নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» যে ফুলের গাছ বপন করা হয় না, তবুও ফুল ফুটে (বুনোফুল)

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

১। এই ফুল আগে যেখানে সেখানে হতো । এখন অবশ্য যত্ন সহকারেই লাগানো হয়।


বিভিন্ন সময়ে তোলা ছবি এগুলো, নানান জায়গায়। এই ফুলগুলোর গাছ কেউ বপন করে না। অথচ এরা নিয়ম করে ফুটে। এমনকি এরা কেউ কেউ ঘ্রাণ বিলায় আবার কেউ কেউ রাজকুমারীর মতন সুন্দর ফুটে থাকে ডালে। বনজঙ্গলে অথবা রাস্তার ধারে এ ফুল অনায়াসে ফুটে পাপড়ির ডানা মেলে। চারিদিকে এত আতঙ্ক আর ভয়। এত মানুষ মারা যাচ্ছে বিশ্বজুড়ে। করোনা এমনই এক ভাইরাস দাওয়াত ছাড়াই সে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। ওর কোনো ডর ভয়ও নেই। আমাদের দেশ এমন এক দেশ যেখানে সর্তক থাকাটা মুশকিলই নেহি নামুনকিন হে। বাঙালী সহজে কিছুতেই ভয় পায় না। মৃত্যুকে তো কবেই জয় করে নিয়েছে মানুষ। ফুলগুলো আজ দিলাম একারণে, যাতে চোখকে খানিকক্ষণের জন্য আরাম দেয়। আতঙ্ক ভুলিয়ে দেয়।

আল্লাহ আমাদের আরও হেদায়েত দিন। আল্লাহর উপর ভরসা রেখে আমরা আগামীতে এগিয়ে যাচ্ছি। সবাই সতর্ক থাকুন। থুতু ফেলবেন না যেখানে সেখানে। মুত্র ত্যাগ করতে নির্দিষ্ট জায়গায় করুন। দুটো বাচ্চা আক্রান্ত হয়েছে শুনে খুব খারাপ লাগছে। আর এদিকে স্কুলও বন্ধ দিয়েছে একটু আরাম পেলাম এই সংবাদে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমাদের গুনাহ মাফ করে দিন আল্লাহ।

২। এই ফুল জঙ্গলেই হয় বেশী। পথের ধারেও হয়। নাম জানি না


৩। শিয়ালমুখী ফুল


৪। লাজবতী কন্যা। এ ফুল চিনে না এমন মানুষ নেই। ছোটবেলার খেলনা গাছ।


৫। এগুলোও শিয়ালমুখী


৬। ঢোল কলমি ফুলের কলি আর মৌমাছি পিপড়া


৭। এগুলার নাম কইতাম নাইলে আপনেরা চিইনালাইবেন smile


৮। ছোটবেলার খেলনা বেগুন ফুল গাছ


৯। নাম জানি না ফুল যেখানে সেখানেই হয়


১০। আকন্দ ফুল। এগুলোও ছোটোবেলার ফুল। তুলে এনে মালা গাঁথতাম আমরা


১১। পানিকোলা ফুল, তামীমের হাতে আছে এখন


১২। মধু ফুল, এর পাতাও উপকারী। ছোটোবেলা চুষে খেতাম যদিও এখনো চেষ্টা করি মধু পেতে। কিন্তু এখনকারগুলো মধু থাকে না কেন এর রহস্য খুজে পাই না।


১৩। শিয়ালমুখী পাপড়ী ঝরে গেছে


১৪। এগুলোও শিয়ালমূখী ফুলের মতই। ্এগুলো আমাদের হবিগঞ্জে দেখি না। এটা ঢাকুয়াগ্রামের


১৫। মধুফুল । যেখানে সেখানে হয়


১৬। নাম জানি না ফুল


১৭। লাল শিয়ালমুখী


১৮। শিয়ালমুখী ফুল ঝরার সময়


১৯। মধু ফুল


২০। ভাটফুল, এর পাতা জোনাক পোকার খাবার


মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুব সুন্দর।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইজান। ভালো সুস্থ সুন্দর থাকুন

২| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২২

নীল আকাশ বলেছেন: প্রত্যেকটা ছবি অসাধারণ সুন্দর হয়েছে। আপনার ক্যামেরা আসলেও ভালো।
৬ নাম্বার ফুলের জায়গায় ফুর হয়েছে। ঠিক করে দিন।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন
ঠিক করে দিয়েছি

৩| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবির জাদুকর ছবি আপা,
এই ফুলগুলোতে আমার ও আমাদের ছেলেবেলার খেলার স্বপ্ন জড়িয়ে আছে। আমরা এই ফুলগুলো বিক্রি করতাম মিছেমিছি টাকার বিনিময়ে আমাদের টাকা ছিলো কাঁঠাল গাছে নিচে পরে থাকা হলদে কাঁঠাল পাতা। তুমাকে অনেক অনেক ধন্যবাদ জীবনের সুন্দর স্মৃতি মনে করিয়ে দেবার জন্য। ০৮ নম্বর ফুলে ছোট ছোট মুক্তো দানার সমান কমলা রঙা টমেটো ধরতো।

ছোট্ট তামিম মামার জন্য দোয়া রইলো।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও রান্নাবাটি খেলায় কখনো তরকারী বানিয়েছি কখনো বালির ঘর সাজিয়েছি
কত স্মৃতি বিজড়িত দিনগুলো সেই। এখন এগুলো গ্রামের বাচ্চারা কুঁড়ায় না বা খেলেও না। হ্যা টমেটো দিয়ে খেলনা ঘরে তরকারী রান্না করতাম আমরা

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাক

৪| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১ ও ৬ নং ছাড়া সবগুলোই চেনা। ছোটবেলায় অনেক দেখেছি।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম ফুলটার নাম সম্ভবত ল্যান্টেনা এটা তো এখন শহরেও চাষ হয়। সব জায়গাতেই দেখতে পাই। আর ৬ নম্বর অবশ্য গ্রামে গেলে দেখতে পারবেন।

ধন্যবাদ ভাইয়া
নিরাপদ থাকুন

৫| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০১

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার সব ছবি! পোস্ট এ +++

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো ও নিরাপদ থাকুন

৬| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন

৭| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে করোনা রোগী আছে নাকি, ফুল দেখতে হবে কেন? নাকি রাজীব নুর বিয়ে করছেন?

১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাও তো কথা ফুল দেখতে হবে কেন । ব্লগে করোনা রোগী নেই আল্লাহ যেন আমাদের দেশবাসী ব্লগারবাসীদের হেফাজত করেন। আর রাজীব নূর ভাইয়া তো দাওয়াত দেন নাই এখনো। দাওয়াত দিলে ফুল নিয়ে যাবো শুধু দেখাবো না।
থ্যাংকিউ

৮| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

মা.হাসান বলেছেন: কোনো কোনোটা মনে হয় ফোকাস ভালো হয় নাই। ম্যাক্রো লেন্স নাই? এক নম্বরের ফুলটার পাতা ঘসলে একটা গন্ধ বের হয়, খুব ভালো লাগে না।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ম্যাক্রো লেনস কিনি নাই এখনো। হ্যা কিছু ছবির ফোকাস ভালো আসে নাই। ক্যামেরায় ম্যানুয়ালী ছবি তুলতে খুব ঝামেলা।

পাতার ঘ্রানটা আসলেই বিদঘুটে। কিন্তু ফুল খুব সুন্দর।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৯| ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

একনিষ্ঠ অনুগত বলেছেন: আপনার ছবি তোলার হাত ভালো। চেনা অচেনা অনেক সুন্দর সুন্দর ফুলের ছবি তুলেছেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে এগুলোতে।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত

১০| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯

বিড়ি বলেছেন: মধু খেতে চলে আসলাম :)

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুল তো আছেই খেতে থাকুন হাহাহাহাহ

ধন্যবাদ ভালো থাকুন

১১| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১২| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: অফিসের কাজের চাপে খুব টায়াড ছিলাম, আপনার ছবি গুলো দেখে মানুষিক ভাবে একটু আরাম পেলাম। প্রত্যেকটা ছবি অসাধারণ তুলেছেন।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনে অনেক খুশি হলাম। সুন্দর সুস্থ আর নিরাপদ থাকুন
জাজাকাল্লাহ খাইরান

শুভেচ্ছা সতত

১৩| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন

আপনিও ভালো থাকুন। নিজেকে এবং পরিবারের উপর খেয়াল রাখুন।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই নিরাপদ থাকুন
সুস্থ থাকুন আল্লাহ আমাদের এই ভয়ংকর বিপদ হতে রক্ষা করুন
ফি আমানিল্লাহ

১৪| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষের শুভেচ্ছা।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১৫| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

ভুয়া মফিজ বলেছেন: আপনের এই সৌন্দর্য পোষ্টটা পইড়া/দেইখা ব্যাক ইয়ার্ডে গেলাম বিড়ি খাইতে। আশেপাশে চায়া দেখলাম সাত রকমের জংলী ফুল। কোনদিন এগুলির দিকে চায়াও দেহি নাই। এহন দেখলাম। সব কৃতিত্ব আপনের। :)

শীত এহনও যায় নাই, এহনই এত্তোগুলা; সামার পুরা শুরু হইলে তো আরো অনেক বাড়বো।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিড়ি ছাড়ার চেষ্টা করেন প্লিজ। এই ছাড়ার চেষ্টা আপনার সাথে যতবার দেখা হবে কথা হবে আমি বলেই যাবো, কিচ্ছু করার নেই। আসলেই জংলি ফুলে সহসা কেউ চোখ রাখে। এদের পাপড়ি আকার কত রঙ কত সুন্দর করে ফুটে থাকে পথের ধারে জংলায়। আমার কৃতিত্বের জন্য আপনাকে ধন্যবাদ :)

ভালো থাকুন সুস্থ আর নিরাপদ থাকুন। সামার শুরু হইলে এগুলো ছবি তুইলেন আর পোস্ট দিয়েন।

১৬| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: আসলেই চোখ দুটো জুড়িয়ে গেল! সুন্দর সুন্দর এসব বুনোফুলের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টে প্লাস + +।

১৭| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০

মেহবুবা বলেছেন: এই সব ফুল ফুলই তো ! ল্যান্টেনা, দাতরাঙা ,লজ্জা বতি ,আকন্দ, কাশ --অপরূপা।
শেষে কৃপনের মত কেন ভাট ফুল !

১৮| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

মেহবুবা বলেছেন: ২য় টি দাঁত রাঙা ফুল । সিলেটে দেখেছি আবার রাজেন্দ্রপুর ও ছিল।
রাজামশাই কে মনে পড়ছে ।

১৯| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মেহবুবা বলেছেন: ১২ নং রক্ত দ্রোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.