নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ছড়ায় ছড়ায় শুদ্ধাচার....

১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪০



অনুমতি ছাড়া সাহেব
নিচ্ছো অফিস ছুটি,
বুঝলে না হায় এই দিয়ে হয়;
তোমার রুজি রুটি।

ভাগ্যগুনে পেয়েছিলে
চাকরিখানা তোমার,
মনে তোমার হলো জমা;
অহংকার বেশুমার।

মানো নাতো অফিস নিয়ম,
ইচ্ছে মাফিক আসো,
ছুটির আগে ছাড়ো অফিস;
অনিয়মে ভাসো!

অফিস কী আর বাপের বাড়ি!
কাজ ছাড়া যায় থাকা?
বাইরে দেখাও খুব ভদ্রলোক!
ভিতর বাড়ি ফাঁকা।

অফিস কাজে অবহেলা
শিথিলতার দর্শন,
অভিশাপ যে হচ্ছে নিত্য;
মাথার উপর বর্ষন!

চাকরি যাবে মানও যাবে,
অহম মিশবে ধূলায়,
চাকরিহারা মরবে পুড়ে;
তাচ্ছিল্যতার চুলায়।

প্রথম সতর্কতায় সাহেব,
ঠিক করে নাও স্বভাব,
দেখবে মনে সুখ সন্তুষ্টির'
থাকবে না আর অভাব।

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর!

১২ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

২| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রতিটা লাইন মেনে চলতে হবে। ++

১২ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস । থ্যাংক এ লট ভাইয়া

ভালো থাকুন

৩| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর করে আমাদের দেশে সরকারী অফিসগুলিতে চাকুরীর নামে যা চলে সেটাই ফুটিয়ে তুলেছেন।
আমার ধারণা এদের এভাবে উপার্জন হালাল হয় না।
ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কে আর ভাবে হারাম হালাল । এখনের যুগটাই হারাম খেতে পারলেই খুশি।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৪| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মনিরা সুলতানা বলেছেন: কিছুই হবে না এইসব সাহেবদের ; প্রমোশন উপরি ইনকামে সর্বদা উনারাই সর্বেসর্বা থাকবেন।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি। চাকুরী জীবনে যা দেখছি উফ মনই খারাপ হয়ে যায়। মানুষ নিজের রুজি রুটিকে এত অসম্মান করে কিভাবে

ধন্যবাদ আপি

৫| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহমত মনিরাবু।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৬| ১১ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নিভৃতা বলেছেন: ফাঁকিবাজি আমাদের চিরন্তন স্বভাব। স্বভাব বদলাতে হবে।
অনেক সুন্দর প্রিয় কবি। ভালো লাগা রেখে গেলাম।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা একদম খাঁটি কথা। আল্লাহ এদের হেদায়েত দিন

জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন

৭| ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:১৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে ছবি।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ হাসান ভাইয়া
ভালো থাকুন

৮| ১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৩২

পদ্মপুকুর বলেছেন: 'ছড়ায় ছড়ায় শুদ্ধাচার' নামে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে একটা বই বের করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক যেখান থেকে ছড়া নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন মাস পরপর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শুদ্ধাচার প্রচার করে জাতিকে শুদ্ধাচার শিক্ষা দেয়.....
তারপর জাতির আচার কতটুকু শুদ্ধ হলো সে তো দেখছিই!!

ও, বলা ভালো, সংগত কারণেই আপনার এই ছড়া ওই বইয়ে স্থান পাবে না।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই বই সম্পর্কে জানেন শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ এই বইয়ের সম্পাদনায় আমার নামটিও যুক্ত আছে।

যে জাতী করোনার পরীক্ষা না করেই টাকা দিয়া সার্টিফিকেট দেয় সে জাতীর শুদ্ধাচার হাহাহাহ

হুম সেতো পাবেই না।

ছোট থেকে বড় ন্যায় নীতি মেনে কজন চলে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ পদ্ম ভালো থাকুন

৯| ১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৩

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করা যায় না, শুধু সমবেদনা দেয়া যায় । কবিতায় তেজ আছে ।
সব সময় ভালো থাকুন সাথে ও শুভকামনা সহ।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক আপা প্রতিবাদ করা যায় না। চাকুরীর সুবাদে দেখে যাচ্ছি মানুষের অন্যায় করা। আল্লাহ হেদায়েত দিন ওদের

জাজাকিল্লাহ খাইরান আপি

১০| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:০৫

করুণাধারা বলেছেন: চোরা না শোনে ধর্মের কাহিনী! এই সময় চোররা বোঝেই না যে তারা অপরাধ করছে!

ছড়ায় প্লাস।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপা। শাস্তি পেয়েও এরা ঠিক হয় না
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

১১| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:৪০

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল ভাবনার অনন্য লেখা।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১২| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুদ্ধারচার ২০০৭ সালে প্রথম বাংলাদেশে শুরু হয়। সফল হউক।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা বাংলাদেশ ব্যাঙকের প্রথম বইটির সম্পাদনায় আমিও ছিলাম আলহাদুলিল্লাহ।

ধন্যবাদ ভাইয়া
ভালো থাক

১৩| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:০১

আখেনাটেন বলেছেন: বেশ ছন্দবদ্ধ কাব্য। :D

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

১৪| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে। চমৎকার কবিতা।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন

১৫| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে সেটা দেখতে এলাম।

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পদচারণা আমার খুব ভালো লাগে ভাইয়া। যদি কোনোদিন মতিঝিলে আসেন । বাংলাদেশ ব্যাঙকে আপনার দাওয়াত রইলো আসবেন একদিন

১৬| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সোহানী বলেছেন: হেহেহেহে আপু, এইটা অফিসের কমন চেহারা। শ্রমি পিপড়াঁর গল্প জানেনতো নিশ্চয়...। একদল কাজ করবে আরেক দল মাথার উপর ছড়ি ঘুড়াবে..... B:-/

১৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য আপা। কত অন্যায় চোখ বুঝে সহ্য করতে হয়।

জাজাকিল্লাহ খাইরান আপু ভালো থাকুন

১৭| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

আমি তুমি আমরা বলেছেন: দেখ যায়, এইসব সাহেবরা নিজ যোগ্যতায় চাকরিখানা পান নাই, পেয়েছেন মামা-চাচা-খালু অথবা টেবিলের নীচ দিয়ে লেনদেন হওয়া প্যাকেটের জোরে।

আল্লাহপাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.