নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তুমি দয়ার সাগর হে করুণাময়......

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৯



©কাজী ফাতেমা ছবি
#তুমি_দয়ার_সাগর

মোহান্ধ আমি দাঁড়িয়েছি পাপের বোঝা মাথায়
দুই কাঁধের ফেরেস্তা কি লিখছেন দিবানিশি আমলের খাতায়!
ঘাড় ঘুরিয়েই ভুলে যাই, মোহ টানে পথ আগাই
মনের ভেতর হাজার তরো পাপ কথা জাগাই।

কলুষিত হয় মুহুর্মুহু আমার অন্তর দৃষ্টি
হে আল্লাহ যত সুখ ছবি মনে সব তোমার সৃষ্টি।
উজ্জ্বল হয়ে আছো জ্বলে মহাপরাক্রমশালী
ধূয়াশা কেনো দৃষ্টি-ঝাপসা দেখি,
চোখে যেনো পড়েছে মোহান্ধের বালি।

এই বিশ্ব, এই পাখ পাখালি, গাছ-গাছালি, ফুল-ফলাদি
নখদর্পনে তোমার, তুমি অনন্ত অনাদি,
সর্বত্রই তুমি বিরাজমান, কে কেমন কোথায় আছে নিরব দেখে যাও
খুঁজে বেড়াও বান্দার সুখ দু:খ ভালো মন্দ,
আমলনামায় পাপ পূন্যি এঁকে যাও;
তবু কেন মনে পাপ পুণ্যের দ্বিধাদ্বন্দ্ব!

চিন্তা চেতনায়, আমার অস্তিত্বে তুমি যেনো জ্বলন্ত বারুদ
কল্যানে পাই আশার আলো.......জপলেই তোমার দরুদ।
ঘুমন্ত সত্ত্বা সহসা জেগে উঠে, জপ করে তোমার নাম
তোমার তরেই নত হয়ে জানাই শত প্রনাম।

তোমার অস্তিত্ব লুকানো দেহ মনে চোখের আলোয়
উপহার তোমার অবারিত, পেয়ে যাই মন বাড়ালেই
আছো তুমি আমার সকল ভালোয়।

রহমতের জলধারায় ভিজাও আমায়-কখনো ভাসাও
কষ্ট দিয়ে ক্ষনিকের তরে কাঁদাও, সুখের তরে হাসাও।
তুমি আমার নি:শ্বাস তুমি সুখের হাওয়া
মনের ভিতর তোমার নিত্য আসা যাওয়া।

অদেখা হাওয়ার মত তুমি, অস্পৃশ্য অদৃশ্য
তবু সবর্ত্র হয়ে আছো অনুভবে দৃশ্য
তোমার দয়াবীনে মানবকূল একেবারে নি:শ্ব।

তুমি আছো সঙ্গে বলে নড়ে উঠে আমার আঙ্গুল-হাত পা ঠোঁট মুখ
তোমার গুনের বর্ণনা কি করে করি বর্ণন, তোমার বান্দা আমি
তোমার দয়া পেতে সর্বদা থাকি উন্মুখ।
May 22, 2018

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দয়াল আল্লাহর দয়া ছাড়া এবার নিস্তার নেই

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর উপর ভরসা রাখি আর দোয়া করি আল্লাহ মানবজাতিকে হেদায়েত দিতা আর মন শুদ্ধ করে দিতা । আল্লাহ ভরসা

২| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা, আমিন।

২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

৩| ২৩ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

নেওয়াজ আলি বলেছেন: হে দুনিয়ার মালিক তুমি ক্ষমা করো। বাঁচতে দাও সবাইকে তোমার সুন্দর পৃথিবীতে।

২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৪| ২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

বাকপ্রবাস বলেছেন: আমিন আমিন আমিন

২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন । জাজাকাল্লাহ খাইরান
সুস্থ ও নিরাপদ থাকুন

৫| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৮:০৩

নিভৃতা বলেছেন: আল্লাহ সহায়।

২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা, সুস্থ ও নিরাপদ থাকুন
জাজাকিল্লাহ খাইরান আপি

৬| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করুন ।

২৪ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকাল্লাহ খাইরান
সুস্থ ও নিরাপদ থাকুন

৭| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!

আজকের ছবিটা কি দেখেছো??? মানে কাল রাতের ছবিটা! :P

২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি তুমি মন খারাপ করে দিয়েছো দিগুন। :( বলার কিছু নাই। আল্লাহ সবাইকে হেফাজত আর হেদায়েত দিন। আমিন। ভালো থেকো সাবধানে থেকো। ফি আমানিল্লাহ

৮| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৫

শায়মা বলেছেন: মন খারাপ করে না আপুনি!

সারাদিন মন খারাপ না করে করোনাকে ভুলে থাকো।

মন খারাপ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।

আনন্দে থাকো ....

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমারে নিয়া আর পারি না। অদ্ভুত মনোবল সম্পন্ন এক নারী তুমি হাহাহাহ। আল্লাহ ভরসা ।

৯| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: করোনা ভয় করো না মনে রেখো বল ।

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ মনোবল আছে এবং আল্লাহ ভরসা
আল্লাহ সবাইকে হেফাজত করুন

১০| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৯

মুক্তা নীল বলেছেন: ছবির আপা ,
পুরো বিশ্বের এ পরিস্থিতিতে খারাপতো লাগছে।
মহান আল্লাহর উপর আস্থা ভরসা করা ছাড়া এখন আর
কিছুই করার নাই । ভালো ও নিরাপদে থাকুন ।
আপনি ভাল আছেন তো অনেকদিন যাবত আপনাকে ব্লগে দেখছি না ।

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন। বাসায় থাকলে সময় পাই না। ব্লগে মোবাইল দিয়ে যুইত লাগে না তাই আসা হয় না।
ভালো থাকুন নিরাপদ থাকুন ফি আমানিল্লাহ

১১| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন:

খুবই ভাল লিখেছেন । সত্যিইতো আল্লাহ দয়ার সাগর রাহমানুর রাহীম, তাঁরি দয়ায় পূর্ণ মোদের সারা নিশী-দিন।
তিনিই মিটান সকল চাওয়া দু'দিন আগে পরে, তাঁরি কাছে সকল পাওয়া সবি তাঁর তরে, তাঁর পথে চললে সবাই
আসবে যে সুদিন। তিনিই পারেন করতে মোচন অভাব দুঃখী লোকের, তিনিই পরম মুক্তিদাতা মালিক এ জগতের ,
শুকরিয়া জানাই তাঁর পরে ।

আশা করি বিশ্ব ব্রম্মান্ডের এই কঠিনতর সময়ে পরিবারের সকলকে নিয়ে মঙ্গল মতে আছেন ।

শুভ কামনা রইল

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য এত দিন পর দেখলাম। আপনি আপনারা কেমন আছেন। আল্লাহ ভালো রাখুন সবাইকে হেফাজত করুন আল্লাহ
ফি আমানিল্লাহ

১২| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ আমাদের হেফাজত করুন।

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

১৩| ০৬ ই মে, ২০২০ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: "মনের ভিতর তোমার নিত্য আসা যাওয়া" - মা শা আল্লাহ!
আল্লাহ সর্বোত্তম শ্রবনকারী, তিন আপনার কামনা-বাসনা-প্রার্থনা কবুল করে নিন!
কবিতায় ভাল লাগা + +

১৩ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহখাইরানভাইয়। ভালো ও নিরাপদ থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.