নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» চায়ের সাথে আজ......

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২৩

১। অফিসে চা পানের দৃশ্য



প্রতিদিন এক কাপ দুধ চা সকালে আর বিকেলে র চা পান করি। আর অফিসে পান করি মসলা চা অথবা গ্রীণ চা। ছবি তোলা একটা নেশার কাজ। সবকিছুরই ছবি তোলা হয়ে যায় রোজ রোজ এবং চায়ের ছবিও মিস যায় না। আর ছবি ক্লিন আসলে মন ভালো হয়ে যায়। চায়ের ছবিগুলো স্যামসাং এস নাইন প্লাসে তোলা। চা নাকি নেশার মত তবে আমাকে কোনো কিছুই নেশা ধরাতে পারে না একমাত্র লেখালিখি ছাড়া। চা সেই ছোটবেলা থেকে খাই, যেহেতু চা এলাকায় জন্ম। আগে দিন চার পাঁচ কাপ হয়ে যেত এখন চিনি দিয়ে মাত্র দু বার খাই আর চিনি ছাড়া মসলা চা কয়েকবার।

এই চা নিয়ে অনেক লেখা আছে আমার, যখনই চায়ের ছবি সুন্দর হয় মন ভালো থাকে তখনই লেখালেখি হয়ে যায়। এত পরিমাণ লেখা এখানে দিলে বিরক্ত হই যাবেন তাই দিতাম না। চায়ের ছবি আর অসংখ্য আসে ভবিষ্যতে লেখার সাথে দিয়া দিয়াম........ ভালো পাইলে ভালা না পাইলে ও ভালা...... ভালো থাকুন সবাই, আল্লাহ সবাই সুস্থ ও সুন্দর রাখুন এই কামনা করছি। সবাই নিরাপদে থাকবেন, হাত ধুবেন, মাস্ক পরবেন আর আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।

২। বাসায় চা পানের দৃশ্য..... ফ্যানের বাতাসে চায়ের রঙ পাল্টে গেছে


৩। গাছাগাছালির সাথে দুধ চা


৪। অফিসে চা পানের সময়


©কাজী ফাতেমা ছবি
=সকাল কাব্য=
মিষ্টি সকাল হীমেল হাওয়া
চায়ে চুমুক বেলা
এসো ভাসাই সুখের তরে
ভালোবাসার ভেলা।

এই যে সকাল সুরের পাখি
ডাকছে বসে ডালে
এসো লাগাই স্নিগ্ধ ছোঁয়া
শিশিরের জল গালে।

ধোঁয়া উঠা চায়ের কাপে
চুমুক দেবে ঠোঁটে!
এমন সকাল বিতৃষ্ণার নয়
নয়কো কষ্টের মোটে!

বারান্দাতে ঠাঁয় দাঁড়িয়ে
দেখো আলোর ধরা,
কেটে যাবে আলসেমী সব
মনের যত খরা।

হাতে থাকুক গরম কফি
টোস্টের স্বাদে অল্প
দুজন মিলে দেই না জুড়ে
এসো দেখি গল্প।

সকাল শুরু হউক না সুখে
মুগ্ধ আলোর ছোঁয়ায়
মন যেনো না ভরে শুনো
বিষাদের রঙ ধোঁয়ায়।

শোকর গুজার করো প্রভুর
আছো অনেক সুখে
আছি সুখে তাঁরই দয়ায়
শান্তি নিয়ে বুকে।
October 29, 2018

৫। আমার টবে একটা ঘাস হয়েছে, সে ঘাসে ফুল ফুটেছে, চায়ের আয়না সেটাকে তুলছি । কিন্তু বারান্দার সামনে সুন্দর না বস্তি এলাকা sad


৬। চায়ের আয়না আমগাছের ছবি


৭। একদিন চাপটি বানাইয়া র চা দিয়া খাইছিলাম


৮। অফিসের মসলা চা, এখানে চা পাতা দেই নাই, দাড়চিনি এলাচি আর আদা


©কাজী ফাতেমা ছবি
#চলো শহর চষে বেড়াই
ভূতুড়ে শহরের বুক বেয়ে, চলো হেঁটে চলি পথ হতে পথে,
আহা এখানে আজ জন কোলাহল নেই, নেই চায়ের কাপে কথার ঝড়;
দোকানে দোকানে বন্ধ শাটার, শাটারের নিচে কেবল নিরবতা।

চলো শীত উপেক্ষায় রাখি আজ, ভুতুড়ে শহরটা হোক আজ আমাদের
এপথ ছেড়ে ওপথে, দিকহারা হই তুমি আমি,
ভেস্তে যাক নির্বাচনের সুরাসুর সব,
আতঙ্ক ভেসে যাক পৌষের হাওয়ায়,
নিঃশ্বাসে টানি মুক্ত হাওয়ার আর নিঃশ্বাসে ছাড়ি শীতের ধোঁয়া,
পরিচ্ছন্ন শহরের পিচ ঢালা পথ আর সাদা আলোর ঝলকানিতে চলো না আজ হারিয়েই যাই,
রাত্রির চোখে দেখি শহরের মনোমুগ্ধকর ছবি।

যেখানে দৈত্য যানের কালো ধোঁয়া নেই,
নেই যানজটের হাহাকার সময়,
চারিদিকে কেবল নিরবতার ছায়া।

চা কফিতে চুমুক লাগিয়ে নাইবা করে নিলাম দেহ গরম
ঠোঁট নাড়তেই ধোঁয়া, আহা শীতের পরিপূর্ণ আমেজ,
হিম হাতে ধরে নিয়ো হাত আমার,
কুয়াশার চাদরে ঢাকা শহর আমরা আর
শুভ্র রঙ চাদরে গা মুড়িয়ে তুমি আমি আজ শহরটা চষে বেড়াবো,
দেখে নেবো যারা বস্তা পেঁচিয়ে ফুটপাতে শুয়ে আছে তাদের জীবন যাপন,
দেখে নেবো নেড়ি কুকুররা কি করে স্বাধীনতায় ঘুরে বেড়ায় অলিগলি!

শহরের পথে পথে যে গাছের সারি ছায়া হয়ে আছে
জেনে নেবো তাদের মনে কী আছে? শহর ওদের বন্ধু না শত্রু!
যদি থাকো রাজি, তবে চলো এখনি, এমন ক্ষণ আর পাবো না কভু,
ঘুমের দেয়াল ভেঙ্গে আজ তুমি আমি রাত পাহারা দেই।
December 29, 2018
(নির্বাচনের সময় লিখছিলাম)

৯। বাসায় চা পানের দৃশ্য


১০। চিরাভাজার সাথে চা


১১। টোস্টের সাথে চা পানের দৃশ্য


১২। সবুজের সাথে চা পানের দৃশ্য


১৩। অফিসের মসলা চা


১৪। মিল্ক ম্যারির সাথে দুধ চা


©কাজী ফাতেমা ছবি
#এই_নাও_ভালবাসার_বিষ_নির্দ্বিধায়_চুমুক_দাও_পেয়ালায়
এমন ভেজা প্রহর, এই শুনো ভালবাসতে ইচ্ছে করছে খুব। পাতলা কাথায় জড়িয়ে টিভির মাঝে চলো ডুবে যাই । উহু দুটো কাথা দুজন গায়ে গা ঘেঁষে সোফায় বসি চলো। এই চা খাবে? নাকি চুমু খাবে-একটা বেছে নাও! তিন সেকেন্ড সময় ওয়ান টু থ্রি.... চা! ওকে তুমি নিরাশ হয়ো না তবে! কত ভালবাসা সম্মুখে হাতছানি দিয়ে ডাকছে, শুধু অপেক্ষার হাত ছুঁয়ে থাকো। জীবন তো এমনই, চাওয়াগুলো গোপনই রাখতে হয়...

তুমি টিভিতে মন ডুবিয়ে দিলে যে বড় অহ মাই গড, আমার চেয়ে তিশাকে ভাল লাগছে। আচ্ছা তুমি মোশাররফ করিমের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছো? তিশা কি সুন্দর করে বলছে পাগল-আর জবাবে বলছে পাগলি হয়ে গেলেই পারেন- আহা রোমান্টিক। কিন্তু তুমি রোমান্টিকতা দেখেই গেলে শিখলে না কিছু...

হা হা হা দেখো না কি বলছে, তিশাকে দেখার ছলে বেচারা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছে-
ম-আরে আপনি এখানে
তি- কসমেটিক্স কেনাকাটা করছি। আপনি এখানে?
ম- টিভি কিনতে এসেছি
তি-মানে? ডিপার্টমেন্টাল স্টোরে টিভি
ম-আরে না না, ফ্রিজ কিনতে এসেছি
তি-আপ্নার মাথাটা গেছে।
ম- না না, আচ্ছা এখানে টিভি ফ্রিজ রাখলেও পারত তাই না
তি- আসলে আপনি আমাকে দেখতে এসেছেন তাই না? তো দেখতেই যখন এসেছে আমার কেনাকাটায় একটু হেল্প করলেই পারেন।
ম-কেনো নয় কেনো নয়, নিশ্চয়ই!
হা হা হা কি রোমান্টিক....

এলোমেলো শব্দের জলসিঁড়ি আহা আরো রোমান্টিক - কি অদ্ভুত সুন্দর নাম নাটকের, এই শুনো এই কয়েকটি শব্দ দিয়ে তুমি আমায় একটা কবিতা দিবে? এতো ছন্দ মনের ভিতর, তবু আমার জন্যই বা কেনো ছন্দ নেই। না, আমাকে ছন্দ দিয়ে ছুঁয়ে দিবে না? তিশাকে দিবে? হা হা তা দিতেই পারো।

এই মুহুর্তে আমি ছন্দ চাচ্ছি কিছু, জীবনের কিছু অদ্ভুত চাওয়া শুধু মনের নীল চাদরে মোড়ানোই বা কেনো থাকে? আমার মন তোমার মন - যেনো বর্ষা আর চৈত্র... দেখো তোমার অনুভুতি দিয়ে আমায় অনুভব করো... থই থই প্রেম বর্ষণ ছলাৎ ছলাৎ যেনো উথাল পদ্মা নদী... আর তুমি চৈত্র নিয়েই পড়ে থাকো... পদ্মা থেকে জল নিবে গো জল? ইচ্ছে হচ্ছে ঢেলে দেই গোলাপী জলের খানিকটা.... হা হা হা

ধ্যত্তেরি চা তো ঠান্ডাই হয়ে যাচ্ছে গো, যা চেয়েছো ভুল করে চাওনি সে বুঝেছি...এমন ভেজা প্রহরে চুমুর চেয়ে চা-টাই বেশি প্রয়োজন... এই নাও... নিরাশ হতে না করেছিলাম তো, এই দেখো চায়ের কাপে ভালবাসা মিশিয়ে দিলাম, পান করো নির্দ্বিধায়। আর শুনো আমার জন্য ভালবাসারা অপেক্ষায় থাকে... চা ঢালতেই এমন ভালবাসার শিহরণে কাঁপিয়ে দিয়ে সেই অদ্ভুত ভালবাসার চিহ্ন ভেসে উঠল...চায়ের কাপে! তুমি কি বিশ্বাস করলে... নাও এবার পান করো... ভালবাসার তৃপ্তিতে, চুমুয় ভরিয়ে দাও.. ধোঁয়া ওড়া কাপের অধরে!
November 5, 2016

১৫। এক বিকেলে সূর্যের সাথে র চা পানের দৃশ্য


১৬। বিস্কিট চা


১৭। সন্ধ্যায় চা পানের দৃশ্য


১৮। অফিসের সবুজ চা


১৯। বৃষ্টির বিকেলে র চা


২০। ফেরদৌসা রুহী আপুর সাথে দেখা করা দিনের কফি পান করেছিলাম সবাই মিলে



©কাজী ফাতেমা ছবি
#মফিজ_চাচার_টঙ
যে কাপে চা খেয়েছে আব্দুল-সে কাপে চা খাবে মোস্তফা
কত ঠোঁট ছুঁয়ে যাবে একেকটি কাপ
কত ইতিহাস মফিজ চাচার চায়ের সে টঙ।

কখনো চায়ের উষ্ণতায় ঠোঁট ছুঁয়ালো ঘামে ভেজা রিক্সাওয়ালা
আহা কি আয়েশী ঢঙ-সেই মফিজ চাচার টঙ
হাতে সিগারেট ধোঁয়া উড়ে-ধোঁয়া টেনে নেয় ক্লান্তি
চায়ের কাপে ধোঁয়ার ছোঁয়া-সে কাপে চা খাবে এখন রাতুল।

কলেজ পড়ুয়া বালক-সদ্য গজিয়েছে তারুণ্যের পালক
বন্ধুর ঝাঁক-হইচই, হাহা হিহি হাসি
চাচা-দেন এক কাপ চা দেন, এক সিগ্রেটও দিয়েন
এই তোরা চা খাবি, না বিড়ি (হাসির রোল)
সেই কাপ-রিক্সাওয়ালা ভাইয়ের ঠোঁটের ছোঁয়া
ধুয়া উড়া সেই কাপে ফের উষ্ণতা আসে ফিরে
এক কাপে কত ঠোঁটের ছোঁয়া....... সে এক বিরাট ইতিহাস!

প্রিয়ার ঠোঁটে যে প্রেমিক এঁকে দিয়ে এসেছে প্রেম
সে কাপে সেও রাখে ঠোঁট,
কুলে মজুর কিংবা শ্রমিকের ঘামের ফোঁটায় আক্রান্ত কাপ
নিজেকে বড় ধন্য মনে করে হয়তো।

কত ক্ষোভ মনে নিয়ে কেউ পান করে চা
কারো হৃদয়ে লেপ্টে আছে কত ঘা
মফিজ চাচার সেই টঙ-ছড়িয়ে আছে কত ঢঙ।

চা গরম চা গরম-উত্তপ্ত চায়ের কেৎলি-টগবগ
ধোয়ায় আচ্ছন্ন চায়ের টঙ, কেৎলির মুখে শত আঘাত চিহ্ন
পুড়ে পুড়ে ছাই-কেৎলি বলে ওরে আমি আর নাই!

চায়ের পাতায় সেজেছে কেৎলি-সেও এক বিরাট ইতিহাস
কেৎলি না থাকলে-কাপের ইতিহাস মলিন পাতায়, অস্থিত্ব নেই।
কত চোখের জল মফিজ চাচা সয়েছে ধোঁয়ায় ধোঁয়ায়..
ঘামের ফোঁটা গড়িয়ে পড়ে কাপে-
সে কাপে ঠোঁট ছোঁয়াবে এখন স্নিগ্ধা
স্নিগ্ধ ঠোঁট গোলাপী লিপস্টিক
আহা কাপ পাবে গোলাপী ঠোঁট ছোঁয়া প্রেম।

লেগে থাকবে গোলাপী অংকিত ঠোঁট চায়ের কাপে
কত আয়োজন-সেই বিহান থেকে বৈকাল অবধি
চায়ের ধোঁয়ায় সকাল শুরু-চায়ের ধোঁয়ায় বেলা শেষ-
জোয়ান থেকে মফিজ চাচা বার্ধক্যের দ্বারপ্রান্তে
কত চায়ের কাপ সাজিয়েছেন-কত জল ঢেলেছেন কেৎলিতে
যদি মাপা যেতো তবে-এক সমুদ্দুর জল হতো বুঝি!
বংশাক্রমিক হয়তো টঙে বসবে তার ছেলে-তিনি তখন এলেবেলে
এসো চা করি পান- মফিজ চাচার টঙ আহা মনে কত রঙ।
May 2, 2017

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: সরি আপা, চা পান করি না।

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা দাদা ... চা পান না করলেও ভালো

ধন্যবাদ অনেক অনেক

২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: আপা, ৫ নং ছবিটা বেশি সুন্দর।

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক ইউ দাদা, ভালো থাকুন অনেক অনেক

৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

চা আমার খুব প্রিয়। চাফি হলে তো কথাই নেই! একবার হলেও রোজ একবার পান করি।

ছবিগুলো অসাধারণ! কত সাইজের সেগুলো?

অগ্রিম ধন্যবাদ।

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ,... ক্লান্ত সময়ে চা পান করলে শরীর আসলেই চাঙা হয়

এগুলোর সাইজ অনেক বড় কিন্তু আমি এখানে দিয়েছি ৮০০*৬০০ সাইজে

৪| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বরষার প্রথম দিনে চায়ের এই লোভনীয় নিমন্ত্রণ!

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজকে বর্ষার প্রথম দিন
মনেই ছিলো না
ধন্যবাদ ভাইয়া আপনাকে
ভালো থাকুন

৫| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ১০ নম্বর যদি আমারে না কাওয়ান আমি কিন্তু কইয়া দিমু!

১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা খাওয়াইয়াম একদিন ইনশাআল্লাহ

জাজাকাল্লাহ খাইরান

৬| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫৫

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার চা এর আয়োজন!
চায়ের দাওয়াত পেলে মন্দ হতো না। ছবি আপু।
উল্লেখ্য যে, চা আমার প্রিয় সারাদিন কমপক্ষে তিন বার চা না খেলে মন মেঝাজ ফুরফুরে হয়ে উঠৈ না।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চা আহা।

ইদানিং মসলা চা বেশী খাই

৭| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫৭

পদ্মপুকুর বলেছেন: চা সমগ্র দেখে নিজেও এক কাপ নিয়ে বসলাম।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: র না দুধ চা....। র চা খেতে খেতে এখন দুধ চা ভালো লাগে না
তারপরও এক কাপ খাই সকালে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৮| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা প্রজন্ম থেকে প্রজন্ম টোস্ট খাচ্ছি। আর চা টোস্ট হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ট বাংলাদেশী নাস্তা।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছো ভাইয়া
আমিও খাই সব সময়

থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকো সবাইকে নিয়ে

৯| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৬

পদ্মপুকুর বলেছেন: র' চা। ফেসবুকের ডাক্তারগীরিতে এখন আর দুধ চা খাওয়ার সুযোগ নেই। =p~

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই
তবে র চাই ভালো আমার মনে হয়

আর চিনি ছাড়া আরও ভালো
যা আমি পারতেছি না এখনো :(

থ্যাঙকু

১০| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: সিলেটের নানা রংয়ের চা খেয়েছেন আপনি ?

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া লেয়ার চা খাওয়া হয়নি এখনো

দেখিই নি

ধন্যবাদ ভাইয়া

১১| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ!! এত চা দেখে সত্যি চা খেতে ইচ্ছে করছে। আমি যদিও কফি পছন্দ করি। তবে বানাতে পারলে চায়ের চেয়ে উত্তম আর কিছু হয় না।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কফি বাসায় বেশী বানাইনি কখনো। বাইরে গেলে কফি খাই

আর আমাদের অফিসের থার্ড ফ্লোরের কফি মাশাআল্লাহ
জামাইর কাছে গেলে মাঝে মাঝে খাই

ধন্যবাদ ভাইয়া

১২| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩

বিজন রয় বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তবে বানাতে পারলে চায়ের চেয়ে উত্তম আর কিছু হয় না।

আচ্ছা কা_ভা, চা এত কি উত্তম একটু যদি বলতেন!

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা চা খেলে আসলেই শরীর মন চনমনে হয় আলস্যতা কাটে

এখন তো সারাদিনই র চা খাওয়া হয় , গরম পানি বেশী খাওয়া প্রয়োজন এখন তাই

১৩| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:০৩

মা.হাসান বলেছেন: প্রতিটি ছবির সাথে অন্তত একটি করে কবিতা না হলে জমবে কি করে? অভিযোগ রয়ে গেল।

আমারও কোন নেশা নাই। চার বছর ধরে ব্লগে কবিতা পড়ছি, লাইক দিচ্ছি, আর অকবিদের গালিগালাজ করছি; একদম নেশা হয়নি।

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ভবিষ্যতে আপনার ইচ্ছা পূর্ণ হইবে ইনশাআল্লাহ।

নেশা নাই বললেই হইলো.....। এই ব্লগটাই তো এক নেশা,,,,,,,,, রাত দিন কয়বার আসেন কন তো দেহি!

:) অকবিদের মাঝখানে আমিও ছিলাম কিন্তু , কিন্তু গালি শুনিনি আজও... হাহাহাাহ ভাগ্যবান আমি

জাজাকাল্লাহ খাইরান
স্বপরিবারে সুস্থ থাকুন দোয়া রইলো

১৪| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৮

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
চা নিয়ে চমৎকার পোস্ট পড়লাম । একটু পরেই চা
খাবো । ভালো থাকুন সবসময়।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন

সুন্দর সময় কাটুক

১৫| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: করোনার দিনগুলি শেষ হোক সে দেখা যাবে
চাপের সাথে চা সাথে নীল চুড়ি ব্যাপারখানা কি?

চা দারুন পানীয় ক্লান্তি করে দূর যেন তের নদী সাত সমুদ্দুর । :)

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা চা আর চুড়ি দুইটাই চ দিয়া লিখতে হয়

আপনার অপ্সরারে জিগান

থ্যাংকু ভাইয়া

১৬| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো।২০নং ছবিটা খুবই সুন্দর ।প্রথম দেখা

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৭| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন: মালাই চা আপু । সাথে গরম গরম পেঁয়াজু ।
ঝাল মরিচ পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মুড়ি মাখা হলেও চলবে ।
তা কবে খাওয়াবে ছবি আপু :)

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ দারুন মজা হবে। আচ্ছা সবই হবে.... একদিন খাবো ইনশাআল্লাহ

সময় ভালো হয়ে উঠুক ইনশাআল্লাহ

জাজাকিল্লাহ খাইরান আপি

১৮| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: বাহ চা-ময় পোষ্ট।
সুরভিকে মাত্র বললাম আমাকে এক কাপ চা দাও। কারন চা দেখলেই আমার খেতে ইচ্ছা করে।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কোনোদিন ভাবীকে বানায় খাওয়াইয়েন

থ্যাঙকু

১৯| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩১

মনিরা সুলতানা বলেছেন: আমিও চরম চা খোর আপু !
দারুণ লেখা আর ছবি ।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আহা একদিন এক আড্ডা হবে ইনশাআল্লাহ আইসক্রিম আর চা কফি খাবো এক সাথে ইনশাআল্লাহ

জাজাকাল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেক অনেক

২০| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৮

করুণাধারা বলেছেন: আমি তেমন চা খোর না, তবে চায়ের ছবি দেখতে ভালো লাগলো।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতেই হবে আপি। মাঝে মাঝে খাইয়েন শরীর চনমনে হবে ইনশাআল্লাহ

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

২১| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:১৮

রাকু হাসান বলেছেন:


চা চা চা চা চা খালি চা B-)) । খাওয়া বাদ দিয়েছি । অন্য কিছু দেন... B-)

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা অন্য খানাদানা দেবো নে। অপেক্ষায় থাকুন
দাওয়াত রইলো

২২| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



এতো এতো সুন্দর সব ছবি! চমৎকার ছবি তুলেন আপনি। আমি সারাদিন চায়ের সাথে থাকি। চা নিয়েই আমার সময় কাটে। তবে কাপ চা নয়, চা পাতা! আমার কোম্পানীর মডেল করলে এসব চা দারুণ জনপ্রিয় হবে।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কি চা বাগানে জব করেন? উফ দারুন তো

সব ছবি আপনাকে দিয়া দিলাম মডেল বানান

২৩| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার পোষ্ট, আহ্ চা আমার তৃষ্ঞা পাচ্ছে
....................................................................
আমার কাছে বিভিন্ন দেশের চা আছে,
ইচ্ছে হলে ই বানায়ে পান করি আর
ঘ্রান নিয়ে বুদঁ হয়ে থাকি !!!
....................................................................

আসুন আমার বানানো এককাপ চা পান করুন

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কেউ বানায় খাওয়াইলে বেশী মজা হতো। তবে সবাই মজাদার চা বানাতে পারে না :)

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৪| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহ্ কতো চা যে এখানে, মনে চাইছে দৌড় দিয়ে আসি এসে চা নিয়ে যাই। চা আমার অনেক প্রিয়।

১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসেন ভাইয়া চা খেয়ে যান এসে, দাওয়াত রহিল :)

আল্লাহ তাআলা সময়টা সুস্থ করে দিন আগে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.