নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» প্রকৃতির ছবি, দেশের ছবি (ক্যানন ক্যামেরায় তোলা-৭)

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:০০

বিভিন্ন সময়ের তোলা কিছু ছবি ।
১। পিটুনিয়া


কেমন আছেন সবাই? কেমন ছিলেন? বন্দিত্বের দিনগুলোতে। অনেক দিন গ্যাপ হয়ে গেলো পোস্ট দিচ্ছি না। বন্দি থেকে থেকে হয়রান হইতে হইতে অফিস করছি এখন। বাসায় কখন কিভাবে কেমন করে সময় গেলো চলে তার হিসাব মিলাতে পারি না। বেহিসাবি দিন ছিলো, কোনদিন কোন বার তাও খেয়াল ছিলো না। কেবল সোয়া বারোটায় আযান পড়লে বুঝি আজ শুক্রবার । ঘুমগুলোও উধাও হয়েছিলো। ক্লান্তি নাই তাই হয়তো ঘুমও চোখে ছিলো না রাত দুটো বেজে যেতো ঘুমুতে যেতে। ফযরের নামাজ পড়ে ঘুমাইছি ১০ টায় উঠছি। রমজানে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। রোজা রেখে অফিস করা কষ্টকর খুব। হেঁটে যাওয়া আসা পিপাসা পেয়ে যেতো। এবার অন্য রকম রোজা আহা শান্তি। আল্লাহ তাআলা আমাদের নিরাপদে রেখেছেন আলহামদুলিল্লাহ্ ভালো আছি পরিবারের সবাই। কিন্তু আর কতদিন ভালো থাকতে পারবো তা জানি না। সতর্ককতায় যদিও চলি তবুও যেনো সংকোচ থেকে যায় । আর কত সতর্ক থাকা যায় । এটা ছুঁয়ে দেই ওটা ছুঁয়ে দেই উফ।

আর এখন বেশী বেশী চোখ চুলকায়, নিজের হাতটাই নিজের দুশমন হয়ে গেলো। কবে যে মুক্তি পাবো এই বন্দি দশা হতে। মুখোশ পরে বেশীক্ষণ থাকতেও পারি না । কী যে হবে আল্লাহ জানেন। আল্লাহ ভরসা আল্লাহ্ আমাদের রক্ষাকারী।

২। সোনরগাঁও


৩। প্রজাপতি


৪। চুনারুঘাটের চা বাগান


৫। নাম জানি না ফুলের


৬। আতাফল


৭। খানা দানা, ডাল পিঠা


৮। চন্দ্র মল্লিকা


৯। কালো মরিচ ফুল


১০। উড়ে যায় বকপক্ষী, সোনারগাও


১১। বুনোফুল , শিয়ালমুখী


১২। বৃক্ষমেলার আম


১৩। মা ও ছানারা


১৪। সাদা হলুদ গোলাপ


১৫। চা পাতা smile


মা হাসান ভাইয়ারে আমটা খেতে দিলুম। হাত সেনিটাইজ কইরে খাইয়েন :)

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর ছবি।

আমরা এখনো বন্দী আছি । মুক্ত হতে পারিনি।

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আমরা মুক্ত তবে ভয় খুব মনে । আল্লাহ ভরসা

২| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:১২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৫ নম্বর টা সম্ভবত অর্কিড ফুল;
৬ নম্বর টা আমরার দেশে শরিফা কয়!
৭ নম্বর টা আখাউড়া রেল স্টেশনে এক খালার পিঠার দোকান থেকে খেয়েছিলাম - সিলড যাওয়ার সময়!
০০---আপনার ছবি অসাধারণ এ কথা বলাবাহুল্য।

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শরোফা অন্য রকম আমরা যেটাকে বলি । বুঝি না উল্টা পাল্টা হলো গেলো আতাফল এটাকেই জানতাম । এখন শরীর সমানটাকের আতাফল কয় আর আমরা কই শরোফা

অনেক মজার পিঠা। দাওয়াত রইলো।

৫ নাম্বার ফুল অর্কিড নয় ভাইয়া। এটা রাস্তার পাশে বেড়ার মত করে যে গাছ সে গাছের ফুল । কাটা মেন্দি মনে হয়

৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ৮ আর ১৩ সবচেয়ে ভালো হয়েছে।

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৪| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:২২

তারেক ফাহিম বলেছেন: সত্যি তাই, নিজের হাতই নিজের দুশমন।

অনেকদিন পর চমৎকার সব ছবি ব্লগ নিয়ে হাজির হলেন।



০১ লা জুন, ২০২০ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে এত চোখে যেতো না হাত এখন বার বার চুলকায় নাকে হাত যায় কী যে অবস্থা। আল্লাহ আমাদের নাজাত দিন এই অশুভ সময়ের হাত থেকে।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন ভাইয়া

৫| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩০

ঢাবিয়ান বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে ভাল লাগলো। ছবি বরাবরের মতই অসাধারন

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ঢাবিয়ান
প্রিয় ব্লগাররা সুস্থ আছেন দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ।

সুন্দর ও নিরাপদ থাকুন সেই দোয়াই থাকলো
ফি আমানিল্লাহ

৬| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ নম্বর ফুলের নাম : কাঁটা মেহেদি
অন্যান্য ও আঞ্চলিক নাম : বেড়া মেন্দি, দুরন্ত, নীলকাঁটা (হিন্দি)
Common Name : Sky Flower, Variegated Sky Flower, Duranta, Honey drops, Golden Dewdrop, Dew Drop, Pigeon Berry, Honey drops, Geisha girl plant.
Scientific Name : Duranta erecta

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। কাঁটা মেহেদী ভেবেও মনে হয়েছে যদি ঠিক না হয়

ভালো থাকুন

৭| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: https://forum.projanmo.com/topic56233.html
আতা-সীতার আসল পরিচয় জানতে পারবেন।

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরিফা আর নোনা
অথচ আতাফল আর সরিফা আলাদা বলেই জানতাম

জানার মাঝেও কত ভুল
থ্যাংকু ভাইয়া

৮| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৬

মা.হাসান বলেছেন: বৃক্ষ মেলা কবে হলো? গতবছরের টা?
দু-তিন দিনের ব্যবধানে পরপর দুটো বড় ঝড়ে আমের বড় ক্ষতি হয়েছে । এবার ফটো দেখেই আমের সাধ মিটাতে হবে। এত বড় আম কিরপিনতো একবারে খাবে না, কম করে এক সপ্তাহ ধরে খাওয়া যাবে। হ্যান্ড স্যানিটাইজেশনের জন্য আমি আবার সাবান স্যাভলন ব্যবহার করিনা ; মাননীয় পিপিপি মন্ত্রীর একখানা ছবি ঝুলাইয়া রাখছি, প্রয়োজনমতো পানিতে চুবাইয়া সেই পানিতে হাত ধুইয়া নেই। আমাকে আম খানা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

কাটা মেন্দি বা দুরন্ত ফুলের নাম জানা ছিল না। আপনারে আর জলদস্যু ভাইরে অনেক ধন্যবাদ। আতা-নোনার জন্য জলদস্যু ভাইকে আরেকটা ধন্যবাদ।
দুই পা ওয়ালা বক আগে খুব একটা দেখেছি বলে মনে পড়ে না।
ছোটবেলায় একটা ফুলকে সন্ধ্যামালতী বলে চিনতাম। আপনি যেটাকে পিটুনিয়া বললেন , দেখতে একই রকম। পেঁপের বিচির মত আকারের কালো কালো বিচি হত। দুটো একই ফুল না আলাদা ফুল বুঝলাম না।

এতদিন পরে যাও পোস্ট দিলেন, তাও কবিতা না। মনটা খারাপ করে দিলেন। তবে সুস্থ আছেন, এটাই আসল কথা। আল্লাহর কাছে লাখো শুকরিয়া।
পরের পোস্টে কবিতা উপহার দেওয়ার জন্য দাবি জানাইয়া গেলাম।


০২ রা জুন, ২০২০ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃক্ষ মেলা ২০১৮ সালের। আর যাওয়া হয়নি। আমের জন্য কষ্ট লাগে। তবে বদ মানুষরা আমে ঔষধ দেয় বলেই মনে হয় এই শাস্তি পেয়েছে ব্যবসায়ীরা। হাত স্যানিটাইজ করে নেবেন আমার খাওয়েনের সময়।

সন্ধ্যা মালতি আর পিটুনিয়া আলাদা ফুল । সন্ধ্যা মালতি ফুলের ছবি দিয়াম নে সময়মত।
কাঁটা মেন্দির ফুল আসলেই সুন্দর।
বক কী তিন পা ওয়ালা আছে নাকি। আমি জীবনেও দেখি না। আর এটা কৃত্রিম বক কিন্তু :)

হাহাহাহা কবিতা দিয়ে সয়লাব করে দেবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন না দিয়া পারতাম না ভাই,,,,,, আল্লাহ ভরসা অপেক্ষায় থাইকেন কিন্তু :)

আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তবে অফিস পালা বদল করে করবো বলে সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ ভরসা ।
ভালো থাকুন আপনিও নিরাপদে থাকুন

৯| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সুপারডুপার বলেছেন: দেশে ভালোই সুখে আছেন। বাসায় থাকতে সময় পান না, কিন্তু অফিসে থাকতে সময় পান।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে রেখেছেন। বাসায় সময় পাই না অথবা অফিসে সময় পাই তাতে অসুবিধা কী?

না সত্য বলা যাবে না?

কলাবাগানও এ ধরণের মন্তব্য করেন। কেনো করেন বুঝি না।

১০| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: সব কিছু গুলো ছবি সুন্দর।

আচ্ছা, প্রজাপতির ছবিটায় দেখলা্ম পাখাটা একটি নেই।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

পাখা ভেঙ্গে গেছে মনে হয়

১১| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন আপনি কেমন আছেন? আমার দুই ভাইগ্না কেমন আছেন?
ডাল পিঠা (ঝাল পিঠা) সাথে তেতুলের সস আমার খুবই প্রিয়।
দোয়া করি বোন ভালো থাকুন। নিরাপদ থাকুন।


০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ওরাও ভালো আছে। বড় ছেলে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক শেষ করলো আলহামদুলিল্লাহ্

অনেক ধন্যবাদ । ভালো থাকো স্বপরিবারে দোয়া করি

১২| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চোখ জুড়িয়ে গেল!! কোনটা রেখে
কোনটাকে বেশী মার্ক দিবো বুঝতে
পারছিনা। সব গুলোই ছবি আপার
মতো সুন্দর (!) নাকি সুন্দরী !!
এই লেখায় আর এক ছবির দিকপাল
মরুভূমির দস্যুকে পেলাম। সেও খুব
ভালো ছবি তোলে। উভয়কে ধন্যবাদ

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৩| ০১ লা জুন, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর এবং জীবন্ত ছবি । ভালো লাগলো ছবি দিদি।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১৪| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার পোস্ট। ছবিতে আপনি ব্লগ সেরা আপু। ++


শুভেচ্ছা নিয়েন।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন নিরন্তর

১৫| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫৮

কাছের-মানুষ বলেছেন: চমতকার হয়েছে ছবিগুলো।
মুগ্ধ হয়ে দেখলাম।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন নিরন্তর
শুভেচ্ছা রইলো

১৬| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন: ছয় নম্বর ফলটাকে আমাদের এলাকায় লেওয়া ফল বলে। ছবিগুলো অসাধারণ, পোস্ট ভীষণ রকম ভালো লাগলো।
শুভকামনা।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একেক এলাকায় একেক নাম
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
সুন্দর সময় হোক আপনার

১৭| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: খুব!!!!!!!!!!!!!! সুন্দর!!!!!!!!!!! আপুনি!!!!!!!!!!! :)

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। তোমার পোস্ট দেখি না অনেক দিন হলো। হাবিজাবি পোস্ট একটা দিয়াই ফালাও :)

১৮| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সব গুলো ছবি সুন্দর। আসলেই সুন্দর।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবারও ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৯| ০১ লা জুন, ২০২০ রাত ১০:১২

নজসু বলেছেন:


লাইক।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান সুজন ভাইয়া
ভালো থাকুন নিরন্তর

২০| ০২ রা জুন, ২০২০ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

২১| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:১৬

রোকনুজ্জামান খান বলেছেন: বক পাখির পা দুটো চমৎকার লেগেছে। এবং কি সব ছবি গুলোই আমাকে মুগ্ধ করেছে। আপমার হাতে তোলা ছবি মানেই অন্যরকম কিছু।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

২২| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:১৭

রোকনুজ্জামান খান বলেছেন: বক পাখির পা দুটো চমৎকার লেগেছে। এবং কি সব ছবি গুলোই আমাকে মুগ্ধ করেছে। আপনার হাতে তোলা ছবি মানেই অন্যরকম কিছু।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

২৩| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৩৮

মিরোরডডল বলেছেন: ছবি আপু অনেকদিন পর । ভালো আছো জেনে ভালো লাগলো ।
ডাল পিঠাকে কি পাকন পিঠা বলে আপু ?
অনেকদিন পর চন্দ্রমল্লিকা দেখলাম । সুন্দর ছবিগুলো ।

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আপি ভালো আছি। আপনি ? আপনিার পরিবারের সবাই কেমন আছেন।

না আপা ডাল পিঠা আর পাকন পিঠা আলাদা। ডাল পিঠা হলো ভিতরে ডাল দেয়া হয় আর সেটা ঝাল। আর পাকন পিঠা মিষ্টি চিনির সিরায় দিতে হয়।

জাজাকিল্লাহ খাইরান

২৪| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি!!

০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২৫| ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০১

কাওসার চৌধুরী বলেছেন:
আপা, চমৎকার সব ছবি তুলেছেন। খুব ভালো লাগলো দেখে।

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ভালো থাকুন
শুভেচ্ছা সতত

২৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৩৭

মিরোরডডল বলেছেন: ভালো আপু , থ্যাংকস ।
ভিতরে ডাল আর ঝাল হয় । তারমানে অনেকটা ডালপুরির মতো ।
ছবি আপু চায়ে ডুবিয়ে ডালপুরি খেয়েছো ? অনেক মজা :)
ডাল পিঠাও সেরকম হবে ।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ঝাল পিঠা চায়ে ডুবাইয়া মজা লাগে না :) হ্যা অনেকটা ডালপুরির মতন।

থ্যাংকস আপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.