নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মারো জুতা তালে তালে...একটা দুইটা ধর্ষকের গালে..।

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৫



©কাজী ফাতেমা ছবি
=মারো জুতা ধর্ষক ধরে=
হীরার মনির ধর্ষক যারা
গালে তাদের জুতার বাড়ি,
শিস্ন কেটে কাম লালসার
পিছে এবার টানো দাঁড়ি!

তনু মিতু নুসরাত গেলো
এবার গেলো হীরা মণি,
কার পালা যে হবে এবার,
কার জীবনে আসবে শনি!

একেকটারে ধরে পিটাও,
আম জনতার সম্মুখ বেঁধে,
আর যেনো না কোনো মেয়ে,
বেঁচে থেকে না যায় কেঁদে!

জুতা মারো তালে তালে
মাথা থেকে পা পর্যন্ত,
মারো পিটাও লাত্থি মারো,
ঘুষি মেরে ফেলো দন্ত!

সারা মুখে মাখাও কালি
চুল টেনে তার ধরো দেখি,
এই ধর্ষকরা পথে ঘাটে
মুখোশ পরে সাজে মেকি!

ধর্ষক ধরো ধর্ষক মারো
জুতা মারো তালে তালে,
চড় থাপ্পড় কিল ঘুষি লাথি,
মারো ধর্ষকের দু'গালে!

এমন শাস্তি দিয়ো যেন
অন্য ধর্ষক কেঁপে উঠে,
আর যেন না কোন মেয়ের
ইজ্জত নিতে ধর্ষক ছুটে!

কোনো কথার ধার ধেরো না,
তালে তালে মারো লাথি,
কামের তৃষ্ণা দাও মিটিয়ে,
ভয়ে মরুক ধর্ষক জাতি!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুশান্তকে নিয়ে বগ্লে যেত লেখা আসছে । কিন্তু আমাদের হিরা মনি নিয়ে তেমন প্রতিবাদী লেখা আসেনি। বাচ্চা মেয়েটা ইজ্জত আব্রু হারিয়ে কবরে। জানোয়ারদের ক্রস ফায়ারই সঠিক হবে

১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত কষ্ট লেগেছে ভাইয়া বলার মত না .... এদের শাস্তি হয় না বলেই এরা এমন করে যাচ্ছে ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

২| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

নেওয়াজ আলি বলেছেন:

১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া বাংলাদেশে এখন মেয়ে লালন পালন খুবই কষ্ট
সারাক্ষণ মাথায় চিন্তা থাকে

আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে

৩| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১১

কল্পদ্রুম বলেছেন: কবিতা নিয়ে আসলে বলার কিছু পাচ্ছি না!ধর্ষকের শাস্তি অবশ্যই হওয়া উচিত।কঠিন শাস্তি।সাথে আমাদের সমাজের একটা পরিবর্তন আনা জরুরি।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কঠিন শাস্তি অবশ্যই হওয়া দরকার, কিন্তু সেটা কবে। কোনো ধর্ষকেরই ঠিকমত বিচার হয় না বলে এরা আরও সাহসী হচ্ছে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৪| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: প্রতিবাদী কবিতায় সমর্থন দিয়ে গেলাম ১০০%।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা.....

এদের একবার খুবই কঠিন শাস্তি হওয়ার দরকার কিন্তু সেটা কবে যে হবে :(

ভালো থাকুন

৫| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: জুতা মারলেই কি ধর্ষন বন্ধ হয়ে যাবে?

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু একটা করতে হবে
শাস্তি দিতে হবে
আর কী করার আছে

৬| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৫

পদ্মপুকুর বলেছেন: এ বিষয়ে আপনাকেই প্রথম পোস্ট দিতে দেখলাম অথচ বিদেশী একজন অভিনেতার মৃত্যুতে ব্লগে বেশ কয়েকটি পোস্ট এসেছে। আর ফেসবুকে চোখের পানি পানি অপসারণে ওয়াসা হোসপাইপ লাগিয়েছে!!!

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই দেখলাম এই কয়দিন, মানুষ পারেও বটে!

করোনাও ভুলে গেছিলো সুশান্তর জন্য

ধন্যভাদ আপনাকে
ভালো থাকুন

৭| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৫:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গতকাল ফেসবুকে প্রতিবাদি এটি কবিতাটি পড়েছিলাম
কিন্তু নেট সমস্যার জন্য মন্তব্য করা হয়নিভ।
আপু মুখ ও বধির হয়ে গেছি!!
কি প্রতিবাদ করবো আর
কার কাছেই বা বিচার চাইবো

চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।

যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব নিয়ে ইস্যুও হয় না ইদানিং
কেমন করে ওরা ছাড়া পেয়ে যায়

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৮| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদেরকে সভ্য হতে হবে ।
ভালো মানুষ হতে হবে।

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কবে হবো সভ্য :(

ধন্যবাদ মন্তব্যের জন্য

৯| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি মৃত্যুদন্ড সমর্থন করি না। এ ধরনের পিশাচদের মৃত্যুদন্ড হলেও তারা মুক্তি পেয়ে যায়। এদেরকে দরকার প্রিজনে ডান্ডাবেরী দিয়ে বেইজমেন্টের অন্ধকার সেলে রাখা - যাবজ্জীবন।



১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কঠিন শাস্তি পায় না বলেই আজ সমাজের এই অবস্থা

ধন্যবাদ ভাইয়া

১০| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৫

সাইন বোর্ড বলেছেন: জুতার বাড়ি দিয়ে এদের কিছু করা যাবে না, দরকার আরো কঠিন শাস্তি ।

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন শাস্তিই তো ওরা পাচ্ছে না ঠিক মত, এজন্যই তো এ দুদর্শা সমাজের

হীরা মনির জন্য কষ্ট লাগে খুব

ধন্যবাদ আপনাকে

১১| ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৩৯

করুণাধারা বলেছেন: এ পর্যন্ত একজনেরও কি কোন শাস্তি হয়েছে? হয়নি। তাই আজ ধর্ষকদের এত বাড়বাড়ন্ত!!

সত্যি যদি এই ধর্ষকদের খুঁটির সাথে বেঁধে রাখা হত, আর যার যেমন ইচ্ছা জুতাপেটা করতে পারত!!

কবিতায় +++

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শাস্তি হয় নাই আপি, তনু নুসরাত মিতু আরও কত গেলো এখন গেলো হীরা মণি
হীরা মণির কী দোষ ছিলো :( মায়ের কান্দন থেকে সহ্য হয় নাই, চোখে কান্না চলে আসে

জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন

১২| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আর কিছু নাহলেও কাব্যিক প্রতিবাদটুকু যে হয়েছে তাতেই একটি সুন্দর সমাজের কাম্য মানুষগুলো সুখী হবেন। ওরা মানুষ নয় মানুষ হতে পারে না। আমাদের সমাজ প্রতিরাও এখন অমানুষে পরিরনত হয়ে আছে।

১৮ ই জুন, ২০২০ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জানোয়াররা এই মহামারী কালেও থেমে নেই। বিচারহীনতায় ভুগছে এমন কত কেইস
মনে কষ্ট লাগে, এদের কঠোর শাস্তি প্রয়োজন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৩| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন সর্বদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.