুন

১১| ০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

নিভৃতা বলেছেন: তুচ্ছ থেকে তুচ্ছতর জিনিসে যে ভালোবাসা খুঁজে পায়, সুখ খুঁজে পায়, বিষণ্ণতা তাকে কখনও গ্রাস করতে পারে না।
খুব সুন্দর লিখেছ কবি আপু। মনটা ছুঁয়ে গেল।

আগের কমেন্টে একটু ভুল হয়ে গেছে। ডিলিট করে দিও। :)

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
কৃতজ্ঞতা রইলো
সাথে ভালোবাসা

১২| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৬

মোঃমোজাম হক বলেছেন: কেন যেন খুউব ভাল লেগে গেল

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

১৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৫| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৬

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
এতো সুন্দর লেখা ও চমৎকার আহ্বান খেয়ালই করিনি ।
পড়ে ভালো লাগলো ।
সৃষ্টিকে ভালবাসো, অতঃপর নিজেকেও বাসো....
ঠিক কথা নিজেকেও ভালবাসতে হয় নিজেই।

১১ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। পরে হলেও আপনি পোস্টে এসেছেন। খুবই আনন্দিত আমি। অনেকেই দেখলাম নিজের প্রতি হুদাই অত্যাচার করে অকারণে।

ভালোবাসা রইলো আপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.