নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মন জানলা তোমার বন্ধ কেনো?

১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৫৭


©কাজী ফাতেমা ছবি

জানলা তোমার খুলো, পর্দা টা তুলো,
ঘুরঘুট্টি অন্ধকার, নিবাত কক্ষ;
জানলায় তোমার কী, কেনো রাখো খিল এঁটে?

খুলো জানলা,দেখো ডাকছে ডাহুক, দুপুরে ঘুঘু
বন্ধ চোখে ভাবো ডাকছে তোমাকে শৈশব,
কৃষ্ণচূড়ার আবেগী ফুল, ডাকছে কুহু কুহু কুজন;
আম্র গাছের ডালে জোড়া শালিক,
কাঠবিড়ালীর তা থৈ নাচন আর ঐ যে জানলার গ্রীলে
দুটো চঞ্চল চড়ুই পাখি, এই জানলায় তোমার কী?
বন্ধ কেনো রাখো?

বর্ষার বৃষ্টি, ভেজা মাটির ঘ্রাণ, ভেজা ঘাস লতা পাতা
কিছুতেই কী মন তোমার টানে না?
পুকুরের জলে ঝমঝম বৃষ্টির উলঙ্গ নৃত্য,
টেংরা পুটির নাচন, উজান বেয়ে আসা কই মাছ প্রহর;
মনে পড়ে সেই শৈশবের দিনগুলো,
এখন কেনো বন্ধ রাখো মন জানলা তোমার?

ঘাসফড়িংয়ের লাফালাফি, ধানের ডগায় ফড়িংয়ের প্রেম ফুলশয্যা
পাতায় পাতায় বৃষ্টিরা ঝুলে আছে ঐ যে, জানলা খুলো, দেখো!
আকাশের কান্না মাখা একটি দিবস অথবা
গ্রীষ্মের খাঁখা দুপুর, চৈতালী আগুন রোদ্দুর,
পুকুরপাড়ে সারি সারি তাল খেজুরের তলায় কী বসে
দু'দন্ড সুখ গিলতে ইচ্ছে করে না,
তবে মন জানলা কেনো বন্ধ তোমার?

গন্ধরাজ ফুলে ঠোঁট ডুবিয়ে, মৌমাছিরা গায় মোহ গান
সেই সুরে প্রাণ কী হয় না উতলা?
কাছে পেতে পরম ছোঁয়ায় ইচ্ছে কী হয় না মনে?
সকল মুগ্ধতা নিয়ে এসো মনের জানলায়,
নি:শ্বাসে টানো প্রেম, ভালোবাসা গিলো ঢোকে ঢোকে।

তবে শুনো, আমার যখন বিমর্ষ ক্ষণ, বিষণ্ণতার দিন
তুমি জানলা বন্ধ রেখো, আমার মুগ্ধতারা ফুরিয়ে গেলে
তোমার মুগ্ধতা ফিরে আসবে, সে কী আর হয়!
আকাশ পাতাল মন নিয়ে হয় না সুখে বসবাস
অতএব, আমি শব্দ নিয়েই হবো সুখি,
কবিতার সাথে হোক আমার সহাবস্থান
তুমি মনজানলা তোমার বন্ধ রাখো এবেলা।
June 18, 2019

মন্তব্য ২৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:০০

চাঁদগাজী বলেছেন:


এত বিরক্তিকর ভাবনা কেন আসে মানুষের মনে?

২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত বিরক্তিকর আপনার মন্তব্য উফ....

আপনার মনে কী ভাবনা এখন? ফেসবুকের মতই জানতে মুঞ্চায় :)


২| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:১৮

নেওয়াজ আলি বলেছেন: সারা দুনিয়া আজ কালোমেঘে ডাকা। জানালা খুলে দিলে বৃষ্টির পানি ঘরে ডুকবে দিদিমনি। এই অন্ধকারেও শাসকবর্গ কালো চশমা পরা।

২১ শে জুন, ২০২০ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমি তাও চাই কেউ চোখ খুলে দেখুক মুগ্ধতা

আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুক মানুষ

সুন্দর মন্দব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান

৩| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে জুন, ২০২০ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৪| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:১০

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
বর্ষার দিনে বিষন্ন কবিতায় তারপরও ভালোলাগা ++

২১ শে জুন, ২০২০ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
অনেক ভালো থাকুন, ভালোবাসা রইলো অফুরন্ত

৫| ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি ,

সুন্দর ।+


মন জানালা খুলে যাক
বৃষ্টির ঝাপটায় ভিজে যাক—তনুমন
এবেলা হয় যদি হোক মহেন্দ্র ক্ষণ ।

২১ শে জুন, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া

৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: +

২১ শে জুন, ২০২০ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

৭| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:১৫

পদ্মপুকুর বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-
অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি


এই কথা যারা না বুঝবে তাদের জন্য উত্তরটা উফ! হওয়াই সংগত।

২১ শে জুন, ২০২০ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর উক্তি,

কেউ আবার অশ্লীল কবিতা বেশী বুঝে, এবং সে সব কবিতায় মন্তব্য করতেও দেখি...। আজিব ফিলিংস মানুষের

জাজাকাল্লাহ খাইরান পদ্ম
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন

৮| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:৪২

মা.হাসান বলেছেন: গুনী লোকদের বিরক্ত করা খুব খারাপ কাজ। তওবা করেন।

এক বছর আগের কবিতা পোস্ট করেন ক্যান? নতুন জিনিস কই? নাকি এক বছর ধরে কবিতার জানালা বন্ধ রাখছেন?

মার্চ থেকে দরজা-জানালা-মুখ সব বন্ধ, খোলার মধ্যে আছে শুধু কি বোর্ড, এইটাও মনে হয় বন্ধ করা লাগবে।

২১ শে জুন, ২০২০ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেসবুকের মেমরি চেক করলে এসব মনে হয় হাহাহা তাই মন চাইলে দিয়া দেই। পরতেক দিনের কোবতে দিলে আপ্নে দৌড় তুলাইবেন,,, আচ্ছা আগামী কবিতা নতুন দিনের দিমু ইনশাআল্লাহ। তবে একটা ছবি ব্লগ করতে গিয়া দেখি প্রায় তিনটা বাজে, বাসাত যাইগা.... তিনটায় ছুটি নিয়া চলে যাই

রোস্টার মোস্টার কিছু মানি না। বাসা থেকে হেঁটে হাসি হেঁটে যাই, তাই স্যার বলেছেন কাজ না থাকলে চলে যাইয়েন :( আল্লাহ ভরসা। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ :)

৯| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:১২

মা.হাসান বলেছেন: জনাব শেখ ফরিদ উদ্দিন কি আপনার জুনিয়র ছিলেন ? ওনার ছেলে মেয়ে কয়জন?
গভীর সমবেদনা রইলো ‌‌।

২২ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ সকালে এই দু:সংবাদ শুনি, এত কষ্ট, কিছুই ভাল্লাগছে না, হ্যা তিনি অনেক জুনিয়র, কিন্তু পদবীতে বড়, উনি ২০১০ সালের ব্যাচ, ডাইরেক্ট এডি হিসেবে। আর আমি ২০০১ এ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসেবে যোগদান করি । আল্লাহ উনাকে জান্নাত দিন।

১০| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল

০৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিলিয়ান আপু
ভালো থাকুন অনেক অনেক

১১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: জানালা বন্ধ রাখি
জানালা খুললে ভেসে আসে দূরে
উড়ে যাওয়া স্মৃতিপাখি।
গান গেয়ে যায়, কথা বলে যায়
অজানা অনুক্ষন
চুপি চুপি ক্ষন ফিস ফিস কথা
নিরালা নিরঞ্জন।

কাঁঠবিড়ালীর ছুটে চলে যাওয়া
চুড়ুই পাখির মেলা
কৃষ্ণচূড়ার আগুন আকাশে
খা খা দুপ্পুরবেলা।
সে যে হেসেছিলো ভালোবেসেছিলো
খোলা জানালার পাশে
ডুরে শাড়ি তার ঝলকিয়ে ওঠে
হৃদয় জানালাকাশে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.